নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Our sweetest songs are those that tell of saddest thought (Shelly).

রূপক বিধৌত সাধু

মন রে, কৃষিকাজ জানো না; এমন মানবজমিন রইলো পতিত আবাদ করলে ফলত সোনা! রামপ্রসাদ সেন ([email protected])

রূপক বিধৌত সাধু › বিস্তারিত পোস্টঃ

বিষয়ভিত্তিক কবিতাঃ অতৃপ্ত কামনা

২২ শে জুলাই, ২০১৬ দুপুর ১২:১৬

অতৃপ্ত আত্মা
ফিরে ফিরে আসি এই সরণির বায়,
উথাল হাওয়া পেয়ে চিত্ত শিহরায় ।
মনে হয় কেউ যেন ডাকছে আমায়,
তারে ক্ষণ খুঁজে পেতে মনটা টাটায়!
নীরবেই বসে থেকে জঁপি তার নাম,
পৃথিবী দেয়না কেন মুগ্ধতার দাম?
হাজারো কল্পনা এসে মনে ভর করে,
পোড়া দুটি চক্ষু নোনা জলে যায় ভরে!
এই পথে হেঁটে হেঁটে গিয়েছিলে তুমি,
তাই তো পথের ধূলো বারংবার চুমি ।
তোমার গায়ের গন্ধ খুঁজি সমীরণে,
অতৃপ্ত আত্মাটা ভারি তোমায় স্মরণে!
আমার মনের কথা যদি গো জানতে,
এক ফুঁটা অনুরাগ নিশ্চয় দানতে!

১ পৌষ ১৪২২ বঙ্গাব্দ
ভালুকা, ময়মনসিংহ ।

♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦

অতৃপ্তি
হতে যদি পারতাম আমি
তোমার বাড়ির ছাদ,
আমার বুকে হাঁটতে তুমি-
জুটতো না অপবাদ ।
আমার মাঝে গড়িয়ে পড়ে
গাইতে যখন গান,
যমুনার উথাল জোয়ার
ডাকতো সহসা বান ।
হতে যদি পারতাম আমি
আরশী তোমার ঘরে,
তোমার মুখটা দেখতাম
পোড়া দুটি চোখ ভরে ।
যখনই গো দাঁড়াতে তুমি
আমার খুব সামনে,
জগতের সব সুখ এসে
নামতো বুঝি ভুবনে ।
চেয়ে থাকি দূরের আকাশে
সেথা মেঘের স্ফুরণ,
আমার মনের কোনো আশা
হয়নি আজো পূরণ ।

২৭ পৌষ ১৪২২ বঙ্গাব্দ
ভালুকা, ময়মনসিংহ ।

♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦

ভুলে যেও না
তোমার বাড়ির সামনে দিয়ে
নিত্য আসি যাই,
আকুল হয়ে চেয়ে থাকি
যদি দেখা পাই ।
হাঁটছো তুমি বারান্দাতে
কফির কাপ হাতে,
দীঘল কালো চুল যে তোমার
দোল খায় হাওয়াতে ।
তোমার পানে চেয়ে থেকে
কাটে আমার ক্ষণ,
উদাস হাওয়া কাছে টানে
অধৈর্য হয় মন ।
তোমার নীরব ছোটাছুটি
ঢেউ খেলে মনে,
কতো শত স্বপ্নগাথা
রচি নির্জনে!
হতাম যদি গো কবিরাজ,
করতাম যে তাবিজ;
তোমার জন্য লাগাতাম যে
কতো না উদ্ভিজ!
গাছে গাছে লিখে রাখতাম
তুমিই আমার প্রাণ,
তোমার মাঝেই সুপ্ত আমার
সকল উপাক্ষান ।
ভুলে যেও না প্রাণের সখি
দিও আমায় আশ্রয়,
তোমার দ্বারে মরণ হলেও
ওটাই ত্রিদশালয় ।

৩০ ফাল্গুন ১৪২২ বঙ্গাব্দ
ভালুকা, ময়মনসিংহ ।

মন্তব্য ৬৯ টি রেটিং +১১/-০

মন্তব্য (৬৯) মন্তব্য লিখুন

১| ২২ শে জুলাই, ২০১৬ দুপুর ১২:৩০

শাহরিয়ার কবীর বলেছেন: নীরবেই বসে থেকে জঁপি তার নাম,
পৃথিবী দেয়না কেন মুগ্ধতার দাম?


ভাল লাগা রেখে গেলাম।

+++++++++

২২ শে জুলাই, ২০১৬ দুপুর ১২:৩৩

রূপক বিধৌত সাধু বলেছেন: শুভেচ্ছা জানবেন । ভালো থাকুন সবসময় ।

২| ২২ শে জুলাই, ২০১৬ দুপুর ১২:৪৮

SwornoLota বলেছেন: অন্য প্রশ্ন করি, আপনি ভালুকা-র নাগরিক?

২২ শে জুলাই, ২০১৬ দুপুর ১২:৫৪

রূপক বিধৌত সাধু বলেছেন: হঠাৎ এই প্রশ্ন? কারণ জানতে পারি?

৩| ২২ শে জুলাই, ২০১৬ দুপুর ১২:৫৮

SwornoLota বলেছেন: আপনি ভালুকা উল্লেখ করেছেন, ভালুকা আমার পরিচিত এলাকা তাই। নাথিং এলস। হয়ত বেরোবে আপনিও রিলেটিভ। জীবন নাটকের চেয়েও নাটকীয় হয় না?? হা হা হা।

প্লিজ কিছু মনে করবেন না।

২২ শে জুলাই, ২০১৬ দুপুর ১:০৪

রূপক বিধৌত সাধু বলেছেন: এমনিতেই কালো তালিকায় অন্তর্ভুক্ত হয়ে আছি তো, তাই ব্যক্তিগত তথ্য শেয়ার করতে স্বাচ্ছন্দ্যবোধ করিনা ।

৪| ২২ শে জুলাই, ২০১৬ দুপুর ১:০৭

SwornoLota বলেছেন: না না, ঠিক আছে। অবশ্যই সতর্কতা জরুরি। সেক্ষত্রে আপনার কবিতার নিচে লোকেশন যুক্ত না করাই উত্তম। দেশের অবস্থা সব দিকেই খারাপ।

ভালো থাকবেন।

২২ শে জুলাই, ২০১৬ দুপুর ১:১৩

রূপক বিধৌত সাধু বলেছেন: বহুদিনের পুরনো অভ্যেস তো, সহজে ছাড়তেও পারিনা । আর এমন উদ্ভূত পরিস্থিতিতেও তো কখনো পড়িনি ।

৫| ২২ শে জুলাই, ২০১৬ দুপুর ১:১৮

SwornoLota বলেছেন: হুমম। নতুন অভিজ্ঞতা আমদের জন্য।
যাই হোক। এখন অভিজ্ঞতা অর্জনের পাশা পাশি সতর্কতার অভ্যাসও করতে হবে আর কি করা।

৬| ২২ শে জুলাই, ২০১৬ দুপুর ২:০৬

প্রামানিক বলেছেন: সবগুলোই ভালো লাগল। তবে কথা হলো ভালুকা কিন্তু আমিও বেড়াতে যাবো। ধন্যবাদ

২২ শে জুলাই, ২০১৬ দুপুর ২:১০

রূপক বিধৌত সাধু বলেছেন: সে তো খুব ভালো কথা! গরিবের বাড়িতে পা রাখলে খুব খুশি হবো । অনেক অনেক শুভেচ্ছা রইলো ।

৭| ২২ শে জুলাই, ২০১৬ দুপুর ২:০৬

আমিই মিসির আলী বলেছেন: হতে যদি পারতাম অামি
তোমার বাড়ির ছাদ,
অামার বুকে হাঁটতে তুমি-
জুটতো না অপবাদ ।
অামার মাঝে গড়িয়ে পড়ে
গাইতে যখন গান,
যমুনার উথাল জোয়ার
ডাকতো সহসা বান ।


;) চ্রম হইছে ভাই।
++++

২২ শে জুলাই, ২০১৬ দুপুর ২:১২

রূপক বিধৌত সাধু বলেছেন: ধন্যবাদ । শুভেচ্ছা ও ভালোবাসা জানবেন মিসির আলী সাহেব!

৮| ২২ শে জুলাই, ২০১৬ বিকাল ৩:৩৮

সিগনেচার নসিব বলেছেন: সাধু ভাই ধন্যবাদ
কবিতায় ভাল লাগা

২২ শে জুলাই, ২০১৬ বিকাল ৪:৫৯

রূপক বিধৌত সাধু বলেছেন: স্বাগতম আমার ব্লগে! শুভেচ্ছা ।

৯| ২২ শে জুলাই, ২০১৬ বিকাল ৪:৫৮

কল্লোল পথিক বলেছেন:








চমৎকার তিনটি কবিতা।
কবিতায় একরাশ ভালো লাগা রেখে গেলাম।

২২ শে জুলাই, ২০১৬ বিকাল ৫:০১

রূপক বিধৌত সাধু বলেছেন: শুভেচ্ছা ও ভালোবাসা রইলো ।

১০| ২২ শে জুলাই, ২০১৬ বিকাল ৫:০৭

প্রথমকথা বলেছেন:


নীরবেই বসে থেকে জঁপি তার নাম,
পৃথিবী দেয়না কেন মুগ্ধতার দাম?

দেবে কবি তবে অসময়ে, খুব ভাল লেগেছে।

২২ শে জুলাই, ২০১৬ বিকাল ৫:১৮

রূপক বিধৌত সাধু বলেছেন: শাহ আবদুল করিমের একটা গানের শেষাংশ মনে পড়লোঃ "আসে যদি মরার পরে আমারে তো পাইতো না!"

শুভেচ্ছা ।

১১| ২২ শে জুলাই, ২০১৬ রাত ৮:০৫

মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: সবগুলোই চমৎকার! প্রথমটা বেশী ভালো লেগেছে।

২২ শে জুলাই, ২০১৬ রাত ১০:৪৫

রূপক বিধৌত সাধু বলেছেন: মন্তব্যে ভালো লাগা রইলো!

১২| ২২ শে জুলাই, ২০১৬ রাত ১১:৩৯

রুদ্র জাহেদ বলেছেন: দারুণ ভালো লাগা রইল

২৩ শে জুলাই, ২০১৬ সকাল ৯:২৯

রূপক বিধৌত সাধু বলেছেন: পাঠ ও মন্তব্যে প্রীত হলাম, জাহেদ ভাই । শুভ কামনা রইলো ।

১৩| ২৩ শে জুলাই, ২০১৬ রাত ১২:০৪

মিঃ অলিম্পিক বলেছেন: শেষের কবিতাটা দারুন লাগলো। ওসাম কবিতা।
ভাললাগা ও প্রচুর ভালবাসা রইলো কবির জন্য----

২৩ শে জুলাই, ২০১৬ সকাল ৯:৩০

রূপক বিধৌত সাধু বলেছেন: অনেক অনেক ভালো লাগা মন্তব্যে! ভালো থাকবেন ।

১৪| ২৩ শে জুলাই, ২০১৬ রাত ১২:০৬

আলভী রহমান শোভন বলেছেন: সুন্দর কথামালা। পুরোপুরি মুগ্ধ। :)

২৩ শে জুলাই, ২০১৬ সকাল ৯:৩১

রূপক বিধৌত সাধু বলেছেন: শুভেচ্ছা ও ভালোবাসা জানবেন ।

১৫| ২৩ শে জুলাই, ২০১৬ রাত ১২:২৬

চাঁদগাজী বলেছেন:


ভাবছি, খালেদা জিয়া-শেখ হাসিনা, হিলারী-মিলারী, ট্রাম্প -ট্রুম্প ছেড়ে, সুন্দরীদের চুড়ির বেলোয়ারী আওয়াজ শুনে, তাদের হৃদয়টাকে ছুঁয়ে যায় তেমন কিছু পদ্য লিখবো নাকি? চাইলে কি কবি হওয়া যায়? আমাদের বিদ্রোহী ভৃগু তো শেষে কবিই হয়ে গেলেন!

২৩ শে জুলাই, ২০১৬ সকাল ৯:৪১

রূপক বিধৌত সাধু বলেছেন: ভেতরে প্রেম থাকলেই কেবল কবি হওয়া সম্ভব, থাকতে হয় বিরহও । এ বিষয়ে লেখালেখিতে ঝুঁকি কম, শুরু করে দিন ।

১৬| ২৩ শে জুলাই, ২০১৬ রাত ১:৩৮

নীলপরি বলেছেন: নীরবেই বসে থেকে জঁপি তার নাম,
পৃথিবী দেয়না কেন মুগ্ধতার দাম?



চেয়ে থাকি দূরের আকাশে
সেথা মেঘের স্ফুরণ,
আমার মনের কোনো অাশা
হয়নি আজো পূরণ ।



ভুলে যেও না প্রাণের সখি
দিও অামায় অাশ্রয়,
তোমার দ্বারে মরণ হলেও
ওটাই ত্রিদশালয় ।



মায়াময় আবেগে ভরপুর হয়েছে কবিতাগুলো । ++


২৩ শে জুলাই, ২০১৬ সকাল ৯:৪৫

রূপক বিধৌত সাধু বলেছেন: আবেগাচ্ছন্ন বৈকি! শেষ দুটো পড়লে এখনো উদাস হয়ে যাই প্রেক্ষাপট মনে পড়লে, আর প্রথমটার কথা তো বলাই বাহুল্য!

১৭| ২৩ শে জুলাই, ২০১৬ রাত ৩:২৮

মহা সমন্বয় বলেছেন: আপনার অতৃপ্ত কামনার কবিতা পড়ে তৃপ্ত হলাম। :)

২৩ শে জুলাই, ২০১৬ সকাল ৯:৩৮

রূপক বিধৌত সাধু বলেছেন: ভাল্লাগলো জেনে । শুভেচ্ছা ।

১৮| ২৩ শে জুলাই, ২০১৬ সকাল ৮:৪২

ঢাকাবাসী বলেছেন: কবিতা গুলো ভাল লাগল।

২৩ শে জুলাই, ২০১৬ সকাল ৯:৩২

রূপক বিধৌত সাধু বলেছেন: আপনার উপস্থিতি ও পাঠান্তে অনুপ্রাণিত হলাম । শুভেচ্ছা ।

১৯| ২৩ শে জুলাই, ২০১৬ সকাল ৯:১১

বিদ্রোহী ভৃগু বলেছেন: কেগো সেই ভাগ্যবতী!

যার জইন্যে এত ভাবের প্লাবন ;)

ভাললাগা অনেক।

সাধূ ভাই- অন্ধদের নিয়ে এই এক সমস্যা- একদিকেই দেখে শুধু! কবি হওয়া চোখে পড়ল-কার্যকারণটা খুঁজলো না বা স্বীকার করলো না।
তাতে যে অনির্বাচিত স্বৈরাচারের দায় কাঁধে বর্তায়!! হায় আইজুদ্দিন!

২৩ শে জুলাই, ২০১৬ সকাল ৯:৩৭

রূপক বিধৌত সাধু বলেছেন: সে যেন এক অচিন পাখি,
দেয়না ধরা দেয় যে ফাঁকি!"

"কবি হওয়া চোখে পড়ল-কার্যকারণটা খুঁজলো না বা স্বীকার করলো ।" তা যা বলেছেন ভৃগুদা । সবাই বাহিরেরটা দেখে ভেতরের রক্তক্ষরণ এর খোঁজ কে নেয়!

২০| ২৩ শে জুলাই, ২০১৬ সকাল ১১:০৪

নাবিক সিনবাদ বলেছেন: ভালো লাগলো।।

২৩ শে জুলাই, ২০১৬ সকাল ১১:৫৫

রূপক বিধৌত সাধু বলেছেন: ধন্যবাদ । ভালো লাগা রইলো!

২১| ২৩ শে জুলাই, ২০১৬ সকাল ১১:১১

তানজির খান বলেছেন: অতৃপ্তি
হতে যদি পারতাম অামি
তোমার বাড়ির ছাদ,
অামার বুকে হাঁটতে তুমি-
জুটতো না অপবাদ ।

সব মিলিয়ে দুর্দান্ত ভ্রাতা

২৩ শে জুলাই, ২০১৬ সকাল ১১:৫২

রূপক বিধৌত সাধু বলেছেন: শুভেচ্ছা । ভালো থাকবেন ।

২২| ২৩ শে জুলাই, ২০১৬ বিকাল ৫:২০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: একের ভিতর তিন । তিনটাই সুন্দর !!

২৩ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:০০

রূপক বিধৌত সাধু বলেছেন: প্রীতি ও শুভেচ্ছা রইলো । ভালো থাকুন সতত!

২৩| ২৩ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:২২

দেবজ্যোতিকাজল বলেছেন: ভাল লিখেছো

২৩ শে জুলাই, ২০১৬ রাত ৮:৫৩

রূপক বিধৌত সাধু বলেছেন: শুভেচ্ছা । ভালো থেকো ।

২৪| ২৩ শে জুলাই, ২০১৬ রাত ৯:২২

সুমন কর বলেছেন: প্রথমটি বেশি ভালো লাগল।

২৩ শে জুলাই, ২০১৬ রাত ৯:২৯

রূপক বিধৌত সাধু বলেছেন: শুভেচ্ছা জানবেন, সুমনদা! মন্তব্যে প্রীত হলাম!

২৫| ২৩ শে জুলাই, ২০১৬ রাত ১০:৫৫

অতৃপ্তচোখ বলেছেন: তিনটা কবিতাই পড়লাম, শেষ হয়ে গেলো! মনে হলো আরো পড়ি। অসাধারণ ভাল লাগলো। প্রিয়তে রাখলাম সময় পেলে আরো পড়বো।

মনের একান্ত কামনা গুলো হয়তো অতৃপ্তই রয়ে যায়!

২৪ শে জুলাই, ২০১৬ ভোর ৬:০৪

রূপক বিধৌত সাধু বলেছেন: ভালো থাকবেন । শুভ কামনা নিরন্তর!

২৬| ২৪ শে জুলাই, ২০১৬ রাত ১১:৪৮

আহসানের ব্লগ বলেছেন: ভুলবনা । কবিতা সুন্দর ।

২৫ শে জুলাই, ২০১৬ রাত ১২:৫৯

রূপক বিধৌত সাধু বলেছেন: ভালো লাগলো জেনে । শুভেচ্ছা রইলো ।

২৭| ২৫ শে জুলাই, ২০১৬ দুপুর ১২:৫৯

অদৃশ্য বলেছেন:



ভালো লেগেছে লিখাগুলো... তবে প্রথমটা বেশি ভালো লাগলেও কেমন একটা মিক্সিং সাউন্ড পাচ্ছিলাম... খেয়াল করে দেখুন কেন বলছি তা বুঝতে পারবেন আশাকরি... তবে ভালো লেগেছে...

শুভকামনা...

২৫ শে জুলাই, ২০১৬ দুপুর ২:০২

রূপক বিধৌত সাধু বলেছেন: কোন লেখা লিখতে গেলে পরিপূর্ণ তৃপ্তি পাইনা কখনোই । ভাবপ্রকাশ পায়না ঠিকমতো; মনে হয় অসম্পূর্ণই থেকে গেলো । গোল বাঁধে ছন্দ-মাত্রা নিয়েও (প্রথমটা ৮+৬ =১৪ মাত্রার অক্ষরবৃত্ত, দ্বিতীয়টাও অক্ষরবৃত্ত এবং তৃতীয়টা স্বরবৃত্ত ছন্দে লেখার প্রয়াস) । সুচারু মন্তব্যে ভালো লাগা!

২৮| ২৬ শে জুলাই, ২০১৬ বিকাল ৫:৩৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: অসম্ভব সুন্দর হয়েছে কবিতাগুলো

২৬ শে জুলাই, ২০১৬ রাত ১১:০৫

রূপক বিধৌত সাধু বলেছেন: শুভেচ্ছা রইলো । শুভ কামনা জানবেন ।

২৯| ২৬ শে জুলাই, ২০১৬ বিকাল ৫:৩৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: হতে যদি পারতাম অামি
তোমার বাড়ির ছাদ,
অামার বুকে হাঁটতে তুমি-
জুটতো না অপবাদ ।


৮+২

৮+২

আমিও বেশীরভাগ অক্ষরবৃত্তেই লিখি

এত প্যাচগোচে যাই না
যেমন ৮+২
৮+৪
৮+৬
৮+১০
৮+১২

তবুও কিছুই হয় না :( আফসোস বিরাট আফসোস

২৬ শে জুলাই, ২০১৬ রাত ১১:০৪

রূপক বিধৌত সাধু বলেছেন: সমালোচকেরা বলেন অক্ষরবৃত্ত ছন্দ সবচে কঠিন, আমার কাছে এটাই ভালো লাগে বেশি । মাত্রাবৃত্তেও লিখি, হালকা ভাবের হলে স্বরবৃত্তেও লিখি ।
মুক্তক ছন্দে লেখার চিন্তা-ভাবনা করছি ।

৩০| ২৭ শে জুলাই, ২০১৬ সকাল ১১:৪৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: মুক্তক ছন্দ কোনটা আবার ভাইয়া। শিখায় দিবেন?

২৭ শে জুলাই, ২০১৬ বিকাল ৩:৪১

রূপক বিধৌত সাধু বলেছেন: ছন্দ তো মূলত তিন প্রকারই । এর বাইরেও কিছু ডালপালা আছে । ওগুলো নিয়ে গবেষণা করতে হবে ।

৩১| ২৭ শে জুলাই, ২০১৬ বিকাল ৩:৪৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: হুম :)

২৭ শে জুলাই, ২০১৬ বিকাল ৪:১৪

রূপক বিধৌত সাধু বলেছেন: তানকা, লতিফা সম্পর্কে ধারণা ক্যামন?

৩২| ২৭ শে জুলাই, ২০১৬ বিকাল ৪:২৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: তানকা লতিফা এরা কারা

না তো এ সম্পর্কে ধারণা নেই কোনো :(

২৭ শে জুলাই, ২০১৬ বিকাল ৪:৪৪

রূপক বিধৌত সাধু বলেছেন: দুইবোন মনে করেছেন নাকি? ইদানীং অনেককেই দেখছি এগুলো লিখছেন । আমারও লেখার ইচ্ছা আছে, কিন্তু পেরে ওঠতে পারছিনা ।

৩৩| ২৭ শে জুলাই, ২০১৬ বিকাল ৪:৫৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: না তা মনে করিনি কিন্তু তানকা লতিফা এসব কোনো ছন্দ নাকি? বুঝতেছি না। বুঝায়ে দেন লিখে দেখামো নে হাহাহাহ :)

২৭ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:৪৮

রূপক বিধৌত সাধু বলেছেন: হ্যাঁ, ওগুলো ছন্দ ।

৩৪| ২৭ শে জুলাই, ২০১৬ রাত ৯:১৩

জেন রসি বলেছেন: দ্বিতীয়টা বেশী ভালো লেগেছে।

২৭ শে জুলাই, ২০১৬ রাত ৯:১৯

রূপক বিধৌত সাধু বলেছেন: প্রীতি ও শুভেচ্ছা জানবেন, জিনি ভাই!

৩৫| ৩০ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:০৭

কবি হাফেজ আহমেদ বলেছেন: নীরবেই বসে থেকে জঁপি তার নাম,
পৃথিবী দেয়না কেন মুগ্ধতার দাম?

এই পথে হেঁটে হেঁটে গিয়েছিলে তুমি,
তাই তো পথের ধূলো বারংবার চুমি ।

অামার মনের কথা যদি গো জানতে,
এক ফুঁটা অনুরাগ নিশ্চয় দানতে!

হতাম যদি গো কবিরাজ,
করতাম যে তাবিজ;
তোমার জন্য লাগাতাম যে
কতো না উদ্ভিজ!

প্ররথমটি বেশি ভালো লাগল।

৩০ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:৩৩

রূপক বিধৌত সাধু বলেছেন: শুভেচ্ছা ও ভালোবাসা জানবেন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.