নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অনুভূতি গাঁথার সাধনায় মগ্ন।

চঞ্চল হরিণী

এই পৃথিবীর বাইরে কোথাও গিয়ে যদি কিছু লিখা যেতো ; এই অসহ্য মনোবৈকল্য দূর হতো। হে ভাবনা, দয়া করে একটু থামো। আমাকে কিছুটা মুক্তি দাও। আমার দম বন্ধ হয়ে আসছে তোমার অবিরাম পদচারণায়। বিচ্ছেদে যাও তুমি। ফুলে ওঠো পিঙ্গল বিভ্রম বেশে। আমাকে মৃত্যু দাও নয়তো চিৎকার করে ওঠার অপরিসীম ক্ষমতা দাও। আমি ক্লান্ত এই অমানিশায়। শান্তির খোঁজে মৃত্যুদূতের পরোয়া করিনা, পরোয়ানা জারি করো। গভীর, গভীর, গভীর। বোহেমিয়ান মন অভ্যস্ত জীবনের শিকল ভেঙ্গে ফেলো।

চঞ্চল হরিণী › বিস্তারিত পোস্টঃ

আমি যখন ষোল তখন লিখেছিলাম এটি। লেখা যেমনি হোক, ভাবছি কতটা প্রাসঙ্গিক এখন।

১০ ই আগস্ট, ২০১৮ রাত ৯:৪৪



ব্যাঙ্গময়ী ভয়

ওরা তা বুঝতে পারে না,
কারণ, ওদের সে ক্ষমতা হয় নি।
ওরা দেখতে পায়না আনন্দময়ী ঊষা,
চিরন্তন অবিচ্ছিন্ন ঔজ্জ্বল্য! কারণ,
ওদের সে দৃষ্টি নেই।
ওরা পারেনা অনুভব করতে মানবের;
কেবলই মানবের চরম অনুভূতি! কেননা,
ধীরে বহে তাদের অনুভব স্নায়ু।

কিন্তু আসলেই কি তাই?
ওরা কি বোঝেনা কি অপরিসীম শক্তি লুকিয়ে আছে
তাদের ঐ তথাকথিত অক্ষমতার উর্দির অন্তরালে !?
পারে,
চাইলেই পারে ওরা বুঝে যেতে জীবন ও জগতের
জটিল অথচ কি আবেগময় প্রাঞ্জল সমীকরণ!
ইচ্ছে করলেই পারে নয়নমিথুনের লেন্সের ফোকাসে
চিরন্তনী আনন্দের প্রতিবিম্ব ফেলতে। এবং
পারে সেটিকে চিরন্তনী হিসেবেই ধরে রাখতে।

ইচ্ছে শক্তির জোয়ারে যে ক্ষীণস্রোতা স্নায়ুর পুকুরে
মহাসমুদ্রের বিশাল ঢেউ তোলা যায়, তা কি ওরা জানে না?!
নাকি জেনেও না জানার ভান ধরে;
কোন এক কল্পিত রাহুর গ্রাসের আশায় !!
ভয়; বড় হাস্যকর ভয় ওদের মনে।

এই যে আলোর শহরের বাসিন্দারা,
তোমরা কি কেউ আসতে পারো না-
সদর দরোজা খুলে নিয়ে যেতে তাদের;
যুগান্তরের ব্যাঙ্গময়ী ভয় ঢুকে গেছে যাদের
জিন কোডে !

বি.দ্রঃ- শুধু বিরাম চিহ্ন কয়েকটা ঠিক করে দিয়েছি।
ছবি- গুগল।

মন্তব্য ৫২ টি রেটিং +৭/-০

মন্তব্য (৫২) মন্তব্য লিখুন

১| ১০ ই আগস্ট, ২০১৮ রাত ৯:৫২

স্রাঞ্জি সে বলেছেন: প্রীশু।


পড়তে পড়তে ভালই লাগল।

১০ ই আগস্ট, ২০১৮ রাত ১০:১৫

চঞ্চল হরিণী বলেছেন: প্রীশু, স্রাঞ্জি সে। "পড়তে পড়তে ভালোই লাগলো", বেশ কিছুদিন পরে তোমার মন্তব্য পেয়ে আমারও খুব ভালো লাগলো :) । অনেক ভালো থাকো, শুভকামনা।

২| ১০ ই আগস্ট, ২০১৮ রাত ৯:৫৬

মাহমুদুর রহমান বলেছেন: জেনেও না জানার ভান ধরে
এটাই সত্য।

১০ ই আগস্ট, ২০১৮ রাত ১০:১৮

চঞ্চল হরিণী বলেছেন: খুবই করুণাযোগ্য সত্য। ভান থেকে বেরিয়ে সবাই সত্য পথে আসুক। ধন্যবাদ ও শুভেচ্ছা নেবেন, মাহমুদুর রহমান।

৩| ১০ ই আগস্ট, ২০১৮ রাত ৯:৫৮

পদাতিক চৌধুরি বলেছেন: ষোলোতে এই? তাহলে বলবো বিস্ময় আরকি । আপু অত অল্প বয়সেও আপনার চিন্তাশক্তির গভীরতা দেখে অবাক হলাম। ++++

মুগ্ধতা রেখে গেলাম।

রইল শুভকামনাও।

১০ ই আগস্ট, ২০১৮ রাত ১০:২৪

চঞ্চল হরিণী বলেছেন: অসংখ্য ধন্যবাদ, পদাতিক ভাই। আপনার মন্তব্যে খুব আপ্লুত হলাম। এতগুলো প্লাস পেয়ে অনেক ভালো লাগছে। আন্তরিক ধন্যবাদ ও অনেক শুভেচ্ছা আপনার জন্য।

৪| ১০ ই আগস্ট, ২০১৮ রাত ১০:০৪

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: বাপরে বাপ!
এটা কি কবিতা, না দাঁতভাঙা মেশিন!!!:(

পুনশ্চঃ
কবিতা দেখলে আমার জ্বর আসে, তাই পুরোটা পড়ি না। কিন্তু মন্তব্য করতে ইচ্ছে করে।:( আচ্ছা, তোমার পেজে কি শান্তিমত মন্তব্য করার অনুমতি পাওয়া যাবে? মানে মাঝে মধ্যে গান শুনাবো, আজ একটা স্যাম্পল দেই
@আমি যখন ষোল তখন লিখেছিলাম
..হই! আপু ষোল পেরিয়ে গেছে, ও বাবুগো ষোল.....:P

(আমারে আবার ঠ্যাঙানি দিও না...)

১০ ই আগস্ট, ২০১৮ রাত ১০:২৯

চঞ্চল হরিণী বলেছেন: এই শব্দে এই অবস্থা :D । পাঠক ভাই তাহলে এতগুলো বছর কেমন পাঠ করেছে :P । আরে কি বল, শান্তিমত মন্তব্য করা যাবে মানে, আলবখত যাবে। গান শুনতে যে আমি কি ভালোবাসি ;) । আর তোমার জন্য এমন রোম্যান্টিক কবিতা পোস্ট করবো যে, দেখবো তখন না পড়ে যাও কোথায় :> । আমি জেনেছি তুমি এখনো প্রেমে পড়নি ;)

৫| ১০ ই আগস্ট, ২০১৮ রাত ১০:০৮

বাকপ্রবাস বলেছেন: সুন্দর, অনেক আগের হলেও মনে হল এইতো এখনই লেখা

১০ ই আগস্ট, ২০১৮ রাত ১০:৩৩

চঞ্চল হরিণী বলেছেন: অনেক ধন্যবাদ, বাকপ্রবাস ভাই। এই সময়ের ঘটনাগুলো দেখেই আমার মনে পড়ে যায় এই লেখার কথা। তাই খুঁজে বের করে টাইপ করি, তখন তো লিখতাম প্যাডে। ভালো থাকুন, শুভেচ্ছা নিরন্তর।

৬| ১০ ই আগস্ট, ২০১৮ রাত ১০:৫৩

ভ্রমরের ডানা বলেছেন:


আপনার পরিনত চিন্তায় টংকার লেগেছে.... পড়ে আবার আসব...

১০ ই আগস্ট, ২০১৮ রাত ১১:০৭

চঞ্চল হরিণী বলেছেন: আবার আসুন বন্ধু, অপেক্ষায় রইলুম।

৭| ১০ ই আগস্ট, ২০১৮ রাত ১১:৩২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সুন্দর কবিতা, ভালো লিখেছেলিলেন, মুগ্ধতা ভয়কে জয় করে ঘর থেকে বেরিয়ে আসার আহ্বানে।

১০ ই আগস্ট, ২০১৮ রাত ১১:৪৪

চঞ্চল হরিণী বলেছেন: প্রথমেই শুভেচ্ছা জানাই। এই প্রথম বোধহয় আপনাকে আমার পোস্টে পেলাম। অসংখ্য ধন্যবাদ, নাঈম জাহাঙ্গীর নয়ন ভাই। আপনার প্রশংসাময় মন্তব্য আমার ভালো লাগলো। ভয়কে জয় করে বেরিয়ে আসলেই তো আসলে সমুখের পথ তৈরি হয়। অনেক ভালো থাকুন, শুভেচ্ছা।

৮| ১০ ই আগস্ট, ২০১৮ রাত ১১:৫৯

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: আমি কমেন্ট করলেই তো টপিক ছেড়ে অন্য লাইনে দৌড় দেব....


তোমার কবিতা আবার একটু পড়লাম। ইন্টারের এক কাজিনকে এটা বুঝাতেও বললাম। গোজামিল দিয়ে ও কী যে সে বুঝালো??:(


প্রতিউত্তর প্রসঙ্গঃ
তখনতো আমি কবিতা পড়তাম না। ছড়া, ভ্রমন, ছবি ব্লগ, রাজনীতি সাথে দু-একটা গল্প এসবেই। এখন তোমাদের সাথে ভাব জমানোর লোভে বাধ্য হয়ে দু-এক লাইন কবিতা গিলতে হয়..... :(


@আমি জেনেছি তুমি এখনো প্রেমে পড়নি।
ভুল তথ্য।
তবে কথাটা কেন বললে? কোন মতলব আছে নাকি?:P
আমার বয়স কত বলো দেখি?
(এতদিনে আমি কতজনের/কতকিছুর প্রেমে পড়লুম(ব্লগেও আছে।:P) তবে প্রেম করিনি। মানে সুন্দরীদের সাথে আসল প্রেম করিনি.। এত তাড়াতাড়ি আমার মরার শখ নাই..):P

১১ ই আগস্ট, ২০১৮ রাত ১২:১০

চঞ্চল হরিণী বলেছেন: যেহেতু ইন্টারে পড়ুয়া কাজিন তোমার আশেপাশেই আছে অথবা কবিতা নিয়ে আলাপ হয় তার সাথে এর মানে হল তোমার বয়স খুব বেশী নয়। ৩০-৪০ এর মধ্যে আছে ;)
ও আচ্ছা, ভুল করেছি, প্রেমে পড়েছো কিন্তু প্রেম করোনি :P
আমি তো একা আছি মতলব তো থাকতেই পারে :P । হিহিহি
কবিতা একটু একটু পড়তে থাকো দেখবে আস্তে করে ভালো লাগতে শুরু করে দেবে :)

৯| ১১ ই আগস্ট, ২০১৮ রাত ১২:৪১

চাঁদগাজী বলেছেন:


"ওরা' কারা?

১১ ই আগস্ট, ২০১৮ রাত ১:০৮

চঞ্চল হরিণী বলেছেন: "ওরা" হইলো মানব জন্মেও মানুষ হইতে পারেনি যারা তারা। ওরা হইলো ইচ্ছে করে অজ্ঞ থাকা কাপুরুষ গোষ্ঠী।

১০| ১১ ই আগস্ট, ২০১৮ রাত ১২:৪৯

রাকু হাসান বলেছেন: হাহহাহা আগে হেসে নিই B-) পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: বাপরে বাপ!
এটা কি কবিতা, না দাঁতভাঙা মেশিন!!! মন্তব্য অফ দ্যা নাইট ;)

আমার মনে জানে সব ,বুঝেও ...কিন্তু ভয়টা বেশি । সুন্দর সব লাইন । আসলে ভয় টা যেন আমাদের জিনে ঢুকে গেছে । শতশত ভয় আমাদের তাড়া করে প্রতিনিয়ত ।

বোন জানিস তোর কবিতা টা মিস করতে যাচ্ছিলাম । পড়ে ভাল লাগলো । হায় হায় কি বললাম আমি #:-S ....ভুল করছি ‘‘ বোন জানো তোমার কবিতা টা মিস করতে যাচ্ছিলাম ;) এখন ঠিক করে বলছি ।

ভাল থেকো হাসিখুশি ।

১১ ই আগস্ট, ২০১৮ রাত ১:১৪

চঞ্চল হরিণী বলেছেন: "বোন জানিস তোর কবিতা টা মিস করতে যাচ্ছিলাম "। এভাবেই বল। কত্ত আপন লাগে :#)
দাঁত তো ভাঙ্গা দরকার কিছু। যারা ভয় পায়, যারা ভয় দেখায় সবারই কিছু দাঁত ভাঙ্গা দরকার।

১১| ১১ ই আগস্ট, ২০১৮ রাত ১২:৫১

রাকু হাসান বলেছেন: মানে তুমি যখন ষোল বছরের ? :|| :|| :|| মানুষ না এলিয়েন =p~ গভেষণা করার বিষয় ;)

১১ ই আগস্ট, ২০১৮ রাত ২:২০

চঞ্চল হরিণী বলেছেন: "মানুষ না এলিয়েন =p~ গভেষণা করার বিষয় ;)" - আচ্ছা করো গভেষণা =p~

১২| ১১ ই আগস্ট, ২০১৮ রাত ১:১৪

সত্যপথিক শাইয়্যান বলেছেন: আলোর শহরের বাসিন্দাদের তাদের জীন কোড নিয়ে ভালো ভাবে ভাবতে হবে।

১১ ই আগস্ট, ২০১৮ রাত ২:২৫

চঞ্চল হরিণী বলেছেন: চমৎকার বলেছেন, সত্যপথিক শাইয়্যান। জিন কোডে পরিবর্তন আনা খুব জরুরী হয়ে গেছে। ভবিষ্যৎ পৃথিবীর জন্য তো অবশ্যসম্ভাবী হবে। পাঠে ও মন্তব্যে ধন্যবাদ। শুভেচ্ছা রইলো।

১৩| ১১ ই আগস্ট, ২০১৮ রাত ১:৩০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: নয়নমিথুন- একটা দারুণ শব্দবন্ধ।

১১ ই আগস্ট, ২০১৮ রাত ২:২৯

চঞ্চল হরিণী বলেছেন: কবিতাপাঠে শব্দবন্ধটি তুলে আনায় অনেক অনেক ধন্যবাদ, সোনাবীজ ভাইয়া। খুব ভালো লাগলো আমার। যেন প্রেইজ হলাম :)
অনেক শুভকামনা জানাই।

১৪| ১১ ই আগস্ট, ২০১৮ রাত ২:১৬

কাওসার চৌধুরী বলেছেন:



ওরা বুজতে পারে না; কারণ বুজতে সক্ষমতা হয়নি বলে ৷ওরা সবই বুঝে; কিন্তু না বোঝার ভান করে নিজের চৌদ্দ গোষ্ঠীর জন্য আখের গোছায় ৷এরাই জাতির বিবেক, জাতির মা বাপ ৷

অফটপিক - কবি কত বছর আগে সুইট সিক্সটিন ছিলেন!!

১১ ই আগস্ট, ২০১৮ রাত ২:৩৭

চঞ্চল হরিণী বলেছেন: শুভেচ্ছা নেবেন, কাওসার ভাই।

ঘোরতর দুর্দিন জাতির। জানিনা এর শেষ কোথায় । সংকট যেমন ব্যক্তিগত, পারিবারিক তেমনি সামাজিক সবকিছুতেই। অথচ কিছু মানুষ সারাক্ষণই আনন্দের স্ফুরণ নিয়ে থাকে।

হায় হায় এত সরাসরি সেটা বলে দেয়া কি ঠিক হবে :P । আমি তো এখনো যথেষ্ট লজ্জাবতী আছি :`> । ধন্যবাদ :)

১৫| ১১ ই আগস্ট, ২০১৮ রাত ২:২৭

চাঙ্কু বলেছেন: আলোর শহর বলে কিছু নাই। সব গুজব!

১১ ই আগস্ট, ২০১৮ রাত ২:৪৫

চঞ্চল হরিণী বলেছেন: যা বলেছেন। সবই গুজব। আলোর শহরই গুজব নয়তো আলোর শহরের সব দরোজায় গুজব গুঁজে দেয়া হয়েছে। কিংবা কে জানে, এখন যা বলছি তার সবই গুজব। গুজব থেকে কবে যে গোমর ফাঁস হয় :P । পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ, চাঙ্কু ভাই। শুভকামনা।

১৬| ১১ ই আগস্ট, ২০১৮ রাত ২:৫১

চাঙ্কু বলেছেন: এখন যা বলছেন বা লেখচেন সেটাই গুজব। আপনি যে কবিতা লেখেন এটাও বিকাট গুজব, এই যে আমি মন্তব্য করলাম, সেটাও গুজব। তবে গুজব থেকে গোমর ফাঁস করবেন না। তখন রাষ্ট্র বলপে- আপনি গুজস্কানিদাতা!! :P

১১ ই আগস্ট, ২০১৮ ভোর ৪:৩৮

চঞ্চল হরিণী বলেছেন: হাহাহা, ভালোই বলেছেন। আমি কোনমতেই 'গুজস্কানিদাতা!!' হইতে চাই না :P । তাই এখন ঘুমাইতে যাই ;) । ভালো থাকুন। শুভ ঘুম।

১৭| ১১ ই আগস্ট, ২০১৮ ভোর ৫:১৬

মলাসইলমুইনা বলেছেন: ইচ্ছে শক্তির জোয়ারে যে ক্ষীণস্রোতা স্নায়ুর পুকুরে
মহাসমুদ্রের বিশাল ঢেউ তোলা যায়, তা কি ওরা জানে না?!
নাকি জেনেও না জানার ভান ধরে;
কোন এক কল্পিত রাহুর গ্রাসের আশায় !!
ভয়; বড় হাস্যকর ভয় ওদের মনে।


বাংলাদেশের মেয়েরা নাকি একসময় কুড়িতেই বুড়ি হত ! কিন্তু আপনার কবিতা পরে মনে হোলো আপনিতো ষোলোতেই কবি ভালো ছিলেন | আশায় রইলাম সবকিছু বদলাতে এই ছোটরা একদিন আপনার কথাগুলিকে নিজেদের শক্তি হিসেবে বিশ্বাস করবে !ততদিন পর্যন্ত অন্তহীন হয়ে থাকা অপেক্ষা চলতে থাকুক ...

১১ ই আগস্ট, ২০১৮ রাত ১০:৩৭

চঞ্চল হরিণী বলেছেন: অসংখ্য ধন্যবাদ, মলাসইলমুইনা আপা। ছোটরা ইতিমধ্যেই দুর্দান্ত সাহসের পরিচয় দিয়েছে। তারা প্রমাণ করেছে তারা কাপুরুষের মত ভয় পায় না। কিন্তু ভীতু বড়দের দল তাদেরকে সাহস দেয়ার বদলে উল্টো নিজেরাই তাদের নিয়ে ভয় পেয়েছে এবং তাদেরকে ভয় দেখিয়েছে। ভয় দেখানোর নানা প্রক্রিয়া এখনো অব্যাহত রয়েছে। কিন্তু আমার বিশ্বাস আছে এই প্রজন্মের উপর। আমি ভবিষ্যৎ সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখি। জানিনা সেজন্য কতটা পথ পাড়ি দিতে হবে, কিন্তু খুব আশাবাদী। পরিশেষে আবারও অনেক ধন্যবাদ এবং শুভকামনা রইলো আপা। ভালো থাকুন।

১৮| ১১ ই আগস্ট, ২০১৮ সকাল ১০:১৪

রাজীব নুর বলেছেন: প্রানবন্ত।

১১ ই আগস্ট, ২০১৮ রাত ১০:৩৯

চঞ্চল হরিণী বলেছেন: ধন্যবাদ ও শুভকামনা নেবেন, রাজীব ভাই। প্রাণবন্ত বাংলাদেশ চাই।

১৯| ১১ ই আগস্ট, ২০১৮ রাত ৯:১৭

আখেনাটেন বলেছেন: ওরেব্বাস, ঐ বয়সে এই কবিতা! নমস্কার!

আপনার জিন কোডেও বড় কিছু দেখতে পারছি। এত দিনে মিউটেশনের ফলে আরো নতুন অভিজাত ট্রেইটের জন্ম হওয়ার কথা। :D

১১ ই আগস্ট, ২০১৮ রাত ১০:৫২

চঞ্চল হরিণী বলেছেন: হ্যালো, আদাব, নমস্কার, আসসালামু আলাইকুম, প্রিয় আখেনাটেন ভাইয়া । আমার জিন কোড আপনি কিভাবে দেখতে পাচ্ছেন ভেবে চিন্তিত হচ্ছি :P। ডিজিটালি বোধহয় =p~ । "ট্রেইটের" ইংলিশে লিখলে কি যে ভালো হত ! এক্ষুনি ট্রেইট আর ট্রেইটর এর গোলমাল বাঁধিয়ে ফেলতে যাচ্ছিলাম। মিউটেশনের ফলে জন্ম তো হচ্ছেই। তবে এই প্রাণটাকে কেউ চিনতে পারছে না এই আরকি :( । আপনার আশু মঙ্গল কামনা করছি এমন সুন্দর একটি মন্তব্যের জন্য :>

২০| ১১ ই আগস্ট, ২০১৮ রাত ৯:৪৭

তারেক ফাহিম বলেছেন: ষোলতে এমন সুন্দর আহ্ববান ;)

ভয়কে জয় করতে না পারাতে আজ অনেকেই হতাশ।

১১ ই আগস্ট, ২০১৮ রাত ১১:০০

চঞ্চল হরিণী বলেছেন: কিছু মানুষ সত্যি ভীতু হয় আর কিছু মানুষ ভান ধরে থাকে। এই ভান ধরে থাকারা কাপুরুষ। আবার সত্যিকার ভীতুদের মধ্যে যারা ভয় ভাঙতে আগ্রহী থাকে না, ইচ্ছে করে অজ্ঞ থাকতে চায় তারাও কাপুরুষ। ভয়কে কাটিয়ে ওঠাই মানুষের মানুষ হয়ে ওঠার বৈশিষ্ট্য। আর নয়তো শুধু গায়ের চামেই মানুষ। পাঠ ও মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ, তারেক ফাহিম। শুভকামনা।

২১| ১১ ই আগস্ট, ২০১৮ রাত ১০:৪৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: অসাধারণ।

১১ ই আগস্ট, ২০১৮ রাত ১১:০২

চঞ্চল হরিণী বলেছেন: পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ, সাজ্জাদ হোসেন ভাই। ভালো থাকুন। শুভকামনা :)

২২| ১১ ই আগস্ট, ২০১৮ রাত ১০:৫০

বিজনদাদা বলেছেন: অনেক ভালো লেগেছে

১১ ই আগস্ট, ২০১৮ রাত ১১:০৭

চঞ্চল হরিণী বলেছেন: বিজনদাদা, আপনার প্রোফাইল পিকটা আমার ভীষণ পছন্দ হয়েছে :D । মনে হচ্ছে যেন মৃত্যুর ওপার থেকেও এই লেখা পড়ছে কেউ ;) । পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ। ভালো থাকুন :)

২৩| ১১ ই আগস্ট, ২০১৮ রাত ১১:১৭

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: @ লেখকবলেছেন: অসংখ্য ধন্যবাদ, মলাসইলমুইনা আপা।
ছিঃ ছিঃ ছিঃ
পিএইচডি ধারী মলা ভাইয়াকে আপা বলা? তোমারে তো রিমান্ডে নেয়া দরকার!!!!:P


তুমিও একা!
একা থাকা ভালো, বিয়ের আগে প্রেম টেম করো না। আজ খবরে পড়লাম, ইসলামী বিশ্ববিদ্যায়ের দুই লাইলি-মজনু পটল ক্ষেতে। কমেন্ট লিখতে গিয়ে মনটাই খারাপ হয়ে গেল। ভাবলাম একটা গান শোনাবো...


নাহ্ টাইপটা করি,
তুমিও যে একা আমিও যে একা
লাগে তো ভালো, ও প্রিয়..... :P

১২ ই আগস্ট, ২০১৮ রাত ১:২০

চঞ্চল হরিণী বলেছেন: 'মলাসইলমুইনা' শেষে যে া-কার। কি করে বুঝবো। আমাদের দেশে তো শেষে া-কার ি-কার দিয়ে মেয়েদের নাম হয়। অবশ্য এটা ঠিক নাম কিনা তাও বোঝা যায় না। আমার এক বান্ধবী ছিল মায়মুনা। 'মলাসইলমুইনা' নামটা দেখলেই আমার ওর কথা মনে পড়ে যেতো। এখন বুঝলাম যে তিনি ভাইয়া। ভাইয়া আর ভুল হবে না, আমি রিমান্ডে যেতে চাইনা :(( । ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন 8-| । আমি কিন্তু শাহজাহান খান সাবকে ফলো কইরা এটা বলি নাই :P

কি সব খবর যে তুমি পড় :P

এখন তো সময় ভালোবাসার, এ দুটি হৃদয় কাছে আসার ;) । ও প্রিয়.....

২৪| ১১ ই আগস্ট, ২০১৮ রাত ১১:২৪

আখেনাটেন বলেছেন: "ট্রেইটের" ইংলিশে লিখলে কি যে ভালো হত ! এক্ষুনি ট্রেইট আর ট্রেইটর এর গোলমাল বাঁধিয়ে ফেলতে যাচ্ছিলাম। -- হা হা হা; এটা তো খেয়াল করি নি।

Trait: A genetically determined characteristic. Or, A distinguishing quality or characteristic.

আমার জিন কোড আপনি কিভাবে দেখতে পাচ্ছেন ভেবে চিন্তিত হচ্ছি -- আমি কিন্তু বাস্তবিকই জিন কোড, ডিএনএ নিয়ে বিস্তর কাজ করেছি। তাই এইটা ডিজিটাল রহস্য হিসেবেই থাকুক... ;)

১২ ই আগস্ট, ২০১৮ রাত ১:২৯

চঞ্চল হরিণী বলেছেন: আমার ক্ষেত্রে বোধহয় A distinguishing quality or characteristic-ই সই। আপনার প্রতি এমনই আমার একটা রহস্যিক আকর্ষণ ছিল, এখন কাজের কথা জানার পর তো রহস্য দ্বিগুণ বেড়ে গেলো :> । আলাপ করার অনেক বিষয় মাথায় ঘুরছে এখন। হলিউডের X-MEN সিরিজের ছবিগুলো তাহলে আপনার কেমন লাগে এবং এই বিষয়ে নানা প্রশ্ন আমার মাথায়। আলাপের আশা রাখছি সামনে B:-/

২৫| ১২ ই আগস্ট, ২০১৮ রাত ১২:০২

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: কবিতার ম্যাসেজ/ মূল থিম ধরতে পারিনি। হয়ত কবিতা সম্পর্রকে আমার যথেষ্ট জ্ঞান নেই।

শুভ কামনা।

১২ ই আগস্ট, ২০১৮ রাত ১:৩৫

চঞ্চল হরিণী বলেছেন: মানুষের মাঝে যারা ভীতু তারা কেন ভীতু। কতক সত্যিকার ভীতু থাকে আর কতক ভান ধরা ভীতু। এই ভান ধরে থাকারা কাপুরুষ। আবার সত্যিকার ভীতুদের মধ্যে যারা ভয় ভাঙতে আগ্রহী থাকে না, ইচ্ছে করে অজ্ঞ থাকতে চায় তারাও কাপুরুষ। ভয়কে কাটিয়ে ওঠাই মানুষের মানুষ হয়ে ওঠার বৈশিষ্ট্য। আর নয়তো শুধু গায়ের চামেই মানুষ। যারা আলোকিত মানুষ তাদের উচিত অন্ধকারে থাকা মানুষদের ভয় ভাঙ্গানোর চেষ্টা করা। একটু হলেও এখন বুঝবেন আশা করি :) । পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ শাহাদাৎ হোসাইন। শুভকামনা রইলো।

২৬| ১২ ই আগস্ট, ২০১৮ রাত ১২:২৩

অলিভিয়া আভা বলেছেন: শেষ স্তবকটা খুবই সুন্দর। আলর শহরের বাসিন্দারা ঘুরে আসুক, চলে আসুক এই আলোকের রাজ্যে।
কবিতা ভাল লাগছে।

১২ ই আগস্ট, ২০১৮ রাত ১:৩৮

চঞ্চল হরিণী বলেছেন: আন্তরিক ধন্যবাদ জানাই, অলিভিয়া আভা। আপনার নামের মধ্যেই একটা আলোর দ্যুতি আছে :) । অনেক ভালো লাগলো আপনার মন্তব্য। ভালো থাকুন ভীষণ। শুভকামনা।

২৭| ০৭ ই ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:১৮

ভ্রমরের ডানা বলেছেন: কবি বন্ধু কেমন আছেন?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.