নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অনুভূতি গাঁথার সাধনায় মগ্ন।

চঞ্চল হরিণী

এই পৃথিবীর বাইরে কোথাও গিয়ে যদি কিছু লিখা যেতো ; এই অসহ্য মনোবৈকল্য দূর হতো। হে ভাবনা, দয়া করে একটু থামো। আমাকে কিছুটা মুক্তি দাও। আমার দম বন্ধ হয়ে আসছে তোমার অবিরাম পদচারণায়। বিচ্ছেদে যাও তুমি। ফুলে ওঠো পিঙ্গল বিভ্রম বেশে। আমাকে মৃত্যু দাও নয়তো চিৎকার করে ওঠার অপরিসীম ক্ষমতা দাও। আমি ক্লান্ত এই অমানিশায়। শান্তির খোঁজে মৃত্যুদূতের পরোয়া করিনা, পরোয়ানা জারি করো। গভীর, গভীর, গভীর। বোহেমিয়ান মন অভ্যস্ত জীবনের শিকল ভেঙ্গে ফেলো।

চঞ্চল হরিণী › বিস্তারিত পোস্টঃ

প্রানের আত্মকথা

২৭ শে অক্টোবর, ২০১৬ রাত ১:৫৩


প্রানের আত্মকথা

তালবিহীন দুনিয়াত
বৈতালেক কচ্চ তাল, লয় ?
বুজি বুজি, হামি সবই বুজি।
হামাক তোমরা মানে লাও আর লা লাও;
হামিতো হামার কথা কয়েই যাব।

দুনিয়াত যখন আসিছনু ,
তখন কি তালেত কান্দিছনু?
হয় হয় তোমরা ঠিকই কচ্চ,
হামি তালেই কান্দিছিনু।
কিন্তু হামাক যে বান্দে ফেলল
তোমাকের এক মহাজন।
ছোল পায়ে এক বেটি ইংকা আত্তি করল;
হামি ছুটবারই পারনুনা।
তালও হারে গেল।

ইংকারা তাজা ঘর পায়ে
মনেত লোভও হোছল রে।
বিন্যার মত থাকে গেলাম
ম্যালা দিন।

কিন্তু আজ দেখিচ্চি,
ঘরডা পুরান হছে।
শ্যাওলা লাগে গ্যাছে দ্যায়ালত।
আর ইছছা করিচ্চেনা থাকবার।

মহাজন তোর বাঁধনও পঁছে গ্যাছে রে!
হামি যাচ্চি তাই ম্যালা দূর।
কিংবা
তোর পাড়াত নতুন কোন তাল খুঁজবার।

মন্তব্য ১২ টি রেটিং +৩/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৭ শে অক্টোবর, ২০১৬ ভোর ৪:০০

রুদ্র জাহেদ বলেছেন: কোথাকার ভাষা?অদ্ভুত ভাল্লাগলো

২৭ শে অক্টোবর, ২০১৬ দুপুর ২:২০

চঞ্চল হরিণী বলেছেন: ধন্যবাদ। এটা নওগাঁর ভাষা। নওগাঁ, বগুড়া একই ভাষা।

২| ২৭ শে অক্টোবর, ২০১৬ ভোর ৪:০৮

শাহরিয়ার কবীর বলেছেন: হা হা হা দারুন লিখেছেন।

২৭ শে অক্টোবর, ২০১৬ দুপুর ২:২২

চঞ্চল হরিণী বলেছেন: ধন্যবাদ। :)

৩| ২৭ শে অক্টোবর, ২০১৬ সকাল ৮:৩৫

রক্তিম দিগন্ত বলেছেন:
এটা কোন ভাষা?

ভাষার কারণে অনেকটাই বুঝিনি।

২৭ শে অক্টোবর, ২০১৬ দুপুর ২:৩০

চঞ্চল হরিণী বলেছেন: নওগাঁর ভাষা ভাই। তবে এমন কিছু কঠিন তো নয়। দু-একটা লাইনে একটু সমস্যা হতে পারে তবে বেশীরভাগই বোধগম্য। যে লাইনটা আমার মনে হয়েছে ভাষা না জানলে পাঠক বুঝবেনা সেটার অর্থই আমি তুলে দিচ্ছি। " ছোল পায়ে এক বেটি ইংকা আত্তি করলো, হামি ছুটবারই পারনুনা।" এর মানে হোল, সন্তান/বাচ্চা পেয়ে এক মহিলা এমন যত্ন করলো যে আমি ছুটতেই পারলাম না। ধন্যবাদ।

৪| ২৭ শে অক্টোবর, ২০১৬ দুপুর ১:০৬

মিউজিক রাসেল বলেছেন: পড়তে অনেক কষ্ট হলেও, ভালো লাগছে++ :P

২৭ শে অক্টোবর, ২০১৬ দুপুর ২:৩১

চঞ্চল হরিণী বলেছেন: ধন্যবাদ। :)

৫| ০৩ রা জুলাই, ২০১৮ রাত ৯:২৪

নেয়ামুল নাহিদ বলেছেন: বাঃ পড়তে অসাধারণ লাগলো।

০৩ রা জুলাই, ২০১৮ রাত ১০:০৬

চঞ্চল হরিণী বলেছেন: ধন্যবাদ নেয়ামুল নাহিদ :) । আপনার বাড়ি বগুড়া অঞ্চলে বলেই বোধকরি একটু বেশি ভালো লাগার কথা :)

৬| ৩০ শে জুলাই, ২০১৮ রাত ৮:১৫

রাকু হাসান বলেছেন: এই মেয়েটার প্রতিভায় বারবার মুগ্ধ হই কেন ;) । আঞ্চলিক ভাষার যথেষ্ট সুন্দর কবিতা । :( কারও কবিতায় অনুপ্রেরণা নিয়ে লিখছো নাকি । মৌলিক কবিতা । বাহ ঠিকই তো ,দুনিয়াতে আসার সময় যে কান্না করেছি সেটা কেউ বললেইবিশ্বাস করি নিই আমরা । তার আমরা পরিবারের সাথে মিশে যায় । বাঁধনে বন্ধি হয়ে যায় । ......এভাবেই একদিন চলে যাওয়া 8-|

তাত্তারি বেশি বেশি করে লিখ ,ধরে ফেলবো তো B-) ...এভাবে পড়লে । প্রতিদিন তোমার লেখা পড়তে চাই :-B

বলেছো .আগের কিছূ লেখা রি-পোস্ট করবে ,দারুণ ভেবেছো । আমি ই তোমারে কয়েকদিন ধরে বলবো বলবো করে বলা হয় নি । রি-পোস্ট করো । ভাল হবে খুব । অল্প কয়েকজন পাঠক দিয়ে লেখার জীবন টা নষ্ট করো না , :-B .অভিশাপ পাইবা X((

৩০ শে জুলাই, ২০১৮ রাত ৯:০৮

চঞ্চল হরিণী বলেছেন: অনুপ্রেরণা নিয়ে লেখা কবিতা মৌলিক হয় না, কে বললো তোমায় :-0 ? ভাবটা হয় তো মৌলিক থাকে না সেটা বলতে পারো। আমার এটা কারো অনুপ্রেরণায় নয়, নিজের ভাব থেকেই লেখা B:-/ । তবে বাউল ভাবের অনুপ্রেরণায় কিছু লেখা আছে আমার। আরে তুমি আগেরগুলো পড়তে পড়তেই আমার নতুন পোস্ট দেয়ার ইচ্ছে এক/ দুইদিন বাদ দিয়ে দিয়ে :-B । আমার যে কি ভাল্লাগে তুমি এভাবে পড় বলে। দেখা যাক, আমার লেখার জীবনে কতজন পাঠক পাই 8-|

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.