নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অনুভূতি গাঁথার সাধনায় মগ্ন।

চঞ্চল হরিণী

এই পৃথিবীর বাইরে কোথাও গিয়ে যদি কিছু লিখা যেতো ; এই অসহ্য মনোবৈকল্য দূর হতো। হে ভাবনা, দয়া করে একটু থামো। আমাকে কিছুটা মুক্তি দাও। আমার দম বন্ধ হয়ে আসছে তোমার অবিরাম পদচারণায়। বিচ্ছেদে যাও তুমি। ফুলে ওঠো পিঙ্গল বিভ্রম বেশে। আমাকে মৃত্যু দাও নয়তো চিৎকার করে ওঠার অপরিসীম ক্ষমতা দাও। আমি ক্লান্ত এই অমানিশায়। শান্তির খোঁজে মৃত্যুদূতের পরোয়া করিনা, পরোয়ানা জারি করো। গভীর, গভীর, গভীর। বোহেমিয়ান মন অভ্যস্ত জীবনের শিকল ভেঙ্গে ফেলো।

সকল পোস্টঃ

ঠাণ্ডা চা

২৮ শে অক্টোবর, ২০১৬ দুপুর ২:৫৯

ঠাণ্ডা চা

নিস্তব্ধ নিঃশাসে দম আটকে আসে আমার।
হাত পা বাঁধা মূর্তির মত,
স্থিরতায় ছটফট করি আমি।

আকণ্ঠ ভরা বেদনায়,
চায়ের মগকে মনে হয় মদের গ্লাস!
বিষাক্ত দৃষ্টিতে তাকিয়ে
এক নিমিষেই পান করে ফেলি
ঠাণ্ডা চা।

তীব্রতা না থাকার...

মন্তব্য১২ টি রেটিং+২

প্রানের আত্মকথা

২৭ শে অক্টোবর, ২০১৬ রাত ১:৫৩


প্রানের আত্মকথা

তালবিহীন দুনিয়াত
বৈতালেক কচ্চ তাল, লয় ?
বুজি বুজি, হামি সবই বুজি।
হামাক তোমরা মানে লাও আর লা লাও;
হামিতো হামার কথা কয়েই যাব।

দুনিয়াত যখন আসিছনু ,
তখন কি তালেত কান্দিছনু?
হয় হয় তোমরা ঠিকই...

মন্তব্য১২ টি রেটিং+৩

ওহে যুবক

২৬ শে অক্টোবর, ২০১৬ রাত ১:৩২


ওহে যুবক

মাঝরাতের দোরগোড়ায় ,
কে তুমি আগন্তুক ?
কি চাও হেথা
পথভ্রষ্ট যুবক ?

কতদূর যাওনি চলে,
পথ হারাবে বলে ?
কোন গাঁয়ের ভেঙ্গেছো মান,
লড়াই বিনে পলে ?

তোমার রূপের উল্টোগঙ্গায়
হরিধানের পাঁকা রং।
রূপসাগরে ডুবলে পরে
সোনা অঙ্গে...

মন্তব্য২২ টি রেটিং+৫

২০০৭-০৯ তত্ত্বাবধায়ক এর জন্ম ও কর্ম

২৪ শে অক্টোবর, ২০১৬ দুপুর ২:২২

এটি একটি স্বপ্ন ছিল

আটত্রিশ বছরের পুরনো কয়েকজন ভাই বোন জন্ম নিয়েছে আমার। একই দেহ থেকে কারো শুধু মাথা, কারওবা ভ্রুন হয়েছে শুধু । পূর্ণ একজনকে কোলে নিয়ে জানলাম সে আমার...

মন্তব্য১০ টি রেটিং+১

কঙ্কালসার

২১ শে অক্টোবর, ২০১৬ রাত ১:০২

কঙ্কালসার

পথ চলতে চলতে ভাবছিলাম
এ কেমন দিশা !
নাহয় খেয়েছে দুটো ডালিম,
তা বলেই এমন মারের নিশা !
আমার অপাংক্তেয় উলুধ্বনি,
ওরা পায়নি খুঁজে ডুমুররাজকে।
অন্তিম ছায়াগুলো অবিরাম নেচেছে।
দখিন দ্বীপের হাওয়ায় তা যেচেছে।
সাথে এনেছে সুললিত ঘ্রাণ,
পোড়া...

মন্তব্য১২ টি রেটিং+২

প্রথম লিখলাম

১৯ শে অক্টোবর, ২০১৬ রাত ৯:১১

পবিত্রভূমি


মনো লজ্জায়
নাকি
দেহ সজ্জায়,
কোনটায় ভরে ওঠো তুমি?
আনাচে কানাচে তাই
খুঁজে ফিরি আমি
পবিত্র ভূমি!

পাখির পালকের মত ছড়ানো
সব হাড়গুলো যেন
এক একটি অশ্রুবিন্দু!
ডুকরে কেঁদে ওঠে ওরা
তীব্র লাঞ্ছনার যন্ত্রনায়,
সুতীব্র হাহাকার চাপার কষ্টে।
ফেলে আসা সব স্মৃতি ছেড়ে
ওরা...

মন্তব্য১৭ টি রেটিং+৩

full version

©somewhere in net ltd.