নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Our sweetest songs are those that tell of saddest thought (Shelly).

রূপক বিধৌত সাধু

মন রে, কৃষিকাজ জানো না; এমন মানবজমিন রইলো পতিত আবাদ করলে ফলত সোনা! রামপ্রসাদ সেন ([email protected])

রূপক বিধৌত সাধু › বিস্তারিত পোস্টঃ

প্রস্থান

০৭ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৩

(দীর্ঘ পাঁচ বছর "কবি নজরুল বিশ্ববিদ্যালয়" এ পড়ালেখা করা এবং ত্রিশাল বাসের স্মৃতির অালোকে মূলত এই লিখা)
উৎসর্গঃ "মানব সম্পদ ব্যবস্থাপনা" বিভাগ এর ১ম ব্যাচের সকল শিক্ষার্থীকে

বেজে গেলো সহসাই বিদায়ের সুর,
পুরনো খেলার বুঝি হলো অবসান;
নতুন এক যজ্ঞের অায়োজন শুরু
গড়ে নিতে হবে তাই শক্ত অবস্থান ।
পাঁচটি বছর খুব ছোট, মনে হয়
এই তো সেদিন এসেছিলাম এখানে;
এই খোলা মাঠে, ঘাসে বসেছি বান্ধবে
কতক বিহঙ্গ উড়ে বসেছে সেখানে ।
মনে হয় শিক্ষকেরা অাজো পড়াচ্ছেন,
নাসিকা বেয়ে ঝরছে ফুঁটা ফুঁটা ঘাম;
নীরব দর্শক-শ্রোতা হয়ে বসে অাছি
শুনছি তাঁদের তত্ত্বকথা অবিরাম ।
নজরুল তীর্থ, স্মৃতিধন্য হে ত্রিশাল,
তোমায় বিদায় অাজ; ফিরবো না অার
কখনো তোমার বুকে শিক্ষার্থীর সাজে-
মাখবো না এই মাটি শরীরে অামার ।
ধানখেত, পাটখেত, মৎস্য খামার,
উন্মুক্ত অাকাশ, কাশবন, বৃক্ষছায়া;
ফেলে যাবো বহুদূরে অজানার পাণে-
ভুলে যাবো পিছুটান সর্বশ্রেণি মায়া ।
আঁকাবাঁকা মেঠোপথ- যেই পথ ধরে
প্রত্যেহ ফিরেছি অামি প্রভাতে-সন্ধায়,
সেপথ অচেনা হয়ে যাবে কালস্রোতে-
ফিরবো না কোনোদিন পথের মায়ায়!
সুতিয়া নদী, শকুনী বিল, বটতলা,
চুরুলিয়া, চক্রবাক, চা চক্র, নন্দন;
গাহি সাম্যের গান, কিংবা শেওড়াতলা
ভুলবো না কোনোদিন সবুজ কানন ।
গ্রন্থাগার, শ্রেণিকক্ষ, প্রতিটি টেবিল,
ধূলিকণা, এ বারান্দা, খোলা বাতায়ন;
কালের সাক্ষীর মত দাঁড়িয়ে থাকবে-
সুপ্ত যতো স্মৃতিকথা করবে স্মরণ ।
শিক্ষকের ভালোবাসা, পিতার মতন
কখনো সখনো বকুনি, কড়া শাসন;
পদে পদে সঞ্চায়িত জ্ঞান-প্রণোদনা
হৃদয়ে প্রোথিত রবে সারাটাজীবন ।
অন্ধকারে দীপশিখা হয়ে দেবে দিশা,
জগতে চলার পথে অমূল্য রতন;
কেটে যাবে নিরাশা অাঁধার, অাশির্বাদে
এক নয়া দিগন্তের হবে উন্মোচন ।
এ পদ্মপুকুর কিংবা ভাসমান তরী,
ব্রডব্যান্ডের ছায়ায় ব্যয়িত সময়;
শ্রেণিকক্ষে শোরগোল মুক্ত-অালোচনা
হৃদয়ে জাগ্রত হবে পুনশ্চঃ নিশ্চয়!
হাজারো তুচ্ছ ঘটনা, কত খুনসুটি
তপ্ত বাক্যালাপ, কত মান-অভিমান
অাকাশে বাতাসে ছড়িয়ে রয়েছে চুপে
ভালো লাগা-মন্দ লাগা প্রেম উপাক্ষান ।
অাবার কখনো যদি অাগন্তুক হয়ে
তোমার এই শ্যামল বুকে ফিরে অাসি,
স্বাগত জানাবে তুমি তোমার অালয়ে-
বলবে কি অাজো সেইরূপ ভালোবাসি?
টেনে নেবে কি তোমার বুকে অকপটে
অাজ যেমন টানছো স্বজনের মত?
মুছে দেবে কি চোখের জল সে সঙ্কটে
উচ্ছ্বাসে কান্নায় হই যদি উদ্বেলিত?

৬ অাশ্বিন ১৪২২ বঙ্গাব্দ
ত্রিশাল, ময়মনসিংহ ।

মন্তব্য ১২ টি রেটিং +৪/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৮ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:৫৫

গেম চেঞ্জার বলেছেন: বিদায়বেলার চমৎকার কবিতা। প্লাস রইল সাধু ভাই।

০৯ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:৩৩

রূপক বিধৌত সাধু বলেছেন: ধন্যবাদ ও শুভেচ্ছা রইলো ।

২| ০৯ ই অক্টোবর, ২০১৫ সকাল ৭:৩৯

ঠ্যঠা মফিজ বলেছেন: সুন্দর কবিতা ।

০৯ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:৩৪

রূপক বিধৌত সাধু বলেছেন: শুভেচ্ছা রইলো ।

৩| ০৯ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১২:২৬

প্রামানিক বলেছেন: বিদায় বেলার কবিতা খুব ভাল লাগল। ধন্যবাদ

০৯ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:৩৫

রূপক বিধৌত সাধু বলেছেন: শুভেচ্ছা রইলো । ভালো থাকুন নিরন্তর ।

৪| ০৯ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৪:৪২

সুমন কর বলেছেন: এই তো সেদিন এসেছিলাম এখানে;
এই খোলা মাঠে, ঘাসে বসেছি বান্ধবে
কতক বিহঙ্গ উড়ে বসেছে সেখানে ।


কবিতা চমৎকার হয়েছে।

০৯ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:৩৫

রূপক বিধৌত সাধু বলেছেন: শুভেচ্ছা রইলো ।

৫| ০৯ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:২২

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর +

১১ ই অক্টোবর, ২০১৫ সকাল ১০:২২

রূপক বিধৌত সাধু বলেছেন: শুভেচ্ছা রইলো । ভালো থাকুন ।

৬| ১০ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১:০৩

জেন রসি বলেছেন: যা কিছু ছিল আনন্দের তা আর ফিরে আসবে না, এই বোধ এক ধরনের বিষাদের জন্ম দেয়।সেই চিরায়ত বিষাদের স্পর্শ পেলাম এই কবিতায়।চমৎকার কবিতা।

১১ ই অক্টোবর, ২০১৫ সকাল ১০:২২

রূপক বিধৌত সাধু বলেছেন: ধন্যবাদ ও শুভেচ্ছা রইলো ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.