নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অনুভূতি গাঁথার সাধনায় মগ্ন।

চঞ্চল হরিণী

এই পৃথিবীর বাইরে কোথাও গিয়ে যদি কিছু লিখা যেতো ; এই অসহ্য মনোবৈকল্য দূর হতো। হে ভাবনা, দয়া করে একটু থামো। আমাকে কিছুটা মুক্তি দাও। আমার দম বন্ধ হয়ে আসছে তোমার অবিরাম পদচারণায়। বিচ্ছেদে যাও তুমি। ফুলে ওঠো পিঙ্গল বিভ্রম বেশে। আমাকে মৃত্যু দাও নয়তো চিৎকার করে ওঠার অপরিসীম ক্ষমতা দাও। আমি ক্লান্ত এই অমানিশায়। শান্তির খোঁজে মৃত্যুদূতের পরোয়া করিনা, পরোয়ানা জারি করো। গভীর, গভীর, গভীর। বোহেমিয়ান মন অভ্যস্ত জীবনের শিকল ভেঙ্গে ফেলো।

চঞ্চল হরিণী › বিস্তারিত পোস্টঃ

গতকাল কবি নিজের জন্য নিজে লিখেছিলেন, আজ আমি সনেট কবিকে সম্মান জানিয়ে একটি সনেট লিখলাম

২৮ শে জুলাই, ২০১৮ দুপুর ১:১২

সনেট কবি ফরিদ আহমেদ ভাই,
আজ দিলখুলে তাঁর গুণ গেয়ে যাই।
কবিতায় কবির প্রাণের ছোঁয়া খেলে,
সনেটেরা তাঁর ভালোবাসা দেয় মেলে।
নিভৃত চরণে তিনি হেঁটে যে বেড়ান ,
ব্লগটাকে ভালোবেসে সনেট ওড়ান।
কখনো দূর্বার বেগে শব্দ স্রোতধারা ,
কবিতীরে আছড়ে ছোটে বাঁধনহারা ।

প্রকৃতি প্রেমে কবি নিবিড় মশগুল,
সব ব্লগ তাঁর কাছে হয় ফোঁটা ফুল।
বোনেন স্বপন বীজ ব্লগারের মনে,
পুলকিত মন প্রাণ গায় ক্ষণে ক্ষণে।
ভাবের কবিরে হৃদের শ্রদ্ধা জানাই,
কুর্ণিশে কবিতার বরমালা বানাই।
সনেট কবি

মন্তব্য ৬০ টি রেটিং +১৪/-০

মন্তব্য (৬০) মন্তব্য লিখুন

১| ২৮ শে জুলাই, ২০১৮ দুপুর ১:২২

আহমেদ জী এস বলেছেন: চঞ্চল হরিণী ,




সনেট কবির উপযুক্ত একটি সনেট , কি ছন্দে কি চঞ্চলতায় ।

২৮ শে জুলাই, ২০১৮ দুপুর ১:৩১

চঞ্চল হরিণী বলেছেন: প্রথম মন্তব্যের জন্য প্রথমেই আন্তরিক প্রীতি নেবেন, আহমেদ জী এস ভাই। গতকাল দেখেছি, উনি মন্তব্যে বলছেন, "আমাকে নিয়ে কে সনেট লিখবে, তাই আমি নিজেই লিখলাম নিজেকে নিয়ে", আমার খুব খারাপ লেগেছিল পড়ে। কেমন একটা অভিমান মেশানো কথায় একটু মন খারাপ হয়েছিল, তাই তখনই লিখতে বসে গিয়েছিলাম। সনেট কবি ভাইকে শ্রদ্ধা জানিয়ে লিখেছি, উনার ভালো লাগলেই আমার তৃপ্তি। আপনার সুন্দর মন্তব্যে অসংখ্য ধন্যবাদ, আহমেদ ভাই :)

২| ২৮ শে জুলাই, ২০১৮ দুপুর ২:০১

হযবরলঃ বলেছেন: আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা কবি.....................

২৮ শে জুলাই, ২০১৮ দুপুর ২:০৭

চঞ্চল হরিণী বলেছেন: অসংখ্য ধন্যবাদ। পাঠ ও মন্তব্যে কৃতজ্ঞতা। আমার ব্লগে স্বাগতম রইলো। শুভেচ্ছা ও শুভকামনা আপনার জন্যও :)

৩| ২৮ শে জুলাই, ২০১৮ দুপুর ২:০৭

স্রাঞ্জি সে বলেছেন: প্রীশু জানায় আপনাকে।

সনেটে ভাল লাগা। ++
আর কোন যে দাঁড়ি কমা নাই, তা... :(


সত্যিই প্রশংসনীয় সনেট কাব্য। ফরিদ ভাই দেখলেই নিশ্চয় খুশি হবেন।
ফরিদ ভাই এবং আপনার প্রতি শুভকামনা নিরন্তর।

২৮ শে জুলাই, ২০১৮ দুপুর ২:২০

চঞ্চল হরিণী বলেছেন: প্রীশু, স্রাঞ্জি সে। আমার ল্যাপটপের বাটন সংক্রান্ত সমস্যা নিয়ে সন্ধ্যায় দোকানে যাবো। কাল যখন লিখেছি তখন দাঁড়ি, কমা দিতে পারছিলামনা। আর আজ এডিট না করে পোস্ট করেছি। তোমার মন্তব্যে মনে পড়লো, পোস্ট এডিট করে দিলাম।মন্তব্য ও প্লাসের অনেক অনেক ধন্যবাদ নিও। ( ছোটভাই ভেবে তুমি ডাকছি, মাইন্ড করো না যেন #:-S )। শুভেচ্ছা নিরন্তর :)

৪| ২৮ শে জুলাই, ২০১৮ দুপুর ২:১২

কথার ফুলঝুরি! বলেছেন: ওয়াও আপু :D সনেট কবির জন্য সনেট লেখা এবং সনেটের জগতে আপনার পদার্পণ দুটোই প্রশংসনীয় ।

আমার একবার খুব ইচ্ছে হয়েছিল সনেট লেখার তখন আমি সনেট নিয়ে কিছু পড়াশোনা করে চেষ্টা করেছিলাম সনেট লিখতে কিন্তু ব্যর্থ হয়েছি :((

২৮ শে জুলাই, ২০১৮ দুপুর ২:৩১

চঞ্চল হরিণী বলেছেন: কথার ফুলঝুরি আপু, সুন্দর কথায় মন্তব্যের জন্য ফুলেল শুভেচ্ছা নেবেন । আপনি তো সময়ই খুব কম পান। যথেষ্ট সময় পেলে এবং সেটা চিন্তামুক্ত হলে নিশ্চয়ই লিখতে পারবেন। মাথায় নানা চাপ আর ঝামেলা নিয়ে কতটুকুই আর লেখা যায় :-< । প্রশংসার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং আপনার লেখার জন্য শুভকামনা আপু :)

৫| ২৮ শে জুলাই, ২০১৮ দুপুর ২:২৩

ফেনা বলেছেন: সনেট কবিকে নিয়ে সনেট কবিতা। দারুন.....
ভাল লাগা।

২৮ শে জুলাই, ২০১৮ দুপুর ২:৩৭

চঞ্চল হরিণী বলেছেন: মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ, ফেনা। আপনার ভালো লেগেছে জেনে আমারও ভালো লাগলো। আমার ব্লগে আপনাকে স্বাগতম। ভালো থাকুন, শুভেচ্ছা :)

৬| ২৮ শে জুলাই, ২০১৮ দুপুর ২:২৬

স্রাঞ্জি সে বলেছেন: আরেকটি কথা সনেট কবির লিংক টা দিলে মনে হয় ভাল হতো।

২৮ শে জুলাই, ২০১৮ দুপুর ২:৩৮

চঞ্চল হরিণী বলেছেন: হ্যাঁ, ঠিকই বলেছো। আমি আবারও এডিট করে নিলাম। একটু বেশী প্রীশু :)

৭| ২৮ শে জুলাই, ২০১৮ দুপুর ২:২৯

সনেট কবি বলেছেন: চতুর্দশপদী হয়েছে তবে সনেটের সব শর্ত পূরণ হয়নি। তবে আমি যথেষ্ট খুশী হয়েছি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং প্রীশু। আপাতত এটুকু বললাম। পরে সময় করে আরো বলব।

২৮ শে জুলাই, ২০১৮ দুপুর ২:৪২

চঞ্চল হরিণী বলেছেন: আপনার মন্তব্যের জন্যই এতক্ষণ অপেক্ষা করছিলাম। আপনি পড়েছেন এবং খুশী হয়েছেন এতেই আমার সব উদ্দেশ্য সফল হয়ে গেছে । অনেক আনন্দ পাচ্ছি। চতুর্দশপদী হলে সেটাই সই। আমি তৃপ্ত। অনেক অনেক শ্রদ্ধা নেবেন কবি :)

৮| ২৮ শে জুলাই, ২০১৮ দুপুর ২:৩০

নতুন নকিব বলেছেন:



Good trying! Thanks for you & sonet kobi! +++

২৮ শে জুলাই, ২০১৮ দুপুর ২:৪৭

চঞ্চল হরিণী বলেছেন: অসংখ্য ধন্যবাদ, নতুন নকিব ভাই। মন্তব্য ও প্লাসে কৃতজ্ঞ হলাম। সনেট কবির জন্য শুভকামনা নিরন্তর। আপনার জন্য শুভেচ্ছা। ভালো থাকুন।

৯| ২৮ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:৪৯

তারেক_মাহমুদ বলেছেন: ভাল লাগলো সনেট কবিকে নিয়ে লেখা আপনার সনেট। সনেট কবির জন্য শুভ কামনা। আপনাকে ধন্যবাদ চঞ্চলা হরিনী আপু।

২৮ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:১০

চঞ্চল হরিণী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ নেবেন, তারেক মাহমুদ ভাই। মন্তব্যে ভালো লাগলো। আপনার জন্যও শুভকামনা রইলো।

১০| ২৮ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:০৬

পদাতিক চৌধুরি বলেছেন: বাহা!! সুন্দর প্রচেষ্টা । আজ সত্যিকার শ্রদ্ধেয় সনেট কবিভাইকে আপু আপনি যোগ্য সম্মান দিতে পেরেছেন জেনে তৃপ্ত বোধকরছি, আমাদের আপুমনির জন্য। অভিনন্দন কবিভাইকে। ব্লগের এই মিথোস্ক্রয়া আমাদের সম্পদ । আমরা সযতনে এ ধারা অব্যাহত রাখতে চাই।

অনেক অনেক শুভকামনা আপু আপনাকে।

২৮ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:৪২

চঞ্চল হরিণী বলেছেন: পদাতিক ভাই, শুভেচ্ছা নেবেন। মন্তব্যে আমাকে অনেক অনুপ্রেরণা দিয়ে গেলেন। আমাকে সম্মানিতও করে গেলেন। হ্যাঁ, ঠিক বলেছেন, ব্লগের এই মিথস্ক্রিয়া আমাদের সম্পদ। এই ধারা অব্যাহত থাকুক। অনেক অনেক ভালো থাকুন ভাই। শুভকামনা :)

১১| ২৮ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:১৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ব্লগে আরো এক সনেট কবির আগমন !!
স্বাগতম, স্বাগতম, স্বাগতম !!

২৮ শে জুলাই, ২০১৮ রাত ৯:৪৭

চঞ্চল হরিণী বলেছেন: না না, ব্লগে সনেট কবি একজনই। আমি শুধু কবিকে সম্মান জানানোর একটু চেষ্টা করেছি মাত্র। আন্তরিক মন্তব্যে অনেক প্রীতি ও শুভেচ্ছা নেবেন নুরু ভাই। ধন্যবাদ :)

১২| ২৮ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:৪৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: চঞ্চল হরিণী , সনেট কবি দুজনের জন্য শুভ কামনা।

২৮ শে জুলাই, ২০১৮ রাত ৯:৫০

চঞ্চল হরিণী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ, লিটন ভাই। পড়েছেন বলে খুব ভালো লাগলো। ভালো থাকুন, শুভেচ্ছা নিরন্তর।

১৩| ২৮ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:৫৩

কাওসার চৌধুরী বলেছেন:



হরিণীটা যেমন চঞ্চল তেমন স্মার্ট; তেমন প্রতিভাবান; এজন্য সনেট কবিকে নিয়ে দিদির লেখা সনেটখানি আরো প্রাণবন্ত, আরো সুখপাঠ্য হয়েছে। শুভ কামনা রইলো দুই প্রিয় কবির জন্য।

২৮ শে জুলাই, ২০১৮ রাত ৯:৫৩

চঞ্চল হরিণী বলেছেন: মন্তব্যটা ভীষণ ভালো লাগলো। রীতিমত প্রেইজ অনুভব করছি B-) । একরাশ শুভকামনা, ধন্যবাদ ও ভালোবাসা নেবেন, কাওসার ভাই।

১৪| ২৮ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:২৩

রাজীব নুর বলেছেন: অত্যন্ত মনোমুগ্ধকর।
প্রানবন্ত।
আমি যদি এরকম লিখতে পারতাম তাহলে অবশ্যই চাচাজ্বীকে নিয়ে লিখতাম।

আপনাকে অনেক ধন্যবাদ। এবং দু'জনের জন্য অনেক শুভ কামনা।

২৮ শে জুলাই, ২০১৮ রাত ৯:৫৭

চঞ্চল হরিণী বলেছেন: আপনার প্রাণবন্ত মন্তব্যে অনেক ভালোলাগা, রাজীব ভাই। আপ্লুত হলাম আপনার কথায়। অনেক ধন্যবাদ এবং শুভকামনা আপনার জন্যও।

১৫| ২৮ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৫৫

চাঁদগাজী বলেছেন:


যিনি সবাইকে নিয়ে লিখেন, তাঁকে নিয়ে লেখাটা বিরাট সৌজন্যের ব্যাপার

২৮ শে জুলাই, ২০১৮ রাত ১০:০০

চঞ্চল হরিণী বলেছেন: গতকাল উনার লেখা পড়ার পর আমি একটু চেষ্টা করেছি সনেট কবি ভাইকে শ্রদ্ধা জানানোর। আপনার মন্তব্য পেয়ে বুঝলাম চেষ্টা বৃথা যায়নি। অনেক ধন্যবাদ আপনাকে, চাঁদগাজী ভাই।

১৬| ২৮ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:১২

বিদ্রোহী ভৃগু বলেছেন: বাহ!
দারুনতো।
সনেট কবি এবং কবির জন্য সনেট লেখা কবি দুজনের জণ্যই আন্তরিক অভিনন্দন :)

অন্তমিলে ছন্দমিলে দারুন লাগলো আপনার সনেট :)

+++

২৮ শে জুলাই, ২০১৮ রাত ১০:০৩

চঞ্চল হরিণী বলেছেন: মন্তব্যে ভীষণ প্রাণিত এবং আপ্লুত হলাম, ভৃগু ভাই। অনেক অনেক ভালো লাগছে আমার। ধন্যবাদ ও শুভেচ্ছা নিরন্তর :)

১৭| ২৮ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৫২

সেলিম আনোয়ার বলেছেন: দারুন। সনেট কবির জন্য শুভকামনা । আপনার জন্যও ।

২৮ শে জুলাই, ২০১৮ রাত ১০:০৮

চঞ্চল হরিণী বলেছেন: আন্তরিক ধন্যবাদ, সেলিম ভাই। শুভকামনায় সিক্ত হলাম। অনেক অনেক শুভকামনা ভাসিয়ে দিলাম আপনার জন্যও :>

১৮| ২৮ শে জুলাই, ২০১৮ রাত ১০:১৯

মোছাব্বিরুল হক বলেছেন: অনেক অনেক ভালোলাগা।

২৮ শে জুলাই, ২০১৮ রাত ১১:৪৩

চঞ্চল হরিণী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ :) । শুভেচ্ছা।

১৯| ২৮ শে জুলাই, ২০১৮ রাত ১০:২২

সনেট কবি বলেছেন: ১৪ ও ১৪ যখন মিলাতে পেরেছেন, আমি আশাবাদী আপনি সনেটে যথেষ্ট উন্নতি করতে পারেন। আর সাধারণ কবিতায় আপনার যে ভাব রয়েছে তা’ সনেটে তুলতে পারেলেতো কথাই নেই। অনেক অনেক মুগ্ধতা প্রিয় কবি।

২৮ শে জুলাই, ২০১৮ রাত ১১:৫০

চঞ্চল হরিণী বলেছেন: আরেকবার এসে আপনার এমন প্রশংসামূলক মন্তব্য পেয়ে আমার যে কি পরিমাণ ভালো লাগছে তা বোঝাতে পারবো না, শ্রদ্ধেয় সনেট কবি ভাই। আরও জানতে হবে আমাকে, পড়তে হবে সনেটের ব্যাপারে। আপনার আশাবাদ আমাকেও আশাবাদী করেছে ও আত্মবিশ্বাস যুগিয়েছে। চেষ্টা করবো আমি। অনেক অনেক ভালোবাসা নেবেন ভাই।

২০| ২৮ শে জুলাই, ২০১৮ রাত ১০:৪৩

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: কবিতা, ছনেট লিখিয়া লিখিয়া সবাই বিখ্যাত হইয়া যাইতেছে রেএএএ......

২৮ শে জুলাই, ২০১৮ রাত ১১:৫২

চঞ্চল হরিণী বলেছেন: হাহাহা হিহিহি, এই জন্যই তো পাঠকের প্রতিক্রিয়াও পাইতেছি রেএএএ :P

২১| ২৮ শে জুলাই, ২০১৮ রাত ১০:৫৫

তারেক ফাহিম বলেছেন: প্রিয় সনেট কবিতে নিয়ে সনেট দেখে ভালোলাগলো।

লেখকের জন্য অনেক অনেক শুভকামনা।

২৮ শে জুলাই, ২০১৮ রাত ১১:৫৬

চঞ্চল হরিণী বলেছেন: ধন্যবাদ, তারেক ফাহিম :) । সনেটের কবি অসংখ্য ব্লগারের প্রিয় কবি। শুভকামনা রইলো আপনার জন্যও।

২২| ২৮ শে জুলাই, ২০১৮ রাত ১০:৫৯

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: সনেট কবিকে নিয়ে সনেট কবিতা
বাহ লেখা সনেটখানি প্রাণবন্ত, সুখপাঠ্য হয়েছে।
শুভ কামনা রইলো নুতন কবির জন্য।

...................................................................................................................................................................

২৯ শে জুলাই, ২০১৮ রাত ১২:০৩

চঞ্চল হরিণী বলেছেন: স্বপ্নের শঙ্খচিল, গোধূলি লগ্নে কাঁটাময় ফুলের শুভ কামনা জানালেন :P। আপনার ছবি উপহার এবং প্রোফাইল পিক দেখে মনে হচ্ছে আপনি খুব বিষাদে ডুবে থাকেন। এমন অবস্থায় ব্লগে ঘুরে বেড়ানো ভালো, লেখার একটা শক্তি আছে, মানুষের মনকে শান্তি দেয়। অনেক অনেক শুভকামনা করছি আপনার জন্য :)

২৩| ২৮ শে জুলাই, ২০১৮ রাত ১১:১৯

ভ্রমরের ডানা বলেছেন:





আপনার সনেটটি সাবলীল ও প্রাণবন্ত হয়েছে। সনেট কবি উৎসাহিত হবেন নিশ্চিত!

২৯ শে জুলাই, ২০১৮ রাত ১২:০৮

চঞ্চল হরিণী বলেছেন: আসলে সনেট বোধহয় হয়নি। দুনিয়ার যত নিয়ম কানুন আছে সনেট হতে। আপাতত ১৪ অক্ষর, ১৪ লাইন ভেবেই তৃপ্ত আছি। সনেট কবি ভাই এই লেখা খুব পছন্দ করেছেন এবং আমাকে অনেক উৎসাহ দিয়েছেন। আশাবাদ ব্যক্ত করেছেন। আমার অনেক ভালো লেগেছে। আর এখন আপনার মন্তব্য তো আমাকে দ্বিগুণ উৎসাহ দিয়ে গেলো। উষ্ণ শুভেচ্ছা নেবেন বন্ধু :)

২৪| ২৯ শে জুলাই, ২০১৮ রাত ১২:১৩

রাকু হাসান বলেছেন: প্রতিভা #:-S ....

এ সনেটে যেন খুঁজে পাই কবি কে ,শ্রদ্ধেয় সনেট কবির প্রায় সব কিছূ তুলে ধরা । আমি লিখতে পারলে ,উনাকে নিয়ে সনেট লিখতাম আরও আগেই , 8-| .।যাক বোন লিখছে ,শান্তি ;)

২৯ শে জুলাই, ২০১৮ রাত ১২:৫৯

চঞ্চল হরিণী বলেছেন: আমি কেমন কল্পনা করি জানো, খাড়া নাকের একটি ছেলে চোখ বড় বড় করে ব্লগে বিস্ময় নিয়ে ঘুরে বেড়ায় আর মুগ্ধ হয়। ছেলেটা খুবই ভালো মনের এবং জ্ঞান পিপাসু। মানুষকে সে ভালোবাসে এবং চারপাশের সবকিছু জানতে খুব আগ্রহী। তার সরল মনের স্নিগ্ধতা আমার খুব ভালো লাগে। এই হল আমার ভাই রাকু । তুমি সনেট না লিখো; গল্পের মত করে লিখবে। তখন আমিও শান্তি পাবো :)

২৫| ২৯ শে জুলাই, ২০১৮ রাত ১২:৩২

বিদেশ পাগলা বলেছেন:
হে আপুমনি ! সনেট কবি ফরিদ আহমেদ কে নিয়ে আপনার লিখা দারুণ হয়েছে ! সনেট কবির কবিতা বাংলা ভাষার সম্পদ । মহান সৃষ্টি কর্তার নিকট আপনার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি । ব্লগের সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি ।
সনেট কবিকে নিয়ে গিনেজ ভাবনা--১


অসংখ্য ধন্যবাদ--------- চঞ্চল হরিণী

২৯ শে জুলাই, ২০১৮ রাত ১:০৫

চঞ্চল হরিণী বলেছেন: বাহ ! ফুলগুলো খুবই সুন্দর ! আমি অনেক আগেই বলেছিলাম, উনার সনেটগুলো নিয়ে একটা আর্কাইভ হওয়া দরকার। দারুণ এই মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ, বিদেশ পাগলা ভাই। আপনার মত আমিও ব্লগের সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি। আর শুভকামনা রইলো আপনার জন্য :)

২৬| ২৯ শে জুলাই, ২০১৮ রাত ১:১১

রাকু হাসান বলেছেন: হাহাহা B-) ;) দারুণ বলেছো ‘‘ খাড়া নাকের একটি ছেলে চোখ বড় বড় করে ব্লগে বিস্ময় নিয়ে ঘুরে বেড়ায় আর মুগ্ধ হয়।’’

কেন জানি আমার মন টা ভরে দিচ্ছ তোমরা আজ । অর্থনীতিবিদ ভাইয়া ,তার পর তুমি ..।আামার প্রতি তোমার ধারণা জানতে পেরে খুশি তে নাচতে ইচ্ছা করছে . B-) .।কিন্তু সম্ভব না :-<

ভাল মনের মানুষ ই এমন ভাবতে পারে ,বলতে পারে বুঝলে ;) ..।যাক এত সুন্দর করে বলছো ...হাহাহা B-) ;) দারুণ বলেছো ‘‘ খাড়া নাকের একটি ছেলে চোখ বড় বড় করে ব্লগে বিস্ময় নিয়ে ঘুরে বেড়ায় আর মুগ্ধ হয়।’’

কেন জানি আমার মন টা ভরে দিচ্ছ তোমরা আজ । অর্থনীতিবিদ ভাইয়া ,তার পর তুমি ..।আামার প্রতি তোমার ধারণা জানতে পেরে খুশি তে নাচতে ইচ্ছা করছে . B-) .।কিন্তু সম্ভব না :-<

ভাল মনের মানুষ ই এমন ভাবতে পারে ,বলতে পারে বুঝলে ;) ..।যাক এত সুন্দর করে বলছো ...এটা
দিলাম

২৯ শে জুলাই, ২০১৮ রাত ১:৩৬

চঞ্চল হরিণী বলেছেন: বেলি ফুল আমার খুব পছন্দ। খুব প্রিয়। আমি যেন সাথে সাথেই ঘ্রাণ পেয়ে গেলাম। হাসলে তো খুব, কিন্তু তোমার নাক আসলে কেমন সেটা তো বললে নে ;) । থাক, পরে কোন একসময় বল। সরাসরি না হোক, ইঙ্গিতে 8-|

২৭| ২৯ শে জুলাই, ২০১৮ সকাল ৯:২৮

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: আপনার প্রাণবন্ত মন্তব্যে অনেক ভালোলাগা, রাজীব ভাই। আপ্লুত হলাম আপনার কথায়। অনেক ধন্যবাদ এবং শুভকামনা আপনার জন্যও।

ভালো থাকুন। সুস্থ থাকুন।

২৯ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৩৭

চঞ্চল হরিণী বলেছেন: ভালো থাকুন, সুস্থ থাকুন আপনিও। আরেকবার আসার জন্য অনেক ধন্যবাদ রাজীব ভাই।

২৮| ২৯ শে জুলাই, ২০১৮ সকাল ১০:১৬

মোস্তফা সোহেল বলেছেন: বেশ ভাল লাগল সনেটি।ফরিদ ভাইয়ের জন্য অনেক শুভ কামনা রইল।
সেই সাথে আপনার জন্যও।

২৯ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৪১

চঞ্চল হরিণী বলেছেন: ধন্যবাদ, মোস্তফা সোহেল। মাঝে মাঝে আমার ব্লগে ঘুরে যাবার আমন্ত্রণ রইলো। অনেক শুভকামনা আপনার জন্যও।

২৯| ২৯ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:০১

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: বাহ।। সুন্দর কবিতা।।।



ভালো লিখেছেন।।।


২৯ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৪৮

চঞ্চল হরিণী বলেছেন: আসলে এটি সনেটও নয় আর কবিতাও নয়। মূলত ১৪ অক্ষর দিয়ে ১৪ লাইনের একটি পদ্য। মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ, মামুন ভাই। আমার ব্লগে ঘুরে যাবার আমন্ত্রণ রইলো :)

৩০| ২৯ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:০৭

মোঃ মাইদুল সরকার বলেছেন:
বাহ! ব্লগে সনেট জমে উঠেছে।

২৯ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৫০

চঞ্চল হরিণী বলেছেন: পাঠ ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ, মাইদুল ভাই। ভালো থাকুন, শুভেচ্ছা :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.