নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অনুভূতি গাঁথার সাধনায় মগ্ন।

চঞ্চল হরিণী

এই পৃথিবীর বাইরে কোথাও গিয়ে যদি কিছু লিখা যেতো ; এই অসহ্য মনোবৈকল্য দূর হতো। হে ভাবনা, দয়া করে একটু থামো। আমাকে কিছুটা মুক্তি দাও। আমার দম বন্ধ হয়ে আসছে তোমার অবিরাম পদচারণায়। বিচ্ছেদে যাও তুমি। ফুলে ওঠো পিঙ্গল বিভ্রম বেশে। আমাকে মৃত্যু দাও নয়তো চিৎকার করে ওঠার অপরিসীম ক্ষমতা দাও। আমি ক্লান্ত এই অমানিশায়। শান্তির খোঁজে মৃত্যুদূতের পরোয়া করিনা, পরোয়ানা জারি করো। গভীর, গভীর, গভীর। বোহেমিয়ান মন অভ্যস্ত জীবনের শিকল ভেঙ্গে ফেলো।

চঞ্চল হরিণী › বিস্তারিত পোস্টঃ

বটের পাতায় ঘর

২৬ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:১৫



গভীর থেকে গভীরতর মমতায়
তোমাকে আঁকড়ে ধরব আমি।
চুঁইয়ে পড়া ফোটায়,
ভেসে যাবে আমার অস্তিত্ব।

খাকি পোশাকের কুকুরগুলো
লেলিয়াদেয়া পথে দৌড়াবে,
আর অকুতোভয়ে হাঁটবে তুমি।
প্রান্তরের শেষ মাথায় ;
বাতি হাতে দাঁড়িয়ে থাকব আমি।
পায়ের বাঁধন কেটে দিয়ে
অসীম পাড়ি দিব মোরা।
লুকিয়ে পড়বো পাখিদের ভিড়ে।
জলাভরা লোলুপতার বদলে;
বটের পাতায় ঘর হবে মোদের।

রোজ মিষ্টি হ্রদের ব্যাকুলতায়;
তুমি দেখবে আমায় জনমভরে,
দুই চোখের আকাশনীড়ে,
প্রেমতৃষায় জড়জড়িয়ে।

০৪/০৩/১৫
লেখাগুলো আমার পুরনো, কিন্তু ব্লগে তো নতুন, তাই শেয়ার করে যাই।

মন্তব্য ৩৬ টি রেটিং +৭/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ২৬ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:৩০

রাজীব নুর বলেছেন: আপনি কি সুন্দর কবিতা লিখেছেন।
আর আমি কি লিখি !!! নিজের উপরই খুব রাগ লাগে।

২৬ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:৩৮

চঞ্চল হরিণী বলেছেন: প্রথম মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ, রাজীব ভাই। আপনিও সুন্দর লেখেন। আপনার একটা কবিতা আমার খুব ভালো লেগেছিল। আর আপনার কিছু বাক্য তো অসাধারণ হয় :)

২| ২৬ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:৪৯

সিগন্যাস বলেছেন: ধীরে সুস্থে পড়ে কবিতা কিছুটা বুঝলাম :)
কবিতা আসলেই খুব সুন্দর হয়েছে । আচ্ছা এতো এতো বিষয় থাকতে সবাই প্রেম ভালোবাসা নিয়ে কবিতা লিখে কেন?

২৬ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:২১

চঞ্চল হরিণী বলেছেন: ওহে সিগন্যাস তোমাকে কয়েকদিন না দেখে চিন্তায় পড়েছিলাম, ভাবলাম অসুখ বিসুখ বা পরীক্ষা নয় তো :-& । নাকি সত্যি জ্বীন হয়ে গেছে :P । এখন দেখে ভালো লাগলো। আরে কে বলেছে সবাই শুধু প্রেম নিয়ে লেখে, আমি নিজেই তো তোমার মত ঢ্যাঙ্গা নিয়ে লিখেছি :P । তবে হ্যাঁ, প্রেম নিয়েই বেশী লেখে। কারণ, প্রেম একটি প্রাথমিক অনুভূতি এবং আবেগের সাথে সবচেয়ে বেশী সম্পর্কযুক্ত ;) । তোমার ভেতরেও আসবে দেখবে ;)

৩| ২৬ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:৫০

স্রাঞ্জি সে বলেছেন: প্রীশু নিয়েন

শিরোনাম টা অদ্ভুত। তাই কবিতা টাও কেমন লাগবে আমার কাছে নিশ্চয় বুঝতে পারছেন।

২৬ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:২৩

চঞ্চল হরিণী বলেছেন: কবিতাটাও তাহলে অদ্ভুত লেগেছে :P । হাহা। অনেক ভালো থাকুন স্রাঞ্জি সে, ধন্যবাদ :)

৪| ২৬ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:২৫

ঋতো আহমেদ বলেছেন: বাহ্,, অসাধারণ হয়েছে। বিশেষ করে প্রথম অংশে তো চমকে গেছি। এ কার স্বর ! আপনার ভেতর কে সে যে বলছে-

গভীর থেকে গভীর মমতায়
তোমাকে আঁকড়ে ধরব আমি।
চুঁইয়ে পরা ফোটায়,
ভেসে যাবে আমার অস্তিত্ব।


ছবিটাও দারুণ মিলেছে। +++

২৬ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:৩৩

চঞ্চল হরিণী বলেছেন: অসংখ্য ধন্যবাদ, ঋতো আহমেদ। আমার একান্ত অনুভূতির স্বর আপনার ভালো লেগেছে জেনে আমি একটু আচ্ছন্ন হলাম। মন্তব্য ও প্লাসে একরাশ ভালোলাগা। ভীষণ ভালো থাকুন, ভালবাসুন ।

৫| ২৬ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:৪২

ভ্রমরের ডানা বলেছেন:

সুতীব্র আকাঙ্ক্ষা! দুর্দান্ত!

২৬ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:৫৯

চঞ্চল হরিণী বলেছেন: ধন্যবাদ বন্ধু ভ্রমর :> । আর কিছু বললাম না :`>

৬| ২৬ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:০২

ভ্রমরের ডানা বলেছেন:





প্লিজ বলিয়েন না.... :P

২৬ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:৩৮

চঞ্চল হরিণী বলেছেন: ;) :``>> :P

৭| ২৬ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:০৯

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।

এভাবেই বুকে জড়িয়ে ধরে রাখতে হয় ভালবাসা। ছবিটা যোশ হয়েছে। :P

২৬ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:৪২

চঞ্চল হরিণী বলেছেন: ধন্যবাদ, সেলিম আনোয়ার ভাই। আকাঙ্ক্ষা তো এমনই :`>:>

৮| ২৬ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:৪৩

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: প্রথম মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ, রাজীব ভাই। আপনিও সুন্দর লেখেন। আপনার একটা কবিতা আমার খুব ভালো লেগেছিল। আর আপনার কিছু বাক্য তো অসাধারণ হয়


কি যে বলেন !!! লজ্জা লাগে !!!!

২৬ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:৫৮

চঞ্চল হরিণী বলেছেন: আহা ! রাজীব ভাই, এমন লাজুক হলেই তো আরও সুন্দর লিখতে পারবেন ;)

৯| ২৬ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:৪৫

কুঁড়ের_বাদশা বলেছেন:

কবিতায় আপনার শব্দ চাষ ভালো হয়!!! ;)


কবিতা ভালো লাগলো+++

২৬ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:০২

চঞ্চল হরিণী বলেছেন: আরে কুঁড়ের বাদশা দেখি কুঁড়েমি ছেড়ে মন্তব্যে চলে এসেছে :P । কি যে ভালো লাগলো ;) । প্লাসে আপ্লুত। অনেক অনেক ধন্যবাদ, কুঁড়ের বাদশা :)

১০| ২৭ শে জুলাই, ২০১৮ রাত ৩:০৬

কাওসার চৌধুরী বলেছেন:



I dream of a woman clothed in white.
She wears wings that shine with golden light.
Her hair is fine like that of an olden wife.
Her eyes hold a vision of the road of life.
She whispers love through the winds.
Then rivers of love flow to my heart and my spirit ascends.
I grow embraced by heavenly heights.
Then glow rays of warmth and light.
I wait only for her touch of the purest.
I fall to her holding of love, of spirit!
We become one in loving presence together.
In love, we come to heaven forever.
Like two doves we sing and dance.
Love of a queen and king.
Love will forever last!

২৭ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৩৩

চঞ্চল হরিণী বলেছেন: বাহ! খুব সুন্দর কবিতা। এককথায় দারুণ ! কার লেখা এটা কাওসার ভাই ?

১১| ২৭ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:৫৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: পুরোনো লেখা নতুনত্বের অবগাহন :)

ভাল লাগল

+++

২৭ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৩৫

চঞ্চল হরিণী বলেছেন: অনুভূতিগুলো তো ফিরে ফিরেই আসে :`> । প্লাস ও মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ, ভৃগু ভাই :)

১২| ২৭ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:০৬

অতঃপর হৃদয় বলেছেন: পড়ে ভালো লাগলো। :)

২৭ শে জুলাই, ২০১৮ রাত ৯:০৫

চঞ্চল হরিণী বলেছেন: কবিতা পড়ে আপনার ভালোলাগা জানানোতে আমারও অনেক ভালো লাগলো, অতঃপর হৃদয়। শুভেচ্ছা নেবেন :)

১৩| ২৭ শে জুলাই, ২০১৮ রাত ১০:২৩

রাকু হাসান বলেছেন: উম্মা তুমি রোমান্টিক কবিতাও লিখ ;) :D ..

‘‘পায়ের বাঁধন কেটে দিয়েঅসীম পাড়ি দিব মোরা।
লুকিয়ে পড়বো পাখিদের ভিড়ে।
জলাভরা লোলুপতার বদলে;
বটের পাতায় ঘর হবে মোদের’’ এগুলোতে বাড়িতে ভাল লাগা ,তাঁদের মধ্যেও যদি বলি এই লাইন টা ‘‘বটের পাতায় ঘর হবে মোদের’’
ভাগ্যক্রমে হোক আর ভুলে হোক ,প্রথম দিন থেকে প্রথম পাতায় সুযোগ পাওয়া টা তখন ই ডির্জাভ করতে । আর এখন তো কথায় নেই ।

২৭ শে জুলাই, ২০১৮ রাত ১১:০১

চঞ্চল হরিণী বলেছেন: "বটের পাতায় ঘর হবে মোদের’’ এগুলোতে বাড়িতে ভাল লাগা ,তাঁদের মধ্যেও যদি বলি এই লাইন টা ‘‘বটের পাতায় ঘর হবে মোদের’’
ভাগ্যক্রমে হোক আর ভুলে হোক ,প্রথম দিন থেকে প্রথম পাতায় সুযোগ পাওয়া টা তখন ই ডির্জাভ করতে । আর এখন তো কথায় নেই ।" আমি আসলে বুঝি নাই তোমার মন্তব্য :-/ । কত্ত রোম্যান্টিক কবিতা আছে আমার :P

১৪| ২৭ শে জুলাই, ২০১৮ রাত ১১:৩২

রাকু হাসান বলেছেন: বুঝিয়ে বলতে পারি নাই :-< ‘‘ "বটের পাতায় ঘর হবে মোদের’’ এগুলোতে বাড়তি ভাল লাগা ,তাঁদের মধ্যেও যদি বলি এই লাইন টা ‘‘বটের পাতায় ঘর হবে মোদের’ বেশি ভাল লাগছে । তোমার লেখাগুলো,প্রথম দিন থেকেই, প্রথম পাতায় আসার মত লাগছে আমার কাছে :-B । সেটাই বলতে চাইছিলাম আর কি :)

২৮ শে জুলাই, ২০১৮ রাত ১২:৫০

চঞ্চল হরিণী বলেছেন: ও আচ্ছা, এত সুন্দর কথা বলছো আর আমি ফাস্টে বুঝিই নাই :P । প্রিয় ভাই আমার , অনেক ভালোবাসা তোমার প্রতি :) । কল্পনায় যে আমরা প্রকৃতির কত সুন্দরের কাছে যাই ! বাস্তবে সেই সৌভাগ্য হয়তো কোটিতে একজনের হয় :(

১৫| ২৮ শে জুলাই, ২০১৮ রাত ১:২১

কাওসার চৌধুরী বলেছেন:



কবিতাটি পছন্দ হয়েছে? B-) তাহলে সামনের কবিতায় আরেকটি দেব!!!

২৮ শে জুলাই, ২০১৮ রাত ১:৩৬

চঞ্চল হরিণী বলেছেন: আচ্ছা, আপনার নিজের লেখা :-B । আমার একটু একটু সন্দেহ হচ্ছিলো। বিশেষ করে ওল্ডেন ওয়াইফ পড়ে :P । অবশ্যই দেবেন। তবে শুধু আমার পোস্টে কেন, নিজের ব্লগে দেবেন। এত সুন্দর কবিতা অন্যদেরও পড়ার হক আছে। সবার পড়া দরকার। খুব খুশী হলাম, কাওসার ভাই, আবার এসে মন্তব্য করার জন্য। শুভেচ্ছা অফুরান :)

১৬| ২৮ শে জুলাই, ২০১৮ রাত ১:৫২

কাওসার চৌধুরী বলেছেন:



নিয়মিত লেখেন, দিদি; এই বান্দা আপনার লেখার অলরেডি বিগ ফ্যান B-)

২৮ শে জুলাই, ২০১৮ রাত ২:০৪

চঞ্চল হরিণী বলেছেন: আহা ! মন্তব্যে কি যে সুধা ঢেলে গেলেন । আমি আচ্ছন্ন হয়ে গেলাম :`> । ভীষণ ভীষণ ভালো লাগা ও উদ্দীপনা পেলাম। খুব ভালো থাকুন, কাওসার ভাই। শুভরাত্রি।

১৭| ২৮ শে জুলাই, ২০১৮ ভোর ৫:০২

ঠাকুরমাহমুদ বলেছেন: জীবন একসাথে চলার অঙ্গীকার



আপনার কবিতা খুবই সুন্দর হয়েছে, ধন্যবাদ ।।

২৮ শে জুলাই, ২০১৮ দুপুর ২:৫৫

চঞ্চল হরিণী বলেছেন: ঠাকুরমাহমুদ ভাই, আমাকে কৃতজ্ঞ করে গেলেন । আমার আর কিছু বলার নেই। অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভেচ্ছা নিরন্তর।

১৮| ১২ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:১১

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: অনেক সুন্দর লিখেছেন আপনি।

১২ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৩৫

চঞ্চল হরিণী বলেছেন: অসংখ্য ধন্যবাদ্‌ স্বপ্নবাজ সৌরভ। আসলে এমন স্বপ্ন দেখেই তো অনুভূতিগুলো জন্ম নেয়, এরপর ভাষা দেয়ার চেষ্টা। অনেক ভালো লাগলো ব্লগবাড়িতে এসে লেখাটি পড়ে মন্তব্য করার জন্য। মাঝে মাঝেই ঘুরতে আসার আমন্ত্রণ রইলো :)। খুব ভালো থাকুন। শুভেচ্ছা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.