নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অনুভূতি গাঁথার সাধনায় মগ্ন।

চঞ্চল হরিণী

এই পৃথিবীর বাইরে কোথাও গিয়ে যদি কিছু লিখা যেতো ; এই অসহ্য মনোবৈকল্য দূর হতো। হে ভাবনা, দয়া করে একটু থামো। আমাকে কিছুটা মুক্তি দাও। আমার দম বন্ধ হয়ে আসছে তোমার অবিরাম পদচারণায়। বিচ্ছেদে যাও তুমি। ফুলে ওঠো পিঙ্গল বিভ্রম বেশে। আমাকে মৃত্যু দাও নয়তো চিৎকার করে ওঠার অপরিসীম ক্ষমতা দাও। আমি ক্লান্ত এই অমানিশায়। শান্তির খোঁজে মৃত্যুদূতের পরোয়া করিনা, পরোয়ানা জারি করো। গভীর, গভীর, গভীর। বোহেমিয়ান মন অভ্যস্ত জীবনের শিকল ভেঙ্গে ফেলো।

চঞ্চল হরিণী › বিস্তারিত পোস্টঃ

দিনপঞ্জির প্রেমালাপ

০৬ ই নভেম্বর, ২০১৭ রাত ১:৩৯



নয় তারিখে আমি যেটা করি,
সেটা হলো ভাত খাই না।
// কেনো খাও না ?
তা জানিনা, জানিনা।

দশ তারিখ বিকেল হলে
বসে আমি হাড় জুড়াই।
// সেটা আবার কি ?
বলবো না, বলবো না।

এগারো তারিখ হলে পরে
দুটো থালায় নৈবদ্য দেই।
// আচ্ছা, কাকে দাও ?
তাও জানোনা, তাও বোঝনা।

বারো তারিখ ভোরবেলা হলো
কুসুম স্নানের প্রহর।
// আহা, দারূন শুনতে তো !
তোমার শুধু নোংরা ভাবনা।



তেরো তারিখ কুপোকাত,
রান্না চড়াই হাঁড়িতে।
// তাই, ডাল রাঁধতে পারো।
ডালের বড়ি ভালোবাসি।

চৌদ্দ তারিখ পৌষ-ফাগুনের পালা,
হোক না হোক গান শুনি।
// তুমি নিজে গাইতে পারো না ?
এতদিনে সেটাও জানলে না ?!

পনেরো তারিখ দ্বিপ্রহরে
দুটি শালিক আসে বাসায়।
// তুমি বুঝি আপ্যায়ন করো ?
ওরা আমায় ভীষন ভালোবাসে।

সেবার পূজোয় ফড়িং ধরেছিলাম,
যা এখন ষোল তারিখে ধরি।
// তুমিতো খুব নিম দুষ্ট !
লাল ফড়িং আমার খুব প্রিয়।

জানো গো ওরা না আমার হাত বেঁধেছিলো,
সতেরো তারিখ এলেই কুঁকড়ে উঠি।
//নিশ্চই দস্যি মেয়ের শাস্তি।
আ মঁলো জা, নিজেতো কচি খোকা।

আঠারো তারিখ দুধ-সাদা মেঘ,
আমার সারা আকাশ যায় ছেয়ে।
// তুমি কি তখন ভাসাও ভেলা ?
না, পাঠে দেই হেলা। হাহা

উনিশ, উনিশের কথা বলোনা,
ভীষন জ্বর এসেছিলো, আসে আমার।
// বলবে ঘটনাটা কি ?
কিছু রহস্য থাকনা সখা।

বিশ হলো বিষ দিবস,
অমৃত সুধা করি পান।
// আমায় কি একটু করবে দান ?
সে রাতে এসো, খুলে দেবো খিল।

আচ্ছা, কি বেহায়া বাবা !
জানোনা, একুশ হলো জাগরণের দিন।
// আমার কি অত জ্ঞান আছে ?
সেজন্যই তোমায় আঁধা ভাল্লাগে আমার।

বাইশ জনের একটা কবিদল গড়বো আমি,
সেই সাধনাই করি বাইশ তারিখে।
// আমায় নেবে তোমার দলে ?
তাহলে যে তোমার সঙ্গে প্রেম ভেঙ্গে যাবে।

মন খারাপ করোনা, আসছে তেইশ।
রোজ তেইশে তোমার আমার প্রণয়।
// আমি বুঝি শর্তাধীনে তবে ?
ভালোবাসা জমিয়ে রাখতে হয়রে পাগল।

ক্লান্ত লাগছে চব্বিশের দোরগোড়ায়,
চব্বিশ বসন্ত একলা থাকার জ্বলন।
// তাহলে কি আমি ই তোমার..…।
থামো, আজ ঘুমাও, সে গল্প আরেকদিনের।

মন্তব্য ৩৬ টি রেটিং +৫/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ০৬ ই নভেম্বর, ২০১৭ সকাল ৮:০৩

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: খুব ভালো।

০৬ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:০৪

চঞ্চল হরিণী বলেছেন: অনেক ধন্যবাদ অনিকেত। ব্লগে স্বাগতম আপনাকে।

২| ০৬ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:১৯

হাসান রাজু বলেছেন: খুব ভালোর চেয়ে অনেক ভালো হয়েছে । :)

০৬ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:০৬

চঞ্চল হরিণী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ হাসান রাজু। নিয়মিত পাঠের আমন্ত্রণ রইলো। :)

৩| ০৬ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:২০

ময়না বঙ্গাল বলেছেন: তা'র
সরল বাঁশী
তা'র
তরল তাল
অন্তরে
সরল সুধা
মেশায় -একটি রবীন্দ্র পঙতি

০৬ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:০৮

চঞ্চল হরিণী বলেছেন: সরল কথামালায় অন্তরের আনন্দযোগ। অনেক ধন্যবাদ ময়না বঙ্গাল।

৪| ০৬ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:১৮

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আপনার বয়স বুঝি ২৪শে পা দিল ? :)

০৬ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:২১

চঞ্চল হরিণী বলেছেন: হাহা। না, হাসু মামা তা নয়। :> ধন্যবাদ গ্রহণ করিবেন।

৫| ০৬ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৫০

সম্রাট ইজ বেস্ট বলেছেন: নয় থেকে চব্বিশ, নিশ্চয়ই এরপরও কিছু আছে। সেই কিছু কি সামনের বছর?

০৬ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৫:৫৪

চঞ্চল হরিণী বলেছেন: সম্রাট এরপরেও কিছু আছে তো বটেই। সে গল্প যে আরেকদিনের। তাসরিফ রাখার জন্য ধন্যবাদ, জাঁহাপনা।

৬| ০৬ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৪:০৬

কঙ্কাবতী রাজকন্যা বলেছেন: খুব ভালো লাগলো।

০৬ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৫:৫৭

চঞ্চল হরিণী বলেছেন: এ যেন রাজকন্যা কঙ্কাবতী আর ডালিমকুমারের আলাপন। :``>> অনেক ধন্যবাদ কঙ্কাবতী। ভালো থাকুন।

৭| ০৭ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:০১

দিশেহারা রাজপুত্র বলেছেন: কথোপকথনের ভঙ্গিতে ব্যাপারটা ভালো লাগছে।

০৯ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৫:১৫

চঞ্চল হরিণী বলেছেন: অনেক ধন্যবাদ ও শুভকামনা দিশেহারা রাজপুত্র। পদধূলিতে কৃতজ্ঞ ভীষণ।

৮| ২৯ শে জুন, ২০১৮ রাত ১১:২৯

ভ্রমরের ডানা বলেছেন:



গল্পটা দারুণ ছিল। খেলাটা চমৎকার! শুভেচ্ছান্তে!

২৯ শে জুন, ২০১৮ রাত ১১:৪১

চঞ্চল হরিণী বলেছেন: প্রথমেই ব্লগ খুঁজে কবিতা বের করে পড়ার জন্য অনেক কৃতজ্ঞতা জানাই ভ্রমরের ডানা। বাইশ জনের একটা কবিদল গড়তে চেয়েছি। আপনি কি হবেন আমার সেই দলের সঙ্গী ? 8-|

৯| ২৯ শে জুন, ২০১৮ রাত ১১:৪৫

ভ্রমরের ডানা বলেছেন:
রাজি! এমন কবি দলের সঙ্গী হলে তা হবে ভাগ্য! :) নিয়ে নিন দলে প্লিজ!

৩০ শে জুন, ২০১৮ রাত ১:২০

চঞ্চল হরিণী বলেছেন: তাহলে এটাও জানিয়ে দেই আপনাকেই কিন্তু প্রথম এই প্রস্তাব করলাম :``>> । আপনি,আমি মিলে দুজন হলাম, কোরাম পূর্ণ হতে আরও বিশ জন লাগবে। :-* :P 8-|

১০| ৩০ শে জুন, ২০১৮ রাত ১:২২

ভ্রমরের ডানা বলেছেন:
সারছে! খবর আছে তাইলে!

৩০ শে জুন, ২০১৮ রাত ২:১৭

চঞ্চল হরিণী বলেছেন: কিমুন খবর ভাই :P ? আরে কবি পছন্দ হতে হবে তো। এতদিন ভাবি নাই, এখন যখন সত্যি দল করার কথা ভাবলাম তখন প্রথম আপনাকেই আমার পছন্দ হল :`> । ধীরে ধীরে আরও হবে হয়তো। তবে যত সময়ই লাগুক, পছন্দ হতেই হবে,নইলে নয়। :)

১১| ২৯ শে জুলাই, ২০১৮ রাত ২:০৭

কাওসার চৌধুরী বলেছেন:



কবিতা তো নয় যেন, আগুনেরই গোলা; ++++++++++

২৯ শে জুলাই, ২০১৮ রাত ২:১৯

চঞ্চল হরিণী বলেছেন: হাহাহাহিহিহি ;) । আমার তো খুশী আর ধরে না , কি যে করি :``>> । অনেক অনেক ধন্যবাদ, কাওসার ভাই :)

১২| ২৯ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:০৬

ভ্রমরের ডানা বলেছেন:

মডেলগুলো কারা? :-B

২৯ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:২৫

চঞ্চল হরিণী বলেছেন: নাফিসা চৌধুরী নাফা ও ফাইজুর মিল্টন। দুজনেই অভিনয় করে। 'সিজোফ্রেনিক জীবন' নামে একটি শর্ট ফিল্ম থেকে নিয়েছি :)

১৩| ২৯ শে জুলাই, ২০১৮ রাত ৮:২৮

স্রাঞ্জি সে বলেছেন: প্রীশু জানায়।

কবিতায় মুগ্ধতা ।

আচ্ছা আর ১৪ দিনে কি করেন।

২৯ শে জুলাই, ২০১৮ রাত ৮:৪১

চঞ্চল হরিণী বলেছেন: প্রীশু, স্রাঞ্জি সে। পাঠে মুগ্ধতা জানানোয় ধন্যবাদ নিও। হাহা, এটাই তো রহস্য। রহস্য রেখেছি পরে অন্যসময়ে অন্যভাবে জানানোর জন্য ;)

১৪| ২৯ শে জুলাই, ২০১৮ রাত ৮:৩৬

ভ্রমরের ডানা বলেছেন:
আর প্রথম জন?

২৯ শে জুলাই, ২০১৮ রাত ৮:৪৪

চঞ্চল হরিণী বলেছেন: ওটা নাফারই ছবি। মনে আছে, 'সিজোফ্রেনিক জীবন' পড়েছিলেন আপনি। সেই কবিতা অবলম্বনেই বানানো হয়েছে শর্ট ফিল্মটি।

১৫| ২৯ শে জুলাই, ২০১৮ রাত ৮:৪৬

স্রাঞ্জি সে বলেছেন: নিশ্চয় ঘুম জান, :||

২৯ শে জুলাই, ২০১৮ রাত ৮:৫০

চঞ্চল হরিণী বলেছেন: হিহি। হ্যাঁ, আপাতত ঘুমই সই |-)

১৬| ৩১ শে আগস্ট, ২০১৮ রাত ২:২১

রাকু হাসান বলেছেন:


এই কবিতা ব্যাপারে কাল আবার মন্তব্য করুম । তোমার চিন্তায় আছি তোমার ব্লগ বাড়ির লেখা দিন দিন শেষ হয়ে যাচ্ছে । পরে আমি কথা বলবো কার সাথে |-) । বেশিও লিখলে না । কয়েক মাসে মাত্র িএকটি পোস্ট দিলে । যাক ব্যস্ত ছিলে কি আর করা ,অার আমার ইমুন করুম জানলে হয়তো বেশি লিখতে :#)
যে জন্য আবার আসলাম । তোমাকে কুইজ দিতাছি ,কয়েকটা পোস্টের লিংক বিশেষ কারণে ,বিষয়টা আমার কাছে খুব খুব ...থাক আরেকটু বললে বুঝে ফেলবে ;) ,অবশ্য যে চালাক পোস্ট পড়ে সহজের বুঝে ফেলবে । তোমার সময় একটু অপচয় হবে ,ছোট ছোট পোস্ট সময় বেশি লাগবে না তো B:-) , তোমার মন্তব্যও করতেহ হবে না ,জাস্ট সবার মন্তব্যগুলো পড়বে ,পোস্ট সহ :-B । আজ ব্যস্ত থাকলে কাল এটার উত্তর দিও ।

প্রতি উত্তর সঠিক উত্তর দিতে পারলে বা বোন হিসাবে খাতির করে যদি কিছুটাও হয় তাহলে; অামার বোনের জন্য পুরষ্কার থাকছে =p~


আরও দিতাম ,খুঁজতে সময় লাগে । :-<


গেলাম আমি ,তোমার অশান্তি :|| :|| ! অামার খুব খারাপ লাগতেছে শুনে । দোয়া করি তুমি আমর চাইতে বেশি ভাল থাক সব সময়।
শুভরাত্রি হাসিখুশি থেকো সব সময় সেই কামনা ।

০১ লা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৪৭

চঞ্চল হরিণী বলেছেন: তোমার দেয়া লিঙ্কগুলো পড়ে আসলাম। একটা বই পড়া নিয়ে আর একটা.......। আমি আসলে বুঝি নাই ঠিক কেন পড়তে বলছো।
বই পড়ার বিষয়টা আমাদের আলোচনার জন্য প্রাসঙ্গিক হতে পারে। আর অন্যটার মন্তব্যগুলো পড়ে একটু কনফিউজড হয়েছি।

আমি খুব ব্যস্ত ছিলাম কাল। যত অশান্তিতে থাকি, ব্লগে আসলে তোমার মন্তব্য পেলে আমার শান্তি লাগে :D
এই কবিতার ব্যাপারে তো কিছু বললা না ;)

১৭| ৩১ শে আগস্ট, ২০১৮ রাত ৮:৫৭

রাকু হাসান বলেছেন: আসবে না আজ ? :-< ,গেলাম পরে আসতে পারি ।

০১ লা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৪৯

চঞ্চল হরিণী বলেছেন: তুমি কি আজকে আসছো আমি এখনো বুঝতেছি না :||

১৮| ০২ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:০৪

রাকু হাসান বলেছেন:


কইবা না তাইলে এত প্যাঁচাও কেন =p~ । তোমার পড়া সবচেয়ে চেয়ে রহস্য ময় কবিতা । নামী কবিরাই রহস্যের কুলকিনারা পাচ্ছে না দেখছি :|| ।নৈবদ্য শব্দ টি আমার জন্য নতুন । শিখালে ,শিখলাম । শালিকের প্যারাপ ভাল্লাগেছে ,সতের টা কষ্টের মনে হলো । বাইশ টা বেশ ছিল ,কবি হলে সে দলে জোর কইরা হলেও যোগ দিতাম ,বোন হিসাবে খাতির তো করবাই তাই আর কি B-) ;) ,শেষ পর্যন্ত ঘুমাতে বল্লা তবু কিছু পরিষ্কার করো নি |-)

আমি কি যে শান্তি পাই তোমার উত্তর পেয়ে ,বলে বুঝাতে পারবো না ,নতুন আসছি তোমার মত একজন এভাবে আদরে ,স্নেহে ভালবাসায় কাছে টেনে নিবে কল্পনাও করেনি কখনও । 8-| ,এত ভেবে চিন্তে লিখ ,আামার মত করে মন্তব্য ও করতে পারি না , :-< । এই এখন উত্তর দিবা ,তারপর দেখে যাব ,মনের শান্তি নিয়ে ঘুমোতে । কাল কোন কিছুই ভাল লাগছিলো না ,শুধু তোমার জন্য আসছিলাম ব্লগে । বিশ্বাস করো । ব্যস্ততা শেষ হোক তোমার সেই কামনা ।

আমার বোনু টা খুব বেশি ভাল থাকুক সব সময় । :-B

০২ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ৩:৩৭

চঞ্চল হরিণী বলেছেন: কি কপাল দেখো, আমি কখনোই টাইম মত তোমারে উত্তর দিতে পারি না :( । মন্তব্যই দেখি অনেক পরে :-* । আর আরেকটা বদভ্যাস লগ আউট না করেই ব্লগ থেকে বেরিয়ে যাই, তাই আমি না থাকলেও আমারে অনলাইনে দেখায় :-<

প্রিয় ভাই বলেই জানি এসব কারণে আমার উপর তুমি রাগ করবে না। আর রাগ করলেও বেশিক্ষণ ধরে রাখতে পারবে না ;)

রহস্যময় কবিতা ! হয়তো :P । ভালোই তো লাগে রহস্যের খেলা খেলতে B-)
তুমি তোমার মত করেই যে মন্তব্য করো তাই আমার ভাল্লাগে :#)
আমার ভাইটাও অনেক বেশি ভালো থাকুক সবসময় :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.