নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Our sweetest songs are those that tell of saddest thought (Shelly).

রূপক বিধৌত সাধু

মন রে, কৃষিকাজ জানো না; এমন মানবজমিন রইলো পতিত আবাদ করলে ফলত সোনা! রামপ্রসাদ সেন ([email protected])

রূপক বিধৌত সাধু › বিস্তারিত পোস্টঃ

একটি বাংলা সিনেমা (মনপুরা) ও আমার কিছু উচ্ছ্বল আবেগ

০১ লা জুন, ২০১৬ সকাল ৮:৫৩


আমি তখন ইন্টারমিডিয়েটে পড়ি, ফার্স্ট ইয়ারে! ২০০৮ সালের রোযার ঈদ পরবর্তী সময়কার ঘটনা । একদিন বিটিভিতে ছায়াছন্দ হচ্ছিলো । আমি আর আমার এক ফুফাতো ভাই টিভি দেখছিলাম । একটা কথা বলা বোধহয় বাহুল্য হবে যে, ঐ ফুফাতো ভাইয়ের সাথে আমার রুচির অদ্ভুত রকমের মিল! সেটা শুধু গান, বাজনা কিংবা সিনেমাই নয়, বৈষয়িক প্রায় সকল বিষয়েই ।
হঠাৎ টিভি পর্দায় একটা গান ভেসে এলো । ছবির নাম "মনপুরা" । গানটার প্রথম অন্তরাটা এরকমঃ
"সোনার পালঙ্কের ঘরে, লিখে রেখে ছিলেম দ্বারে;
যাও পাখি বলো তারে, সে যেন ভোলেনা মোরে
সুখে থেকো ভালো থেকো মনে রেখো এই আমারে ।"
গান শেষ হলে ফুফাতো ভাই বললো, "এই ছবি দেখা তো ফরজ হয়ে গেছে!" আমিও সম্মতি জানালাম । গানটা আমারও অসম্ভব রকমের ভালো লেগেছে!
কয়েকদিন পর দুর্ভাগ্যবশত সিনেমার নামটা ভুলে গেলাম । এতবার চেষ্টা করলাম আর স্মরণে এলোনা!
একদিন মোবাইলে একটা ম্যাসেজ এলো "মনপুরা সিনেমার গান শুনতে ডায়াল করুন..... নাম্বারে ।" হঠাৎ আমার সবকিছু মনে পড়লো । ঐ নাম্বারে ডায়াল করলাম । প্রথমে "নিথুয়া পাথারে নেমেছি বন্ধুরে ধরো বন্ধু আমার কেহ নাই" গানটা বাজলো । তারপর সেই কাঙ্খিত গান । কয়েকবারই শুনলাম । "যাও পাখি বলো তারে, সে যেন ভোলেনা মোরে" এই অংশ শুনলে চোখে জল এসে যেত (এখনও আসে)! বলে রাখা ভালো, তখন আমাদের বাড়িতে কোন গানের মোবাইল ছিলোনা । আমি বোধহয় নোকিয়া ১২০০ মডেল চালাতাম ।
প্রতিদিন নিয়ম করে ঐ নাম্বারে ফোন দিতাম আর বিশেষ ঐ গানটা শুনতাম । কী পাগলামী ছিল, তাই না? এখন মনে হলে নিজেই হাসি!
২০০৯ সালের জানুয়ারি মাসে "মনপুরা" সিনেমা মুক্তি পায় । ফুফাতো ভাইকে নিয়ে ভালুকায় সিনেমাটা দেখতে যাই (ভালুকায় তখন "প্রীতম" নামে একটা সিনেমা হল ছিল; এখন অবশ্য নেই) । সিনেমা দেখে যখন মনটা খুব খারাপ, ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছি- হঠাৎ নানার বাড়ি থেকে একটা ফোন এলো, ওপাশ থেকে বললো, "তোমার নানা মারা গেছেন ।"
বিঃদ্রঃ ঐ গান ও সিনেমা ঘিরে এত আবেগ তৈরি হওয়ার কারণ হলো সিনেমার নায়িকার সাথে বিশেষ একজনের চেহারার মিল ছিলো । এই লেখাটা পড়তে পারেন Click This Link । নায়িকার মৃত্যু মেনে নেওয়ার মত মানসিক অবস্থায় ছিলাম না! গতরাত্রে টিভিতে একটা গানের অনুষ্ঠান হলো । সেখানে ঐ সিনেমার একটা গান দেখানো হয় । আট বছর আগের ঘটনা হঠাৎ মনে পড়ে গেলো । তাই অাবোল-তাবোল লিখলাম অার কী! জানি এই লেখাটা ব্লগে দেওয়ার উপযোগী না, তারপরও দিলাম । কারণ, ফেসবুকে দেওয়া যে সম্ভব নয় । আমি চাইনা বিষয়টা সে জানুক!

ছবিঃ ব্লগের কার কাছ থেকে যে নিয়েছিলাম ইয়াদ নেই । কৃতজ্ঞতা তার প্রতি!

মন্তব্য ৪০ টি রেটিং +৭/-০

মন্তব্য (৪০) মন্তব্য লিখুন

১| ০১ লা জুন, ২০১৬ সকাল ৯:০৪

সিলা বলেছেন: আহারে সাধু ভাই কি মনে করিয়ে দিলেন......
ছোট বেলায় এই ছবি টা দেখেছিলাম এম্নেতেই ছোট ছিলাম তার উপর আবেগ বেশি দেখেত সব বান্ধবিরা মিলে সেকি কান্না.... হাহা মনে পরলে এখন হাসি পায়।
মরা গান আমার তেমন পছন্দ না শুনিনা তেমন তবে এই ছবির সবগুল গান ভালোলেগেছিল কয়েকবার সুনেছিলাম।

০১ লা জুন, ২০১৬ সকাল ৯:১৯

রূপক বিধৌত সাধু বলেছেন: ছবিটা অাসলেই কান্নাকাটি করার জন্য পারফেক্ট! মরা গান অামার অবশ্য ভালো লাগে । এই ছবির গানগুলোও অসম্ভব রকমের ভালো লেগেছিলো ।

২| ০১ লা জুন, ২০১৬ সকাল ৯:১৩

মোস্তফা সোহেল বলেছেন: কত্ত আবেগ আপনার এখনও কি এমন আবেগ আছে?

০১ লা জুন, ২০১৬ সকাল ৯:২২

রূপক বিধৌত সাধু বলেছেন: আবেগহীন মানুষ আছে কি, ভায়া?

৩| ০১ লা জুন, ২০১৬ সকাল ৯:৩৮

দেবজ্যোতিকাজল বলেছেন: মানুষ জীবনের সবচে বড় অনুভূতি পুরোনকে হাতরে বেড়ান । এই পার্থক্যটা পৃথিবীর সব জীবজগতের সাথে । ভাল কিছু থেকে ভালবাসার জন্ম নেয় । শুরুটা হয় একতর্ফা , আস্তে আস্তে তা দু'জনের মধ্যে বিকাশ হতে থাকে । অনেকে অনেকরকম ভাবে এই স্বাদ গ্রহন করতে থাকে । তা থাকে সারাজীবনের সঞ্চিত ভাল বা মন্দ অনুভূতি । কিন্তু নারীদের মানসিক ও সামাজিক তারতম্যের জন্য স্বশাসিত মনটাকে স্বাধীন করতে পারে না । কেন তা লিখলাম না । পারলে রবি ঠাকুরের পূর্ণাংগজীবনিটা পড় ।

০১ লা জুন, ২০১৬ সকাল ১০:০০

রূপক বিধৌত সাধু বলেছেন: তোমার চমৎকার মন্তব্যে লা জবাব! রবিদার জীবনী বিচ্ছিন্নভাবে পড়েছি ।

৪| ০১ লা জুন, ২০১৬ সকাল ৯:৫৬

নীলপরি বলেছেন: বাপরে লিঙ্কটা ক্লিক করে আমারও কিছু কথা মনে পরে গেলো । যাক সে কথা ।

এই লেখাটা ভালো লেগেছে । আর আমিও একটু বেশী আবেগী । সেটা ভালো কি মন্দ জানি না ।

' তুমি অন্যকারো ছন্দে বেঁধো গান । '

শুভকামনা । :)

০১ লা জুন, ২০১৬ সকাল ১০:০২

রূপক বিধৌত সাধু বলেছেন: ' তুমি অন্যকারো ছন্দে বেঁধো গান । ' লাইনটা দ্বারা কন্যা কী বোঝালো?

৫| ০১ লা জুন, ২০১৬ সকাল ১০:২৩

সাহসী সন্তান বলেছেন: সিনেমাটা পেক্ষাগৃহে রিলিজ হওয়ার কয়েকদিন পরেই দেখেছিলাম। এছাড়াও অনেকবার পিসিতে, মোবাইলে নিয়ে দেখেছি। অসম্ভব আবেগ এবং ভাললাগা ময় একটা সিনেমা। বিশেষ করে উক্ত সিনেমায় 'ফারহানা মিলি'র আবেগময়ী অভিনয় আমি জীবনেও ভুলবো না। একটা সামান্য দ্বীপ বাসি গরিব ছেলে সোনাইয়ের প্রতি তার দরদ, ভালবাসা এবং আবেগ সত্যিই সিনেমাটিকে অসাধারণ করে তুলেছিল! :(

আমি প্রথম আলো পত্রিকায় 'চঞ্চল চৌধুরি'র একটা স্বাক্ষাতকার পড়েছিলাম। সেখানে তাকে প্রশ্ন করা হয়েছিল-

"যদি আপনি কখনো এমন সুযোগ পান যে আপনার অভিনয় করা সব গুলো সিনেমার মধ্যে আপনি একটা চরিত্রকে বেছে নেন, যে চরিত্রটাকে আপনি জীবনে সব থেকে বেশি ভালবেসেছেন। তাহলে আপনি ঠিক কোন চরিত্রটাকে বেছে নেবেন? কিংবা আপনার অভিনীত সিনেমা গুলোর মধ্যে কোন চরিত্রটার সাথে আপনার বাস্তবে পরিচিত হওয়ার শখ আছে? আর যদি হঠাৎ সামনা সামনি তাকে দেখতে পান তাহলে তাকে আপনি কি বলবেন?"


চঞ্চলের উত্তর ছিল- "যদি আমার কখনো এমন সুযোগ আসে যে আমার অভিনীত চরিত্রগুলোর মধ্যে সব থেকে ভাল একটা চরিত্র বেছে নিতে হবে তাহলে আমি বিনা দ্বিধায় মনপুরা ছবির 'সোনাইকে' বেছে নেবো। আর জীবনে একবারের জন্য হলেও আমি বাস্তবের সোনাইকে একবার দেখতে চাই। আর যদি হঠাৎ তার সাথে আমার দেখা হয়ে যায় তাহলে তাকে আমি বলবো, সোনাই পৃথিবীতে প্রত্যেকটা মানুষের এমন কিছু কষ্ট আছে যেটা শুধুমাত্র তার একান্ত ব্যক্তিগত। তুমি সব কষ্টকে মাটি চাপা দিয়ে সামনে এগিয়ে যাও, ঠিক তোমার লক্ষে। দেখবা তুমি সত্যিই সফল হবে!"

সবটা মনে নেই। যতটুকু আছে তাই বললাম। চমৎকার পোস্টে ভাল লাগা। শুভ কামনা জানবেন!



০১ লা জুন, ২০১৬ সকাল ১০:৪২

রূপক বিধৌত সাধু বলেছেন: সোনাই ও পরি নাম দুটো অন্তরে এখনো গেঁথে আছে! কলেজে বন্ধুরা পরস্পর পরস্পরকে সোনাই বলে ডাকতাম । অার বিশেষ ঐ কন্যাকে পরি ডাকতাম, অাড়ালে অবশ্য!

৬| ০১ লা জুন, ২০১৬ সকাল ১০:৪১

আব্দুল্লাহ তুহিন বলেছেন: ছবিটা সত্যিই দারুন। এবং আমি ও বেশ কয়েকবার দেখেছি।
তবে আমার এত্ত আবেগ নাই। তাই আর কিচ্ছু বলতে পারলাম নাহ।

শুভ কামনা আপনার প্রতি।

০১ লা জুন, ২০১৬ সকাল ১০:৪৪

রূপক বিধৌত সাধু বলেছেন: ব্যক্তিগত সুখ-দুঃখের সাথে মিলে গিয়েছিলো তো, তাই অাবেগটা একটু বেশি..

৭| ০১ লা জুন, ২০১৬ দুপুর ২:০০

প্রামানিক বলেছেন: আপনার অতীত জীবনের কাহিনী পড়ে অনেক কথাই মনে পড়ল। অনেক স্মৃতি আছে ভুলতে চাইলেও ভোলা যায় না।

০১ লা জুন, ২০১৬ দুপুর ২:১০

রূপক বিধৌত সাধু বলেছেন: অাসলেই! কিছু কিছু স্মৃতিকথা ইচ্ছে করলেও ভোলা যায় না!

৮| ০১ লা জুন, ২০১৬ দুপুর ২:৪২

বৈশাখের আমরণ নিদাঘ বলেছেন: সোনার পালঙ্কের ঘরে গানটা আমারও প্রিয়। আপনার নানার মৃত্যু সংবাদ পাবার একটা লাইনের পর আর কিছু নেই। পরিস্থিতি কল্পণা করা যায়। দেজোকার কমেন্টও ভালো ছিলো। এই প্রথম ওর কিছু ভালোলাগলো।

শুভকামনা রইলো। :)

০১ লা জুন, ২০১৬ বিকাল ৫:৪২

রূপক বিধৌত সাধু বলেছেন: লেখার কলেবর বর্ধিত হবে, তাই অার..
উপলোব্ধিটা পাঠকদের জন্যই রেখে দিয়েছি ।

৯| ০১ লা জুন, ২০১৬ বিকাল ৩:১৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর লেখা ভাল লাগল

০১ লা জুন, ২০১৬ বিকাল ৫:৪৩

রূপক বিধৌত সাধু বলেছেন: শুভেচ্ছা জানবেন ।

১০| ০১ লা জুন, ২০১৬ বিকাল ৩:৪৯

অশ্রুকারিগর বলেছেন: আমার ভার্সিটি বন্ধুদের নিয়ে দেখা প্রথম নাইট শো সিনেমা ছিলো মনপুরা। সিলেট শহরের এক মাথায় আমাদের ভার্সিটি আর আরেক মাথায় হল। আসার সময় কোন গাড়ি না পেয়ে একটা মিনি ট্রাকে উঠে হলে ফিরত আসতে হয়েছিল। সিনেমাটা এতোই আচ্ছন্ন করে দিয়েছিলো যে সেই খোলা ট্রাকে দাঁড়িয়ে হ্রৃদয়ের যতটুকু আবেগ আছে সবটুকু মিশিয়ে গানগুলো গাইতে গাইতে ফিরেছিলাম সবাই। এমন হাহাকারময় অদ্ভূত অনূভূতি খুব কমই পাইছি সিনেমা দেখে।

০১ লা জুন, ২০১৬ বিকাল ৫:৪৫

রূপক বিধৌত সাধু বলেছেন: এমন হাহাকারময় অদ্ভুত অনুভূতি অামারও খুব কম হয়েছে সিনেমা দেখে!

১১| ০১ লা জুন, ২০১৬ বিকাল ৫:০৫

অদৃশ্য বলেছেন:




আবেগ... আবেগ মানুষকে দিয়ে কি না করায়... এখন প্রশ্ন হচ্ছে সেই কান্নার সময় যখন আপনার নানি মারা যাবার খবর পেলেন তখন আপনার অবস্থাটা আসলে কেমন হয়েছিলো... প্রতিক্রিয়াটা একটু আলাদা টাওপের হবার কথা তাই এই প্রশ্নটা রাখা...
আর বলে দিন তাকে যাকে ভাবনায় রেখেছেন... নাছাড়া আবার অন্যের ভাবনাতে চলে আসতে পারে...

শুভকামনা...

০১ লা জুন, ২০১৬ বিকাল ৫:৪৮

রূপক বিধৌত সাধু বলেছেন: এমনিতেই ছবি দেখে মন ভয়াবহ খারাপ, তার মধ্যে নানার মৃত্যু সংবাদ মড়ার ওপর খাড়ার গা হয়ে দাড়িয়েছিলো ।

ইতোমধ্যে অন্যের ভাবনায় চলে গেছে সে! কিচ্ছু করার নেই!

১২| ০১ লা জুন, ২০১৬ রাত ৯:৫০

কল্লোল পথিক বলেছেন:





মুর্শিদ,
পুরনো কে খুজে ফেরে যে জন
সবাই কি তার মর্ম বোঝে
সেই যে ভবের আসল মহাজন।

০১ লা জুন, ২০১৬ রাত ১০:০১

রূপক বিধৌত সাধু বলেছেন: স্মৃতির জানালা খোলে পুরনো স্মৃতিকেই হাতড়ে বেড়াই । জানিনা এতে কী অাছে! অাচ্ছা, নতুন পোস্ট দিচ্ছেন না অাজকাল! সমস্যায় অাছেন কি?

১৩| ০১ লা জুন, ২০১৬ রাত ১০:০৭

ঈশান আহম্মেদ বলেছেন: ২০১০ সালে তখন আমি ক্লাস ফাইবএ পড়ি।কয়েকজন বন্ধু হল থেকে মনপুরা ছবি দেখে সব সময় গল্প করতো।হলে যাওয়া নিষেধ ছিলো তাই আর তখন দেখা হয় নি।তার কয়েক মাস পর আব্বু মনপুরা সিডি কিনে নিয়ে আসলো।তারপর দেখছিলাম।আহ! কি আবেগ।গানগুলা মুখেই থাকতো।
যাও পাখি বলো তারে,সে যেন ভুলে না মোরে।

০২ রা জুন, ২০১৬ সকাল ৭:০০

রূপক বিধৌত সাধু বলেছেন: অস্থির অাবেগ! ভোলা যায় না! শুভ কামনা তোমার জন্য!

১৪| ০১ লা জুন, ২০১৬ রাত ১০:০৮

কল্লোল পথিক বলেছেন:



আমি এখনও আই এস পি দিয়ে ব্লগে ঢুকতে পারছি না।
তাই নতুন পোস্ট দিতে পারছি না।

০২ রা জুন, ২০১৬ ভোর ৬:৫৯

রূপক বিধৌত সাধু বলেছেন: ওহ! ভেরি স্যাড!

১৫| ০২ রা জুন, ২০১৬ সকাল ৮:৩৬

দুখু বাঙাল বলেছেন: ভিন্ন জগতের একটা কথা বললেন ব্রো! 'নায়কার চেহারার সাথে বিশেষ জনের মিল'।

এই বিষয়টা আমি শতবার লক্ষ করেছি। একটা ইমোশনাল নাটক দেখলেই আমি নায়কার সাথে বিশেষ একজনের মিল দেখি। অনেক ছবির নায়কাতেই আমি বিশেষ একজন কে দেখেছি। কিরণমালা, পাখিতে আমি বিশেষ একজনকে দেখি। এমন কি পথে হঠাৎ কোন মেয়েকে দেখলেও আমি বিশেষ একজন মনে কৰে আতকে উঠি।

আপনার বিশেষ একজন মনে হওয়াটা আমি বিশ্বাস করি, এবং এর কারণটা অনুভব করি।

০২ রা জুন, ২০১৬ সকাল ৯:৫৯

রূপক বিধৌত সাধু বলেছেন: ভালোই বলেছেন ।

১৬| ০২ রা জুন, ২০১৬ দুপুর ১২:২২

আলোরিকা বলেছেন: নস্টালজিক ! যাও পাখি বল তারে শুনে সবসময়ই আপ্লুত হই ------- নিথুয়া পাথার ইউনিক :)

০২ রা জুন, ২০১৬ দুপুর ১২:৩৮

রূপক বিধৌত সাধু বলেছেন: নস্টালজিক বটে! গানগুলো সত্যিই অসাধারণ!

১৭| ০২ রা জুন, ২০১৬ রাত ১০:১৬

নীলপরি বলেছেন: সাদা মাটা বাংলায় একটা লাইন লিখলাম । তাও বোঝার অযোগ্য হয়েছে বললেন ! কিন্তু আমি তো হিব্রু জানিনা ! :|
তাই বাংলায়তেই আবার বলছি । আপনি এক্স ফ্যক্টর মানে পুরানো গান নিয়ে লিখেছেন । তাই আমিও প্রাক্তন থেকে গানের একটা লাইন লিখলাম ।

কথার ওপর কেবল কথা
সিলিং ছুতে চায়
নিজের মুখে রয়না আদল
লাগছে অসহায়
তুমি অন্যকারো ছন্দে বেঁধো গান ।



শুভকামনা । :)

০২ রা জুন, ২০১৬ রাত ১১:১২

রূপক বিধৌত সাধু বলেছেন: গানটা সুন্দর আছে! ধন্যবাদ, নীলপরি!

১৮| ০৩ রা জুন, ২০১৬ রাত ২:৫০

মহা সমন্বয় বলেছেন: মনপুরা আমিও দেখছি ইউটিউবে মনপুরা দেইখা আমার মনডা পুইরা গছে :( গানগুলোও দারুণ।
মিলিকে যা লাগছিল না... সেইরাম.. B-)

০৩ রা জুন, ২০১৬ ভোর ৬:২১

রূপক বিধৌত সাধু বলেছেন: ফটো দেইখা পুনরায় ইমোশনাল হইয়া গেলুম! কন্যাকে মনে পড়িলো!

১৯| ০৩ রা জুন, ২০১৬ রাত ১০:০৬

কালনী নদী বলেছেন: মনপুরা আমারও অনেক পছন্দের ছবি! আপনার লেখা পড়ে নষ্ঠালজিক হয়ে গেলাম। সিনেমাটা ব্লু রে সংগ্রহ করে পরিবারের সবাইকে নিয়ে দেখেছিলাম। আম্মতও দু:খ পেয়ে কেঁদে কুটে অস্থির!!

০৩ রা জুন, ২০১৬ রাত ১০:৩৪

রূপক বিধৌত সাধু বলেছেন: এখনও মনে হলে বুকটা কেমন যেন হাহাকার করে উঠে । নায়িকার মৃত্যু তো মেনেই নিতে পারিনি ।

২০| ২০ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:৩৫

অর্ক বলেছেন: ২০০৮ সাল! উহু চোখের পলকে দিন চলে যায়! মনে হচ্ছে যেন গতকালকের কথা। ভালো লাগলো আপনার লেখা। শুভেচ্ছা রইলো।

২১ শে আগস্ট, ২০১৭ সকাল ১০:৫২

রূপক বিধৌত সাধু বলেছেন: হুম! সময় কাহারও নয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.