নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অনুভূতি গাঁথার সাধনায় মগ্ন।

চঞ্চল হরিণী

এই পৃথিবীর বাইরে কোথাও গিয়ে যদি কিছু লিখা যেতো ; এই অসহ্য মনোবৈকল্য দূর হতো। হে ভাবনা, দয়া করে একটু থামো। আমাকে কিছুটা মুক্তি দাও। আমার দম বন্ধ হয়ে আসছে তোমার অবিরাম পদচারণায়। বিচ্ছেদে যাও তুমি। ফুলে ওঠো পিঙ্গল বিভ্রম বেশে। আমাকে মৃত্যু দাও নয়তো চিৎকার করে ওঠার অপরিসীম ক্ষমতা দাও। আমি ক্লান্ত এই অমানিশায়। শান্তির খোঁজে মৃত্যুদূতের পরোয়া করিনা, পরোয়ানা জারি করো। গভীর, গভীর, গভীর। বোহেমিয়ান মন অভ্যস্ত জীবনের শিকল ভেঙ্গে ফেলো।

চঞ্চল হরিণী › বিস্তারিত পোস্টঃ

এক বাক্যের গল্প- একটি শিশুর মৃত্যু

০৩ রা জুলাই, ২০১৮ দুপুর ১:০১




ছোট্ট আবদ্ধ ঘরটায় জনা পঞ্চাশেক মানুষের নিঃশ্বাসে ভ্যাপসা গরম ছড়াতে শুরু করলে বছর তিরিশের লম্বা সুদর্শন কৃষ্ণকায় যুবক আজহার অস্থির হয়ে এই ভীরবাট্টা কোলাহল ছেড়ে লঙ্গরখানাটার বাইরে এসে উত্তাল সুরমা নদীর পাড়ে দাঁড়াতেই ওর চোখ চলে গেল ডানদিকে কিছুদূরে একসারি সুপুরি গাছের ভেতর দিয়ে স্পষ্ট দৃশ্যমান ঢিবিটার ওপর যেখানে দীঘল চুলের গোলাপী শাড়ি পরা এক মহিলা নীল রঙের বালিশ তোষক রোদে দিচ্ছিল আর পাশে লাল জামা পরা ছোট্ট একটি বাচ্চা সম্ভবত মহিলাটির মেয়ে একটি কাঠি লজেন্স মুখে দিয়ে এমনভাবে শরীর দুলিয়ে হাত পা নেড়ে খেলছিল যে আজহারের মনে পড়ে গেল কুড়ি বছর আগে সেও ঠিক এভাবেই লজেন্স খেত আর মায়ের পাশে বসে খেলত যখন ওর মা-চাচীরা সারাদিনের পরিশ্রম শেষে শরীরের ক্লান্তি দূর করতে বাড়ির উঠোনে বসে সুখদুঃখের গল্প করতে শুরু করলেই সুরমার ঠাণ্ডা হাওয়া এসে শরীর জুড়াত ঠিক যেমন এখন আজহারের জুড়াচ্ছে আবার একইসাথে বুকের ভেতর হু হু করে হারানোর আর্তনাদ জাগাচ্ছে কারণ মাত্র দুদিন আগেই সেই সমস্ত স্মৃতিসহ প্রিয় সুরমা নদী তাদের বাড়িটিকে গিলে নিয়েছে সঙ্গে তার দুই বছরের মেয়েকে যাকে আর কোনদিন...কোনদিনই ফিরে পাওয়া যাবে না।

বি.দ্রঃ- এটি একটি নিরীক্ষাধর্মী লেখা ছিল। লিখেছিলাম ২০১৫ তে। তখন চরিত্র এবং স্থান ভিন্ন ছিল।

মন্তব্য ২২ টি রেটিং +৬/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ০৩ রা জুলাই, ২০১৮ দুপুর ১:০৭

সম্রাট ইজ বেস্ট বলেছেন: অনুগল্প ভালো হয়েছে!

০৩ রা জুলাই, ২০১৮ দুপুর ১:৩৬

চঞ্চল হরিণী বলেছেন: প্রথম মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ সম্রাট ইজ বেস্ট। ভালো থাকুন। এই মুহূর্তে সুরমা পাড়ের মানুষের উপর যে দুর্যোগের ঘনঘটা তা কেটে যাক দ্রুত।

২| ০৩ রা জুলাই, ২০১৮ দুপুর ১:৩৬

লাবণ্য ২ বলেছেন: ভালো লেগেছে।

০৩ রা জুলাই, ২০১৮ দুপুর ১:৩৮

চঞ্চল হরিণী বলেছেন: ধন্যবাদ লাবণ্য। আমার প্রচেষ্টা ছিল এক বাক্যে কতদূর লিখতে পারি সেটা দেখা :)

৩| ০৩ রা জুলাই, ২০১৮ দুপুর ২:২২

সিগন্যাস বলেছেন: হে হরিনী
আপনি কি সিদ্বান্ত নিয়েছেন লেখায় দাড়ি-কমা কিছু ব্যবহার করবেন না?

০৩ রা জুলাই, ২০১৮ দুপুর ২:৫৩

চঞ্চল হরিণী বলেছেন: না ভাই, এমন কিছু না। এই লেখায় আমি একটি মাত্র বাক্যেই একটি গল্প তুলে ধরতে চেয়েছি। নিরীক্ষাধর্মী অনুগল্প লেখার প্রয়াস।

৪| ০৩ রা জুলাই, ২০১৮ দুপুর ২:৫৮

করুণাধারা বলেছেন: এক বাক্যে লেখা গল্প হিসেবে ভালো এক বাক্যে লেখা গল্প হিসেবে বেশ ভালো। কিন্তু গল্পটা শেষ হয়েছে মোটামুটি একটা টুইস্ট দিয়ে, যেটা যেটা থাকলে একটা অনুগল্প কে সার্থক বলা যায়। সেই হিসেবে এই গল্পটা সুন্দর অনুগল্প, কিন্তু গল্পটা যদি দাড়ি কমা ব্যবহার করে ছোট ছোট বাক্যে করা হতো, তবে শেষের টুইস্টটা আরো পরিষ্কার হয়ে উঠত।

গল্পে ভালোলাগা।

০৩ রা জুলাই, ২০১৮ বিকাল ৫:৪৬

চঞ্চল হরিণী বলেছেন: ধন্যবাদ করুণাধারা, আপনার মন্তব্য ও প্লাসে অনুপ্রাণিত হলাম। আসলে এটা আমার একটা নিরীক্ষা ছিল, সার্থক গল্প লেখার চেয়েও একবাক্যে কতদূর লিখতে পারি সেটা দেখা। শুধুমাত্র ঘটনাটা আমি এখনকার প্রেক্ষিতে তুলে ধরেছি,সিলেটে বন্যা পরিস্থিতি দেখে। এভাবে লেখা আমার নিজের কাছে খুব আরামদায়ক নয়, আবার খুব যে খারাপ লেগেছে তাও নয়। এত গতিশীল সময়ে মানুষ বড় লেখা পড়তেই চায় না, তাই অনুগল্পের আশ্রয়।তবে আপনার পরামর্শটা আমার মনে থাকবে। শুভেচ্ছা।

৫| ০৩ রা জুলাই, ২০১৮ বিকাল ৪:০৫

শাহরিয়ার কবীর বলেছেন: গল্প ভালো লিখেছেন।

০৩ রা জুলাই, ২০১৮ বিকাল ৫:৫০

চঞ্চল হরিণী বলেছেন: ধন্যবাদ শাহরিয়ার কবীর। ভালো থাকবেন। :)

৬| ০৩ রা জুলাই, ২০১৮ বিকাল ৪:২৯

রাজীব নুর বলেছেন: এই লেখা আপনি প্রতি বছরই চালাতে পারবেন।
কারন প্রতি বছর একই অবস্থা। পরিবর্তন তো দেখি না।

০৩ রা জুলাই, ২০১৮ বিকাল ৫:৫৪

চঞ্চল হরিণী বলেছেন: কথাটা সত্য হলেও দুঃখজনক :|| । কায়মনে প্রার্থনা করি প্রতিবছর এমন পরস্থিতি যেন দেখতে না হয়।
আপনার প্রো পিক চেঞ্জ করার জন্য আপনাকে অন্যরকম লাগছে :#)

৭| ০৩ রা জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৩১

আহমেদ জী এস বলেছেন: চঞ্চল হরিণী ,




বিশাল একটি বাক্যে একটি গল্প লেখা কম মুন্সীয়ানা নয় । অদ্ভুত একটি অনুগল্প । নিরীক্ষা দারুন ।
তবে "কমা" (,) , "সেমিকোলন" (;) ব্যবহার করতে পারতেন ।

০৩ রা জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৪২

চঞ্চল হরিণী বলেছেন: মন্তব্যে আপ্লুত ও কৃতজ্ঞতা জানাই আহমেদ জী এস ভাই। বরাবরই আপনার মন্তব্য আমাকে অনুপ্রেরণা দেয়। হ্যাঁ, ঠিক বলেছেন। কমা, সেমিকোলন হয়তো ব্যবহার করা যেত, ইচ্ছে করেই করিনি আর কি :)

৮| ০৩ রা জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৫৬

আহমেদ জী এস বলেছেন: চঞ্চল হরিণী ,



"সেমিকোলন" ; দিয়েছিলুম কিন্তু ইমোটিকন কেন আসলো বুঝতে পারছিনে । উপরের মন্তব্যে অনিচ্ছাকৃত এই ত্রুটিটুকুর জন্যে দুঃখিত ।

০৩ রা জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৪৫

চঞ্চল হরিণী বলেছেন: ভালোই তো হয়েছে এসেছে। আমার তো পড়তে বেশ লাগলো ;) :P

৯| ০৩ রা জুলাই, ২০১৮ রাত ৮:০২

আখেনাটেন বলেছেন: বিশাল এক্সপেরিমেন্তি চালিয়েছেন। এবং সফলও মনে হচ্ছে। পড়তে পড়তে মনে হচ্ছিল এই বার বুঝি থামতে হবে। কিন্তু থামালেন এক্কেবারে শেষে। হা হা হা।

০৩ রা জুলাই, ২০১৮ রাত ৮:০৮

চঞ্চল হরিণী বলেছেন: আপনার ভালো লেগেছে জেনে (সরাসরি না বললেও) আমারও ভীষণ ভালো লাগছে আখেনাটেন। প্রেরণাদায়ী মন্তব্য। আপনার এই প্রোফাইল পিকচারটা আমার ভীষণ পছন্দ :>

১০| ০৪ ঠা জুলাই, ২০১৮ সকাল ৯:৫১

শামচুল হক বলেছেন: ভালোই লিখেছেন। ধন্যবাদ

০৪ ঠা জুলাই, ২০১৮ রাত ৯:৩৬

চঞ্চল হরিণী বলেছেন: পড়েছেন ও মন্তব্য করেছেন বলে বলে ধন্যবাদ ভাই। আপনার কাছ থেকে ভালো লিখেছি শোনা আমার জন্য অনুপ্রেরণা। শুভেচ্ছা।

১১| ২৯ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:০৬

রাকু হাসান বলেছেন: আমার দমটা গেছিন প্রায় ;) X(

‘‘এত গতিশীল সময়ে মানুষ বড় লেখা পড়তেই চায় না’’ তাই একবাক্যেই পড়াবো =p~ ,পড়তে হবেই :>

শেষের অংশ টা খারাপ লাগলোতোমার লেখা ,কোন সময়ই আমাকে হতাশ করেনি ,এটা তার ব্যতিক্রম X(( ,হাহা ব্যতিক্রম নয় হবে ;) । একটি গোপন কথা বলতেছি B-) ,তবে এখানে না ,কোন এক ব্লগ বাড়িতে :-B ,তাত্তারি আপনার পিছন পিছন আসো :#) !:#P

২৯ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:২২

চঞ্চল হরিণী বলেছেন: হাহাহাহা। তোমার গোপন কথা শোনার জন্য আসতেছি তাড়াতাড়ি :#)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.