নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অনুভূতি গাঁথার সাধনায় মগ্ন।

চঞ্চল হরিণী

এই পৃথিবীর বাইরে কোথাও গিয়ে যদি কিছু লিখা যেতো ; এই অসহ্য মনোবৈকল্য দূর হতো। হে ভাবনা, দয়া করে একটু থামো। আমাকে কিছুটা মুক্তি দাও। আমার দম বন্ধ হয়ে আসছে তোমার অবিরাম পদচারণায়। বিচ্ছেদে যাও তুমি। ফুলে ওঠো পিঙ্গল বিভ্রম বেশে। আমাকে মৃত্যু দাও নয়তো চিৎকার করে ওঠার অপরিসীম ক্ষমতা দাও। আমি ক্লান্ত এই অমানিশায়। শান্তির খোঁজে মৃত্যুদূতের পরোয়া করিনা, পরোয়ানা জারি করো। গভীর, গভীর, গভীর। বোহেমিয়ান মন অভ্যস্ত জীবনের শিকল ভেঙ্গে ফেলো।

চঞ্চল হরিণী › বিস্তারিত পোস্টঃ

মাত্রই জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর জন্মবার্ষিকী গত হল। তাঁর অনুপ্রেরণায় লেখা একটি ছড়া কবিতা কবির সম্মানে পোস্ট করলাম।

২৬ শে মে, ২০১৮ রাত ১২:৫১




ঐশ্বরিক প্রেম

আকাশে বাতাসে
বোশেখে বরষে
গাহিবো তোমার গান।
তুমি না এলেও
ভুবন জুড়িয়া
বাজিবে তোমার তান।

ঝংকারে হুংকারে
তাণ্ডবে তৈরবে
বাজাবো প্রেমের ডঙ্কা।
সকালে দুপুরে
রাত্রি প্রহরে
রবে না কোন শঙ্কা।

ডুমডুম ওই আকাশ হতে
পশিবে প্রাণের বাঁশি,
কপোতীর আহ্বানে কপোত
উঠিবে লাজুক হাসি।

গুঞ্জনো মঞ্জুরে
দেহমনো মন্দিরে
ভরিবে আলোক সুধা।
পর জনো বন্দরে
শান্তির মন্তরে
দূরিবে সকল বাঁধা।

প্রেমময় দুনিয়াতে
দিকে দিকে দশদিকে
যেথায় যা ছিলো ভুল,
এবার সকলে মিলিয়া
আড়মোড়া ভাঙ্গিয়া
ফোটাবো সেথায় ফুল।

মন্তব্য ২২ টি রেটিং +১/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ২৬ শে মে, ২০১৮ রাত ১২:৫৬

মোহাম্মদ আবির মাহমুদ বলেছেন: ভালো লিখেছেন

২৬ শে মে, ২০১৮ রাত ১:১২

চঞ্চল হরিণী বলেছেন: প্রথম মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ আবির মাহমুদ ভাই। শুভেচ্ছা।

২| ২৬ শে মে, ২০১৮ রাত ১:০৮

অনুতপ্ত হৃদয় বলেছেন: খুব সুন্দর হয়েছে ভালো লাগলো

২৬ শে মে, ২০১৮ রাত ১:১৭

চঞ্চল হরিণী বলেছেন: অনেক ধন্যবাদ। কিন্তু একটা কথা খুব বলতে ইচ্ছে করছে, হৃদয়ে অনুতাপ নিয়ে বাঁচা খুব কষ্টকর ভাই। অনুতাপের নির্দিষ্ট সময় পর নিজেকে মুক্ত করা উচিত। যাইহোক,আমার ব্লগে স্বাগতম রইলো। অনেক শুভকামনা আপনাকে।

৩| ২৬ শে মে, ২০১৮ রাত ১:২৪

চাঁদগাজী বলেছেন:



মোটামুটি ভালো লেগেছে

২৬ শে মে, ২০১৮ রাত ১:৩৪

চঞ্চল হরিণী বলেছেন: :#) তাও তো লেগেছে, একটুও ভালো না লাগতে পারতো, কারণ ধরণটা খুব পুরনো। আপনার মন্তব্য পেয়েই খুব খুশি লাগছে চাঁদগাজী ভাই :D। অনেক ধন্যবাদ।

৪| ২৬ শে মে, ২০১৮ রাত ২:২৬

মামুন অর রশীদ মামুন বলেছেন: অনেক সুন্দর হয়েছে ।

২৭ শে মে, ২০১৮ দুপুর ১২:৫৮

চঞ্চল হরিণী বলেছেন: অনেক ধন্যবাদ :)

৫| ২৬ শে মে, ২০১৮ রাত ৩:০৩

রাকু হাসান বলেছেন: ছন্দের মিল আছে বেশ ভাল লাগলো । কবির শ্রদ্ধায় আমার লেখা আর্টিকেল টি আপনি ও সবার প্রতি নিমন্ত্রণ রইলো ।
ভাল লাগবে আশাকরি । শেরে বাংলা কি নজরুলের পাওনা শোধ করতে পারবেন !

২৭ শে মে, ২০১৮ দুপুর ১:২০

চঞ্চল হরিণী বলেছেন: ধন্যবাদ রাকু হাসান। আপনার লেখাটি পড়েছি এবং মন্তব্যও করেছি। শুভকামনা।

৬| ২৬ শে মে, ২০১৮ রাত ৩:৩৩

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

২৭ শে মে, ২০১৮ দুপুর ১:০০

চঞ্চল হরিণী বলেছেন: প্লাস এর জন্য অনেক ধন্যবাদ সেলিম আনোয়ার। শুভকামন। :)

৭| ২৬ শে মে, ২০১৮ রাত ৩:৪৫

সোহাগ তানভীর সাকিব বলেছেন: যদিও কবিতা আমি তেমন ভালো বুঝি না। তারপরও মোটামুটি ভালো লাগলো।

২৭ শে মে, ২০১৮ দুপুর ১:২১

চঞ্চল হরিণী বলেছেন: অনেক ধন্যবাদ সোহাগ তানভীর। ছন্দ মানুষকে আনন্দ দেয়।

৮| ২৬ শে মে, ২০১৮ সকাল ৯:১৫

ইব্রাহীম সাজ্জাদ বলেছেন: ভালো লাগলো

২৭ শে মে, ২০১৮ দুপুর ১:২২

চঞ্চল হরিণী বলেছেন: শুভেচ্ছা ইব্রাহীম সাজ্জাদ।

৯| ২৬ শে মে, ২০১৮ সকাল ৯:২৪

রাজীব নুর বলেছেন: আসলেই ভালো হয়েছে।

২৭ শে মে, ২০১৮ দুপুর ১:২৩

চঞ্চল হরিণী বলেছেন: রাজীব নুর খুব প্রীত হলাম আপনার মন্তব্যে। অনেক ধন্যবাদ :)

১০| ২৬ শে মে, ২০১৮ দুপুর ২:৫৬

নাগরিক কবি বলেছেন: সুন্দর...

২৭ শে মে, ২০১৮ দুপুর ১:২৭

চঞ্চল হরিণী বলেছেন: অশেষ ধন্যবাদ নাগরিক কবি। আপনার নাম দেখে আমার একটি কবিতার কথা মনে পড়লো। লিঙ্ক দিলাম, ইচ্ছে হলে পড়বেন। Click This Link

১১| ২৯ শে জুন, ২০১৮ রাত ১১:০৪

ভ্রমরের ডানা বলেছেন:
ছন্দেবন্ধে বাধা কবিতা খুব ভাল লাগল কবি! সত্যি আপনি মোহনিয়া!

১২| ২৯ শে জুন, ২০১৮ রাত ১১:৩৪

চঞ্চল হরিণী বলেছেন: লজ্জা পেয়ে গেলাম ভ্রমরের ডানা ভাই। আপনার প্যারোডি কবিতা পড়লাম। একেবারে মন থেকে বলছি, আপনার ছন্দের জ্ঞানকে আপনি ভালো কিছু লেখার দিকে মনোযোগ দিলে সত্যি সমৃদ্ধ কিছু পাবো বলে বিশ্বাস করি। :)
আমার 'প্রগতি' কবিতাটি পড়ার অনুরোধ রইলো কবি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.