নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অনুভূতি গাঁথার সাধনায় মগ্ন।

চঞ্চল হরিণী

এই পৃথিবীর বাইরে কোথাও গিয়ে যদি কিছু লিখা যেতো ; এই অসহ্য মনোবৈকল্য দূর হতো। হে ভাবনা, দয়া করে একটু থামো। আমাকে কিছুটা মুক্তি দাও। আমার দম বন্ধ হয়ে আসছে তোমার অবিরাম পদচারণায়। বিচ্ছেদে যাও তুমি। ফুলে ওঠো পিঙ্গল বিভ্রম বেশে। আমাকে মৃত্যু দাও নয়তো চিৎকার করে ওঠার অপরিসীম ক্ষমতা দাও। আমি ক্লান্ত এই অমানিশায়। শান্তির খোঁজে মৃত্যুদূতের পরোয়া করিনা, পরোয়ানা জারি করো। গভীর, গভীর, গভীর। বোহেমিয়ান মন অভ্যস্ত জীবনের শিকল ভেঙ্গে ফেলো।

চঞ্চল হরিণী › বিস্তারিত পোস্টঃ

খুড়িমণি ও হিঁদেল

১৭ ই জুলাই, ২০১৮ রাত ১১:৫৫



খুড়িমণি তেড়ে মেরে হেঁকে ডেকে
চোরটারে চাটা মারে।
হিঁদেল বেঁকে ককে ছেড়ে ছুড়ে
খক খক খাকে খেঁকে।

পেখুয়ার পাখনায় পীড়াপীড়ি পূরবীর,
ভুলুয়ার ভোলাগান ভুলভাল ভোরবীর।
জয়িতাদের জয়গান জহুরীর জড়োয়াতে।
হাটুরেরা হাঁটে হাটে হাতরেখে হাঁড়িয়াতে।

কুচেকালী কেউটেটা কড়া নাড়ে কবরেতে।
খুড়িমণি খেপে চলে খড়মের খবরেতে।
শেষে হাঁদারাম হিঁদেলটার হিলে হোল হুলিয়াতে,
পাঠশালে পাটি পেতে পড়ে পুলিশের পিলেতে।


মুখের জড়তা কাটানোর জন্য এবং ছোটদের কম প্রচলিত কিছু শব্দের সাথে পরিচিত করানোর জন্য এই ছড়াটা লিখেছিলাম। ছড়ার অর্থটা নিচে লিখে দেয়া।

ব্যাখ্যাঃ- খুড়িমণি হোল কাকী এবং হিঁদেল হোল সিঁধেল চোর। খুড়িমণি চোর দেখে তেড়ে গিয়ে মারতে লাগলো এবং হাঁকডাক করতে লাগলো। চোর মার খেয়ে বেঁকে গিয়ে ককিয়ে উঠে হাত পা ছুড়ে খক খক করতে লাগলো খেঁকে গিয়ে মানে রেগে গিয়ে। এমন দৃশ্যে পেখুয়ার পাখনায় মানে বাড়ির পোষা মুরগী বা কবুতর বা অন্য পাখি হতে পারে, পাখা ঝাপটাতে লাগলো।ভুলুয়া মানে কুকুরও ঘেউ ঘেউ করতে লাগলো। এই ঘেউ ঘেউটা ভৈরবী রাগের মত ভারী, কিন্তু আসলে তো তা নয়, তাই ভুলভাল। চোর ধরা পড়াতে বাড়ির জয়িতারা মানে মেয়েরা তাদের গয়নার সুরক্ষায় স্বস্তির গান গাইলো। হাটুরেরা আরও সাবধানে তাদের হাড়ীতে হাত রেখে হাটে গেলো। ওদিকে বাড়ির পাশেই কবরস্থানে বা একটা কবরে একটা কেউটে সাপ দেখা যাচ্ছে আর চোর ধরতে গিয়ে খুড়িমণির জুতো ওদিকে পড়েছে বলে খুড়িমণি খেপেই যাচ্ছে। শেষে হুলিয়া জারি হয়ে বোকা চোরটার সাজা হোল, পুলিশ তাকে নিয়মিত পাঠশালায় পড়াশোনার ব্যবস্থা করলো। কিশোর কারাগারে বা পুনর্বাসন কেন্দ্রে যেমন সাজা হয় আর কি।

মন্তব্য ৪০ টি রেটিং +৯/-০

মন্তব্য (৪০) মন্তব্য লিখুন

১| ১৮ ই জুলাই, ২০১৮ রাত ১২:০২

আখেনাটেন বলেছেন: বাহ বাহ, আপনি তো দেখছি ছন্দছন্দেপটিয়সী। :D

চমৎকার। পিচ্চিরা পড়লে নিশ্চয় মজা পাবে।

১৮ ই জুলাই, ২০১৮ রাত ১২:০৮

চঞ্চল হরিণী বলেছেন: মন্তব্যে ভীষণ আপ্লুত এবং অনুপ্রাণিত প্রিয় আখেনাটেন ব্রাদা। কিন্তু এই ছড়া পিচ্চিদের হাতে কতদূর পৌঁছাবে তা তো জানা নেই, তবু লিখে যাই। অনেক অনেক ভালো থাকুন :)

২| ১৮ ই জুলাই, ২০১৮ রাত ১২:০৪

রাকু হাসান বলেছেন: আমি তো চলে যাচ্ছিলাম ,মনে যাক শেষ বারের মত প্রথমপাতা টা লোড করে দেখি ,পেয়ে গেলাম । প্রথম মন্তব্য :P ;)

প্রথম মনে হচ্ছিলো আমার শব্দগুলো একটু কঠিন লাগছে ,কমেন্টে বলবো ,তার তো রহস্য বলেই দিলে ,কি আর বলার থাকে :) ,

ব্যাখ্যা টা দিয়েও ভাল হয়েছে ।

১৮ ই জুলাই, ২০১৮ রাত ১২:৪২

চঞ্চল হরিণী বলেছেন: কঠিনং অধ্যয়ং সহজং ;) । বাংলা শব্দ ভাণ্ডার যে কত সমৃদ্ধ আমরা তা ভুলতে বসেছি ভাই আমার। আরেকটা বৈশিষ্ট্য আছে এখানে, দেখবে স্বরবর্ণ দিয়ে শুরু একটা শব্দও নেই। :)

৩| ১৮ ই জুলাই, ২০১৮ রাত ১২:০৫

রাকু হাসান বলেছেন: লাভ নাই আামার :-< আগে আখেনাটেন দাড়িয়ে আছে |-)

১৮ ই জুলাই, ২০১৮ রাত ১২:৪৪

চঞ্চল হরিণী বলেছেন: হাহাহাহা, ব্যাপার নাহ। আমিও ভাবছিলাম তোমার মন্তব্যই প্রথমে আসবে :#)

৪| ১৮ ই জুলাই, ২০১৮ রাত ১২:১৩

স্রাঞ্জি সে বলেছেন: ভাল লাগল +++

১৮ ই জুলাই, ২০১৮ রাত ১২:৪৬

চঞ্চল হরিণী বলেছেন: অসংখ্য ধন্যবাদ স্রাঞ্জি সে। প্লাসে অনেক ভালোলাগা। তিন প্লাসের একটা যদি লাইকে পড়তো আরো কত ভালোই না লাগতো 8-|

৫| ১৮ ই জুলাই, ২০১৮ রাত ১২:২০

চাঁদগাজী বলেছেন:


ব্যাখ্যা দেয়াতে ভালো হলো, না হয় টিউটরের কাছে যেতে হতো।

১৮ ই জুলাই, ২০১৮ রাত ১২:৪৯

চঞ্চল হরিণী বলেছেন: ওদেশে এসব শব্দ বুঝবে এমন টিউটর পেতেন :P । পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা চাঁদগাজী ভাই।

৬| ১৮ ই জুলাই, ২০১৮ রাত ১২:২৫

অচেনা হৃদি বলেছেন: হিহিহি... চমৎকার কবিতা !

১৮ ই জুলাই, ২০১৮ রাত ১২:৫৩

চঞ্চল হরিণী বলেছেন: তোমাদের ছাদেল জ্বীনটাকে পড়তে দিও তো, জানা দরকার জ্বীনটা কেমন উচ্চারণে পড়ে =p~
মন্তব্যের জন্য অনেক ভালোলাগা হৃদি :)

৭| ১৮ ই জুলাই, ২০১৮ রাত ১:০৯

শাহিন বিন রফিক বলেছেন:


সামুতে অনেক বেশি বেশি শিশু সাহিত্যিক চাই।

যদিও এখানে শিশুরা আসে না তবে তাদের পিতা-মাতা আসেন। পিতা-মাতারা সন্তানদের এসব পড়ে শুনাবেন।

আমাদের জাতি হিসাবে কিছু করে দেখাতে হলে শিক্ষার বিকল্প কিছু নাই, শুধু জিপিএ দিয়ে কিছু হবে না প্রয়োজন মানসিক বিকাশের জন্য শিক্ষা তাই শিশু সাহিত্য এক্ষেত্রে ভূমিকা রাখতে পারে।

ধন্যবাদ সুন্দর একটি শিশু ছড়া লেখার জন্য।

১৮ ই জুলাই, ২০১৮ রাত ১:২০

চঞ্চল হরিণী বলেছেন: আপনার মন্তব্য আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করে গেলো। যেন ভেতর থেকে নব উদ্যম পেলাম। একদম ঠিক বলেছেন, শিশুদের মানসিক বিকাশ একটি জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার। আর মানসিক বিকাশের জন্য পাঠ্য বইয়ের বাইরে মান সম্মত শিশু সাহিত্য পাঠ করার কোন বিকল্প নাই।

আমার ব্লগে আপনাকে স্বাগতম জানাই। আমি আমার সাধ্যমত লেখার চেষ্টা করবো। সুন্দর এই মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ :)

৮| ১৮ ই জুলাই, ২০১৮ রাত ১:১৯

কুঁড়ের_বাদশা বলেছেন:

আমি চোর বলতে পড়ি না, খালি মুখে চুর, চুর, চুর !!!!!!!!!!!!!!!!!! =p~ =p~

১৮ ই জুলাই, ২০১৮ রাত ১:৩১

চঞ্চল হরিণী বলেছেন: আপনার জন্য তো তাহলে এই ছড়া অনবদ্য =p~ । অবশ্য আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, অতি আবশ্যক ছড়া আগের পোস্টে দিয়ে ফেলেছি। 'ঢ্যাঙ্গার বচন' যেন আপনার জন্যই :P

বলতে না পারলেও আপনি কিন্তু চোর ধরতে পারেন দারুণ। তখন আপনার কুঁড়েমি একেবারেই থাকে না B-))

পাঠ ও মন্তব্যে অনেক ধন্যবাদ, ভালো থাকুন :)

৯| ১৮ ই জুলাই, ২০১৮ রাত ১:২১

কাওসার চৌধুরী বলেছেন: একটা ভিন্নধর্মী লেখা, ভাল লাগলো। ব্লগে শিশুদের নিয়ে লেখা কম হয়। আপনার জন্য শুভ কামনা রইলো।

১৮ ই জুলাই, ২০১৮ রাত ১:৩৪

চঞ্চল হরিণী বলেছেন: বেশ কিছুদিন পরে আপনার মন্তব্য পেয়ে অনেক ভালো লাগলো কাওসার ভাই। আপনার ভালোলাগা জানিয়ে আমাকে খুব উৎসাহিত করে গেলেন। পাঠ ও মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ। শুভকামনা রইলো আপনার জন্যও :)

১০| ১৮ ই জুলাই, ২০১৮ রাত ১:৩১

শাহিন বিন রফিক বলেছেন:


আমরা যখন দ্বিতীয় শ্রেণীতে পড়তাম তখন আমাদের ক্লাসের বইয়ের বাহিরে "চয়নিকা" নামের একটি ছোট বই দিত এক মাস কাছে রাখা যেত, বইটি হাতে পেলে কতবার যে পড়তাম। নজরুল, রবীন্দ্রনাথের সুন্দর সুন্দর কবিতা, ছড়া, গল্প থাকত। আমার এখনো একটি ছড়া মনে আছে সম্ভবত রবীন্দ্রনাথে লেখা।

মেঘের কোলে রোদ উঠেছে
বাদল গেছে টুটি
আজ আমাদের ছুটিরে ভাই
আজ আমাদের ছুটি

(অনেক আগে পড়েছিতো একটু এদিক-ওদিক হতে পারে)

১৮ ই জুলাই, ২০১৮ রাত ১:৪১

চঞ্চল হরিণী বলেছেন: হ্যাঁ, চয়নিকা খুব ভালো লাগতো পড়তে। ছড়া আর গল্প পড়তে যে কি মজা পেতাম ! তবে রবীন্দ্রনাথ ঠাকুরের এই ছড়াটা আমাদের পাঠ্য বইতেই ছিল দ্বিতীয় শ্রেণীতে। এই ছড়া নিয়ে ছড়াগান গেয়েছি অনেক।

'আজ আমাদের ছুটি ও ভাই
আজ আমাদের ছুটিই আহাহাহাহা'

আবার এসে মন্তব্য করার জন্য আন্তরিক ধন্যবাদ, রফিক ভাই।

১১| ১৮ ই জুলাই, ২০১৮ রাত ১:৩৭

কুঁড়ের_বাদশা বলেছেন:

আপনি কিন্তু চোর ধরতে পারেন দারুণ। তখন আপনার কুঁড়েমি একেবারেই থাকে না


সে বড় দুঃখের কথা গো বহিন !!!!!! চুরের নাড়ী ধরে টান দিলাম আমি ..... আর দোষ হল আরেক ভদ্রলাকের। আমি জানতাম কুঁড়ের বাদশা ছাড়া এই রহস্যের জোট কেউ খুলতে পারবে না।আর সে বেচারা সামু নোংরা 'পলিটিক্স' এর স্বীকার হয়ে গেল !!!!!!!!! ;) :P :)

১৮ ই জুলাই, ২০১৮ রাত ১:৪৯

চঞ্চল হরিণী বলেছেন: আপনার মন্তব্যে আমি ভয় পাওয়া শুরু করছি :-/

আমি কিছু জানতে, শুনতে, কহিতে চাই না বাহাই :-*

বালা মুছিবত দূর হইয়া সবাই ভালা থাকুক ইহাই চাই :#)
আপনে একটু ঢ্যাঙ্গার বাড়িত যান ;)
আবার মন্তব্যের জন্য ধন্যবাদ কুঁড়ের বাদশা :)

১২| ১৮ ই জুলাই, ২০১৮ সকাল ৭:১২

সিগন্যাস বলেছেন: ব্যাখ্যা দেওয়া না থাকলে তো আজ আমার দুতিনটা দাঁত পড়ে যেত কবিতা পড়ে :) :) :)
দারুণ হয়েছে কিন্তু আপু । প্লাস দিসি

১৮ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:০৯

চঞ্চল হরিণী বলেছেন: হিহিহি। আমি জানিতাম সিগন্যাস তোমার এই অবস্থা হইতে পারে। আইচ্ছা কও তো দেখি এইরকম লেখা তুমি ঘণ্টায় কত পৃষ্ঠা পড়তে পারবা =p~

প্লাসের জন্য দারুণ খুশী। মেলাগুলো ধইন্যবাদ।

১৩| ১৮ ই জুলাই, ২০১৮ সকাল ৯:০১

নাজিম সৌরভ বলেছেন: কবিতার সাথে ব্যাখ্যা থাকায় বুঝতে সুবিধা হল। :)

১৮ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:১১

চঞ্চল হরিণী বলেছেন: পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ নাজিম সৌরভ। ভালো থাকুন সবসময় :)

১৪| ১৮ ই জুলাই, ২০১৮ সকাল ৯:৩৩

কাইকর বলেছেন: সুন্দর ও সাবলীল কবিতা ।+++

১৮ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:১৩

চঞ্চল হরিণী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ছোটভাই কাইকর। তোমার প্লাস আমাকে খুব উৎসাহ দিয়ে গেলো। শুভকামনা নিরন্তর :)

১৫| ১৮ ই জুলাই, ২০১৮ সকাল ৯:৪৪

রাজীব নুর বলেছেন: খুব ভালো।
আপনার পোষ্ট পড়ে একটা লেখা মাথায় এসেছে।
ধন্যবাদ।

১৮ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:১৬

চঞ্চল হরিণী বলেছেন: বাহ, তাড়াতাড়ি লিখে ফেলুন, রাজীব ভাই :#)। অনেক ধন্যবাদ আপনাকেও এবং শুভকামনা।

১৬| ১৮ ই জুলাই, ২০১৮ সকাল ৯:৫১

মোঃ মাইদুল সরকার বলেছেন:
দারুন সুন্দর। অন্যরকমও বটে।

+++

১৮ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:১৮

চঞ্চল হরিণী বলেছেন: আপনার সুন্দর মন্তব্য এবং প্লাসে আমার মনটা অনেক ভালো হয়ে গেলো, মাইদুল ভাই। ভীষণ ভালো থাকুন। ধন্যবাদ।

১৭| ১৮ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:২৮

পবিত্র হোসাইন বলেছেন: পরীবৎ

১৮ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:৩৮

চঞ্চল হরিণী বলেছেন: 'পরীবৎ' !! ইহা কিহা পবিত্র হোসাইন ভায়া ? :||

পাঠের জন্য ধন্যবাদ :)

১৮| ১৮ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৫৭

রাকু হাসান বলেছেন: লেখক বলেছেন: হাহাহাহা, ব্যাপার নাহ। আমিও ভাবছিলাম তোমার মন্তব্যই প্রথমে আসবে’’

অামি লম্বু কমেন্ট করতে চাইছিলাম,তাই :-<

১৮ ই জুলাই, ২০১৮ রাত ৮:১০

চঞ্চল হরিণী বলেছেন: হিহিহি। একই কারণে আমিও কারো পোস্টে প্রথম মন্তব্যকারী হতে পারি না /:)

রাকু, সনেট কবি ভাই আমাকে নিয়ে সনেট লিখেছেন সেটাতে তোমার মন্তব্য জানাও :#)

১৯| ১৮ ই জুলাই, ২০১৮ রাত ৮:১৩

রাকু হাসান বলেছেন: আরেহ ,আমি দেখলাম ই না :( , জানাচ্ছি জানাচ্ছি ,আমার বোন কে নিয়ে সনেট ;) ,আর আমি হাওয়া খাচ্ছি

১৮ ই জুলাই, ২০১৮ রাত ৮:৩৫

চঞ্চল হরিণী বলেছেন: হাওয়া খাচ্ছো না, আমার মনে হয় তুমি কিছু লেখা নিয়ে ব্যস্ত :)

২০| ১৮ ই জুলাই, ২০১৮ রাত ৮:৩২

নীলপরি বলেছেন: ভালো লাগলো কবিতা ।

১৮ ই জুলাই, ২০১৮ রাত ৮:৩৮

চঞ্চল হরিণী বলেছেন: এই প্রথম আমার লেখায় আপনাকে পেলাম। সুস্বাগতম নীলপরি আপু। অসংখ্য ধন্যবাদ নেবেন। আপনার ভালোলাগায় আপ্লুত। অনেক শুভকামনা আপনার জন্য :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.