নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Our sweetest songs are those that tell of saddest thought (Shelly).

রূপক বিধৌত সাধু

মন রে, কৃষিকাজ জানো না; এমন মানবজমিন রইলো পতিত আবাদ করলে ফলত সোনা! রামপ্রসাদ সেন ([email protected])

রূপক বিধৌত সাধু › বিস্তারিত পোস্টঃ

হিন্দু মৌলবাদ, বৌদ্ধ মৌলবাদ, ইসলামী মৌলবাদ- সব ধরণের ধর্মীয় মৌলবাদই ভয়ঙ্কর!

০১ লা জুলাই, ২০১৬ বিকাল ৫:০২

ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর শাসনামলে, ১৯৮৪ সালে শিখ ধর্মালবম্বীদের পবিত্র স্থান পাঞ্জাব প্রদেশের অমৃতসরে অবস্থিত স্বর্ণ মন্দিরে "ব্লু স্টার" নামক সেনা অভিযান চালানো হয় । অভিযোগ ছিলো স্বাধীনতাকামীরা সেখানে আশ্রয় নিয়েছে । উল্লেখ্য, সে সময় শিখরা খালিস্তান নামের একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি করছিলো । স্বাধীনতাকামীদের নির্মূল করতেই মূলত চালানো হয়েছিলো সেই সেনা অভিযান ( শিখ ধর্ম নির্মূল করতে নয়) । সেই অভিযানে মন্দিরের বেশ ক্ষয়-ক্ষতি হয়, কয়েকজন ভারতীয় সেনা, শিখ ধর্মীয় নেতা জর্নাইল সিং ভিন্দানওয়াল সহ অনেকেই নিহত হন (অপারেশেন ব্লু স্টারের পরিকল্পনা করেছিলেন তৎকালীন ভারতীয় সেনা প্রধান জেনারেল এএস বিদ্যা । ১৯৮৬ সালে তিনি পুনেতে গুলিবিদ্ধ হয়ে নিহত হন) । এই ঘটনায় শিখরা ইন্দিরা গান্ধীর ওপর চরমভাবে ক্ষ্রিপ্ত হয়, তাঁর বিরুদ্ধে জনরোষ দাঁনা বেঁধে উঠে । এর ফলস্রুতিতেই ঐ বছরই নিজের দুজন শিখ দেহরক্ষীর গুলিতে ইন্দিরা নিহত হন ।
পাকিস্তানের সাবেক রাষ্ট্রপতি পারভেজ মোশাররফ এর সময়ে, ২০০৭ সালের জুন মাসে পাকিস্তানের ইসলামাবাদে অবস্থিত লাল মসজিদে সেনা অভিযান চালানো হয়েছিলো । অভিযোগ ছিলো জঙ্গীরা সেখানে আশ্রয় নিয়েছে । জঙ্গি নির্মূল করতেই সেনা অভিযান (ইসলাম ধ্বংস করতে নয়) চালানো হয় । সেনা অভিযানে ১১ জন সৈন্য, মসজিদের ইমাম আবদুল রশিদ গাজী সহ ১০৩ জন জঙ্গি নিহত হয়, যারা পাকিস্তানে শরিয়া আইন চালুর দাবিতে লাল মসজিদ ও তৎ সংলগ্ন এলাকা অবরোধ করে রেখেছিলো । মসজিদের সাথে একটা মাদ্রাসা রয়েছে । মাদ্রাসার ছাত্র ছাত্রীদের জন্য দুটো ছাত্রাবাস জঙ্গী তৎপরতার কেন্দ্র হিসেবে পরিচালিত হয়ে আসছিলো । মাদ্রাসার বেশীরভাগ ছাত্র ছিলো পাকিস্তানের উত্তর পশ্চিম ফ্রন্টিয়ার প্রদেশের অধিবাসী, যেখান থেকে সীমানা পার হয়ে আফগানিস্তানে তালেবানদের তত্পরতা চালানোর অভিযোগ ছিলো । ইন্দিরা গান্ধীর মত করুণ পরিণতি ভোগ করতে হয়নি পারভেজ মোশাররফকে অবশ্য । পাকিস্তানের কট্টর মুসলমানরা ক্ষুব্ধ হলেও তাঁকে প্রাণে মারতে পারেনি । অবশ্য তাঁর বিরুদ্ধে মামলা হয়েছে; এখনো চলছে ।
ঘটনার সূত্রপাত নির্মাণাধীন একটা মসজিদকে নিয়ে । সেখানকার হিন্দুরা দাবি করেছে জায়গাটা নাকি বেদখল করে মসজিদ নির্মাণ করা হচ্ছে । হিন্দুদের পাশাপাশি জনৈক পুলিশ অফিসার সেখানে মুসলমানদের নামাজ পড়তে বাধা দিয়েছে! তারপর সারাদেশে রব উঠলো ধর্ম গেলো, ধর্ম গেলো; দেশটা হিন্দুদের দখলে চলে গেলো । তৌহিদী জনতা দ্বীন বাঁচাতে জান-প্রাণ দিতে মরিয়া! খবরে পড়লাম কক্সবাজারে এক কাজী বিয়ে পড়ায়নি, কারণ, বর বিশেষ এক রাজনৈতিক দলের সমর্থক । যে দলটার হাতে ইসলাম নাকি নিরাপদ নয় । জঙ্গীদমনে দেশব্যাপী যে অভিযান চালানো হয়, দেশের বৃহদাংশ মানুষের এতে সায় ছিলোনা । জঙ্গীদমন করার নাম করে নাকি ইসলাম ধ্বংস করা হচ্ছে । আসলেই কি তাই?
আওয়ামীলীগ ক্ষমতায় আসার পর বিভিন্ন ধরণের উদ্ভট সংগঠনের জন্ম হয়েছে । যেমনঃ আওয়ামী পর্যটন লীগ, আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ, আওয়ামী নরসুন্দর লীগ, ওলামালীগ (আরও অনেক; এ মুহুর্তে মনে আসছেনা) । এই সংগঠনগুলো বিভিন্ন জায়গায় বঙ্গবন্ধু কিংবা শেখ হাসিনার ছবি টাঙিয়ে অফিস খুলেছে । যেন তাদের মত মুজিবপ্রেমী, হাসিনাপ্রেমী আর নেই । এই সংগঠনগুলোর উদ্দেশ্য কী সকলেরই তা জানা আছে । শ্রদ্ধেয় ব্যক্তিদের নাম ভাঙিয়ে জায়গা দখল করা, চাঁদাবাজি করা; লুটপাট করা । উর্ধ্বতন কর্তৃপক্ষ কী কারণে জানিনা এদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেনা । তারা কি জানেনা এদের কারণে তাদের কতো ক্ষতি হচ্ছে?
দেশের আনাচে কানাচে মসজিদ, অলিতে গলিতে মসজিদ । ইদানীং লক্ষ্য করছি পারিবারিক মসজিদও তৈরি হচ্ছে দেদারসে । এত এত মসজিদের কাজটা কী? এমন বহু মসজিদ স্বচক্ষে দেখেছি শুক্রবার এলে কিছু লোক হয়, বাকী সময় এক কাতার লোকও হয়না । আবার এমন মসজিদও আছে সন্ধ্যার আজান দেওয়ার লোকও থাকেনা ।
বিভিন্ন সরকারের সময় নেতানেত্রীদের নাম ভাঙিয়ে যেমন জায়গা-জমি দখল করা হয়, মসজিদের নাম করে প্রতিবছরই বহু জায়গা-জমি দখল করা হয় । ধর্মান্ধ জনতা কি এগুলো বোঝেনা? আল্লাহ্ কি তাদের বলেছে জায়গা দখল করো, মসজিদ বানাও? ইসলাম কী তাদের এই বার্তা দিয়েছে? এদের দায়ভার ইসলাম কেন নেবে? ইসলামের নাম করে খুন করা, ধর্মান্তর করা কি ইসলাম সমর্থন করে? দুধের মাছিরা যেমন দলের জন্য ক্ষতিকর, এসব সুবিধাবাদী দখলবাজ ধার্মিকরাও ধর্মের জন্য ক্ষতিকর! এদের কি বর্জন করা উচিত না?
ভারতে যখন হিন্দু মৌলবাদীরা মাথাচাড়া দিয়ে উঠে, বাঙালি মুসলমানরা তার প্রতিবাদ করে; আবার বাংলাদেশে যখন মুসলমান মৌলবাদীরা মাথাচাড়া দিয়ে উঠে, ভারতের হিন্দুরা প্রতিবাদ করে । অদ্ভূত ব্যাপার হচ্ছে, বাংলাদেশে হিন্দুরা অত্যাচারিত হলে বাঙালি মুসলমান চুপ; আবার ভারতে মুসলমানরা অত্যাচারিত হলে সেখানকার হিন্দুরা চুপ (মায়ানমারের কথাও বলা যেতে পারে) । একমাত্র ব্যতিক্রম সেক্যুলাররা; তারা মোটামুটি সবক্ষেত্রেই প্রতিবাদ করেন । এখানে একটা মজার ব্যাপার হচ্ছে, বাংলাদেশের মুসলমানরা এদেশের সেক্যুলারদের পছন্দ করেনা, কিন্তু ভারতের সেক্যুলারদের পছন্দ করে । কারণ, তারা মুসলমানদের পক্ষে কথা বলে । আবার ভারতের হিন্দুরা তাদের দেশের সেক্যুলারদের পছন্দ করেনা, কিন্তু বাংলাদেশের সেক্যুলারদের পছন্দ করে । কারণ, এরা হিন্দুদের পক্ষে কথা বলে ।

মন্তব্য ৪৪ টি রেটিং +৮/-০

মন্তব্য (৪৪) মন্তব্য লিখুন

১| ০১ লা জুলাই, ২০১৬ বিকাল ৫:১৪

বিবেক ও সত্য বলেছেন: মোটামুটি ভাল লিখেছেন

০১ লা জুলাই, ২০১৬ বিকাল ৫:১৬

রূপক বিধৌত সাধু বলেছেন: ধন্যবাদ ।

২| ০১ লা জুলাই, ২০১৬ বিকাল ৫:২৭

আরণ্যক রাখাল বলেছেন: মৌলবাদ!!!!
এগুলো নিয়ে বলে লাভ নেই। মৌলবাদী যেমন ছিল তেমনই থাকবে

০১ লা জুলাই, ২০১৬ বিকাল ৫:৩৯

রূপক বিধৌত সাধু বলেছেন: দিনদিন প্রকট থেকে আরও প্রকটতর হচ্ছে!

৩| ০১ লা জুলাই, ২০১৬ বিকাল ৫:৪১

কল্লোল পথিক বলেছেন:







মৌলবাদীরা সর্বদাই ভয়ংকর হয়।
এদের বিরুদ্ধে জনমত গড়ে তোলা উচিত।

০১ লা জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:০৪

রূপক বিধৌত সাধু বলেছেন: প্রথমে তারা নাস্তিকদের মারতে আসলো, আমি চুপচাপ দেখে গেলাম।
তারপর ওরা প্রগতিশীলদের মেরে ফেললো। আমি তখনও চুপ ছিলাম, কারণ আমি নাস্তিকও নই, প্রগতিশীলও নই।
তারপর ওরা মাওলানা, ফাদার, মুয়াজ্জিন, বিশ্ববিদ্যালয় এর শিক্ষক কাউকেই ছাড়লো না; ছাড়লো না সাধককেও। আমি তখনো চুপ ছিলাম। কারণ, আমি সাধক নই, মুয়াজ্জিন নই, মাওলানা নই, ফাদার নই।
শেষ যেদিন ওরা আমাকে ঘিরে ধরলো,
আমি চিৎকার করে চারদিক তাকিয়ে কাউকে পেলাম না। কারণ, সেদিন কেউ বেঁচে ছিলো না, আমার জন্য প্রতিবাদ করবার।
নাস্তিক, আস্তিক, মাওলানা, মুয়াজ্জিন, ফাদার, সাধু, শিক্ষক, হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান, শিয়া, মাজারপন্থী - তালিকা শুধু লম্বা হতেই থাকে।
-- Nishom Sarkar

৪| ০১ লা জুলাই, ২০১৬ বিকাল ৫:৫৪

বিবেক ও সত্য বলেছেন: মৌলবাদ শব্দটির প্রয়োগ মনে হয় না সঠিক হচ্ছে । কারন শাব্দিক অর্থে মৌলবাদ অর্থ মুলণীতির ধারক-বাহক বা যারা মুল/আসলকে নিয়ে থাকে। অতএব শব্দের সঠিক প্রয়োজন দরকার। যারা ধর্মের কারনে অন্ধ ও গোড়া তাদেরকে মৌলবাদ না বলে আপনি ধর্মান্ধ ও গোড়া বললে যথার্থ হয়।

০১ লা জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:১২

রূপক বিধৌত সাধু বলেছেন: মীর জাফর বলতে যেমন নাম না বুঝিয়ে বিশ্বাসঘাতক বোঝায়, রাজাকার বলতে যেমন রাজার মত আকার যার না বুঝিয়ে পাকিস্তানী সেনাবাহিনীর দোসরদের বোঝায়; তেমনই মৌলবাদী বলতে মূলনীতির ধারক-বাহক বা যারা মূল/আসলকে নিয়ে থাকে, তাদের না বুঝিয়ে ধর্মান্ধ ও গোঁড়াদেরই বোঝায় । তাই নয় কি?

৫| ০১ লা জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:০৫

তারানা টুম্পা বলেছেন: *বিবেক ও সুন্দর* এর সাথে একমত |

০১ লা জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:১৫

রূপক বিধৌত সাধু বলেছেন: আভিধানিক অর্থে উনার সাথে একমত, কিন্তু আলঙ্কারিক অর্থে তো অন্য অর্থ দাঁড়ায়!

৬| ০১ লা জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:২৫

বিবেক ও সত্য বলেছেন: তবে শব্দের প্রয়োগ শাব্দিক অর্থের সাথে মিল থাকলে বেশি সুন্দর হয়।

০১ লা জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:৩৩

রূপক বিধৌত সাধু বলেছেন: সেটা অবশ্য ঠিক; কিন্তু এর বিকল্প শব্দ তো পাইনি ।

৭| ০১ লা জুলাই, ২০১৬ রাত ৮:০৪

বিবেক ও সত্য বলেছেন: বিকল্প শব্দ তো আছে- ধর্মান্ধ

৮| ০১ লা জুলাই, ২০১৬ রাত ৮:০৪

চাঁদগাজী বলেছেন:




টপ বলেছেন, বাংলাদেশী মুসলমানেরা ভারতের সেকুলারদের, আর ভারতের হিন্দুরা বাংলাদেশের সেকুলারদের পছন্দ করে; টপ

০১ লা জুলাই, ২০১৬ রাত ৮:১১

রূপক বিধৌত সাধু বলেছেন: (?)

৯| ০১ লা জুলাই, ২০১৬ রাত ৮:১৯

চিন্তিত নিরন্তর বলেছেন: মৌলবাদ মানুষের আদি রীগ, এ রোগ থেকে মুক্তির উপায় নেই।

০১ লা জুলাই, ২০১৬ রাত ১০:৩৬

রূপক বিধৌত সাধু বলেছেন: যতদিন পর্যন্ত না আমরা ধ্বংস হচ্ছি..,

১০| ০১ লা জুলাই, ২০১৬ রাত ৯:০৭

জেন রসি বলেছেন: সব ধর্মীয় মতবাদই ভয়ঙ্কর, এই কনসেপ্টের সাথে সহমত!

০১ লা জুলাই, ২০১৬ রাত ১০:৩৮

রূপক বিধৌত সাধু বলেছেন: সমস্যা হচ্ছে, যে যার ধর্মের ব্যাপারে রক্ষনশীল! নিরপেক্ষভাবে ভাবার লোক খুব কম ।

১১| ০১ লা জুলাই, ২০১৬ রাত ১০:০৪

প্রণব দেবনাথ বলেছেন: ঠিক বলেচেন.

০১ লা জুলাই, ২০১৬ রাত ১০:৩৯

রূপক বিধৌত সাধু বলেছেন: মৌলবাদ নিপাত যাক ।

১২| ০১ লা জুলাই, ২০১৬ রাত ১০:১৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: হিন্দু মৌলবাদ, বোদ্ধ মৌলবাদ, ইসলামী মৌলবাদ- সব ধরণের ধর্মীয় মৌলবাদই ভয়ঙ্কর! সহমত ।

পোস্টের সাথেও ।

০১ লা জুলাই, ২০১৬ রাত ১০:৪৪

রূপক বিধৌত সাধু বলেছেন: উগ্রতা, গোঁড়ামি, সাম্প্রদায়িকতা মুক্ত পৃথিবী চাই । যেখানে শুধুই মানবতার জয়গান গাওয়া হবে ।

১৩| ০১ লা জুলাই, ২০১৬ রাত ১০:২৭

নীলপরি বলেছেন: মৌলবাদ কখন জোড় দেখাতে পারে যখন মানুষ বহুত্ববাদকে ভুলে যায় ।

লেখা্য় বাস্তব চিত্রটা ভালো তুলে ধরেছেন । ++

০১ লা জুলাই, ২০১৬ রাত ১০:৪৯

রূপক বিধৌত সাধু বলেছেন: "একটা বাগানে যদি এক প্রকার ফুলই থাকে, সেটা যেমন উৎকৃষ্ট বাগান হতে পারেনা; তেমনই একটা দেশে যদি এক ধর্মের লোকই থাকে, সেটা আদর্শ দেশ হতে পারেনা ।" সর্দার সাহেব এমন একটা কথা বলেছিলেন ।
বহুত্ববাদ বড্ড জরুরি!

১৪| ০২ রা জুলাই, ২০১৬ রাত ১২:১৯

কালনী নদী বলেছেন: লেখা্য় বাস্তব চিত্রটা ভালো তুলে ধরেছেন । +++

০২ রা জুলাই, ২০১৬ সকাল ৮:০৪

রূপক বিধৌত সাধু বলেছেন: বাস্তবতা বড্ড করুণ!

১৫| ০২ রা জুলাই, ২০১৬ রাত ৩:১১

কালনী নদী বলেছেন: খুব সুন্দর বিচক্ষণ লেকা হয়েছে, সাধক ভাই।

শুভ কামনা।

০২ রা জুলাই, ২০১৬ সকাল ৮:০৫

রূপক বিধৌত সাধু বলেছেন: শুভ কামনা আপনার জন্যও ।

১৬| ০২ রা জুলাই, ২০১৬ রাত ৩:১১

কালনী নদী বলেছেন: লেখা*

০২ রা জুলাই, ২০১৬ সকাল ৮:০৬

রূপক বিধৌত সাধু বলেছেন: ঠিক আছে । বুঝতে পারছি ।

১৭| ০২ রা জুলাই, ২০১৬ সকাল ১১:০০

বিদ্রোহী ভৃগু বলেছেন: উগ্রতা, গোঁড়ামি, সাম্প্রদায়িকতা মুক্ত পৃথিবী চাই । যেখানে শুধুই মানবতার জয়গান গাওয়া হবে ।

সাম্য, মৈত্রী, প্রেম হোক মূলমন্ত্র।

++++++++++++++++++

০২ রা জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:৪২

রূপক বিধৌত সাধু বলেছেন: সাম্য, মৈত্রী, প্রেম হোক মূলমন্ত্র।" শুভেচ্ছা জানবেন, ভৃগু ভাই ।

১৮| ০৩ রা জুলাই, ২০১৬ দুপুর ২:৫৭

ঢাকাবাসী বলেছেন: কোন না কোনভাবে সরকারী বা বড় কোন শক্তির সমর্থন না পেলে কোথাও মৌলবাদ বাড়তে পারতনা।

০৫ ই জুলাই, ২০১৬ বিকাল ৫:১৩

রূপক বিধৌত সাধু বলেছেন: কিছু কিছু ক্ষেত্রে সরকারের নীরবতা সাম্প্রদায়িকতা উসকে দেয় ।

১৯| ০৪ ঠা জুলাই, ২০১৬ রাত ১:৫০

তামান্না তাবাসসুম বলেছেন: একটু শান্তি মত বাঁচতে চাই।

সুন্দর লেখনী।

০৫ ই জুলাই, ২০১৬ বিকাল ৫:১৫

রূপক বিধৌত সাধু বলেছেন: শান্তি যে কবে আসবে! তবু আশা বেঁধে রাখা আর কী!

২০| ০৪ ঠা জুলাই, ২০১৬ ভোর ৫:৪১

মহা সমন্বয় বলেছেন: হিন্দু মৌলবাদ, বোদ্ধ মৌলবাদ, ইসলামী মৌলবাদ- সব ধরণের ধর্মীয় মৌলবাদই ভয়ঙ্কর!

০৫ ই জুলাই, ২০১৬ বিকাল ৫:১৭

রূপক বিধৌত সাধু বলেছেন: মিলবে কি মুক্তি সাম্প্রদায়িকতার, মৌলবাদের করাল গ্রাস থেকে? উত্তর জানা নাই, নাই!

২১| ০৫ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:২১

মহা সমন্বয় বলেছেন: 'জঙ্গি দমন কমিটি' (জদক) এ যোগ দিন। B-) view this link

২২| ০৫ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:২৮

মহা সমন্বয় বলেছেন: যত বেশি ধর্মীয় চর্চা হবে তত ততবেশী মৌলবাদ বৃদ্ধি পাবে এই মহা সত্য কেউ বুঝে না ক্যারে??
একটি সত্য যুক্তি সম্পন্ন ছবি হাজারটি বাক্যের চেয়ে উত্তম, এ ব্যপারে কারও দিমত আছে?

০৫ ই জুলাই, ২০১৬ রাত ১১:১৮

রূপক বিধৌত সাধু বলেছেন: It is hard times. We should be careful about our writings.

২৩| ০৭ ই জুলাই, ২০১৬ ভোর ৪:২২

সচেতনহ্যাপী বলেছেন: না ভাই বার্মার ব্যাপারে সেক্যুলার আমার হিসাবে মিলে না।। যখন মুসলিম নিধন চলছিলো তখন আমার একটি লেখায় আমাকে সাবধান করে দেওয়া হয়েছিলো সেনসেটিভ বিষয় হিসাবে।। এমনকি শান্তিতে নোবেল জয়ী কারো মুখে শুনেছেন প্রতিবাদের কথা?? এমন কি অং সাং সুকির কথাও!! যদি প্রমান দিতে পারেন, আমার কথা ক্ষমাসহ প্রত্যাহার করবো এই মুহুর্তেই।।
সবদেশেই সংখালঘু বা জাতি-বর্ণ বিচার চলে।। প্রমান আপনিই পাবেন।। আমাকে দিতে হবে না।।
আর বাকিসব কথায় সহমত।।

০৭ ই জুলাই, ২০১৬ সকাল ৭:১৯

রূপক বিধৌত সাধু বলেছেন: এমন দিন কবে হবে,
যেদিন হিন্দু-মুসলিম-বোদ্ধ-খ্রিষ্টান গোত্রভেদ নাহি রবে?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.