নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অনুভূতি গাঁথার সাধনায় মগ্ন।

চঞ্চল হরিণী

এই পৃথিবীর বাইরে কোথাও গিয়ে যদি কিছু লিখা যেতো ; এই অসহ্য মনোবৈকল্য দূর হতো। হে ভাবনা, দয়া করে একটু থামো। আমাকে কিছুটা মুক্তি দাও। আমার দম বন্ধ হয়ে আসছে তোমার অবিরাম পদচারণায়। বিচ্ছেদে যাও তুমি। ফুলে ওঠো পিঙ্গল বিভ্রম বেশে। আমাকে মৃত্যু দাও নয়তো চিৎকার করে ওঠার অপরিসীম ক্ষমতা দাও। আমি ক্লান্ত এই অমানিশায়। শান্তির খোঁজে মৃত্যুদূতের পরোয়া করিনা, পরোয়ানা জারি করো। গভীর, গভীর, গভীর। বোহেমিয়ান মন অভ্যস্ত জীবনের শিকল ভেঙ্গে ফেলো।

চঞ্চল হরিণী › বিস্তারিত পোস্টঃ

আমি কেন নিরাপদ ছিলাম

২৩ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৫৭



আমি জানিনা এটা ভুল ছিল নাকি সৌভাগ্য। কেন এমন হয়েছে বা হতে পারে সেটা জানার কৌতূহল থেকেই ব্লগে এই অনন্যোপায় পোস্ট। আমি এই ব্লগে মানে প্রিয় সামুতে একেবারে রেজিস্ট্রেশন করার দিন থেকেই সেফ ছিলাম। প্রথম দিনই লেখা ছিল আপনি একজন নিরাপদ ব্লগার এবং আমার প্রথম পোস্টও প্রথম পাতাতেই আসে। আমি তখন ব্লগের নিয়ম কানুন কিছুই বুঝতাম না। ভাবতাম যাঁরা যাঁরা যাদেরকে চেনেন তাঁরাই হয়তো তাঁদের লেখা পড়েন, মন্তব্য করেন। এখানে যে আগে অন্যদের লেখা অনেক বেশি পড়তে হয় এবং মন্তব্য করে নিজের পরিচিতি বাড়াতে হয় সেটা বুঝিইনি। আমার পূর্ব পরিচিত কেউ আছে কিনা সেটাও জানতাম না। ব্লগে রেজিস্ট্রেশন করার ব্যাপারে বা মোটকথা ব্লগ সম্পর্কে কোন ধারণাই আমার ছিল না। শুধু কিছু ঘটনায় নিউস হওয়ার পর ব্লগ সম্পর্কে জেনেছি। পরে দেখেছি এখানে দুই একজন আছেন যাঁদেরকে আগে থেকেই চিনি। তো আমি তখন অন্যদের লেখা পড়ে মন্তব্য খুব কম করেছি, সঙ্কোচটা ছিল বেশি। ফলাফল মন্তব্যও খুব কম পেয়েছি। সময়ও দিতে পারিনি তেমন। দুই বছরের মধ্যে এক বছরেরও বেশি সময় প্রায় একেবারেই ছিলাম না। এখন দীর্ঘ সময় ব্লগে থাকি, আর কিছুদিন আগে মাত্র জেনেছি এখানে সেফ হতে অনেক সময় লাগে, নতুন ব্লগাররা মুখিয়ে থাকেন সেফ হওয়ার জন্য। সেই থেকে প্রশ্ন আর যাচ্ছে না, আমি কেন শুরু থেকেই সেফ ছিলাম (?) । কেউ কি বলতে পারেন কেন ?
সম্মানিত পাঠক যাঁরা পড়ছেন তাঁরা যাতে একেবারেই অহেতুক পোস্ট বলে একটু বিরক্ত না হন, সেজন্য জন্মদিনের একটা ছোট্ট ছড়া। সামুতে প্রথম পাতায় এক্সেস পাওয়া যেন জন্মদিনের আনন্দ !

খুকুমণির জন্মদিন

খুকুমণি খুকুমণি,
আজ নাকি তোর জন্মদিন?
আহ! কি খুশি তা ধিন ধিন !

বর্গী নাচে বাদুড় নাচে,
খুকুকে নিয়ে আমিও নাচি।
উল্টো ঝোলা নাচ দেখে
হুতোমও হাসে যাচি।

হাহা হিহি হো হো,
চৌদিকে আজ খুশীর সমারোহ।

এতো হাসির ঝুনঝুনিতে
শুধুই একটি ধ্বনি,
হেসে খেলে বাঁচুক মোদের
চাঁদেরখনি খুকুমণি।

পড়ার জন্য ধন্যবাদ প্রিয় পাঠকগণ :)

মন্তব্য ৫১ টি রেটিং +১০/-০

মন্তব্য (৫১) মন্তব্য লিখুন

১| ২৩ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:০৯

পদাতিক চৌধুরি বলেছেন: শুভসন্ধ্যা আপু,
আপনার নুতন পোষ্ট পড়লাম। এক হিসাবে ভালো লিখেছেন। আমিও অনেকটা নুতন ।

নিরন্তর শুভেচ্চা আপনাকে।

২৩ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:২৫

চঞ্চল হরিণী বলেছেন: প্রথম মন্তব্যের জন্য আমার অভিবাদন গ্রহণ করুণ পদাতিক ভাই। শুভ সন্ধ্যা। এটা তো আসলে সেই অর্থে পোস্ট না, এখানে জানতে চাওয়ার তো আর কোন উপায় নেই, তাই নিরুপায় পোস্ট। হ্যাঁ, আমি তো আপনাকে এইবারই এসে চিনেছি, আগে দেখিনি। আপনি আমাদের সামুর একজন পাঠকপ্রিয় গল্পকার। অনেক ভালো থাকুন পদাতিক ভাই, শুভেচ্ছা রইলো আপনার জন্যও :)

২| ২৩ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:১১

মাহবুবুল আজাদ বলেছেন: আপনার ভাগ্য বেশ সু প্রসন্ন মনে হচ্ছে।

২৩ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:২৯

চঞ্চল হরিণী বলেছেন: আমি ঠিক নিশ্চিত নই ব্যাপারটা নিয়ে। একদিকে সুপ্রসন্ন মনে হচ্ছে, আবার অন্যদিকে যদি আগে বিভিন্ন পোস্টে পড়ে পড়ে মন্তব্য করতাম তাহলে আমার প্রথম দিকের পোস্টগুলোতেও হয়তো এত কম মন্তব্য পেতাম না। যাইহোক, ভালোই ধরে নেই। মন্তব্যের জন্য ধন্যবাদ ভাই :)

৩| ২৩ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:১৯

আখেনাটেন বলেছেন: এমন তো হওয়ার কথা নয়
এভাবেও কি সেফ হয়!!
হয়তবা হয়, যদিও আগে শুনিনি
ব্যতিক্রমী ঘটনা চঞ্চল হরিণী!!!


ছুটুছুটু পোলাপানের জন্য আপনার ছড়াটা জমে ক্ষীর হবে মনে কয়!! :D ছুডুরা আমারও প্রিয় সাবজেক্ট। ওদের সাথে কাতুকুতু-গাদুভুতু খেলা দারুণ উপভোগ করি। তাই আমিও মজা পেলুম ছড়ায়। :-B

২৩ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৩৫

চঞ্চল হরিণী বলেছেন: হাহাহাহা আপনিও মন্তব্যে একদম ক্ষীর জমিয়ে দিলেন =p~ । কেন যে এভাবেই সেফ হলাম ! উত্তর জানার জন্যেই এই কলাম।
বাচ্চাদের মত আদুরে এবং নির্ভেজাল জিনিস পৃথিবীতে তো আর দ্বিতীয়টা নেই। ছড়ায় মজা পেয়েছেন জানানোতে অনেক কৃতজ্ঞ হলুম :D

৪| ২৩ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৩৯

স্রাঞ্জি সে বলেছেন: প্রীশু আপু

আপনার ললাট মন্দ ছিল না হয়তো। তাই নব্য ব্লগারদের মত ধৈর্য ধরতে হয়নি।

ছড়া টা ভাল লেগেছে, খুবই চলনসই ছড়া।

২৩ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৫৩

চঞ্চল হরিণী বলেছেন: প্রীশু স্রাঞ্জি সে। সুন্দর একটা শব্দ চালু করেছেন। পেয়ে আপনার প্রীশু, দোয়া করিলাম আশু :)
আরে আপনাদের দেখেই তো এই প্রশ্ন আরও বেশি করে মাথায় এসেছে আমার।
আপনার ছড়া প্রীতি জানিয়ে আমাকে দ্বিগুণ প্রীশু দিলেন। শুভেচ্চা :)

৫| ২৩ শে জুলাই, ২০১৮ রাত ৮:৪২

সনেট কবি বলেছেন: আপনার আইডি মডুর পছন্দ হওয়ায় তারা শুরুতেই নিরাপদ করে দিল।তা’ছাড়া হরিণীকে তারা নিরাপদ কেনই বা ভাববেনা?

২৩ শে জুলাই, ২০১৮ রাত ৯:০২

চঞ্চল হরিণী বলেছেন: হাহা সনেট ভাই, দারুণ লাগলো মন্তব্য। আমিও মনে মনে ঠিক এমনটাই ভেবেছিলাম :P । হ্যাঁ, বনের মধ্যে হরিণী অবশ্যই নিরাপদ প্রাণী, মোটেও ভয়ঙ্কর অথবা শিকারি নয় :>

৬| ২৩ শে জুলাই, ২০১৮ রাত ৮:৪৫

আহমেদ জী এস বলেছেন: চঞ্চল হরিণী ,




এরকমটা হয় বলে শুনিনি । বলতেই হয় , আপনি বড্ড ভাগ্যবতী/ভাগ্যবান ।

শিশুদের জন্যে লেখা ছড়া
কড়া পাকের মিষ্টিতে ভরা !

২৩ শে জুলাই, ২০১৮ রাত ৯:১৮

চঞ্চল হরিণী বলেছেন: B:-) যতদূর জানি আপনি প্রায় শুরু থেকেই সামু ব্লগে আছেন, সেই আপনার মত এত অভিজ্ঞ প্রিয় ব্লগার যদি বলেন যে এমনটা শোনেননি তাহলে সত্যি সত্যিই নিজেকে ভাগ্যবতী মনে হচ্ছে B:-/

ছড়া পাঠ করে কড়া পাকের মন্তব্য করে যাওয়ায় অনেক ভালোবাসা নেবেন আহমেদ জী এস ভাই :`>

৭| ২৩ শে জুলাই, ২০১৮ রাত ৯:৩০

চাঁদগাজী বলেছেন:


আপনি রৌপ্যের তৈরি কোন কিছু ছুঁয়ে দেখেন তো কি হয়? আমি ভাবছি, উহা সোনা হয়ে যেতে পারে।

২৩ শে জুলাই, ২০১৮ রাত ৯:৪২

চঞ্চল হরিণী বলেছেন: :``>> আহা ! ইহা কি বলিলেন, চাঁদগাজী ভাই। যাহাই হউক, এই সত্য তো প্রকাশ করা যাইবে না। নইলে যে হরিণীর জীবন বিপন্ন হইতে পারে =p~ । মন্তব্যটা ভীষণই ভালো লাগলো।

৮| ২৩ শে জুলাই, ২০১৮ রাত ৯:৩১

ওমেরা বলেছেন: খুব ভাল তো আপু।

২৩ শে জুলাই, ২০১৮ রাত ৯:৪৪

চঞ্চল হরিণী বলেছেন: জানি না ওমেরা আপু। হয়তো ভালোই মনে হয়। অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা নেবেন আপু :)

৯| ২৩ শে জুলাই, ২০১৮ রাত ৯:৪৪

সত্যপথিক শাইয়্যান বলেছেন:
খুকুর সাথে খোকা নাচে
ধারুম - ধুরুম - ধাম,
খোকা, করছো একি কাম!

নাচের তালে কাশছে দেখো
দোয়েল-কোয়েলকে মনে রেখো
ময়না শ্যামা কি বাদ?
বাঘ-ভল্লুক বললো এসে-
হালুম-হুলুম ভালোবেসে-
উঠেছে এখন চাঁদ।

নাচ দেখে তাই পেট ফাটে
হুতুমের মুখেও হাসি ফোটে
হাসছে সবাই যখন,
খুকুমনি'র জন্মদিনে
ফুল কুড়াতে যাবো দিনে
দিবো না পিছুটান।

অজানা খুকুমণিকে জন্মদিনের শুভেচ্ছা।




২৩ শে জুলাই, ২০১৮ রাত ৯:৫০

চঞ্চল হরিণী বলেছেন: আহাহাহা ! মধু ! মধু ! খুকুমণির জন্মদিনের আনন্দ দ্বিগুণ হয়ে গেলো এই চমৎকার ছড়া পড়ে। খোকারা ধারুম ধুরুমই নাচে =p~ । হাহাহা আমি যেন শব্দ শুনতে পাচ্ছি =p~ । মন্তব্যটা অনেক আনন্দ দিল, সত্যপথিক ভাই। এবং কৃতজ্ঞতা। ভালো থাকুন, শুভেচ্ছা :)

১০| ২৩ শে জুলাই, ২০১৮ রাত ১০:২৪

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: ভাগ্য রে ভাগ্য
এমন ভাগ্য বলো ক'জনে পায়??
সেফ হবার জন্য সবে
করে হায় হায়!!;)

২৩ শে জুলাই, ২০১৮ রাত ১০:৩৪

চঞ্চল হরিণী বলেছেন: আসলেই তাই। আমার মুখের তিলের কারণে আমি সেই ছোটবেলা থেকেই শুনে আসছি, আমি নাকি খুব ভাগ্যবতী। কিন্তু এতগুলো বছরে সেইটা বুঝি নাই। এখন সামুর কল্যাণে সেটা বুঝতে পারলাম ;) :)

১১| ২৩ শে জুলাই, ২০১৮ রাত ১১:০৪

রাজীব নুর বলেছেন: কেউ কেউ হাত বাড়ালেই হাতের মুঠোয় আনতে পারে আকাশের চাঁদ।
তবু হাত বাড়ায় না।

২৩ শে জুলাই, ২০১৮ রাত ১১:০৯

চঞ্চল হরিণী বলেছেন: আমি নিশ্চিতভাবেই সেই দলে নই, রাজীব ভাই। আমার সবকিছু খুব কষ্ট করে অর্জন করতে হয়। কিভাবে যেন সামুতেই সেটা ব্যাতিক্রম হয়ে গেছে। সামুর এই ভালোবাসায় আমি কৃতজ্ঞ, মুগ্ধ ও আপ্লুত।

১২| ২৩ শে জুলাই, ২০১৮ রাত ১১:২০

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: @লেখকবলেছেন:........ আমার মুখের তিলের কারণে আমি সেই ছোটবেলা থেকেই শুনে আসছি, আমি নাকি খুব ভাগ্যবতী।)

ওরে বাবা মুখে তিল??
গলে গেল মোর দিল!!:P
আমাতেও আছে তিল
দ্যাখো দেখি কত মিল!!:P


পুনশ্চঃ
জন্মদিনের আনন্দ এত পরে কেন হে??B:-)

২৩ শে জুলাই, ২০১৮ রাত ১১:৩৮

চঞ্চল হরিণী বলেছেন: আহারে কি মিল !
মিলেমিলে ঝিলমিল,
তাই তো হাসি খিলখিল।
দিও না আবার কিলটিল ;)

আরে অন্যদের তো এখন জন্মদিনের আনন্দে মিষ্টিমুখ করতে দেখছি। আর আমার প্রশ্নের উত্তরটা জানার কৌতূহল। তাই একটু আনন্দ দিয়ে জানতে চাওয়া :>

১৩| ২৪ শে জুলাই, ২০১৮ রাত ১২:৫৪

রাকু হাসান বলেছেন: আমি কেন নিরাপদ ছিলাম?
উত্তর -আমার বোন বলে নিরাপদ ছিলে ;) ,যদিও আমার জন্ম তখনও হয়নি B-) ,ক্রেডিট গোস টু আমি B-) :)

ছাড়া টা আগেই লিখতে ,চুডু সময় কেউ কে শুভেচ্ছা তো জানাতে পারতাম :-<
ছাড়া পড়লেই শৈশবে চলে যায় । কিছু না কিছূ প্রতিদিন ই মনে পড়ে যায় যখন ই পড়ি ...লিখতে থাক ,পড়তে থাকি :-B

২৪ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:২২

চঞ্চল হরিণী বলেছেন: ঠিক বলছো, ক্রেডিট গোস টু ইউ ;) । মাই ডিয়ারেস্ট ব্রাদার :)

এখন তুমি বড় হইসো তো কি হইছে, আশেপাশে কি ছোটরা নাই, সেই ছোটদেরকে ছড়া বলে আনন্দ দিবা। দেখবা কি খিলখিল করে ওরা হাসবে !:#P

১৪| ২৪ শে জুলাই, ২০১৮ রাত ১:১১

কাওসার চৌধুরী বলেছেন:


তাহলে তো আপনি সত্যি সত্যি খুব লাকি B-); আসলে রতনে রতন চেনে; সামুর মডুরা পয়লা সাক্ষাতে এ প্রতিভা চিনতে ভুল করেন নাই;)। ফলাফল স্বরুপ আমরা সফল একজন ব্লগার পেলাম। আমি ২৩ দিনে সেফ হয়েছিলাম।

সময় সুযোগে প্রতিবেশীদের খোঁজ খবর নেওয়া কিন্তু লাগে!!!

শুভ রাত্রি B-)

২৪ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:৩২

চঞ্চল হরিণী বলেছেন: মন্তব্যটা পড়েই মনটা অন্যরকম ভালো হয়ে গেলো :)। আপনিও তো দারুণ লাকি ভাই। আপনার পোস্টের পাঠক এবং ব্লগের ভিজিটর পুরনোদের জন্যও ঈর্ষার মত ;)
আরে কি বলেন, প্রতিবেশীদের খোঁজ না নিলে কি ব্লগে কোন বেইল থাকবে ! খোঁজ আলবখত নিতে হবে। আমি যথাসাধ্য মতই চেষ্টা করি। এক্ষেত্রে রাজীব ভাইয়ের ধারে কাছে যাওয়া অবশ্য সম্ভব না :P । আপনার রিসেন্ট পোস্ট এর আগে আপনি একবার দিয়েছিলেন। আপনার ব্লগবাড়িতে ঘুরে সেটা আগেই পড়েছিলাম :) । সুন্দর একটি মন্তব্যের জন্য অনেকগুলো ধন্যবাদ ও শুভেচ্ছা নেবেন কাওসার ভাইয়া।

১৫| ২৪ শে জুলাই, ২০১৮ রাত ২:০১

রাকু হাসান বলেছেন: আমি কেন নিরাপদ ছিলাম?
উত্তর -আমার বোন বলে নিরাপদ ছিলে ;) ,যদিও আমার জন্ম তখনও হয়নি B-) ,ক্রেডিট গোস টু আমি B-) :)

ছড়া টা আগেই লিখতে ,চুডু সময় কেউ কে শুভেচ্ছা তো জানাতে পারতাম :-<
ছড়া পড়লেই শৈশবে চলে যায় । কিছু না কিছূ প্রতিদিন ই মনে পড়ে যায় যখন ই পড়ি ...লিখতে থাক ,পড়তে থাকি :-B

২৪ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:৩৪

চঞ্চল হরিণী বলেছেন: আচ্ছা, তোমার পরীক্ষা কেমন হল বলতো , কয়টা বাকি ? বড় আপুর দায়িত্ব পালন করছি ;)

১৬| ২৪ শে জুলাই, ২০১৮ সকাল ৯:৫৫

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: আমি নিশ্চিতভাবেই সেই দলে নই, রাজীব ভাই। আমার সবকিছু খুব কষ্ট করে অর্জন করতে হয়। কিভাবে যেন সামুতেই সেটা ব্যাতিক্রম হয়ে গেছে। সামুর এই ভালোবাসায় আমি কৃতজ্ঞ, মুগ্ধ ও আপ্লুত।


ধন্যাব্দ মন্তব্যের উত্তর দেওয়ার জন্য। ভালো থাকুন। সুস্থ থাকুন।

২৪ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:৫১

চঞ্চল হরিণী বলেছেন: আপনিও অনেক ভালো থাকুন, রাজীব ভাই। দাপিয়ে বেড়ান ব্লগ, মাতিয়ে রাখুন সবাইকে। তবে বাস্তবজীবনে দুশ্চিন্তামুক্ত হন এটাই সবচেয়ে বেশি চাওয়া।

১৭| ২৪ শে জুলাই, ২০১৮ সকাল ১০:৩৬

মোঃ মাইদুল সরকার বলেছেন: এর ব্যাখ্যা একমাত্র মডুরাই দিতে পারবে।

ব্যতিক্রম। আপনার হয়তো ভাগ্য ভালো।

২৪ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:৫৩

চঞ্চল হরিণী বলেছেন: ভাগ্য ভালো এই উত্তরেই শেষমেশ আছি :)। মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ মাইদুল ভাই। ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভেচ্ছা।

১৮| ২৪ শে জুলাই, ২০১৮ দুপুর ১:১৯

তারেক_মাহমুদ বলেছেন: বাহ আপনার সৌভাগ্যে কথা জেনে ভাল লাগলো। আর খুকুমণির জন্মদিনের ছড়া ভাল লাগলো। অনেক শুভ কামনা আপনার জন্য।

২৪ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:৪১

চঞ্চল হরিণী বলেছেন: ধন্যবাদ তারেক মাহমুদ ভাই। পাঠ করে আপনার মন্তব্য জানিয়ে গেলেন সেজন্য আমার অনেক ভালো লাগছে। ভালো থাকুন, নিরাপদ থাকুন। শুভকামনা নিরন্তর :)

১৯| ২৪ শে জুলাই, ২০১৮ দুপুর ১:৪৪

*** হিমুরাইজ *** বলেছেন: অনেক আগে তো সামুতে রেজিষ্ট্রশন করে সরাসরি প্রথম পাতায় লেখা যেত।
মানে প্রথম থেকেই সেফ।পরে নিয়ম বদলেছে।

২৪ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:৪৮

চঞ্চল হরিণী বলেছেন: আমিও প্রথমে তাই ভেবেছিলাম হিমু ভাই। কিন্তু পরে জানলাম, না, একদম শুরু থেকেই এই সেফ হওয়ার ব্যাপার ছিল। শুরু বলছি কারণ, আমি ২০১১ -এর ব্লগারদের সেফ হওয়া নিয়ে পোস্ট দেখেছি। আর আমিতো মাত্র দু'বছর আগে রেজিস্ট্রেশন করেছি।
যাইহোক, আমার ব্লগে হিমুর পদার্পণ দেখে খুবই খুশী হলাম :) । আমি অবশ্য মিসির আলির খুব ভক্ত :-B । ভালো থাকুন, হিমু ভাই। শুভেচ্ছা।

২০| ২৪ শে জুলাই, ২০১৮ দুপুর ২:৩২

সাহসী সন্তান বলেছেন: আমি আপনার এই ব্যাপার কিছুটা জানতাম। এবং ব্যাপারটা লক্ষ করে বেশ অবাকও হইছিলাম! এমনকি সেই সময় দুইজন ব্লগারের লগে ব্যাপারটা নিয়ে ডিসকাসও করছিলাম। নাম বলবো না! যদি চাকরি না থাকে... ;)

একবার ভাবছিলাম বিষয়টা আপনারে জিগাবো। কিন্তু স্বেচ্ছায় বাঁশ খাওয়ার বিন্দুমাত্র ইচ্ছা ছিল না। ইয়ে মানে, আপনি যদি আবার মডু-ফডু বা তাদের কাছের কেউ হন সেই ভয়ে! মডুরা মাল্টি খুইলা ব্লগাইবে এটাতে আর আশ্চর্য হওয়ার কি আছে? :P

দেখা গেল জিগানোর পাঁচ মিনিট পরেই আমার কমেন্ট এক্সেস বন্ধ হই গেল। তখন গলা ছাইড়া কাইন্দাও তো কূল পাবো না! :(

তবে এখনো তো জানি। আপনি মডুও না, ফডুও না! বরং চঞ্চল হরিণী। সম্ভবত আপনি সে সময় হুট কইরা মডুদের সেফ জোন মাউসের আগায় পইড়া গেছিলেন। তাই গলা বাড়াইয়া নিজের ঢোল নিজে পিটানোর সুযোগ পাইলেন! ;)

ব্যাপার না। জন্মদিনের শুভেচ্ছা রইলো! ব্লগিংটা এভাবেই হাসি আর আনন্দ নিয়ে কন্টিনিউ থাকুক সেইটাই কামনা করি! !:#P

২৪ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:৫৯

চঞ্চল হরিণী বলেছেন: ওওওওওও আপনারা তাহলে তলে তলে এই আলাপ করেছিলেন :P । আর এই জন্যই আমার পোস্টে মন্তব্য এত কম আসতো /:) । হাহা, সেদিন শায়মা আপু বললেন, অনেকে নাকি ভেবেছিল এটা শায়মা আপুর মাল্টিনিক :P । শায়মা আপু মডুদের কেউ নাকি অবশ্য জানি না আমি #:-S । সাহসী সন্তানের এমন আতঙ্কে কাবু হওয়ার কথা শুনে ব্যাপক মজা পেলুম =p~ । কি কারণে, কোন আগা ডগায় পড়ছিলাম জানি না, তবে ভালোই লাগছে এখন আমার ;)

"ব্লগিংটা এভাবেই হাসি আর আনন্দ নিয়ে কন্টিনিউ থাকুক সেইটাই কামনা করি" এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা। হ্যাঁ, এটাই মনেপ্রাণে চাই। অনেক অনেক ভালো থাকুন সাহসী সন্তান ভাইয়ু, শুভকামনা :)

২১| ২৪ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:২২

ভ্রমরের ডানা বলেছেন:



কবিতা প্লাস ছবিটা ভাল লেগেছে। আর আমার মনে হয় আপনার নিকটা মডুর পছন্দ হয়েছিল। তাই প্রথম থেকেই ছাড়। আমিও এমনটাই পেয়েছিলুম! হা হা....


!:#P

২৪ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৩০

চঞ্চল হরিণী বলেছেন: ওয়াও ! বন্ধু, কি করে আপনার সাথে এত মিলে যায় বলুন তো দেখি ! মনে আছে, আমার প্রথম পোস্টে আপনার মন্তব্য পেয়ে খুব ভালো লেগেছিল। তার মানে আমি একা নই, আরও কয়েকজন আছে যাঁরা এমন সুযোগ পেয়েছিল। যাক, খুবই স্বস্তি লাগছে বিষয়টা জেনে। আর যাকে প্রথম বন্ধু বানিয়েছি সেও এমন সুযোগ পেয়েছিল এটা যে কেমন অদ্ভুত আনন্দের খবর ! ভালো থাকুন বন্ধু :>

২২| ২৪ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:০৭

রাকু হাসান বলেছেন: লেখক বলেছেন: আচ্ছা, তোমার পরীক্ষা কেমন হল বলতো , কয়টা বাকি ? বড় আপুর দায়িত্ব পালন করছি ;)

;) ভাল হয়েছে ,,,,আজ জেল থেকে বের হলাম , B-) ;) পরিক্ষা শেষ হলো আপু আজ । হুম দায়িত্ব তো পালন করতেই হবে .। :-B ;)

২৪ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৫০

চঞ্চল হরিণী বলেছেন: তথাস্তু। আমার ভাইটা এখন শান্তিতে মনের মত ব্লগিং করতে পারবে B-) । তবে ছুটিয়ে দাও ঘোড়া :)

২৩| ২৪ শে জুলাই, ২০১৮ রাত ৮:৩৪

কথাকথিকেথিকথন বলেছেন:





ব্যাপারটা ভৌতিক অথবা টেকনিক্যাল ডিফল্ট! তবে এমন বিরল ঘটনা আপনার সাথে ঘটেছে তাই আপনাকে শুভেচ্ছা।

ব্লগিয় জন্মদিনের শুভেচ্ছা রইলো। শুভ কামনা।

২৪ শে জুলাই, ২০১৮ রাত ৯:১৪

চঞ্চল হরিণী বলেছেন: এই প্রথম কেউ একজন আমাকে ভাগ্যবতী না বলে ঘটনাকে ভৌতিক বললো B-)) । ভিন্ন এঙ্গেল থেকে দেখাটা বরাবরই ভালো লাগে =p~ । আপনার শুভেচ্ছা সাদরে গ্রহণ করলাম কথাকথিকেথিকথন ভাইয়া :) । অনেক শুভেচ্ছা আপনাকেও পাঠালাম :>

২৪| ২৫ শে জুলাই, ২০১৮ রাত ৩:৫৫

নিভৃতেনৈঃশব্দে বলেছেন: আমার সেফ হতে লেগেছিলো ৭২০ ঘন্টা বা ৪৩,২০০ মিনিট অথবা বলতে পারেন কোয়াটার মিলিয়ন সেকেন্ডের কিছু বেশি সময় (২,৫৯২,০০০ একজাক্ট ) মানে পুরো এক মাস | যা অবস্থা দেখছি তাতে নিশ্চই নেক্সট বিগ লটারি উইনার আপনিই হতে পারেন I তাড়াতাড়ি লটারি টিকেট কিনে ফেলুন এখনই একটা Iনিশ্চয়তা দিচ্ছি লটারি পাওয়ার পর কোন কনসালটেন্সি ফি দাবি করবো না কখনোই I Enjoy your good luck while knowing that so many out there are not lucky as you .... I

২৫ শে জুলাই, ২০১৮ দুপুর ২:১৫

চঞ্চল হরিণী বলেছেন: জীবনের প্রথম লটারিতে পাঁচশ টাকা জিতেছিলাম, ৬ বছর বয়স তখন। এরপর আর কোনদিনই কিছু হয় নাই /:) । আর এখন আমি লটারি কিনিও না :P । যা কিছু পাই, কষ্ট করে পেতে হয় :-0 । দুনিয়ার ভাগ্যাহতদের ভিড়ে এমনি পাওয়া ভাগ্য আমি উপভোগ করতে পারি না :-/ । নিভৃতে নিঃশব্দে মন্তব্য করে গেলেন বলে আমিও নিভৃতে ভালোলাগা জানাচ্ছি। ভালো থাকবেন :)

২৫| ২৬ শে জুলাই, ২০১৮ রাত ১২:১৭

সাগর শরীফ বলেছেন: আমি যেদিন প্রথম ব্লগে আসি সেদিনই আমাকে বলা হল উপর্যুপরি নিয়ম ভঙ্গ করায় আপনার উপর নজর রাখা হচ্ছে এবং এর ফলশ্রুতিতে আপনার লেখা সরাসরি প্রথম পাতায় প্রকাশ হবে না। আমি বুঝলাম না এস পারলাম না আমি কি নিয়ম ভাঙলাম! আর আজ প্রায় ১বছরেও কি উপর্যুপরি নিয়ম ক্রমাগত হারে ভেঙে চলেছি? বুঝে আসে না।

যাই হোক, চঞ্চলা হরিণী এরকম ধরণের ছড়া কবিতা ছোট বেলায় অনেক পড়েছি আমরা। কিছুক্ষণ যেন আপনি আমাকে ছোটবেলায় বেড়াতে নিয়ে গেলেন! অনেক ধন্যবাদ আপনকে ।

২৬ শে জুলাই, ২০১৮ রাত ১:৩৫

চঞ্চল হরিণী বলেছেন: সাগর শরীফ, ব্যাপারটা দুঃখজনক। আমারটা তো কাকতালীয় কিংবা ভাগ্য। তবে আরও অনেকেই কিন্তু আছেন যাঁরা এসে ২০-২৫ দিনেই সেফ হয়ে গেছেন। এর কারণ, তাঁরা নিয়মিত অন্যের লেখা পড়েছেন এবং প্রচুর মন্তব্য করেছেন। অহেতুক বা ফালতু কিংবা আক্রমণাত্মক নয় বরং প্রযোজ্য মন্তব্য করেছেন। কেউ কেউ নিজের পোস্টের লিঙ্ক বিভিন্ন জনের পোস্টে দিয়ে পড়তে অনুরোধ করে এসেছেন। এভাবে নিজের ব্লগিয় কর্মকাণ্ডের সচলতার প্রমাণ দিয়ে এরপর মডুদের কাছে অনুরোধ করেছেন এবং সেফ হয়ে গেছেন। আমার মনে হচ্ছে আপনি এসব কিছু করেননি। যেমন বললাম ঠিক তেমনটা করতে শুরু করে দেন, দেখবেন এক মাসের মধ্যেই নিরাপদ হয়ে যাবেন। অভিযোগ, অনুযোগ না করে ভালো মন্তব্য করলে অবশ্যই এমন হবে বিশ্বাস করি, যদি না আপনি একই ইমেল আইডি দিয়ে পূর্বে কোন নিক খুলে নিয়ম ভঙ্গের দোষে অভিযুক্ত হয়ে থাকেন :P
ছড়া পড়ে আপনার ছোটবেলায় বেড়াতে যাবার কথা শুনে খুব আনন্দ পেলাম। ভালো লাগলো। ভালো থাকুন, সাগর শরীফ । আপনার জন্য শুভকামনা :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.