নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অনুভূতি গাঁথার সাধনায় মগ্ন।

চঞ্চল হরিণী

এই পৃথিবীর বাইরে কোথাও গিয়ে যদি কিছু লিখা যেতো ; এই অসহ্য মনোবৈকল্য দূর হতো। হে ভাবনা, দয়া করে একটু থামো। আমাকে কিছুটা মুক্তি দাও। আমার দম বন্ধ হয়ে আসছে তোমার অবিরাম পদচারণায়। বিচ্ছেদে যাও তুমি। ফুলে ওঠো পিঙ্গল বিভ্রম বেশে। আমাকে মৃত্যু দাও নয়তো চিৎকার করে ওঠার অপরিসীম ক্ষমতা দাও। আমি ক্লান্ত এই অমানিশায়। শান্তির খোঁজে মৃত্যুদূতের পরোয়া করিনা, পরোয়ানা জারি করো। গভীর, গভীর, গভীর। বোহেমিয়ান মন অভ্যস্ত জীবনের শিকল ভেঙ্গে ফেলো।

চঞ্চল হরিণী › বিস্তারিত পোস্টঃ

ঠাণ্ডা চা

২৮ শে অক্টোবর, ২০১৬ দুপুর ২:৫৯

ঠাণ্ডা চা

নিস্তব্ধ নিঃশাসে দম আটকে আসে আমার।
হাত পা বাঁধা মূর্তির মত,
স্থিরতায় ছটফট করি আমি।

আকণ্ঠ ভরা বেদনায়,
চায়ের মগকে মনে হয় মদের গ্লাস!
বিষাক্ত দৃষ্টিতে তাকিয়ে
এক নিমিষেই পান করে ফেলি
ঠাণ্ডা চা।

তীব্রতা না থাকার কথা নিয়েও
গলা দিয়ে নেমে যায়
ঝাঁঝালো গড়ল!
চোখ বুজে আসে আমার
অনুভবের যন্ত্রনায়।

তুই কতটা নেশা হলে,
ঠাণ্ডা চা-ও মদ হয়ে যায়!
ভেবে দেখিস একদিন।

মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৮ শে অক্টোবর, ২০১৬ বিকাল ৩:৩০

সিলেক্টিভলি সোশ্যাল বলেছেন: কষ্টের অনুভূতি প্রকাশটা সুন্দর হয়েছে :)

২৮ শে অক্টোবর, ২০১৬ বিকাল ৩:৩৮

চঞ্চল হরিণী বলেছেন: ধন্যবাদ।

২| ২৮ শে অক্টোবর, ২০১৬ বিকাল ৩:৫৭

শাহরিয়ার কবীর বলেছেন: ঠাণ্ডা চা পড়ে ঠান্ডা হয়েগেলাম।

২৮ শে অক্টোবর, ২০১৬ বিকাল ৪:০৬

চঞ্চল হরিণী বলেছেন: :)

৩| ২৮ শে অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:০০

রাতুল_শাহ বলেছেন: ঠান্ডা চা কে মদ বানিয়ে ফেললেন!!!!!!!!!!

আপনাকে দিয়ে হবে ভাই।

২৮ শে অক্টোবর, ২০১৬ রাত ৯:২৭

চঞ্চল হরিণী বলেছেন: মন্তব্যের কি প্রতিক্রিয়া হবে বুঝতে পারছিনা। তবে ধন্যবাদ। :)

৪| ২৯ শে অক্টোবর, ২০১৬ রাত ৩:২১

রক্তিম দিগন্ত বলেছেন:
তুই কতটা নেশা হলে,
ঠাণ্ডা চা-ও মদ হয়ে যায়!
ভেবে দেখিস একদিন


তীব্র কষ্ট কষ্ট অনুভব পেলাম কবিতায়। +

২৯ শে অক্টোবর, ২০১৬ দুপুর ১:৫৪

চঞ্চল হরিণী বলেছেন: আসলেই তাই ছিলো। :||

৫| ২৯ শে অক্টোবর, ২০১৬ রাত ১০:৩৩

খায়রুল আহসান বলেছেন: কবিতার আবেগ কবির কল্পনাকে অনেক দূর নিয়ে গেছে।

৩০ শে অক্টোবর, ২০১৬ বিকাল ৪:১৮

চঞ্চল হরিণী বলেছেন: মন্তব্যে ধন্যবাদ।

৬| ৩০ শে জুলাই, ২০১৮ রাত ১০:০৫

রাকু হাসান বলেছেন: সুখের ঘরে দুঃখের আগুন ক্যান জ্বালাও |-) :P

অনুপ্রেরণা নিয়ে লেখা কবিতা মৌলিক হয় না, কে বললো তোমায় :-0 ? তোমার কবিতা টা কে মৌলিক বলেছি আমি :( ,। কার জানি একটা এমন কবিতা শুনেছি ..আঞ্চলিক ভাষার ,ভাবছি সেটা থেকেও হতে পারে ,তবে সে কবিতা আর তোমার কবিতা ভিন্ন,মিল আঞ্চলিকতা ,এটা কোন ফ্যাক্ট না :-B


তো এ কবিতায় কষ্টের কিছূ অনুভূতি পেলাম :|| তুমি কেমন কিপ্টুস ছিলে তোমার মন্তব্যই প্রমাণ করছে ,ইতিহাস কথা কয় ;) B-)

এখন তো কেউ এক লাইন বললে তুমি দু লাইন বেশি বলো :-B । ..ও .তোমার প্রিয় লিস্ট এ একটা কবিতা পেলাম ,নাম বৃত্ত , পড়লাম .. ;) .অসম্ভব ভাল লাগার একটি কবিতা পড়ছি ,আমার পড়া সেরা কবিতা গুলো মাঝে একটি ব্লগে । সূচরিতা সেন নামের নিক টা তে একটু দেখ যে ,কবিতা ভাল লাগতে পারে ,আমার ভাল লাগছে :-0 । আমি বেশি কথা বলছি |-)

৩০ শে জুলাই, ২০১৮ রাত ১০:৪৯

চঞ্চল হরিণী বলেছেন: হিহিহিহি =p~ । আসলেই আমি কিপ্টুস ছিলাম। আমার নিজের রাগ লাগে এখন প্রতিমন্তব্যগুলো দেখলে। 'বৃত্ত' কবিতা নিয়ে আমার কিছু বলার নেই। প্রিয় তালিকাই প্রমাণ করে সেটা কত ভালো। আচ্ছা, তোমার বলা নিকটাতে অবশ্যই ঘুরে দেখে আসবো। ভালো কিছুই পড়বো আশা করি :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.