নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Our sweetest songs are those that tell of saddest thought (Shelly).

রূপক বিধৌত সাধু

মন রে, কৃষিকাজ জানো না; এমন মানবজমিন রইলো পতিত আবাদ করলে ফলত সোনা! রামপ্রসাদ সেন ([email protected])

রূপক বিধৌত সাধু › বিস্তারিত পোস্টঃ

ক্রীতদাস

২০ শে মে, ২০১৬ সকাল ৮:৪৭

হাজার বছর পরে মোর
আগমন দেশে,
এগোয়নি কাজ বেশিদূর
গিয়ে দেখি শেষে ।
গমের খেতে পেকেছে গম
ধান খেতে ধান,
আজ অবধি হৃদয়ে মম
স্বদেশের টান ।
বিচারপতির রায় নিয়ে
কাজ করে যাই,
স্বাধীনতা নেই তো হৃদয়ে
নিজ ধর্ম নাই ।
কাঠ দিয়ে বাঁধলাম ঘর
গোলপাতা দিয়ে ছাঁদ,
না শুনলে হুকুম প্রভুর
রটান যে অপবাদ ।
আম গাছে পাকা আম
তেঁতুল গাছে তেঁতুল,
রক্ষা করি অবিরাম
গাছেতে পাকানো কুল ।
পড়শিরা যে কয়না কথা
দূরে চলে যায়,
তাদের নীরব বিষণ্ণতা
করে অসহায় ।
মালিক আমায় সৃষ্টি করে
চালায় নিজের মত,
যখন আমি ডাকি গো তারে
থামায় যে আপাতত ।
একলা বসে সাধনা করি
নিভৃতেই বারোমাস,
যেতে নারে কোথাও যে সরি’
দীনহীন কৃতদাস ।

৪ চৈত্র ১৪১৫ বঙ্গাব্দ
১৮/০৩/২০০৯ খ্রিস্টাব্দ

মন্তব্য ২৮ টি রেটিং +১/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ২০ শে মে, ২০১৬ সকাল ৯:৫৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: সময়ের চিত্র আঁকা যেন কাব্যপটুয়ার হাতে :)

++++++++

২০ শে মে, ২০১৬ সন্ধ্যা ৬:১৭

রূপক বিধৌত সাধু বলেছেন: চমৎকার মন্তব্যে ভালো লাগা ।

২| ২০ শে মে, ২০১৬ সন্ধ্যা ৬:০২

অপ্‌সরা বলেছেন: ভাইয়া!!!!!!!!!!!!!! :((

২০ শে মে, ২০১৬ সন্ধ্যা ৬:১৯

রূপক বিধৌত সাধু বলেছেন: আমি চিনি গো চিনি তোমারে ওগো আফামণি,
তুমি থাকো মেঘের দেশে ওগো আফামণি ।

লেখাটা ড্রাফটে নিছিলামগা । আজব ব্যাপার ড্রাফট হয়নি । ক্যামনে কী!

৩| ২০ শে মে, ২০১৬ সন্ধ্যা ৬:০৭

সুমন কর বলেছেন: ভাল হয়েছে।

২০ শে মে, ২০১৬ সন্ধ্যা ৬:২০

রূপক বিধৌত সাধু বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা জানবেন, সুমনদা!

৪| ২০ শে মে, ২০১৬ সন্ধ্যা ৬:৩০

জেন রসি বলেছেন: একটা পুঁথি পুঁথি ভাব আছে। ভালো লেগেছে।

২০ শে মে, ২০১৬ সন্ধ্যা ৬:৪৮

রূপক বিধৌত সাধু বলেছেন: ভালো থাকবেন, জেন রসি ভাই ।

৫| ২০ শে মে, ২০১৬ সন্ধ্যা ৬:৫৪

রুদ্র জাহেদ বলেছেন: ভালো লাগল

২০ শে মে, ২০১৬ সন্ধ্যা ৭:০৬

রূপক বিধৌত সাধু বলেছেন: ধন্যবাদ । শুভেচ্ছা, জাহেদ ভাই ।

৬| ২০ শে মে, ২০১৬ রাত ৯:৫৮

কল্লোল পথিক বলেছেন: চমৎকার কবিতা।
ভীষণ ভালো লেগেছে।

২০ শে মে, ২০১৬ রাত ১০:১৬

রূপক বিধৌত সাধু বলেছেন: শুভেচ্ছা । ভালো থাকুন নিরন্তর ।

৭| ২১ শে মে, ২০১৬ সকাল ১০:৪২

নীলপরি বলেছেন: একলা বসে সাধনা করি
নিভৃতেই বারোমাস,
যেতে নারে কোথাও যে সরি’
দীনহীন কৃতদাস ।


খুব সুন্দর । মনকে নাড়িয়ে দেয় । ++

২১ শে মে, ২০১৬ সকাল ১১:৫৬

রূপক বিধৌত সাধু বলেছেন: পাঠ ও প্রতিক্রিয়ায় ভালো লাগা! শুভেচ্ছা, নীলপরি!

৮| ২১ শে মে, ২০১৬ বিকাল ৪:৫৮

মার্কোপলো বলেছেন:




জোতাতালি দেয়া কথার সমন্ময়, কেমন যেন দুর্বল ভাষা

২১ শে মে, ২০১৬ বিকাল ৫:১৮

রূপক বিধৌত সাধু বলেছেন: আমারও তাই মনে হয়! ছন্দের ওপর বেশি গুরুত্ব দিয়ে ফেলেছি । গঠনমূলক মন্তব্যে প্রীত হলাম ।

৯| ২১ শে মে, ২০১৬ রাত ১১:৫৭

সিলা বলেছেন: আজ অবধি হৃদয়ে মম
স্বদেশের টান ।


বাংলাদেশী মানুষের থেকে এটা সুনলে কেন জানি খুব ভাললাগে।
তবে মনে খিন সন্দেহ জাগে। সত্তি বলছে নাকি কথার কথা!!

২২ শে মে, ২০১৬ সকাল ৮:২৮

রূপক বিধৌত সাধু বলেছেন: হুম । আজকাল মানুষের মধ্যে দেশপ্রেমের বড় অভাব!

আপ্নে বৈদেশ থাকেন?

১০| ২২ শে মে, ২০১৬ সকাল ৯:৩৫

সিলা বলেছেন: না আমি আমার দেশেই থাকি এবং এতে আমি গরবিত।
ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা....
গানটা অনেক সুন্দর তাইনা :)

২২ শে মে, ২০১৬ সকাল ১১:০৩

রূপক বিধৌত সাধু বলেছেন: তুমি মিশেছো মোর দেহের সনে
তুমি মিশেছো মোর প্রাণে-মনে ।
তোমার ঐ শ্যামল বরণ
কোমল মূর্তি মর্মে গাঁথা ।" গানটা শুনলে আবেগাপ্লুত হয়ে পড়ি ।

১১| ২২ শে মে, ২০১৬ দুপুর ১:৪১

বিজন রয় বলেছেন: কৃতদার আজ কৃতদাস।

২২ শে মে, ২০১৬ বিকাল ৩:১৯

রূপক বিধৌত সাধু বলেছেন: তাই তো মনে হচ্ছে!

১২| ২২ শে মে, ২০১৬ রাত ১০:৫৬

দীপংকর চন্দ বলেছেন: ভালো লাগলো অনুভূতির প্রকাশ।

শুভকামনা অনিঃশেষ জানবেন কবি।

অনেক ভালো থাকবেন। সবসময়।

২৪ শে মে, ২০১৬ সন্ধ্যা ৬:১৫

রূপক বিধৌত সাধু বলেছেন: শুভ কামনা আপনার জন্যও । ভালো থাকুন ।

১৩| ২৪ শে মে, ২০১৬ রাত ১২:৪৪

উল্টা দূরবীন বলেছেন: ভালোলাগা রইলো।

২৪ শে মে, ২০১৬ সন্ধ্যা ৬:১৪

রূপক বিধৌত সাধু বলেছেন: ধন্যবাদ । ভালো থাকুন ।

১৪| ২৪ শে মে, ২০১৬ সকাল ৯:৫৬

দেবজ্যোতিকাজল বলেছেন: পুরোন শব্দে বর্তমান সময়

২৪ শে মে, ২০১৬ সন্ধ্যা ৬:১৪

রূপক বিধৌত সাধু বলেছেন: অনেক শুভেচ্ছা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.