নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Our sweetest songs are those that tell of saddest thought (Shelly).

রূপক বিধৌত সাধু

মন রে, কৃষিকাজ জানো না; এমন মানবজমিন রইলো পতিত আবাদ করলে ফলত সোনা! রামপ্রসাদ সেন ([email protected])

রূপক বিধৌত সাধু › বিস্তারিত পোস্টঃ

ক্ষুধা

০১ লা মে, ২০১৬ ভোর ৫:৪৭


ক্ষুধায় কাতর শিশু হাঁটছিলো পথে
একেলাই অানমনে, কোথায় ছিলেন?
একটি পয়সা শুধু চেয়েছিলো বলে
কুকুরের মত তারে তাড়িয়ে দিলেন?
একখানা সস্তা রুটি দিতে পারতেন,
পারতেন দিতে তারে কলা একখানা;
হয়তো জানেন না অাপনি তার পেটে
পড়ে নাই দুইদিন এক কণা দানা ।
পথের ধারেই ময়লার স্তুপ, পড়ে
অাছে ধনীদের ফেলে দেওয়া উচ্ছিষ্ট;
অভূক্ত শিশুটা কুড়িয়ে খাচ্ছে সেগুলো
প্রতিযোগিতার ভয়ে মনটা অাড়ষ্ট ।
তার মতো অনেকেই ক্ষুধার্ত রয়েছে
হামলে পড়বে যদি তারা খোঁজ পায়,
শহরে খাবার অাছে- তবে মন নেই
ধনীদের একবেলা তারে খাওয়ায় ।
টান পড়ে যায় যদি ক্ষুধার্তের পেটে
ঈশ্বর নিয়তি বলো কিছুই না মানি;
অন্নের চেয়ে মহান খোদা দেখি নাই
জগতে, শুনিনি অার সৌহার্দ্যের বাণী ।

২০ মাঘ ১৪২২ বঙ্গাব্দ
ভালুকা, ময়মনসিংহ ।

মন্তব্য ৬০ টি রেটিং +১৫/-০

মন্তব্য (৬০) মন্তব্য লিখুন

১| ০১ লা মে, ২০১৬ ভোর ৫:৫২

মামুন ইসলাম বলেছেন: ঘটনাগুলো খুবই হৃদয়বিদারক । শেয়ার করার জন্য ধন্যবাদ সাধু ভাই ।

০১ লা মে, ২০১৬ সকাল ৮:৫১

রূপক বিধৌত সাধু বলেছেন: ধন্যবাদ আপনাকেও ।

২| ০১ লা মে, ২০১৬ ভোর ৬:১৭

চাঁদগাজী বলেছেন:



ভালুকাতে কি যীশু এসেছে ফিরে?

০১ লা মে, ২০১৬ সকাল ৮:৫২

রূপক বিধৌত সাধু বলেছেন: (!)

৩| ০১ লা মে, ২০১৬ সকাল ৮:১৭

আসিফ বিন হোসেন বলেছেন: উচ্ছিষ্ট...
দারুণ..

০১ লা মে, ২০১৬ সকাল ৮:৫৩

রূপক বিধৌত সাধু বলেছেন: মানবতার জয় হোক ।

৪| ০১ লা মে, ২০১৬ সকাল ৮:১৭

সাদা মনের মানুষ বলেছেন: মানবতার কবিতার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাই

০১ লা মে, ২০১৬ সকাল ৮:৫৩

রূপক বিধৌত সাধু বলেছেন: মানবতার জয় হোক ।

৫| ০১ লা মে, ২০১৬ সকাল ৮:১৭

সাদা মনের মানুষ বলেছেন:

০১ লা মে, ২০১৬ সকাল ৮:৫৪

রূপক বিধৌত সাধু বলেছেন: ধন্যবাদ আপনাকে ।

৬| ০১ লা মে, ২০১৬ সকাল ৮:৪৩

কল্লোল পথিক বলেছেন: অসাধারন কবিতা।
কবিতা+++++

০১ লা মে, ২০১৬ সকাল ৮:৫৫

রূপক বিধৌত সাধু বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইলো ।

৭| ০১ লা মে, ২০১৬ সকাল ৯:২৯

সুজন চন্দ্র পাল বলেছেন: কিছু স্বার্থবাদীদের মানুষের আবেগ নিয়ে ব্যবসার কারনেই এইসব সুবিধাবঞ্চিতরা বেশি মাত্রায় বঞ্চিত হচ্ছে। তাই সবার আগে আমাদের সচেতনতা প্রয়োজন।

০১ লা মে, ২০১৬ সকাল ১০:১২

রূপক বিধৌত সাধু বলেছেন: সুচারু মন্তব্যে ভালো লাগা!

৮| ০১ লা মে, ২০১৬ সকাল ৯:৪৪

মো: ইমরান আল হাদী বলেছেন: কবি আপনাকে ধন্যবাদ এরকম একটি বিষয় নিয়ে লেখার জন্য।

০১ লা মে, ২০১৬ সকাল ১০:১৪

রূপক বিধৌত সাধু বলেছেন: শুভেচ্ছা নেবেন ।

৯| ০১ লা মে, ২০১৬ সকাল ৯:৫৯

রুদ্র জাহেদ বলেছেন: ক্ষুধা কত কষ্টের ক্ষুধার্তরাই বুঝে।বুর্জোয়া শোষকরা তা কখনো দেখবে না।কবিতায় দারুণ প্রকাশ

০১ লা মে, ২০১৬ সকাল ১০:১৮

রূপক বিধৌত সাধু বলেছেন: ক্ষুধা কত কষ্টের ক্ষুধার্তরাই বুঝে। বুর্জোয়া শোষকরা তা কখনো দেখবেনা ।" এ জন্যই কবি বলেছিলেন, চির সুখীজন ভ্রমে কি কখন ব্যথিত বেদন বুঝিতে পারে, কী যাতনা বিষে বুঝিবে সে কীসে কভূ অাশীবিষে দংশেনি যারে ।

১০| ০১ লা মে, ২০১৬ সকাল ১০:০২

ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: বাস্তবচিত্রের মানবিকতা ফুঁটে উঠেছে কবিতা। কবিতা তো নয় যেন পথেঘাটে ক্ষুর্ধাতদের ভিডিও চিত্র। অনেক ধন্যবাদ কবিকে।।

০১ লা মে, ২০১৬ সকাল ১০:২২

রূপক বিধৌত সাধু বলেছেন: শুভেচ্ছা রইলো, ডাক্তার সাহেব!

১১| ০১ লা মে, ২০১৬ সকাল ১০:০৬

জনৈক অচম ভুত বলেছেন: ময়লার স্তুপে উচ্ছিষ্ট ফেলা হচ্ছে বলেই তাদের পেটে অন্ন জুটছে। অভুক্তের পেটে ধনীদের এই অন্ন জোগাবার প্রক্রিয়াকে ছোট করে দেখার উপায় নেই। :|
আসুন, সবাই গলা মিলিয়ে বলি, মানবতার জয় হোক।

০১ লা মে, ২০১৬ সকাল ১০:২৩

রূপক বিধৌত সাধু বলেছেন: ময়লার স্তুপে উচ্ছিষ্ট ফেলা হচ্ছে বলেই তাদের পেটে অন্ন জুটছে। অভুক্তের পেটে ধনীদের এই অন্ন জোগাবার প্রক্রিয়াকে ছোট করে দেখার উপায় নেই।" হুম ।

১২| ০১ লা মে, ২০১৬ দুপুর ১:১৭

আরণ্যক রাখাল বলেছেন: দারুণ

০১ লা মে, ২০১৬ বিকাল ৪:১০

রূপক বিধৌত সাধু বলেছেন: শুভেচ্ছা রইলো ।

১৩| ০১ লা মে, ২০১৬ দুপুর ২:০৬

সুমন কর বলেছেন: ক্ষুধার চেয়ে মহান খোদা দেখি নাই
জগতে, শুনিনি অার সৌহার্দ্যের বাণী ।
-- ভালো হয়েছে।

০১ লা মে, ২০১৬ বিকাল ৪:১১

রূপক বিধৌত সাধু বলেছেন: পাঠ ও প্রতিক্রিয়ায় কৃতজ্ঞতা ।

১৪| ০১ লা মে, ২০১৬ বিকাল ৩:৪৯

মহা সমন্বয় বলেছেন: এ তো কবিতা নয় এ এক সত্যের বাণী, যার পরতে পরতে লুকিয়ে আছে পরম বাস্তবতা।
একরাশ ভাল লাগা রেখে গেলাম। :)

০১ লা মে, ২০১৬ বিকাল ৪:১৫

রূপক বিধৌত সাধু বলেছেন: ক্ষুধা অপেক্ষা বড় ধর্ম আর অন্ন অপেক্ষা বড় ঈশ্বর নেই ।

১৫| ০১ লা মে, ২০১৬ বিকাল ৪:৩৩

মুসাফির নামা বলেছেন: ক্ষুধার জ্বালা বড় জ্বালা
ক্ষুধিতের চেয়ে কে বেশী বুঝিবে?

০১ লা মে, ২০১৬ সন্ধ্যা ৬:৩৮

রূপক বিধৌত সাধু বলেছেন: যথার্থই বলেছেন ।

১৬| ০১ লা মে, ২০১৬ বিকাল ৫:১৫

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: অন্নের চেয়ে মহান খোদা দেখি নাই
জগতে, শুনিনি অার সৌহার্দ্যের বাণী ।


সুন্দর করে বর্ণনা করলেন সমাজের বাস্তব চিত্রগুলো।

সে মানুষগুলোর চোখ থেকে কি লাভ, যাদের হৃদয়ে অনুভূতি নেই।

০১ লা মে, ২০১৬ সন্ধ্যা ৬:৪৫

রূপক বিধৌত সাধু বলেছেন: সে মানুষগুলোর চোখ থেকে কি লাভ, যাদের হৃদয়ে অনুভূতি নেই?" আসলে কেউ কারও দুঃখ বুঝতে চায়না ।

১৭| ০১ লা মে, ২০১৬ সন্ধ্যা ৬:১২

শামছুল ইসলাম বলেছেন: অন্নের জন্য যখন একদল কাতর, তখন আর একদল তা নিয়ে অপব্যয় করছে।

ক্ষুধার্ত মানুষের জন্য সুন্দর কবিতার জন্য কবিকে অভিনন্দন।

ভাল থাকুন। সবসময়ঝ

০১ লা মে, ২০১৬ সন্ধ্যা ৬:৪৮

রূপক বিধৌত সাধু বলেছেন: অন্নের জন্য যখন একদল কাতর, তখন আর একদল তা নিয়ে অপব্যয় করছে!" শ্রেণি বৈষম্য প্রকট আকার ধারণ করছে ।

১৮| ০১ লা মে, ২০১৬ রাত ৮:৩৪

ইমরাজ কবির মুন বলেছেন:
weLL written Sadhumoshai.

০১ লা মে, ২০১৬ রাত ৯:৫৯

রূপক বিধৌত সাধু বলেছেন: পাঠ ও মন্তব্যে কৃতজ্ঞতা, মুন!

১৯| ০১ লা মে, ২০১৬ রাত ১০:০৮

বিজন রয় বলেছেন: আজকে মে দিবস।
উপযুক্ত কবিতা।
++++

০১ লা মে, ২০১৬ রাত ১০:৪৩

রূপক বিধৌত সাধু বলেছেন: আমারও তাই মনে হয়!

২০| ০১ লা মে, ২০১৬ রাত ১০:২৮

জুন বলেছেন: মনটা খারাপ হয়ে গেল।
+

০১ লা মে, ২০১৬ রাত ১০:৪৫

রূপক বিধৌত সাধু বলেছেন: পথেঘাটে যখন এ ধরণের দৃশ্য দেখি আমারও মন খারাপ হয়ে যায় ।

২১| ০১ লা মে, ২০১৬ রাত ১০:৩৯

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

কবিতার বক্তব্য ভালো লেগেছে।

০১ লা মে, ২০১৬ রাত ১০:৪৭

রূপক বিধৌত সাধু বলেছেন: অশেষ ধন্যবাদ মঈনুল ভাই! ভালো থাকুন সবসময় ।

২২| ০১ লা মে, ২০১৬ রাত ১০:৪৮

মনিরা সুলতানা বলেছেন: চমৎকার মেসেজ দিয়েছেন
লেখায় ভালোলাগা ।

০২ রা মে, ২০১৬ দুপুর ২:৫১

রূপক বিধৌত সাধু বলেছেন: মন্তব্যে প্রীত হলাম । ভালো থাকুন ।

২৩| ০২ রা মে, ২০১৬ রাত ১:৫০

সোহানী বলেছেন: জীবনের কবিতায় +++++++++++

০২ রা মে, ২০১৬ দুপুর ২:৫৩

রূপক বিধৌত সাধু বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা । ভালো থাকুন সবসময় ।

২৪| ০২ রা মে, ২০১৬ রাত ২:০৭

দেবজ্যোতিকাজল বলেছেন: ভাল হয়েছে ঃ

০২ রা মে, ২০১৬ দুপুর ২:৫৪

রূপক বিধৌত সাধু বলেছেন: ধন্যবাদ । ভালো থেকো ।

২৫| ০২ রা মে, ২০১৬ রাত ৯:৫১

আহমেদ জী এস বলেছেন: রূপক বিধৌত সাধু ,




আপনার কবিতার সারাংশটুকু, আমারই লেখা আর একটি কবিতার কিছু লাইনে দিলুম ------

একদিন চোখের রং ও ধুঁয়ে যাবে
বাকসে্র নীচে রাখা নীলপত্র প্রেমের,
ধীরে ধীরে খোয়াবে যৌবন
চায়ের কাপে নিত্য তোলা ঝড়
তাও মনে হবে পুরাতন-পুরাতন
যেন কতোদিন ব্যবহারে মলিন।
কেবল ক্ষুধা, একমাত্র ক্ষুধাই তার
নিত্যকার সহবাস শেষে আবার
নতুন মনে হবে।

১০ ই মে, ২০১৬ সকাল ১১:২৮

রূপক বিধৌত সাধু বলেছেন: চমৎকার মন্তব্যে ভালো লাগা!

২৬| ০৩ রা মে, ২০১৬ সকাল ৮:২৫

রাইসুল ইসলাম রাণা বলেছেন: অন্নের চেয়ে মহান খোদা দেখি নাই।

১০ ই মে, ২০১৬ সকাল ১১:২৯

রূপক বিধৌত সাধু বলেছেন: সেটাই ।

২৭| ০৩ রা মে, ২০১৬ সকাল ৯:৪৮

জহিরুল ইসলাম (রেহান) বলেছেন: খুব ভাল লেগেছে

১০ ই মে, ২০১৬ সকাল ১১:২৯

রূপক বিধৌত সাধু বলেছেন: শুভেচ্ছা জানবেন ।

২৮| ০৪ ঠা মে, ২০১৬ সকাল ৮:৪০

নীলপরি বলেছেন: তার মতো অনেকেই ক্ষুধার্ত রয়েছে
হামলে পড়বে যদি তারা খোঁজ পায়,
শহরে খাবার অাছে- তবে মন নেই
ধনীদের একবেলা তারে খাওয়ায় ।
টান পড়ে যায় যদি ক্ষুধার্তের পেটে
ঈশ্বর নিয়তি বলো কিছুই না মানি;
অন্নের চেয়ে মহান খোদা দেখি নাই
জগতে, শুনিনি অার সৌহার্দ্যের বাণী ।


কবিতায় বাস্তবের প্রতিচ্ছবি মনকে নাড়া দিয়ে গেলো । ++
মে দিবসের কবিতা পড়তে একটু দেরী হয়ে গেলো ।

১০ ই মে, ২০১৬ সকাল ১১:২৭

রূপক বিধৌত সাধু বলেছেন: যাক তাহলে নীলপরির দর্শন মিললো! উত্তর দিতেও দেরি হয়ে গেলো ।

২৯| ০৯ ই মে, ২০১৬ দুপুর ২:৩৭

জেন রসি বলেছেন: খাদ্য সংকট কারা, কেন, কিভাবে করে আমরা জানি।

ক্ষুধামুক্ত পৃথিবী গড়তে হলে আঘাতটা সেখানেই করতে হবে।

১০ ই মে, ২০১৬ সকাল ১১:২৫

রূপক বিধৌত সাধু বলেছেন: তথাস্তু ।

৩০| ০৯ ই মে, ২০১৬ বিকাল ৩:৫৬

আমিই মিসির আলী বলেছেন: ক্ষুধায় কাতর শিশু হাঁটছিলো পথে
একেলাই অানমনে, কোথায় ছিলেন?
একটি পয়সা শুধু চেয়েছিলো বলে
কুকুরের মত তারে তাড়িয়ে দিলেন?
একখানা সস্তা রুটি দিতে পারতেন,
পারতেন দিতে তারে কলা একখানা;
হয়তো জানেন না অাপনি তার পেটে
পড়ে নাই দুইদিন এক কণা দানা ।
পথের ধারেই ময়লার স্তুপ, পড়ে
অাছে ধনীদের ফেলে দেওয়া উচ্ছিষ্ট;
অভূক্ত শিশুটা কুড়িয়ে খাচ্ছে সেগুলো
প্রতিযোগিতার ভয়ে মনটা অাড়ষ্ট ।
তার মতো অনেকেই ক্ষুধার্ত রয়েছে
হামলে পড়বে যদি তারা খোঁজ পায়,
শহরে খাবার অাছে- তবে মন নেই
ধনীদের একবেলা তারে খাওয়ায় ।
টান পড়ে যায় যদি ক্ষুধার্তের পেটে
ঈশ্বর নিয়তি বলো কিছুই না মানি;
অন্নের চেয়ে মহান খোদা দেখি নাই
জগতে, শুনিনি অার সৌহার্দ্যের বাণী ।


ভালো লাগছে।
প্রিয়তে রাখলাম।

১০ ই মে, ২০১৬ সকাল ১১:২৫

রূপক বিধৌত সাধু বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.