নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অনুভূতি গাঁথার সাধনায় মগ্ন।

চঞ্চল হরিণী

এই পৃথিবীর বাইরে কোথাও গিয়ে যদি কিছু লিখা যেতো ; এই অসহ্য মনোবৈকল্য দূর হতো। হে ভাবনা, দয়া করে একটু থামো। আমাকে কিছুটা মুক্তি দাও। আমার দম বন্ধ হয়ে আসছে তোমার অবিরাম পদচারণায়। বিচ্ছেদে যাও তুমি। ফুলে ওঠো পিঙ্গল বিভ্রম বেশে। আমাকে মৃত্যু দাও নয়তো চিৎকার করে ওঠার অপরিসীম ক্ষমতা দাও। আমি ক্লান্ত এই অমানিশায়। শান্তির খোঁজে মৃত্যুদূতের পরোয়া করিনা, পরোয়ানা জারি করো। গভীর, গভীর, গভীর। বোহেমিয়ান মন অভ্যস্ত জীবনের শিকল ভেঙ্গে ফেলো।

চঞ্চল হরিণী › বিস্তারিত পোস্টঃ

তবুও শান্ত

৩০ শে জুলাই, ২০১৮ রাত ১০:৪০



আমার প্রাণ বিচ্ছুরিত হয়ে গেলো যে আনন্দে,
তারে কে চিনেছে বকুল-শোভা গাঁয় !
সুখী এক অমরাবতীর মত নেচেছি,
তার শিকল বেঁধে পায়।
পড়েছি বাকল সবুজের ধার ঘেষে।
আমি শ্রান্ত, ভীষণ শান্ত প্রেমাবেশে।
জলস্রবণের তুফান তোড়ে সচল অহমিকা,
ক্রুব্ধ হয়ে বিলায় বিস্তর জল বাহিকা ।
আমি তবুও শান্ত।

চারপাশে দেখছি কত শীতলতম তারা !
বিশৃংখল হাওয়া শেখায় লুটপাটের ধারা।
আমি থাকি নববধূর মত, চুপচাপ আত্মলীন।
অন্তরে বেজেই চলে একটি শঙ্খ বীণ।
আমি শাসিত, শোষিত, প্রবল শ্বাশত।
আমার দেহজুড়ে অবিশ্বাসের ক্ষত।
তবুও আমি শান্ত।

আমি শান্ত মনের আলোয় বোধের বলয়ে।
জানি, হত্যাকারীদের ভাঙ্গবেই ঘর প্রলয়ে।
সাদা গাঙচিল দেখেনা হৃদয়, চিত্ত আকাশের।
খুচরো কিছু পংক্তি-ই মেলে তার অসমাপ্ত প্রকাশের।

মন্তব্য ২২ টি রেটিং +৬/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ৩০ শে জুলাই, ২০১৮ রাত ১০:৫০

রাকু হাসান বলেছেন: হুম অনেক শান্ত দেখছি ;) ....আমি হলে থাকতে পারতাম না ,উযযাপন একটু হলেও করতাম B-) । খুজরো কিছু পংক্তি-ই মেলে তার অসমাপ্ত প্রকাশ হোক -কবিতার অক্ষরে অক্ষরে :-B ..তবে খারাপ লেগেছে ‘‘ অামি শাসিত,শোষিত,শ্বাশত ,
আমার দেহ জুড়ে অবিশ্বাসের ক্ষত ‘’ লাইন গুলো পড়ে ..তবু শান্ত ! বাহ

মনে হয় প্রথম মন্তব্য করতে যাচ্ছি :P

৩০ শে জুলাই, ২০১৮ রাত ১০:৫৯

চঞ্চল হরিণী বলেছেন: উদযাপন কিসের করবো ? খামাখাই করবো B:-) । এই যে দেখছো, চারপাশে কত হাজার আর্তনাদ হচ্ছে, কত অবাঞ্ছিত, অন্যায় ঘটনা ঘটছে তবু অসহায়ের মত চুপচাপ থাকতে হচ্ছে। প্রথম মন্তব্য করেছো :)

২| ৩০ শে জুলাই, ২০১৮ রাত ১০:৫২

স্রাঞ্জি সে বলেছেন: প্রীশু নিয়েন।

শান্ত থাকাটাই ভাল। শান্ত ব্যক্তিরা সকলের ভালবাসার পাত্র।

কবিতায় মুগ্ধতা। +++
ছবিটাও খুব সুন্দর হইছে।

৩০ শে জুলাই, ২০১৮ রাত ১১:০৪

চঞ্চল হরিণী বলেছেন: প্রীশু, স্রাঞ্জি সে। অকারণ অশান্ত হওয়া যাবে না, কিন্তু শান্ত পুকুরে একটি ঢিল ছুড়লে অশান্ত না হয়েও থাকা যাবে না। অনেক ভালো থাকো, শান্ত থাকো। শুভকামনা। :)

৩| ৩০ শে জুলাই, ২০১৮ রাত ১০:৫৩

সেলিম আনোয়ার বলেছেন: শান্ত থাকাই ভাল। কিন্তু নামতো চঞ্চল হরিণী ।

৩০ শে জুলাই, ২০১৮ রাত ১১:০৭

চঞ্চল হরিণী বলেছেন: সে যে আপন মনে মাঠে বনে উধাও হয়ে যায় :> । কি উত্তর দিবো জানা নাই :P । মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ, সেলিম ভাই :)

৪| ৩০ শে জুলাই, ২০১৮ রাত ১১:০৬

ওমেরা বলেছেন: আপু কবিতাটা খুব সুন্দর হয়েছে , সুন্দর করে একটা ইচ্ছাও করছে ,কিন্তু আমি তো সুন্দর ভাষা জানি না ।

৩০ শে জুলাই, ২০১৮ রাত ১১:১২

চঞ্চল হরিণী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ, ওমেরা আপু :) । সুন্দর ইচ্ছা মনে ধারণ করাটাই একজন মানুষের ভেতরের সৌন্দর্য। আপনি যে এভাবে বললেন, এতেই কিছু সুন্দর অনুভূতি, ভালো লাগার মত অনুভূতি পাচ্ছি। অনেক ভালো থাকুন :)

৫| ৩০ শে জুলাই, ২০১৮ রাত ১১:১৮

পদাতিক চৌধুরি বলেছেন: আহা!! যখন প্রলয়কারীরা প্রলয়োল্লাস মাতে তখন এমন শান্ত, নিরব প্রতিবাদ না রাষ্ট্রের নিরাবতা। না অসহায় মনের বধিরতা? ++

কবিতায় ভালো লাগা রেখেগেলাম।

শুভেচ্ছা আপু আপনাকে।

৩০ শে জুলাই, ২০১৮ রাত ১১:৩৭

চঞ্চল হরিণী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ, পদাতিক ভাই। রাষ্ট্র ক্ষমতা থেকেও নীরব থাকে, আর আমাদের অসহায় হয়ে নীরব থাকতে হয়। তবে চারপাশের অসহিষ্ণু অবস্থা থেকে, যত সব লোভের আহ্বান থেকে মনকে শান্ত রাখতে পারে বোধের আলো। এখানে সেই ধীরস্থির শান্ত মনের কথা বলেছি। শুভেচ্ছা :)

৬| ৩০ শে জুলাই, ২০১৮ রাত ১১:৫১

ভ্রমরের ডানা বলেছেন:



এক লেখায় কত কথা, কত দিক, কত সুর! বিরহ আনন্দ ব্যাথা বেদনা, প্রবঞ্চনা,কাতরতা, আকুলতা সবই বলে গেলেন শান্ত মনেরগহন হতে! সাদা গাঙচিল না দেখুক, বন্ধু দেখেছে!



শুভেচ্ছা রইল কবি!!!

৩১ শে জুলাই, ২০১৮ রাত ১:১৮

চঞ্চল হরিণী বলেছেন: বন্ধু না দেখলে আর কে দেখবে । কারে আমি এ ব্যাথা দেখাবো। এত বেশী শান্ত হয়েছি যে প্রতিটি অক্ষর লিখতেও অনেক সময় নিচ্ছি। বন্ধু আমার ভালো থাকুক, শান্তিতে থাকুক, আনন্দে থাকুক। শুভকামনা তো মনের ভেতর সবসময়ই বয়ে চলেছে....

৭| ৩০ শে জুলাই, ২০১৮ রাত ১১:৫৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: জানি, হত্যাকারীদের ভাঙ্গবেই ঘর প্রলয়ে

ভাঙতেই হবে। এটা অবশ্যম্ভাবী।

কবিতায় আপনার হাত সূক্ষ্ম, নিপুণ। আমি জানি না আগে আপনার কোনো কবিতা/লেখা পড়েছি কিনা।

আমি ঠিক বুঝতে পারছি না, শান্ত প্রেমাবেশ থেকে 'শাষিত, শোষিত'-তে উত্তরণ কতখানি সার্থক হয়েছে, এবং এভাবে উত্তরণ আদৌ প্রয়োজন ছিল কিনা।

শুভেচ্ছা রইল।

৩১ শে জুলাই, ২০১৮ রাত ১:৩৯

চঞ্চল হরিণী বলেছেন: আগে আমার একটি কবিতায় আপনার প্রশংসামূলক একটি মন্তব্য পেয়েছিলাম :) । আপনার কাছ থেকে মন্তব্য পাওয়া আমার ভীষণ ভালোলাগা। অন্যরকম পাওয়া।
অল্প বয়সে তো প্রেমাবেশের অনুভূতিই সবচেয়ে তীব্র থাকে। তারপর ধীরে ধীরে যখন আরও সামাজিক বন্ধনগুলোতে যুক্ত হয় তখনই শাসন এবং শোষণের ধরণটা বুঝতে পারে। নেতিবাচক অস্থিরতা থেকে ধীরে ধীরে মন শান্ত হয় উপলব্ধির সাথে সাথে। লেখাগুলো এভাবেই এগিয়ে গেছে আমার অনুভূতির হাত ধরে ।

ভাইয়াকে মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানাই :)

৮| ৩১ শে জুলাই, ২০১৮ রাত ১:৩৩

ভ্রমরের ডানা বলেছেন:




আপনি চঞ্চল থাকুন! শান্ত হবার দরকার নেই! ন্যাচারাল সব কিছুই ভাল....

৩১ শে জুলাই, ২০১৮ রাত ১:৪৩

চঞ্চল হরিণী বলেছেন: আমার মনের ভেতর প্রেম খুব চঞ্চল। সারাক্ষণ হেসে খেলে উচ্ছল থাকতে চায়। অনুভূতিগুলোও চঞ্চল হয়ে ওঠে। তবে বাইরে আমি খুবই শান্ত । এটাই আমার প্রকৃতি হয়তো।

৯| ৩১ শে জুলাই, ২০১৮ রাত ২:৩১

কাওসার চৌধুরী বলেছেন:



আমার অপরিপক্ব মগজ একটু কঠিন কবিতার ভাব-ভাষা ধরতে পারে না; আপুর এ কবিতাটিও মাথার উপরে দিয়ে প্রায় উড়েই যাচ্ছিল। তিন বারের চেষ্টায় হরিণীকে কোন মতে ধরলামম............ সবশেষে কবিতাখানি মগজ ছেদিয়া ঘিলুতে ডুকিলো।

৩১ শে জুলাই, ২০১৮ রাত ২:৫৫

চঞ্চল হরিণী বলেছেন: হাহা, কি যে বলেন ভাইয়া ! অনেক আগে আমি যখন বুঝতাম না, আমার কাছে কবিতা পড়তে ভালো লাগতো না। কিন্তু ধীরে ধীরে পড়তে পড়তে বুঝেছি কবিতার রস আস্বাদন করা যায় পড়ার চর্চার মাধ্যমে একটা স্তরে গিয়ে। এরপরেই বুঝেছি অনুভূতি প্রকাশের এর চেয়ে শৈল্পিক এবং জোরালো মাধ্যম আর কিছুই হতে পারে না। মনের একান্ত গভীর অনুভূতির সৌন্দর্য তুলে আনে কবিতা। যাক, অবশেষে আপনি যে বুঝতে পেরেছেন সেজন্যই অনেক অনেক ভালো লাগছে। তিনবার পড়েছেন বলে কিভাবে কৃতজ্ঞ হব ঠিক বুঝতে পারছি না :> । ভালো থাকুন, কাওসার ভাই। অনেক শুভকামনা রইলো :)

১০| ৩১ শে জুলাই, ২০১৮ সকাল ৯:৫০

রাজীব নুর বলেছেন: মনোমুগ্ধকর।

৩১ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৪৫

চঞ্চল হরিণী বলেছেন: অসংখ্য ধন্যবাদ, রাজীব ভাই :)

১১| ০৮ ই আগস্ট, ২০১৮ রাত ২:৫০

জাহিদ অনিক বলেছেন:

আমি থাকি নববধূর মত, চুপচাপ আত্মলীন।
অন্তরে বেজেই চলে একটি শঙ্খ বীণ
--- চমৎকার

০৮ ই আগস্ট, ২০১৮ রাত ৩:২৪

চঞ্চল হরিণী বলেছেন: অনেক ধন্যবাদ, জাহিদ অনিক ভাই। বাক্যটা কেমন একটা অদ্ভুত আবেশ তৈরি করে। নিজে লিখেছি নিজেই আবেশিত হয়ে যাই :> । অনেক ভালো থাকুন, শুভকামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.