নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অনুভূতি গাঁথার সাধনায় মগ্ন।

চঞ্চল হরিণী

এই পৃথিবীর বাইরে কোথাও গিয়ে যদি কিছু লিখা যেতো ; এই অসহ্য মনোবৈকল্য দূর হতো। হে ভাবনা, দয়া করে একটু থামো। আমাকে কিছুটা মুক্তি দাও। আমার দম বন্ধ হয়ে আসছে তোমার অবিরাম পদচারণায়। বিচ্ছেদে যাও তুমি। ফুলে ওঠো পিঙ্গল বিভ্রম বেশে। আমাকে মৃত্যু দাও নয়তো চিৎকার করে ওঠার অপরিসীম ক্ষমতা দাও। আমি ক্লান্ত এই অমানিশায়। শান্তির খোঁজে মৃত্যুদূতের পরোয়া করিনা, পরোয়ানা জারি করো। গভীর, গভীর, গভীর। বোহেমিয়ান মন অভ্যস্ত জীবনের শিকল ভেঙ্গে ফেলো।

চঞ্চল হরিণী › বিস্তারিত পোস্টঃ

ফাগুন

১২ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:৪৭



জটলাভরা কলমি,চাঁপা
গুনগুনিয়ে গায়,
ফাগুন নাকি আসবে ধরায়
বনের শোভা ছায়।

হাসবে জুঁই, গাইবে পাখি
ঝংকারে পাখায়।
মল্লিকারা উঠবে ফুটে
পল্লবি শাখায়।

মৌবাবুরা গগন হতে
মাখবে পরাগ গায়।
পবনবাবু জোরসে তখন
ছুটবে তাদের ধায়।

কোকিল মশাই মিষ্টি গানে
কইবে তোরা আয়।
সুরের সুধায় মজবে সবাই
ঘরে টেকাই দায়।

তখন
যৌবনের ওই নৌ মাঝিরা
পাল উড়িয়ে নায়।
হংস ঝিনুক শঙ্খরা সব
চলবে সাথে বায়।

তাই দেখে এক রাজাপতি
খিলখিলিয়ে হায়;
জোড়বাঁধা এক কপোত মাঝে
বুনবে স্বপন ঠায়।


মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:১২

শাহরিয়ার কবীর বলেছেন:

কোকিল মশাই মিষ্টি গানে
কইবে তোরা আয়।


দারুণ লিখেছেন + B-)

১২ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:০৩

চঞ্চল হরিণী বলেছেন: প্রথম মন্তব্য ও প্লাসের জন্য অনেক ধন্যবাদ শাহরিয়ার। বসন্তের শুভেচ্ছা ও শুভকামনা।

২| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:১৯

মুশি-১৯৯৪ বলেছেন:


ভাল লাগল। তবে কোকিল মশাই এর ডাকে সুরের সুধায় মজিতে পারছি না, কেননা আমার কেবলই মনে হয়...

ফাগুন আজও বহুদুর,
তলোয়ার হয়নি এখনো লাঙলের ফলা,
ট্যাংক হয়নি এখনো ট্রাক্টর,
বাড়ছে শুধু নিরাপত্তা খাতের টাকা...।

০৪ ঠা মার্চ, ২০১৭ দুপুর ১২:২০

চঞ্চল হরিণী বলেছেন: আমার দর্শন বলে, ফাগুন আগুন, তলোয়ার লাঙ্গল, ট্যাঙ্ক ট্রাক্টর এসব মিলেমিশেই থাকে। কেবল ফাগুন আর ফাগুন, শুধু মধু আর মধু থাকলে তখন ফাগুনেও বিতৃষ্ণা আর মধুকেও বিষ মনে হতো। সমস্যা হল এসবের মধ্যে ভারসাম্য যদি না থাকে তখনই বেশি আশান্তি শুরু হয়। তবে একেবারে বিলীন হবে না কিছুই।
মন্তব্যের জন্য ধন্যবাদ ভাই। শুভেচ্ছা।

৩| ০৪ ঠা মার্চ, ২০১৭ সকাল ৯:৩৬

খায়রুল আহসান বলেছেন: ফাগুনের প্রেমময় আবেদন কবিতায় প্রস্ফূটিত। ভাল হয়েছে।

০৪ ঠা মার্চ, ২০১৭ দুপুর ১২:২৮

চঞ্চল হরিণী বলেছেন: অনেক ধন্যবাদ খায়রুল আহসান ভাই। আমি তো ইদানিং ব্লগে আসার সময়ই পাই না, প্রকৃতপক্ষে কোন ধরণের নেট ওয়ার্কিং করারই অবসর কম। তাই অন্যদের লেখাও নিয়মিত পড়তে পারছি না। হঠাৎ হঠাৎ এসে কিছু পড়ে চলে যাই। নিয়মিত হতে সময় লাগবে। যাহোক, অনেকদিন পরে আপনার মন্তব্য পেয়ে খুব ভালো লাগছে। ভালো থাকবেন, প্রেমময় শুভেচ্ছা নেবেন।

৪| ২৯ শে আগস্ট, ২০১৮ রাত ১১:৫৪

রাকু হাসান বলেছেন:


ফাগুন! 8-| এই শরৎতে ফাগুনের আমেজ পেলাম তোমার লেখায় । সুখপাঠ্য,দেখা যাচ্ছে দাঁত ভাঙ্গার মেশিন ছাড়াও খুব ভাল লিখতে পারো । ;)

এ কয়দিনে বোন অামার এত আপন হলো কেমনে জানি না 8-| । মিস করেছে যেনে ভাল লাগলো ,আমিও করেছি খুব খুব । আসা হয়নি ,ইচ্ছা থাকলেও । আমার যদি সুযোগ থাকতো ঠিক বোন কে স্বরণ করতাম ,খোঁজ খবর নিতাম । জানলে অবাক হতে পারো । শুধু ব্লগে নয় ,ব্লগের বাইরেও তোমার গল্প করি ,মা,ভাইয়া,বন্ধুদের সাথে । :-B

একটা কারণে খুব খুব কষ্ট হচ্ছে ,বুকফাঁটা কান্না পাচ্ছে |-) :(( এহন ই মনে হয় কান্না করে দিবামমমমমম :-<




ঈদের সালামী দাও নি ক্যান ,তাই X(( X((
আর এই পোস্টে পুনরায় প্রতি উত্তর করেছি ,দেখ নি X(( ,যাও গিয়ে একটা লাইক হলেও দিয়ে আসো =p~ । না দেখলে তো আবার লেখার কোন .....জানি নোটি..ঝামেলা টা আছে ।

অনেক বেশি হাসিখুশি ভাল থেকো বোন আমার সব সময় ।

৩০ শে আগস্ট, ২০১৮ রাত ১২:৫৯

চঞ্চল হরিণী বলেছেন: কি প্রতিমন্তব্য যে করি ভেবে পাচ্ছি না !:#P । অনেক অনেক আনন্দিত আমি। তোমার মা, ভাইয়া, বন্ধুদের সাথে আমার গল্প করেছো শুনে এক অন্যরকম গর্ব অনুভূত হচ্ছে :)

:-/ আই কি সালামি দিউন , আই নিজে অহনতরি সালামি লই :(

ওই পোস্টে আবার গিয়েছি, লাইকও দিয়ে এসেছি ;) । ঋতু যাই হোক, সবার মনে সাড়া বছর বসন্ত ছুঁয়ে থাকুক :)

৫| ৩০ শে আগস্ট, ২০১৮ রাত ১:৩০

রাকু হাসান বলেছেন: আই কি সালামি দিউন , আই নিজে অহনতরি সালামি লই B-) =p~ আঁই তোয়ারে দিয়ুম,তুঁই আঁরে দিবা,ঠিক আছে নে? ;) =p~
প্রতি উত্তরে শান্তি পেলুম B-) । সেটা নিয়ে ঘুমাতে গেলুম । শুভরাত্রি ভালা থাহুইন । টুট টুট টুট =p~ :) :#)

৩০ শে আগস্ট, ২০১৮ রাত ২:০৩

চঞ্চল হরিণী বলেছেন: হিহিহি। হ তাইলে বেইগগুন টিক আছে। তুঁই আঁরে দিলে হেনতন লই আঁই তোয়ারে দিউম =p~ । ইবা গুম যাও :#)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.