নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Our sweetest songs are those that tell of saddest thought (Shelly).

রূপক বিধৌত সাধু

মন রে, কৃষিকাজ জানো না; এমন মানবজমিন রইলো পতিত আবাদ করলে ফলত সোনা! রামপ্রসাদ সেন ([email protected])

রূপক বিধৌত সাধু › বিস্তারিত পোস্টঃ

বিরহপ্রলাপ

২৪ শে মে, ২০১৬ সন্ধ্যা ৭:১৬


বৈশাখ মাস চইলা গেলো
প্রাণবন্ধু তুমি আর আইলানা,
তোমার আশায় দিন ফুরাইলো
একবারও চাইয়া দেখলানা ।

হায় জ্যৈষ্ঠ মাস যে আইসা গেলো
ধরিলো যে গাছে ফুল,
ফল পাকিলো খাইয়া গেলো কোন
বৈদেশের পক্ষিকুল ।
প্রাণবন্ধু একবারও আইসা
সেই ফল তুমি খাইলানা ।

গাছে গাছে কতো ডাকে পাখি,
তোমার আশে চাইয়া থাকি;
যদি তুমি ফিরে আসো
দুঃখিনীরে ভালোবাসো
ভুইলা যাইতাম সব যাতনা ।

পথপানে চাইয়া চাইয়া,
চক্ষের জ্যোতি গেলো ক্ষইয়া
বক্ষজ্বালা হইলো দ্বিগুন
তোমার তো মায়া লাগলোনা ।

১ জ্যৈষ্ঠ ১৪২৩ বঙ্গাব্দ

মন্তব্য ৪৪ টি রেটিং +৫/-০

মন্তব্য (৪৪) মন্তব্য লিখুন

১| ২৪ শে মে, ২০১৬ সন্ধ্যা ৭:৩১

সুমন কর বলেছেন: ছন্দময় দারুণ।

২৪ শে মে, ২০১৬ সন্ধ্যা ৭:৩৫

রূপক বিধৌত সাধু বলেছেন: প্রথমেই আপনার মন্তব্যটা পেয়ে খুব ভালো লাগলো । ভালো থাকুন, সুমনদা!

২| ২৪ শে মে, ২০১৬ রাত ৯:০৬

সোজোন বাদিয়া বলেছেন: খুবই সুন্দর হয়েছে। আমি তো ভাবছিলাম কোনো প্রসিদ্ধ লোককবির লেখা সংগ্রহ পড়ছি। +++

২৪ শে মে, ২০১৬ রাত ৯:৩৯

রূপক বিধৌত সাধু বলেছেন: এ ধরণের লেখা আগে কখনো লিখিনি । পরীক্ষামূলক বলা যায় । যাহোক, আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম ।

৩| ২৪ শে মে, ২০১৬ রাত ৯:৪২

নীলপরি বলেছেন: গানের লিরিকের মতো লাগলো । খুব ভালো । ++
সাথের ছবিগুলোও ব্যপক । নেট থেকে না নিজের সংগ্রহ ?

২৪ শে মে, ২০১৬ রাত ৯:৪৯

রূপক বিধৌত সাধু বলেছেন: কয়েকদিন আগে নেত্রকোণা ভ্রমণে গিয়েছিলাম । ছবিগুলো জেলার বিভিন্ন অঞ্চল থেকে তোলা! মোবাইল ক্যামেরা ভালো না; তাই ছবিগুলোও ভালো হয়নি ।

৪| ২৪ শে মে, ২০১৬ রাত ৯:৫৫

প্রামানিক বলেছেন: খুব ভালো লাগল। ধন্যবাদ

২৪ শে মে, ২০১৬ রাত ১০:০৩

রূপক বিধৌত সাধু বলেছেন: ধন্যবাদ আপনাকেও সাধুর দুয়ারে পদধূলি দেওয়ায় । ভালো থাকুন ।

৫| ২৪ শে মে, ২০১৬ রাত ১০:০৪

নীলপরি বলেছেন: সে আপনার ভালো না লাগতেই পারে । আমি ফোটোগ্রাফি বিশারদ নই । আমার কাছে ভালো লেগেছে । শেষেরটা বিশেষ করে ।

২৪ শে মে, ২০১৬ রাত ১০:০৮

রূপক বিধৌত সাধু বলেছেন: আমার কাছে ধানক্ষেতটা ।

৬| ২৪ শে মে, ২০১৬ রাত ১০:০৭

মার্কোপলো বলেছেন:



সাধারণ পল্লীগীতি, ওকে!

২৪ শে মে, ২০১৬ রাত ১০:০৯

রূপক বিধৌত সাধু বলেছেন: তেমন কিছু একটা!

৭| ২৪ শে মে, ২০১৬ রাত ১০:১৬

নীলপরি বলেছেন: ধানক্ষেতটা কি ? আপনার ভালো লেগেছে ? যাক পজিটিভ হওয়া ভালো । :)

২৪ শে মে, ২০১৬ রাত ১০:১৯

রূপক বিধৌত সাধু বলেছেন: (!)

৮| ২৪ শে মে, ২০১৬ রাত ১০:২৩

নীলপরি বলেছেন: সংকেতের অর্থ বুঝিতে পারিলাম না ।

২৪ শে মে, ২০১৬ রাত ১০:২৫

রূপক বিধৌত সাধু বলেছেন: না বুঝেেও সমস্যা নেই!

৯| ২৪ শে মে, ২০১৬ রাত ১০:২৪

সিলা বলেছেন: গ্রামের ছবি জতই দেখি বরিং ও লাগেনা মুগ্ধ তাও শেষ হয়না হোক সেটা বাস্তব বা ছবি।
অথচ প্রতিদিনি দেখি।
ছবিগুল সুন্দর।
লিখা গুল পল্লিগীতি গানের মত লাগল :)
পল্লিগীতি গান আমার খুব ভালোলাগে।

২৪ শে মে, ২০১৬ রাত ১০:২৬

রূপক বিধৌত সাধু বলেছেন: পল্লীগীতি আমারও খুব ভালো লাগে ।

পোস্ট দেন না ক্যারে?

১০| ২৪ শে মে, ২০১৬ রাত ১০:৪৩

সিলা বলেছেন: ছোট মানুষ আমি লিখতেইত পাড়িনা, জতটা না বয়সের দোষ, তারচে বেশি দোষ আমার আলসেমির।
লিখতে ভালোলাগেনা, পড়তেই ভালোলাগে :)
কিছুটা দোষ আমার বানানের ও আছে

২৫ শে মে, ২০১৬ রাত ৩:৩১

রূপক বিধৌত সাধু বলেছেন: তাহলে আপাতত পড়তে থাকো । সিনিয়রদের পোস্টগুলো ফলো করো; কয়েকদিন পর লেখার সক্ষমতা অর্জন করতে পারবে । শুভ কামনা রইলো ।

১১| ২৪ শে মে, ২০১৬ রাত ১১:৪২

কল্লোল পথিক বলেছেন:




আপডেট বেশ চমৎকার হয়েছে।
ছবির সাথে লোক গীতি মিলে গেছে।
সব মিলে++++++++

২৫ শে মে, ২০১৬ রাত ৩:২৯

রূপক বিধৌত সাধু বলেছেন: অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইলো । শুভ কামনা সতত ।

১২| ২৫ শে মে, ২০১৬ সকাল ৯:০৮

অগ্নি সারথি বলেছেন: ছবিতা ভালু হইসে!

২৫ শে মে, ২০১৬ সকাল ৯:২১

রূপক বিধৌত সাধু বলেছেন: ধইন্যপাতা! ভালা থাইকেন সারথি ভাইজান!

১৩| ২৫ শে মে, ২০১৬ সকাল ১০:১৫

রানার ব্লগ বলেছেন:

মেঠো পথের ধুলায় লুটায় আমার হৃদয় খানি
তোমায় আমি নিলাম বুকে, বক্ষ মাঝে টানি।

২৬ শে মে, ২০১৬ রাত ১১:৪৪

রূপক বিধৌত সাধু বলেছেন: তাই?

১৪| ২৫ শে মে, ২০১৬ দুপুর ১২:৩০

দেবজ্যোতিকাজল বলেছেন: গাছপাকা আম

২৬ শে মে, ২০১৬ রাত ১১:৪৩

রূপক বিধৌত সাধু বলেছেন: হুম । দেখতে সুন্দর, তাই না?

১৫| ২৫ শে মে, ২০১৬ বিকাল ৫:১৪

বিজন রয় বলেছেন: এসব কোন জায়গা? অসাধারন।

আমাকে নিয়ে যাবেন?

২৬ শে মে, ২০১৬ রাত ১১:৪৩

রূপক বিধৌত সাধু বলেছেন: নেত্রকোণা জেলার বিভিন্ন অঞ্চল থেকে তোলা । কিছুদিন আগে বেড়াতে গিয়েছিলাম ওদিকে ।

১৬| ২৮ শে মে, ২০১৬ সন্ধ্যা ৭:০৪

চাঁদগাজী বলেছেন:




এত বিরহ কিসের, বিয়ে করে ফেলেন।

২৮ শে মে, ২০১৬ সন্ধ্যা ৭:১৩

রূপক বিধৌত সাধু বলেছেন: আইডি উদ্ধার করতে পেরেছেন দেখছি! দুটোই চালাচ্ছেন?

১৭| ২৮ শে মে, ২০১৬ সন্ধ্যা ৭:৩৪

অপ্‌সরা বলেছেন:
ভাইয়ু!!!!!!!!!!!

সাধুভাইয়ামনি!!!!!!!!!!!!!:)

একদম গান বানানো যাবে এই লেখাটা!!!!!!!!!!


মুগ্ধ হইয়া তাই আজকের বানানো টেরারিয়াম




তোমাকে দিলাম ভাইয়ামনি সোনার খনি!!!!!!!!!:)

২৮ শে মে, ২০১৬ সন্ধ্যা ৭:৪৯

রূপক বিধৌত সাধু বলেছেন: ধন্যবাদ । ভালো থাকুন ।

১৮| ২৯ শে মে, ২০১৬ দুপুর ১২:১৭

মহা সমন্বয় বলেছেন: হা হা দারুণ হয়েছে।
চলুন আপনার এই লেখাটা নিয়ে একটা গান করি। :D
ছবিগুলো পোষ্টটাকে আরও প্রাণবন্ত করেছে।

হে কবি আপনি ভাল আছেন তো? :)

২৯ শে মে, ২০১৬ দুপুর ১:১৭

রূপক বিধৌত সাধু বলেছেন: ভালো নাইরে ভাই! হতাশায় ভুগছি! আপনি কেমন আছেন?

১৯| ২৯ শে মে, ২০১৬ দুপুর ১:২৬

মহা সমন্বয় বলেছেন: একদম হতাশ হওয়া চলবে না। হতাশা বলতে কিছু নেই.. হতাশা বলতে কিছু ছিল না এই দুনিয়ায়, এটা নিয়ে একটা কবিতা লিখে ফেলেন দেখবেন সব হতাশা দূর হয়ে গেছে। :)

আমি আছি আর কি চিপায় চাপায়... :-P

২৯ শে মে, ২০১৬ দুপুর ১:৩১

রূপক বিধৌত সাধু বলেছেন: আপ্নের আবার কী হলো?

২০| ২৯ শে মে, ২০১৬ দুপুর ২:২৬

মৌমুমু বলেছেন: চমৎকার। খুব ভাল লেগেছে। ছবিগুলোও সুন্দর ।

২৯ শে মে, ২০১৬ দুপুর ২:৪৫

রূপক বিধৌত সাধু বলেছেন: অশেষ ধন্যবাদ । ব্লগে স্বাগতম!

২১| ২৯ শে মে, ২০১৬ রাত ৮:১৯

কালনী নদী বলেছেন: ছন্দময় ছবি ব্লগ সাথে অসাধারণ কাব্যমালা, সংগ্রহে নিলুম সাধক ভাই।

২৯ শে মে, ২০১৬ রাত ১০:৪১

রূপক বিধৌত সাধু বলেছেন: শুভেচ্ছা । ভালো থাকুন সতত!

২২| ২৯ শে জুলাই, ২০১৬ দুপুর ১:৩১

ভ্রমরের ডানা বলেছেন: বিরহ বিলাপ মনে জ্বালা লাগিয়ে গেল। অনেক ভাল লাহা সাধুভাই। কবিতায় ৪ র্থ লাইক!

২৯ শে জুলাই, ২০১৬ বিকাল ৩:৪৪

রূপক বিধৌত সাধু বলেছেন: এদ্দিন পর? কোথায় থাকেন?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.