নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অনুভূতি গাঁথার সাধনায় মগ্ন।

চঞ্চল হরিণী

এই পৃথিবীর বাইরে কোথাও গিয়ে যদি কিছু লিখা যেতো ; এই অসহ্য মনোবৈকল্য দূর হতো। হে ভাবনা, দয়া করে একটু থামো। আমাকে কিছুটা মুক্তি দাও। আমার দম বন্ধ হয়ে আসছে তোমার অবিরাম পদচারণায়। বিচ্ছেদে যাও তুমি। ফুলে ওঠো পিঙ্গল বিভ্রম বেশে। আমাকে মৃত্যু দাও নয়তো চিৎকার করে ওঠার অপরিসীম ক্ষমতা দাও। আমি ক্লান্ত এই অমানিশায়। শান্তির খোঁজে মৃত্যুদূতের পরোয়া করিনা, পরোয়ানা জারি করো। গভীর, গভীর, গভীর। বোহেমিয়ান মন অভ্যস্ত জীবনের শিকল ভেঙ্গে ফেলো।

চঞ্চল হরিণী › বিস্তারিত পোস্টঃ

লাজপরী (গীতিকাব্য)

২৮ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৬:১৮



আশাবরী মেঘ ডাকে স্বপ্নেরও দুয়ারে,
কিশোরী কাজল চোখে আশার কিনারে।
অবুঝ পাখি ত্রিভুজ খেয়ালে,
লুকিয়ে থাকে পাতারও আড়ালে।

নব পল্লবী শাখা আলোর টানে,
হাত বাড়িয়ে দেয় সবুজ গানে।
সোনারই বরণ কন্যারই বালা,
লুটিয়ে পড়ে ফুলেরও ডালা।

ঐরূপ স্মরণে মন লবঙ্গ বনে,
খুনসুটি মাতে পাপিয়ার সনে।
তোমারই সাথে আমারই ছায়া,
ঘর বাঁধে হেসে ভুলিয়ে কায়া।

অন্তহীনের মাঝে তুমি যেন অপ্সরী,
পূরবী হাওয়ায় পথভোলা লাজপরী।
এমনও দিনে যাই যে ফিরে,
চাঁদেরও থালায় জোছনা নীড়ে।

মন্তব্য ১৬ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২৮ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৬:২৮

চাঁদগাজী বলেছেন:


পড়তে বেশ ভালো লাগলো, এক ধরণের সুস্হ প্রকৃতির ছায়া ছড়িয়ে আছে।

২৮ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৬:৫১

চঞ্চল হরিণী বলেছেন: আমার কবিতা আপনার ভালো লেগেছে এ আমার অনেক অনেক আনন্দ। শুনেছি আপনি চোখের অসুস্থতায় ভুগছেন। আপনার দৃষ্টির সুস্থতার জন্য মনেপ্রাণে প্রার্থনা করি।

২| ২৮ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৬:৩২

সিগন্যাস বলেছেন: কাল্পনিক কবিতা হলেও শব্দের দারুণ ব্যবহার কবিতাকে বাস্তব করে তুলেছে।

২৮ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৬:৫৪

চঞ্চল হরিণী বলেছেন: আপনার কাছ থেকে একটি ভালো মন্তব্য পেয়ে সত্যিই খুব ভালো লাগছে সিগন্যাস । শব্দের আনন্দে মন ভরে উঠুক। ধন্যবাদ।

৩| ২৮ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৬:৩৩

আহমেদ জী এস বলেছেন: চঞ্চল হরিণী ,



বাহ..... সুন্দর একটি গীত রচনা করে ফেলেছেন !
অন্তমিল চমৎকার ।

২৮ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৬:৫৬

চঞ্চল হরিণী বলেছেন: আপনার মন্তব্যের অপেক্ষায় থাকি :``>> । অনেক শুভেচ্ছা নেবেন।

৪| ২৮ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৬:৪৬

কাওসার চৌধুরী বলেছেন: আপু, চমৎকার একটি কাব্য


"সোনারই বরণ কন্যারই বালা,
লুটিয়ে পড়ে ফুলেরই ডালা।"........ এই লাইন দু'টি সবচেয়ে ভাল লেগেছে।

লাইক দিলাম, আপু।

২৮ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৬:৫৯

চঞ্চল হরিণী বলেছেন: লাইক দেয়ার জন্য অনেক অনেক অনুপ্রাণিত কাওসার ভাই। চিরন্তনী বাঙালী কন্যার সৌন্দর্য কিছুটা কল্পনা করেছি। ধন্যবাদ নেবেন।

৫| ২৮ শে জুন, ২০১৮ রাত ৮:২৬

রাজীব নুর বলেছেন: আফসোস আমি কবিতা লিখতে পারি না।
আমি যদি আপনার মতো লিখতে পারতাম!

২৮ শে জুন, ২০১৮ রাত ৮:৫১

চঞ্চল হরিণী বলেছেন: কি বলেন রাজীব ভাই, আমিও তো আপনার মত লিখতে পারি না। যেমন সেদিন 'টাইটান' গল্পটা কি দারুণ করেই না লিখেছেন ! প্রত্যেক মানুষের ধরণ আলাদা। আপনার লেখার নিজস্ব একটা স্বকীয়তা আছে যেটা অনেকেরই নেই। কবিতা লেখার চেয়েও গুরুত্বপূর্ণ বিষয় কোন লেখাটা জীবনকে ছুঁয়ে যায়, মনকে ছুঁয়ে যায় অথবা ভাবায়। সেদিক দিয়ে আপনি সার্থক। ধন্যবাদ রাজীব ভাই।

৬| ২৮ শে জুন, ২০১৮ রাত ১০:৫৫

শাহরিয়ার কবীর বলেছেন: চাঁদগাজী ভাইয়ের সুরে সুর মিলিয়ে চলতে চাই “পড়তে বেশ ভালো লাগলো”

২৯ শে জুন, ২০১৮ রাত ১২:২৪

চঞ্চল হরিণী বলেছেন: চাঁদগাজী ভাই তো মাঝে মাঝে পাজী মন্তব্যও করে,আপনাকেও তাহলে করতে হবে :P হাহা। ধন্যবাদ শাহরিয়ার কবীর। শুভেচ্ছা।

৭| ২৯ শে জুন, ২০১৮ রাত ১২:২৩

ভ্রমরের ডানা বলেছেন:
চমৎকার পরিবেশ। মনোরম আবহ!

২৯ শে জুন, ২০১৮ রাত ১২:৪২

চঞ্চল হরিণী বলেছেন: সেই পরিবেশে ভ্রমরের গুনগুন,,,,,মন ভরিয়ে দিল। ধন্যবাদ ভ্রমরের ডানা। শুভেচ্ছা নেবেন।

৮| ২৯ শে জুন, ২০১৮ সকাল ১১:২৫

কথাকথিকেথিকথন বলেছেন:





লেখা বহমান নদীর মত বয়ে গেছে। গীতের মত করে পাঠ করলে ভাল হবে। ভাল লেগেছে।

২৯ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৬:০০

চঞ্চল হরিণী বলেছেন: আপনার মন্তব্য আমার মনে বহতা নদীর ঢেউ বয়ে দিয়ে গেলো। ধন্যবাদ কথাকথিকেথিকথন 8-|

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.