নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অনুভূতি গাঁথার সাধনায় মগ্ন।

চঞ্চল হরিণী

এই পৃথিবীর বাইরে কোথাও গিয়ে যদি কিছু লিখা যেতো ; এই অসহ্য মনোবৈকল্য দূর হতো। হে ভাবনা, দয়া করে একটু থামো। আমাকে কিছুটা মুক্তি দাও। আমার দম বন্ধ হয়ে আসছে তোমার অবিরাম পদচারণায়। বিচ্ছেদে যাও তুমি। ফুলে ওঠো পিঙ্গল বিভ্রম বেশে। আমাকে মৃত্যু দাও নয়তো চিৎকার করে ওঠার অপরিসীম ক্ষমতা দাও। আমি ক্লান্ত এই অমানিশায়। শান্তির খোঁজে মৃত্যুদূতের পরোয়া করিনা, পরোয়ানা জারি করো। গভীর, গভীর, গভীর। বোহেমিয়ান মন অভ্যস্ত জীবনের শিকল ভেঙ্গে ফেলো।

চঞ্চল হরিণী › বিস্তারিত পোস্টঃ

অনির্বার হাঁটা

০৪ ঠা মার্চ, ২০১৭ দুপুর ১২:৩৫



নিঃশব্দ বৈশাখ কি আসে জীবনে?!
আসে কি কোন কোলাহল ভরা শীত?
সেই শীত যে শীতের কোন দরোজা জানালা নেই,
নেই মন ভাঙ্গা গান, পাখির সুর !
অথচ আমি শুধু সেই সময়কেই চিনি,
যে সময়ে হাত ছোঁয়াতো উষ্ণ নরম হাত।
যে বেলাতে ঘুম ভোলাতো প্রভাতফেরীর রাত।
কি ছিলো না সেই দিনগুলোতে !
অদ্ভুত মাখামাখি সময়ের, বন্ধুত্বের, প্রাণের,
একদল কলেজ পড়ুয়া মেয়ের!
আরও কচি কিছু ভাবনার আবেশ।
আমি অসম্ভবে ছিলাম।
ছিলাম উদ্বেলিত, কখনো ডানা ভাঙা পাখির মত।
ঠিক যেন ভোরের ঘুম ভেঙে গেছে আমার!
উদাসিনী মাইলগুলো অভিনব কায়দায় হাজির হতো।
কখনো জানালায় দাঁড়িয়ে মুখ বাড়িয়ে চিৎকার করে গান গাওয়া।
কখনো একাকী এক পথিকের পানে চেয়ে থাকা।
অপেক্ষার কত অসংখ্য প্রহর কেটেছে অযাচিত ভাবনায়।
একটি গ্রীষ্ম কি এসেছিলো সমস্ত প্রশ্নের জবাব নিয়ে?
অপেক্ষার অবসান ঘটানো বসন্তের পাতাও নড়েনি।
এক বাজারি মনের খেলাধুলা ছিলো শূন্য জায়গাটায়।

সময়, সময়, সময় যেন চোরাবালি!
মুহূর্তে টেনে নিলো সেই দারুণ আনন্দের বান্ধবীর বিয়ে।
চুপ শব্দ করে হারিয়ে গেলো যত বুক কাঁপানো উত্তেজনা।
আমি কি খেই হারিয়ে ফেললাম! তুমি কি তা জানো?
তুমি কি জানো কত কিছু লেখার পড়ে আমার আঙ্গুল
আবার তোমায় লিখতে বসেছে ?!

এই ঠাণ্ডা বয়সেও কেন বারবার উত্তেজিত হই আমি !
বুকের মাঝখানটা কেমন টলমল লাগে।
আমার ইচ্ছেগুলো কখনো সীমা পায়নি।
কখনো ছাড়া পায়নি উড়ে যাওয়ার মত।
উড়ন্ত পথে যত ফুল সে ধরতে চেয়েছে
ততই জেঁকে বসেছে কাঁটা।
গুচ্ছ গুচ্ছ খোঁপায় বেঁধেও শান্তি পায়নি সে,
শান্ত হয়নি এই মন।
হেঁটেছি অনির্বার।
হেঁটে চলেছি একই রকম।

মন্তব্য ১৮ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা মার্চ, ২০১৭ দুপুর ১২:৫৮

মোস্তফা সোহেল বলেছেন: ভাল লেগেছে। সময় আসলে খুব দ্রুতই ফুরিয়ে যায়

২১ শে মার্চ, ২০১৭ রাত ১০:৫৬

চঞ্চল হরিণী বলেছেন: আপনার ভালো লেগেছে জেনে আমারও ভালো লাগলো, মোস্তফা সোহেল। অনেক ধন্যবাদ।

২| ০৪ ঠা মার্চ, ২০১৭ দুপুর ২:৪২

শাহরিয়ার কবীর বলেছেন:
কবিতা ভালো লেগেছে +

৩১ শে মার্চ, ২০১৭ দুপুর ২:৩৮

চঞ্চল হরিণী বলেছেন: শাহরিয়ার, অনেক ধন্যবাদ। আমি দুঃখিত ভাই, সময় মত উত্তর দিতে পারিনি।

৩| ০৪ ঠা মার্চ, ২০১৭ বিকাল ৩:০২

ধ্রুবক আলো বলেছেন: মন শান্ত করেন, কবিতা ভালো লেগেছে +

৩১ শে মার্চ, ২০১৭ দুপুর ২:৪৩

চঞ্চল হরিণী বলেছেন: ধ্রুবক আলো, ভালো লাগাটাই পাওয়া। ধন্যবাদ, ভালো থাকুন। ওম শান্তি।

৪| ০৪ ঠা মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৩৮

আহমেদ জী এস বলেছেন: চঞ্চল হরিণী ,



এই ঠাণ্ডা বয়সেও কি একটু উত্তেজিত হচ্ছি আমি?
কিছুটা তো হয়েছেন বৈকি । সেজন্যেই হেঁটে চলেছেন অনির্বার , একটা নিঃশব্দ বৈশাখের খোঁজে ।

৩১ শে মার্চ, ২০১৭ দুপুর ২:৪৬

চঞ্চল হরিণী বলেছেন: আহমেদ জী এস ভাই, মনে হচ্ছে আপনি আমার বয়স জেনে গেছেন :P ভালো থাকবেন, শুভেচ্ছা।

৫| ২৩ শে মে, ২০১৭ দুপুর ২:৩৩

রুদ্র জাহেদ বলেছেন: শুধু হেঁটে চলা অনির্বার।দারুণ ভালো লাগল...

২৪ শে জুলাই, ২০১৭ রাত ৯:০৩

চঞ্চল হরিণী বলেছেন:
অনেক ধন্যবাদ, রুদ্র জাহেদ ভাই। দেরিতে হলেও আপনার ভালোলাগায় অনুপ্রানিত। শুভেচ্ছা।

৬| ০৮ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৫৯

খায়রুল আহসান বলেছেন: অনির্বার শব্দটার মানে কী? শব্দটাকে অন লাইন অভিধানে খুজে পেলাম না, পেয়েছি অনিবার, যার মানে "নিবারণ করা বা বাধা দেওয়া যা না এমন; অবিরল। আপনি কি শিরোনামের বানানটা সম্বন্ধে নিশ্চিত?
যাহোক, কবিতা ভাল লেগেছে।

০৮ ই জুলাই, ২০১৮ রাত ৮:১৪

চঞ্চল হরিণী বলেছেন: আমি যখন কবিতাটি লিখি তখন নিশ্চিত ছিলাম না বানানটি সম্পর্কে। অনেক পরে জেনেছি, কিন্তু আমার আর ঠিক করতে ইচ্ছে হয় নি।

'কবিতা ভালো লেগেছে'- মন থেকে বলেছেন কি-না জানি না। তবে অনুরোধ রেখে পাঠ করেছেন সেজন্য অনেক কৃতজ্ঞতা। ভালো থাকবেন, শুভকামনা।

৭| ৩১ শে আগস্ট, ২০১৮ রাত ১২:১০

রাকু হাসান বলেছেন:


আরেহ কি কমু কবিতার ব্যাপারে ,আমার বোনের কবিতা কি খারাপ হতে পারে ? B-) তুমি নিজেই বলে দাও =p~
কবিতাটি কিন্তু অাবৃত্তি করে পড়েছি আমি । :-B । প্রিয়তে নিলাম আরও আওড়ানোর জন্য । যদিও আবৃত্তি একদম পারি না । তবে যা গাওয়া মনের শান্তির জন্য আর কি । তোমার কিছু শব্দ,লাইন খুব পছন্দ হয়েছে । যেমন
‘নেই মন ভাঙ্গা গান,পাখির সুর
অথচ আমি সেই সময় কেই চিনি,। (আগের তিন লাইন ও চমৎকার,তারমানে এই নয় যে বাকি লাইনগুলো খারাপ বা ভাল লাগেনি )
প্রভাতফেরির রাতের লাইন টা ,কচি কিছু ভাবনা বলে খুব সহজে বুঝিয়ে দিলে ,চুপ করে হারিয়ে গেল যেনো যেন বুক কাঁপানো উত্তেজণনা,তুমি কি জানো কত কিছু লেখার পরে ,আমার আঙ্গুল আবার তোমায় লিখতে বসছে ? ,কখনও ছাড়া পায়নি উড়ে যাওয়ার মত । কি চমৎকার ! সব ।


আজ পড়লাম ‘হরকিশোর বাবুর একটি গল্প,নজরুলের সাম্যবাদী এবং একাত্তরের কন্যা জায়া জননীরা বইয়ের অল্প কিছু অংশ । একটু একটু পড়ি ,আগে একেবাড়ে বেশি পড়ে ফেলতাম ,গল্পগুলোও দিরে দিরে পড়ছি । ঠিক করছি তো ? তুমি কি পড়লে আজ তাত্তারি কও B-)
আচ্ছা সমরেশ বসুর বই কেমন পড়ছো ? জানো উনার একটি বইও আমি পড়েনি । |-) গুগল করে দেখলাম ,উনি অনেক অনেক বই লিখেছেন । উনার লেখার ব্যাপারে কিছু বলো তো

রকেট গতিতে প্রতি উত্তর দাও ,তোমার এ কবিতার পেইজ কাটছি না ,একটু পর পর দেখবে দিছ কিনা । নোটির আশা করলে ,আজ নাও দেখতে পারি ।

৩১ শে আগস্ট, ২০১৮ রাত ১:১৪

চঞ্চল হরিণী বলেছেন: আমার অনেক অশান্তির মধ্যে তোমার মন্তব্যগুলো যে আমাকে কি শান্তি দেয় ! কি প্রেরণা দেয় !
তুমি অনেক গুণী লেখকের বই পড়, সেই তুমি আমাকে মূল্যায়ন কর, এটা আমাকে অনেক শক্তি দেয়।

সমরেশ মজুমদার পড়েছি কিন্তু সমরেশ বসুর বই আমি পড়িনি :| । আজকে আমি 'হিমু এক আউট সাইডার' প্রবন্ধ পড়ে শেষ করছি। আর প্রতিদিন একটু একটু করে পড়ছি 'পাবলো নেরুদার স্মৃতিকথা'।

হায় হায় তুমি যে এত আগে মন্তব্য করে অপেক্ষা করছিলে আমি দেখিই নাই :|| । ভাইটারে অপেক্ষা করাইছি, দুঃখিত :(। তবে বেশি দুঃখিত না, আপন মানুষের কাছে বেশি দুঃখ আবার কি ;)

৮| ৩১ শে আগস্ট, ২০১৮ রাত ১২:২৯

রাকু হাসান বলেছেন:


আরেক টু বকবক করমু? :-< ,আচ্ছা একটু করলে কিচ্ছু হবে না ,করি ;)

খায়রুল স্যারের মন্তব্য ও তোমার উত্তর দেখে বলতে ইচ্ছা হলো । নিশ্চয় জেনে থাকবে বিষয়টা । তোমার এ প্রসঙ্গটা রবীন্দ্রনাথের একটি বিষয়ের সাথে খুব মিল । বাংলা ভাষায় অস্রুজল শব্দটি রবীন্দ্রনাথ এনেছিলেন । তিনি জেনেই ভুল লিখে ছিলেন ,অনেক এ নিয়ে কথা বললেও তিনি সেটা রাখতেই মত দিয়েছেন বারংবার । সেই থাকে শব্দ টি আমাদের । তোমার অর্নিবার শব্দটি শুনতেও ভাল শুনায় ,আমার শব্দ ভান্ডার কম ,এ ভুল ধরতে পারতম না । তবে ভুল টা এখানে মুখ্য কিছু মনে করছি না । হয়তো আগামি প্রজন্ম তোমার এ নতুন শব্দ টি কেই সঠিক জানবে ,তুমি হবে এ শব্দের আবিষ্কারক । তুমি ভাবছো কি অতিরঞ্জিত করছি ? না মোটেও না ,তোমার যে কবিতা পড়ি ,আমার অনেক মানের মনে হয় । রবীন্দ্র নজরুলের কবিতা পড়তে আমার তেমন লাগে । ভাষা,বলো,চিত্রকল্প বলো । দেখবে তোমাকে নিয়ে একদিন আরও গর্ব করবো আমি যদি বেঁচে থাকি ।

কত্ত কথা কইলাম,মন্তব্য করতে কষ্ট হবে অন্নেক B-) =p~

৩১ শে আগস্ট, ২০১৮ রাত ১:৪০

চঞ্চল হরিণী বলেছেন: আগের মন্তব্যে বলি নাই, প্রিয়তে নেয়াতে আমি ব্যাপক খুশী :D B-)

হ, রবীন্দ্রনাথ এর ঘটনা কে না জানে কও। তয় একটু সমাইস্যা আছে। সমাইস্যাডা হইলো, গুরুজী তো বানান ভুল করে নাই, আর আমারডা তো বানান ভুলের অভিযোগে অভিযুক্ত। এমন না যে বানান ভুল হইলে আমি ঠিক ন করি, কিন্তুক এইবার মানে 'অনির্বার' বানাম আমার ঠিক কইরতে ইচ্ছা করে নাই। কারণ শুদ্ধ শব্দ 'অনিবার' আমার কেমন জানি লাগে, মনে হয় উদাম উদাম, হালকা লাগে, ভাল্লাগে না। একটা রেফ দিয়ে 'অনির্বার' লিখলেই যেন একটু গম্ভীর হয়। আমি ফেসবুকেও এমনেই লেকছি। অনেকের কাছেই এই বিষয়ডা হাস্যকর, অমূলক লাইগতে পারে, আবার কেউ কেউ ঔদ্ধত্যপূর্ণ আচরণ মনে কইরতে পারে, কিন্তু আসলে এগুলার কিছুই না। একেবারে নিরেট হইলো আমার 'অনির্বার' শব্দটাই ভাল্লাগে।
অতিরঞ্জিত কইরা বইল্লা নাকি এইটার উত্তর একমাত্র সময়ই বইলতে পাইরবো :-0 B:-) । কিন্তু আমি তোমার কথায় বিরাাাাট সাহস পাইছি :-B
আর শুনো গর্ব একদিন আমিও তোমারে নিয়া কইরবাম, কয়া রাখলাম B-) । মন্তব্য লেইখতে কষ্ট হইলেও ইহা অতি আনন্দের কষ্ট ছিল ;) :)

৯| ৩১ শে আগস্ট, ২০১৮ রাত ১২:৩০

রাকু হাসান বলেছেন:




আরেক টু বকবক করমু? :-< ,আচ্ছা একটু করলে কিচ্ছু হবে না ,করি ;)

খায়রুল স্যারের মন্তব্য ও তোমার উত্তর দেখে বলতে ইচ্ছা হলো । নিশ্চয় জেনে থাকবে বিষয়টা । তোমার এ প্রসঙ্গটা রবীন্দ্রনাথের একটি বিষয়ের সাথে খুব মিল । বাংলা ভাষায় অস্রুজল শব্দটি রবীন্দ্রনাথ এনেছিলেন । তিনি জেনেই ভুল লিখে ছিলেন ,অনেক এ নিয়ে কথা বললেও তিনি সেটা রাখতেই মত দিয়েছেন বারংবার । সেই থাকে শব্দ টি আমাদের । তোমার অর্নিবার শব্দটি শুনতেও ভাল শুনায় ,আমার শব্দ ভান্ডার কম ,এ ভুল ধরতে পারতম না । তবে ভুল টা এখানে মুখ্য কিছু মনে করছি না । হয়তো আগামি প্রজন্ম তোমার এ নতুন শব্দ টি কেই সঠিক জানবে ,তুমি হবে এ শব্দের আবিষ্কারক । তুমি ভাবছো কি অতিরঞ্জিত করছি ? না মোটেও না ,তোমার যে কবিতা পড়ি ,আমার অনেক মানের মনে হয় । রবীন্দ্র নজরুলের কবিতা পড়তে আমার তেমন লাগে । ভাষা,বলো,চিত্রকল্প বলো । দেখবে তোমাকে নিয়ে একদিন আরও গর্ব করবো আমি যদি বেঁচে থাকি ।

কত্ত কথা কইলাম,মন্তব্য করতে কষ্ট হবে অন্নেক B-) =p~

৩১ শে আগস্ট, ২০১৮ রাত ১:৪২

চঞ্চল হরিণী বলেছেন: আগের মন্তব্যে বলি নাই, প্রিয়তে নেয়াতে আমি ব্যাপক খুশী :D B-)

হ, রবীন্দ্রনাথ এর ঘটনা কে না জানে কও। তয় একটু সমাইস্যা আছে। সমাইস্যাডা হইলো, গুরুজী তো বানান ভুল করে নাই, আর আমারডা তো বানান ভুলের অভিযোগে অভিযুক্ত। এমন না যে বানান ভুল হইলে আমি ঠিক ন করি, কিন্তুক এইবার মানে 'অনির্বার' বানাম আমার ঠিক কইরতে ইচ্ছা করে নাই। কারণ শুদ্ধ শব্দ 'অনিবার' আমার কেমন জানি লাগে, মনে হয় উদাম উদাম, হালকা লাগে, ভাল্লাগে না। একটা রেফ দিয়ে 'অনির্বার' লিখলেই যেন একটু গম্ভীর হয়। আমি ফেসবুকেও এমনেই লেকছি। অনেকের কাছেই এই বিষয়ডা হাস্যকর, অমূলক লাইগতে পারে, আবার কেউ কেউ ঔদ্ধত্যপূর্ণ আচরণ মনে কইরতে পারে, কিন্তু আসলে এগুলার কিছুই না। একেবারে নিরেট হইলো আমার 'অনির্বার' শব্দটাই ভাল্লাগে।
অতিরঞ্জিত কইরা বইল্লা নাকি এইটার উত্তর একমাত্র সময়ই বইলতে পাইরবো :-0 B:-) । কিন্তু আমি তোমার কথায় বিরাাাাট সাহস পাইছি :-B
আর শুনো গর্ব একদিন আমিও তোমারে নিয়া কইরবাম, কয়া রাখলাম B-) । মন্তব্য লেইখতে কষ্ট হইলেও ইহা অতি আনন্দের কষ্ট ছিল ;) :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.