নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অনুভূতি গাঁথার সাধনায় মগ্ন।

চঞ্চল হরিণী

এই পৃথিবীর বাইরে কোথাও গিয়ে যদি কিছু লিখা যেতো ; এই অসহ্য মনোবৈকল্য দূর হতো। হে ভাবনা, দয়া করে একটু থামো। আমাকে কিছুটা মুক্তি দাও। আমার দম বন্ধ হয়ে আসছে তোমার অবিরাম পদচারণায়। বিচ্ছেদে যাও তুমি। ফুলে ওঠো পিঙ্গল বিভ্রম বেশে। আমাকে মৃত্যু দাও নয়তো চিৎকার করে ওঠার অপরিসীম ক্ষমতা দাও। আমি ক্লান্ত এই অমানিশায়। শান্তির খোঁজে মৃত্যুদূতের পরোয়া করিনা, পরোয়ানা জারি করো। গভীর, গভীর, গভীর। বোহেমিয়ান মন অভ্যস্ত জীবনের শিকল ভেঙ্গে ফেলো।

চঞ্চল হরিণী › বিস্তারিত পোস্টঃ

প্রিয় ব্লগারগণ

২৪ শে মে, ২০১৮ রাত ৯:৩৪

দেখেছিলাম মিষ্টি হাসি অরুনী মায়া অনু।
সাথে ছিলো ছোট্ট এক বিড়াল ছানা তনু।
আহমেদ জী এস, নামের মতই সুন্দর তার কথা বলার ধরণ।
ভেবেছিলাম কম বয়সের এক যুবক সুদর্শন।
কিন্তু না, তিনি বয়সী সুধীজন।
‘আহ রূবন’ পড়লে আমার সত্যি বোধহয় আহ!
আমারে ছাড়া বিভিন্নজনায় মন্তব্য করে, ‘বাহ’ !
বড় দুঃখী এক বন্ধু হলো শাহরিয়ার কবীর।
ঠিক তেমনি দুঃখ তাহার যেমন থাকে কবির।
ভীষণ আবেগী কবি মোদের সর্ষে ভ্রমরের ডানা।
এত কবিতা পড়লাম তাঁর, হলোনা আসল নামটি জানা।
ক্যামেরা হাতে ঘুরে বেড়ান সাদা মনের মানুষ।
আমারো দেখে ইচ্ছে করে হই বেড়ানোর ফানুস।
গভীর প্রেম আর ভালোবাসায় সৌম্য কবি ঋতো।
কবিতা তাঁর বরাবরই প্রেমের মতই প্রীতো।
অভিমানী এক দিশেহারা রাজপুত্র,
কবিতা তাঁর কষ্ট ভোলার সূত্র।
ব্লগের ঋদ্ধ পাঠক মহান ধ্রুবক আলো,
মন্তব্যে তাঁহার মন হয়ে যায় ভালো।
বিনয়ী লেখক ডঃ এম আলি,
পোস্টগুলো তাঁর তুমুল করতালি।


আমি ব্লগে প্রায় দুই বছর। সেই প্রথম যখন নাম লিখিয়েছিলাম তখন এখানের খুব পরিচিত ব্লগারদের দেখে সম্মানার্থে এই ছড়া কবিতাটি লেখা শুরু করেছিলাম। ভেবেছিলাম আরও বড় করবো। এরপর ভুলেই গিয়েছিলাম। কারণ আমিই যে নিয়মিত ছিলাম না মোটেও। সম্প্রতি পুরনো লেখা ঘাঁটতে গিয়ে এটি পেলাম।

মন্তব্য ৩৫ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩৫) মন্তব্য লিখুন

১| ২৪ শে মে, ২০১৮ রাত ৯:৪৫

কাওসার চৌধুরী বলেছেন: বাহ!! গুণী ব্লগারদের নিয়ে চমৎকার কবিতা। আপনার সাথে সম্ভবত পরিচয় হয়নি আমার। শুভেচ্ছা নেবেন। ব্লগে নিয়মিত আসলে খুশি হব। অনেক শুভ কামনা আপনার জন্য।

২৪ শে মে, ২০১৮ রাত ৯:৫১

চঞ্চল হরিণী বলেছেন: ধন্যবাদ ভাই। হ্যাঁ, এইমাত্র পরিচয় হল। আমারও ইচ্ছে আছে একটু নিয়মিত হবার। প্রথম মন্তব্যের জন্য শুভেচ্ছা এবং শুভকামনা আপনার জন্যও।

২| ২৪ শে মে, ২০১৮ রাত ৯:৪৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: Excellent

২৪ শে মে, ২০১৮ রাত ৯:৫৩

চঞ্চল হরিণী বলেছেন: ধন্যবাদ, ভাই সাজ্জাদ।

৩| ২৪ শে মে, ২০১৮ রাত ৯:৫১

চাঁদগাজী বলেছেন:


শীঘ্রই ব্লগে আপনার ২ বছর হবে, সেই উপলক্ষে অগ্রিম অভিনন্দন; ব্লগারদের নিয়ে, সাধারণ মানুষদের নিয়ে লিখুন।

২৪ শে মে, ২০১৮ রাত ৯:৫৬

চঞ্চল হরিণী বলেছেন: ধন্যবাদ, চাঁদগাজী ভাই। আপনার লেখা আমি অনেক মিস করি। কিন্তু নানা কারণেই নিয়মিত হতে পারিনি। আপনার অভিনন্দন পেয়ে অনেক ভালো লাগলো এবং চেষ্টা করবো যেভাবে বলেছেন সেভাবে লেখার।

৪| ২৪ শে মে, ২০১৮ রাত ১০:০০

স্ব বর্ন বলেছেন: প্রথম কবিতা পড়েই মুগ্ধ হয়ে গেছি। যে পরিমানে মন ছুঁয়ে গেছে তা বলে বুঝানোর ভাষা আমার জানা নেই।অপেক্ষায় থাকব আপনার লেখার আর বারবার প্রেমে পড়ে যাব আপনার লেখার।

২৪ শে মে, ২০১৮ রাত ১০:৩৪

চঞ্চল হরিণী বলেছেন: আপনার মন্তব্যে আমি তো বাতাসে উড়ছি ভাই। একদম বর্ণময় হয়ে গেলাম। এমন দারুণ অনুপ্রাণিত মন্তব্যের জন্য অনেক অনেক শুভেচ্ছা। আমি চেষ্টা করবো নিয়মিত পোস্ট দেবার, যদিও এটা নিশ্চিতই যে কারো সব লেখাই একদম মন ছুঁয়ে দেয়ার মত হয় না, তবুও পাশে থাকার আকাঙ্ক্ষায়।

৫| ২৪ শে মে, ২০১৮ রাত ১০:০৩

সনেট কবি বলেছেন: গুড।

২৪ শে মে, ২০১৮ রাত ১০:৩৬

চঞ্চল হরিণী বলেছেন: ধন্যবাদ সনেট কবি ভাই। শুভকামনা।

৬| ২৪ শে মে, ২০১৮ রাত ১০:০৭

রাজীব নুর বলেছেন: চমৎকার পোষ্ট।

২৪ শে মে, ২০১৮ রাত ১০:৪০

চঞ্চল হরিণী বলেছেন: ভাই রাজীব নূর, আপনার সাথে ওইসময় পরিচয় থাকলে বোধহয় আপনাকে নিয়েও দুলাইন লিখে ফেলতাম :-B । যাক, ভবিষ্যতে দেখা যাক। শুভেচ্ছা।

৭| ২৪ শে মে, ২০১৮ রাত ১০:১১

ব্লগার_প্রান্ত বলেছেন: সুন্দর কাব্য

২৪ শে মে, ২০১৮ রাত ১০:৪১

চঞ্চল হরিণী বলেছেন: ধন্যবাদ প্রান্তর পাতা। :)

৮| ২৪ শে মে, ২০১৮ রাত ১০:১৩

নীল মনি বলেছেন: অনেককেই চিনি না :)

২৪ শে মে, ২০১৮ রাত ১০:৪৫

চঞ্চল হরিণী বলেছেন: নীল মনি, আমি জানি না, আপনি কতদিন এখানে। তবে যখন লিখেছি তখন উল্লেখিত ব্লগারগণ এখানে খুবই নিয়মিত এবং পরিচিত ছিলেন। ধন্যবাদ :)

৯| ২৪ শে মে, ২০১৮ রাত ১০:২৯

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ভ্রমর, রাজপুত্র, এম আলী বর্তমানে অনিয়মিত!! :(

গানাঃ
মায়াবন বিহারিণী হরিণী
গহন স্বপন সঞ্চারিণী,
কেন তারে ধরিবারে করি পণ
অকারণ
মায়াবন বিহারিণী.....;)

২৪ শে মে, ২০১৮ রাত ১০:৪৭

চঞ্চল হরিণী বলেছেন: উনাদের ফিরে আসার আশু কামনা করি। গানটা আমার খুবই পছন্দের ;)

১০| ২৫ শে মে, ২০১৮ রাত ৮:২৩

আহমেদ জী এস বলেছেন: চঞ্চল হরিণী ,



ব্লগের এই শত ভীড়ের মাঝেও যে আমাকে খুঁজে বের করেছেন তাতে কৃতজ্ঞ ।
যাদের যাদের কথা লিখেছেন আপনি, আপনার ব্লগীয় এই স্বল্প জীবনে যাদের দেখে; তাঁদের মতো এবং তাঁদের চেয়েও শক্তিশালী অনেক অনেক ব্লগার আছেন এখানে । দিনে দিনে তাঁদের সাথে আপনার পরিচয় ঘটুক , আরো অনেকেই জায়গা করে নিক এমন কবিতায়, সে প্রত্যাশা রাখলুম ।
প্রার্থনা, অনিয়মিত দু'বছর গড়িয়ে যাক তুখোড় ভাবে নিয়মিত দু'যুগে , আপনার প্রিয় হয়ে উঠুক অসংখ্য তেজী ব্লগারগন ।
শুভেচ্ছান্তে ।

( প্রিয়তে নিয়ে রাখছি আপনার এই অর্ঘটুকু । )

২৬ শে মে, ২০১৮ রাত ১২:৩৫

চঞ্চল হরিণী বলেছেন: প্রথম থেকেই গঠনমূলক মন্তব্য করে আপনি আগেই আমাকে অনেক কৃতজ্ঞ করে রেখেছেন আহমেদ জী এস ভাই। এখন প্রিয়তে নিয়ে অনেক সম্মানিত করলেন এবং আমি যারপর নাই খুশি হয়েছি।
আমিও তাই ভেবেছিলাম, ব্লগের আরও অনেক নিয়মিত লেখকদের সাথে ধীরে ধীরে পরিচয় ঘটবে। নানা কারণে ঘটেনি। যাই হোক, আমি চেষ্টা করবো নিয়মিত থাকার। তবে সামুতে কিছু আপডেট প্রয়োজন বলে আমার মনে হয়।

প্রীতি অর্ঘ্য গ্রহণে ধন্য হয়ে প্রীতি শুভেচ্ছা জানাই।

১১| ২৫ শে মে, ২০১৮ রাত ৯:০৯

সামু পাগলা০০৭ বলেছেন: আপনার কবিতায় যাদের নাম মেনশন করেছেন তাদের অনেকে ব্লগে ইরেগুলার। খুবই মিস করি তাদেরকে। আপনার কবিতা পড়ে তাদের কথা ভেবে আরেকদফা মনটা খারাপ হয়ে গেল।

যাই হোক সুন্দর লিখেছেন।
ভালো থাকুন।

২৬ শে মে, ২০১৮ রাত ১২:৪০

চঞ্চল হরিণী বলেছেন: ধন্যবাদ সামু পাগলা ভাই। যাঁরা আসেন না তাঁদের ফিরে আসার আশু শুভকামনা করি। মন খারাপ করবেন না, সামুতে পাগল ভক্তরা থাকলে লেখকরা আসবেনই নিশ্চিত। শুভেচ্ছা রইলো আপনার জন্য। আপনিও ভালো থাকুন।

১২| ১৮ ই জুন, ২০১৮ দুপুর ১২:৩০

মাহের ইসলাম বলেছেন:
অনুমান করছি, আপনার মনে অনেক সুন্দর সুন্দর ছন্দ উড়ে বেড়াচ্ছে।

ভালো থাকবেন।

১৮ ই জুন, ২০১৮ দুপুর ২:২১

চঞ্চল হরিণী বলেছেন: দারুণ অনুপ্রেরণাদায়ক এক অনুমানের জন্য অনেক অনেক ধন্যবাদ মাহের ইসলাম ভাই। শুভেচ্ছা নেবেন।

১৩| ২১ শে জুন, ২০১৮ বিকাল ৪:২৪

খায়রুল আহসান বলেছেন: অনেক সহব্লগারকে কবিতায় স্মরণ করে তাদেরকে সম্মানিত করেছেন, এজন্য আপনাকে সাধুবাদ জানাচ্ছি।
আহমেদ জী এস এর ১০ নং মন্তব্যে তার মনের উদারতা প্রকাশ পেয়েছে। এজন্য তাকেও ধন্যবাদ জানাচ্ছি।

২৩ শে জুন, ২০১৮ রাত ১:৪৪

চঞ্চল হরিণী বলেছেন: বিশ্বাস করুন এটা একেবারেই অসমাপ্ত লেখা। এক বসাতেই যতটুকু লিখেছিলাম। পরে লিখবো ভেবে বেমালুম ভুলে গিয়েছিলাম। এখানে আপনার অবশ্যই থাকার কথা ছিল। আমার একটু খারাপ লাগছে সেজন্য। যাইহোক, সামনের দিনগুলোতে আশা রাখি। অনেক অনেক ধন্যবাদ মন্তব্য করার জন্য। হ্যাঁ, আহমেদ জী এস ভাই অবশ্যই একজন উদার মনের মানুষ। আপনাদের প্রতি শ্রদ্ধা।

১৪| ২৯ শে জুন, ২০১৮ রাত ১০:৪৫

চঞ্চল হরিণী বলেছেন: ভ্রমরের ডানা,
কমেন্ট রাখতে করেছেন মানা,
তবে নামটি হয়েছে জানা,
এতেই হৃদয়ে বাজছে গানা। :>

১৫| ২৯ শে জুন, ২০১৮ রাত ১০:৪৬

ভ্রমরের ডানা বলেছেন:

ইয়া মাবুদ, আমি আবেগী...... আমারে আবেগী বানিয়ে দিলেন! :P

২৯ শে জুন, ২০১৮ রাত ১০:৫২

চঞ্চল হরিণী বলেছেন: আবেগ না হলে কি অমন কাব্য বেরোয় 8-| । আমি বানাবো কেন, কবি নিজেও জানেন তিনি কতটা আবেগী। :``>> । তবে আবেগী মানে কিন্তু এই নয় যে বাস্তবতা কম বোঝেন :)

১৬| ০২ রা জুলাই, ২০১৮ রাত ১১:৫২

শাহরিয়ার কবীর বলেছেন: অরুনী মায়া অনু ব্লগারকে আর ব্লগে দেখি না। :( আমি ওনার লেখা ভীষণ ভক্ত ছিলাম।



ছেঁকা খেয়ে বেঁকা হয়েন যে বীর তার নাম- শাহরিয়ার কবীর।
আসলেই সে একজন জনম দুঃখী কবি। ;)


আরো বাকী ব্লগারগণ যাদের নিয়ে লিখছেন ওনারও আমার ভীষণ প্রিয় ব্লগার।

ভালো লিখেছেন । শুভ কামনা রইলো।

১৭| ০৩ রা জুলাই, ২০১৮ সকাল ৯:৫৫

চঞ্চল হরিণী বলেছেন: ওহো এতদিনে তবে কবির পদচারণা হল ! কবির জন্ম হয় ব্যাথা থেকে। কবি যত পোড়েন তত খাঁটি হন। তবে 'কবি' হব ভাবলে সেটা হওয়া যায় না। আপনি নিজের অনুভূতি থেকে লেখেন সেটাই আপনার খাঁটি অন্তরের ছবি। শুভকামনা নিরন্তর :)

১৮| ০৩ রা জুলাই, ২০১৮ সকাল ১০:১৩

খায়রুল আহসান বলেছেন: কবির জন্ম হয় ব্যাথা থেকে - আহা, আপনি তো মনে হয় আমার কথাটাই কোট করলেন! আমি একটা কবিতায় লিখেছিলাম,
কেউ ব্যথা পেয়ে কবি হয়,
কেউ শখ করে কবি হয়ে ব্যথা পায়।

কবিতার পেছনে

০৩ রা জুলাই, ২০১৮ সকাল ১০:৪৭

চঞ্চল হরিণী বলেছেন: এটা যে অনুভূতি থেকে উঠে আসা সত্য। তাই তো যুগে যুগে দেশে দেশে কবিদের সাথে এই অনুভূতি মিলে যায়।
আপনার কবিতাটা পড়তে যাচ্ছি। শুভ সকাল। :)

১৯| ২২ শে জুলাই, ২০১৮ রাত ১১:৩০

ঋতো আহমেদ বলেছেন: বাহ্,, বেশ ছন্দের তালে ব্লগারদের নিয়ে সুন্দর একটি কবিতা লিখেছেন। আমাকে স্মরণে নেয়ায় আনন্দ অনুভব করছি। আমি অনেক পরে সেফ হয়েছিলাম। প্রথম পাতায় আসতো না। তবু, ব্লগে এসে, আমার পোস্ট করা কবিতাগুলোয় আপনার সুন্দর সুন্দর মন্তব্য সবসময় আমাকে উৎসাহ যুগিয়েছে। শুভ কামনা সবসময়।+++

২৩ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:০৭

চঞ্চল হরিণী বলেছেন: আমি তো তখন চিনতাম না ব্লগে কারা কারা কবিতা লিখছেন। আপনার কবিতাগুলো আমার ভালো লাগতো। তাই ব্লগ খুঁজে পড়তাম। আপনার লেখার ধরণ সত্যিই আলাদা। আমার এই কবিতা আপনার মনে আনন্দ অনুভূতি জন্ম দিয়েছে শুনে ভীষণ ভালো লাগছে আমার। অনেক ভালো থাকুন সবসময়। শুভকামনা নিরন্তর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.