নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Our sweetest songs are those that tell of saddest thought (Shelly).

রূপক বিধৌত সাধু

মন রে, কৃষিকাজ জানো না; এমন মানবজমিন রইলো পতিত আবাদ করলে ফলত সোনা! রামপ্রসাদ সেন ([email protected])

রূপক বিধৌত সাধু › বিস্তারিত পোস্টঃ

তোমার কি সময় অইছে?

১২ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪১

( ভদ্রলোকেরা দূরে থাকুন )
ভারতের সাবেক রাষ্ট্রপতি শ্রদ্ধেয় এপিজে অাবদুল কালাম সাব কোন এক বক্তৃতায় কইছিলেন, "কেলাসের সবচাইতে মেধাবিরা পিছনের বেঞ্চিতে বসে ।" হের কতা মতন পিছনের বেঞ্চিতে বসা শুরু করসিলাম । হেইটা বিশ্ববিদ্যালয় জীবনের কতা! গেরামের অালাভোলা পোলাডা টেডন অইয়া ওটতাছিলো কেবল । মাইয়া মাইনষের লগে একটু-অাধটু কতা কয়, বন্ধু-বান্দর গো লগে নানান জায়গায় যাইতো, ঘুরতো, ফিরতো । হাইস্যা, খেইল্যা সময়ডা ভালাই চইল্যা যাইতো!
একদিন কেলাসে বইয়াসিলাম । মাস্টার সাব কেলাস লইয়া মাত্র বাইর অইছেন । হটাৎ এক বান্ধবী কোমড়ে ধইরা ( অামারডা না, তারডা ) হাঁটাহাঁটি শুরু করলো । ঘটনা কী? পাগল অইয়া গেলো নাকি?
অামি জিগাইলাম, "তোমার কি সময় অইছে?" এই কথা হুইন্যা হে তো এক্কেবারে তেলে-বেগুনে জ্বইল্যা ওটলো । তার বই-খাতা দিয়া অামারে মাইর শুরু করলো । অামি বেচারা দৌড়াইয়া বাঁচি । মান-ইজ্জত যা যাওয়ার সবই গেছে! হেয় সবাইরে কইতাছিলো, "ভন্ড কবি অামারে খারাপ কতা কইছে ।" তা-ও ভালো, কী খারাপ কতা কইছি, হেইডা কয় নাই ।
ওর নাম ছিলো প্রিয়াঙ্কা । অামি ডাকতাম প্রিয়াঙ্কা চোপড়া । বিয়া অইয়া গেসিলো অনেক অাগেই । অামি ভাবসিলাম, ও গাভিন থুক্কু গর্ভবতী! এই লাইগাই জিগাইছিলাম, তোমার কি সময় অইছে? খোদার কসম, অামি অন্য কিছু বোঝাইতে চাই নাই ।

মন্তব্য ২৮ টি রেটিং +২/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ১২ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৮

নিমগ্ন বলেছেন: আমি ঐ ডেফিনেশনের ভদ্দরলোক নই। আপনার ঘটনা পড়লাম। ব্যাফুক আনন্দ পাইসি। :P :-P

১২ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:২৪

রূপক বিধৌত সাধু বলেছেন: ধইন্যবাদ ।

২| ১২ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫০

আরণ্যক রাখাল বলেছেন: আমিও ব্যাকবেঞ্চার| চরম মেধাবি কোন সন্দেহ নাই

১২ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:২৫

রূপক বিধৌত সাধু বলেছেন: বসের (আবদুল কালাম) কথা তাইলে ঠিকাছে!

৩| ১২ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:১৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: "ভন্ড কবি'' ???
হুমুএ'র পদবী আপ্নেরে ????
এই অকমান আপ্নে কেমতে সইলেন ? :P :P

১২ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:৩৩

রূপক বিধৌত সাধু বলেছেন: এইডা তো ভাই সামান্য কথা! আরও যে কত পদবী জুটেছিল! ম্যাডামকে লইয়া প্রেমের কবিতা লিখেছিলাম বইলা লু_ কবিও পরিগনিত হয়েচি ।

৪| ১২ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:১০

কথাকথিকেথিকথন বলেছেন: হা হা হা । এভাবে ভুল হইলে তো চলবে না !!!

১২ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:৩৬

রূপক বিধৌত সাধু বলেছেন: ভুলের মাশুলও দিতে অইছে । আন্নের নামডা এতু কটিন কেনে?

৫| ১২ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:৩৭

গেম চেঞ্জার বলেছেন: :-& :-B

১২ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:৪৮

রূপক বিধৌত সাধু বলেছেন: গেম চেঞ্জার ভাই, আইজ সন্ধ্যায় মণ্ডা থুক্কু মনটা ফেরেস আছিলো, এই আবেগে জীবনের একটা টুকরো ঘটনা লেইখায়ালছি । লেখাডা বোধহয় ঠিক হয় নাই । আমার সাথে ঠিক যায় না?

৬| ১২ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:৩৮

কথাকথিকেথিকথন বলেছেন: এই প্রশ্নের উত্তর আমিও জানি না । সবাই শুধু একই কথা বলছে !!!

৭| ১২ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:৪৭

সাহসী সন্তান বলেছেন: পোস্ট পইড়া ভাবছিলাম হেইডা আমাগো চ্যাং ভাই নাকি? পরে দেখলাম নাতো? তয় পোস্ট বহুত মজার হইছে! ব্যাপুক বিনেদন!

১২ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:৫৪

রূপক বিধৌত সাধু বলেছেন: ধইন্যবাদ । রাশভারী লেখা লিখতে আর ভাল্লাগেনা, তাই বিচিত্র কিছু আনবার চাই । বহুমুখী প্রতিভার অধিকারি বলে কথা ( নিজের ঢোল নিজেই পিটাই, মাইনসে যদি ভাইঙ্গালায়)!

৮| ১২ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:৫২

গেম চেঞ্জার বলেছেন: ১২ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:৪৮ ০
লেখক বলেছেন: গেম চেঞ্জার ভাই, আইজ সন্ধ্যায় মণ্ডা থুক্কু মনটা ফেরেস আছিলো, এই আবেগে জীবনের একটা টুকরো ঘটনা লেইখায়ালছি । লেখাডা বোধহয় ঠিক হয় নাই । আমার সাথে ঠিক যায় না?



সাধূ ভাই! লাইফ কি কেবল একধ্যানে কাটানো উচিত? নিশ্চয়ই না। অতএব বুইজ্জা লন। :)

বরং নিজের রসজীবনের কিছু লুকোনোই হলো কালো দাগ। জীবনের কালো দাগ। কারণ তাতে নির্মলতার ছাপ থাকে না।

১২ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:৫৭

রূপক বিধৌত সাধু বলেছেন: ভাল্লাগলো । আপনাদের অনুপ্রেরণাই সামনে চলার পাথেয় ।

৯| ১২ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:৫৭

সাহসী সন্তান বলেছেন: আপনার ঢোল ডা কি আমারে একটু পিডাইতে দেবেন! বহুত শখ আছিল জীবনে কিছুই না হবার পারি অন্তত ঢুলী হমু!

১২ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:০৭

রূপক বিধৌত সাধু বলেছেন: ভাইঙ্গালবেন ।

১০| ১২ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:১১

সাহসী সন্তান বলেছেন: এত ভয়? ভাঙ্গুম না কইলাম! :P তয় জব্বর পিটামু!

১১| ১৩ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:২৩

চাঁদগাজী বলেছেন:

এ ধরণের প্রশ্ন, বিস্ফোরণ ঘটানোর জন্য যথেস্ট

১৪ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:১৫

রূপক বিধৌত সাধু বলেছেন: এই জন্যই বোধহয় কপালে মাইর জুটেছিল ।

১২| ১৩ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:১৯

পার্থিব পার্থ বলেছেন: হটাৎ এক বান্ধবী কোমড়ে ধইরা ( অামারডা না, তারডা ) হাঁটাহাঁটি শুরু করলো

কোমড় ধরার উদ্দেশ্য কি ছিল? আর কোমড় ধরার সাথে গর্ভবতীর গর্ভপাতের সম্পর্ক কি? মানে উদ্দেশ্য ছাড়াত কিছু হয়না। তাই লেখা পড়ে এসব প্রশ্ন মাথায় চলে আসল! ;)

১৪ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:১৩

রূপক বিধৌত সাধু বলেছেন: দেড় ঘণ্টা ক্লাস করে হয়ত কোমড় ব্যথা শুরু হয়েছিলো । তাই একটু নড়াচড়া আর কী! যেহেতু বিবাহিতা ছিল, আমি ভেবেছিলাম অন্যকিছু ।

১৩| ১৪ ই নভেম্বর, ২০১৫ সকাল ১১:৩১

শতদ্রু একটি নদী... বলেছেন: হিউমারটা ধরতে পারিনাই। এই প্রশ্নে সমস্যা কি ছিলো বুঝতেছিনা।

১৪ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:১০

রূপক বিধৌত সাধু বলেছেন: আমি নিজেও বুঝতে পারি নাই । বুদ্ধিসুদ্ধি কম হওয়ার কারণে হয়ত । তবে মাইর যা খাওয়ার খেয়ে ফেলেছি ।

১৪| ১৪ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:১৮

আমি ময়ূরাক্ষী বলেছেন: আপনাকে এত বোকা তো মনে হয়না। নিশ্চয় দুষ্টুমী করেই বলেছিলেন।

১৪ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:০৭

রূপক বিধৌত সাধু বলেছেন: আমি কিন্তু এখনো বোকা । চেষ্টা করেও চালাক হইতে পারিনা ।

১৫| ০৮ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:১৬

ফরিদ আহমাদ বলেছেন: লুলরা পিছনের বেঞ্চিতে বসিবার চায়। :D

০৮ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:১৬

রূপক বিধৌত সাধু বলেছেন: :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.