নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Our sweetest songs are those that tell of saddest thought (Shelly).

রূপক বিধৌত সাধু

মন রে, কৃষিকাজ জানো না; এমন মানবজমিন রইলো পতিত আবাদ করলে ফলত সোনা! রামপ্রসাদ সেন ([email protected])

রূপক বিধৌত সাধু › বিস্তারিত পোস্টঃ

কেউ তোমায় বেশ্যা বলবে না

০৬ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৯:১০


পেছনের যতো ইতিহাস, সব ভুলে
মনমতো গড়ো তুমি নতুন সংসার;
কে তোমায় বাধা দেবে? নিন্দাবে গোকুলে?
আসবে না কাছে আর কোন দাবিদার ।
বলবে না কেউ বেশ্যা, ডাকিনী, রাক্ষসী;
জিঘাংসায় কেউ হবে না খুনে, উন্মাদ-
যে অনুরাগ দিয়েছে পীড়া, সর্বনাশী
আবেশ; নিশ্চুপে হয়ে যাবে বরবাদ!
হয়তো কেউ ঝরাবে চুপিসারে অশ্রু,
মনের অজান্তে বের হবে দীর্ঘশ্বাস;
তোমার দুয়ারে পৌঁছুবে না তার কিছু-
বঁধূ, জানবে না তুমি কোন ইতিহাস!
তুমি ভালো থেকো, খুব যেনো ভালো;
মনে মনে এই কামনাই করে যাই,
স্বর্গোদ্যান এর মতো হোক জমকালো
সংসার, ভুবনে যেনো দ্বিতীয়টা নাই ।

২৩ পৌষ ১৪২৩ বঙ্গাব্দ

মন্তব্য ৩৯ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩৯) মন্তব্য লিখুন

১| ২৩ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:০০

চাঁদগাজী বলেছেন:


প্রকৃতি নারীকে করেছে মোহময়ী, স্নেহময়ী; তারপরও সে প্রকৃতির সৃস্ট এক রহস্যময়ী

২৩ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:৫৭

রূপক বিধৌত সাধু বলেছেন: :(

২| ২৪ শে এপ্রিল, ২০১৭ ভোর ৫:১৬

চাঁদগাজী বলেছেন:


আপনার পোস্ট কি ১ম পাতায় যায়নি?

২৪ শে এপ্রিল, ২০১৭ সকাল ৭:৪৪

রূপক বিধৌত সাধু বলেছেন: না, এখনও "জেনারেল" করেই রেখেছে!

৩| ২৪ শে এপ্রিল, ২০১৭ সকাল ১০:১৪

চাঁদগাজী বলেছেন:



কাল্পনিক_ভালোবাসা নিকে গিয়ে উনাকে অনুরোধ করেন আপনার স্ট্যাটাস বদলানোর জন্য; কখন থেকে আপনাকে জেনারেল করা হয়েছে, সমস্যা কি হয়েছিল?

২৪ শে এপ্রিল, ২০১৭ সকাল ১১:২২

রূপক বিধৌত সাধু বলেছেন: ছবিসহ একটা কবিতা পোস্ট করেছিলাম; সে বহুকাল আগে- অদ্যাবধি প্রায়শ্চিত্ত করতে হচ্ছে!

৪| ২৫ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১:১৮

বিলিয়ার রহমান বলেছেন: আবার ফিরে আসায় ধন্যবাদ!:)


আপনার জন্য শুভকামনা!!


আশাকরি দ্রুতই জেনারেল থেকে বরখাস্ত হবেন! :)

২৬ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:০৫

রূপক বিধৌত সাধু বলেছেন: কী বলবো দুঃখের কথা! লোকজন অধমেরে ভুলে গেছে!

৫| ২৬ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:০৬

বিলিয়ার রহমান বলেছেন: না না!!


আপনাকে ভুলি নাই! তবে স্মরণ করার কোন স্কোপ পাই নাই! মানে আপনার ব্লগে কোন পোস্ট ছিল না!:)

২৬ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:১১

রূপক বিধৌত সাধু বলেছেন: রাগে, দুঃখে, অপমানে সব ড্রাফটে নিয়ে নিয়েছিলাম! হঠাৎ কী মনে করে কয়েকটা প্রকাশ করলাম! এখন মনে হচ্ছে ভুলই হলো!

৬| ২৬ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:১৩

বিলিয়ার রহমান বলেছেন: এমন মনে হচ্ছে কেন??


আপনি কি এখনো জেনারেল???


মডুদের কি মেইল করেছিলেন???

তারা কি বলেছেন??

২৬ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:১৮

রূপক বিধৌত সাধু বলেছেন: সে এক করুণ ইতিহাস! দুঃখের কাহিনী আর বাড়াতে চাই না! ভালো থাকুন, বিলিয়ার রহমান!

৭| ২৬ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:১৮

বিলিয়ার রহমান বলেছেন: আপনিও ভালোথাকুন! :)

২৯ শে জুন, ২০১৭ বিকাল ৪:৩৭

রূপক বিধৌত সাধু বলেছেন: শুভেচ্ছা ।

৮| ২৭ শে জুন, ২০১৭ রাত ১০:২৩

নীলপরি বলেছেন: ভালো লাগলো আপনার পোষ্ট দেখে । কবিতাটাও ভালো হয়েছে ।

আশাকরি পোষ্টের সমস্যাও খুব তাড়াতাড়ি মিটে যাবে ।

শুভকামনা ।

২৭ শে জুন, ২০১৭ রাত ১১:০০

রূপক বিধৌত সাধু বলেছেন: সমস্যা বোধহয় মিটবে না; এটা জানুয়ারির পোস্ট ।

৯| ২৭ শে জুন, ২০১৭ রাত ১০:৩১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: কী অসাধারণ শুভকামনা প্রিয় মানুষটির জন্য!!! সব ভরসার বাণী গেঁথে রেখেছেন কবিতায়।

(অনেক দিন পর আমার চোখে পড়লো ভেবে নিজেকে অপরাধী মনে হচ্ছে খুব। আমি খুব স্বার্থপর!! আপনার এখানে আসি-ই-নি এতদিন!!)

শুভকামনা জানবেন ভাই।

২৭ শে জুন, ২০১৭ রাত ১১:০২

রূপক বিধৌত সাধু বলেছেন: বেশিরভাগ লেখার মতো; এই পোস্টটাও ড্রাফটে ছিলো, আজকেই উন্মুক্ত করলাম । ভালোবাসা জানবেন । পাঠ ও প্রতিক্রিয়ায় শুকরিয়া ।

১০| ২৭ শে জুন, ২০১৭ রাত ১১:৪২

মেঘনা পাড়ের ছেলে বলেছেন: যথেস্ট ভালো লেগেছে। প্রশংসাটা সরাসরিই করি, আপনি যথেষ্ট ভালমানের রাইটার। বিভিন্ন পোস্টে আপনাকে অনেকদিনই ফলো করছিলাম। আপনার অনেক মন্তব্যই আমাকে ভাবিয়েছে। মাঝখানে কিছুদিন অনুপস্থিতও ছিলেন। নিজের চিন্তার ইন্দ্রজালটা ছড়িয়ে দেয়ার অনুরোধ করতেই পারি।

২৮ শে জুন, ২০১৭ রাত ১২:০১

রূপক বিধৌত সাধু বলেছেন: কোন পোস্টে মন্তব্য করা যথেষ্ঠ কঠিন! পড়ে চিন্তা-ভাবনা করে তারপর করতে হয়; এখন এতো সময় কোথায়? মন্তব্যও খুব একটা গভীরভাবে করা হয় না! আপনার প্রশংসায় উৎসাহিত হলাম! ইদানীং ব্লগটা ছেড়েই দিয়েছি বলা যায়; এই মাঝেমধ্যে আসি আর কী! লেখালেখি শুরু করতে হবে ভাবছি...

১১| ২৭ শে জুন, ২০১৭ রাত ১১:৪৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আপনি খুব আন্তরিক ভাই।
কি সুন্দর করে আমাকে নিশ্চিন্ত করতে চাইছেন প্রতি উত্তরে! আপনার স্নেহ পাওয়া যে কারো জন্য সৌভাগ্যের, আমার জন্য ভরসার জ্যোতি।

কৃতজ্ঞতা রেখে গেলাম ভাই প্রতিউত্তরে।

২৮ শে জুন, ২০১৭ রাত ১২:০৩

রূপক বিধৌত সাধু বলেছেন: আপনার লেখার মতো আপনাকেও যথেষ্ঠ উদার মনে হচ্ছে; এটা খুব ভালো ।

১২| ২৮ শে জুন, ২০১৭ দুপুর ১২:৫৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভাই, এডিট করে নিচের মতন করতে পেরেছি।



মনটা তোমার পাবো বন্ধু কেমনে করি আশা,
হলনা-তো নিজের সাথেই আমার আত্মীয়তা!
ফল পাবো তাই মন-ভূমে লাগাই গাছের চারা,
গাছের সব ডাল শুকাই গেলো রস যতন ছাড়া।

আমিই নিজের চিরশত্রু তাল-হারা হই-বেতাল,
জীবন সাগরে ব্যর্থ সদাই ধরতে নিজের হাল।
বাঁধিয়া মন ভুল মানুষে বারে-বারে হই-অঙ্গার,
এগিয়ে যেতে পিছাই দিগুণ চলাই হয়না আর!

কতো আশায় ঘর বাঁধিলাম করবো বসত সুখে,
চাল উঁড়াইয়া ভাঙল ঘর নিদারুণ কাল-ঝড়ে!
পারিনি-তো বুঝতে চিনতে নিজর কি-সুখ ভালে,
ভেঙে-ই পড়ি বিশ্বাস ভরি যখন ধরি যে-ডালে!

আত্মার পরমাত্মীয়া জানলাম যারেই মানলাম,
মন ভেঙে তুষেরআগুন জ্বালাই গেল পুড়লাম।
বন্ধু শোকে অতৃপ্ত আজ হয়ে দুঃখের গোলাম,
ভাঙাগড়া নিত্য খেলায় নিজের হারই জানলাম।

মায়া-র টানেই ফিরবে পাখি নিবে ঘরের খবর,
আসবেনা আর মনের মানুষ ভাঙলে মনের ঘর।
বন্ধু তুমি নদীর মতো কূল ভাঙি গড় নতুন চর,
সাহস কি আর ভাবতে আপন হবেই জানি পর।

২৯ শে জুন, ২০১৭ বিকাল ৪:৩৫

রূপক বিধৌত সাধু বলেছেন: Carry on

১৩| ২৮ শে জুন, ২০১৭ দুপুর ১:৩১

ভ্রমরের ডানা বলেছেন:


কবির মনোকামনা পূর্ন হোক!

২৯ শে জুন, ২০১৭ বিকাল ৪:৩৬

রূপক বিধৌত সাধু বলেছেন: শুভেচ্ছা অফুরান! ভালোবাসা রইলো ।

১৪| ৩০ শে জুন, ২০১৭ ভোর ৪:৪৮

কবি হাফেজ আহমেদ বলেছেন: হুম। খুব ভালো লাগলো কবি। কোন ইতিহাস সে জানবেই বা কি করে? বিয়ের পরে তো বেশিরভাগ রমণীরা অতীত নিয়ে ভাবতে একদম পছন্দ করেনা, তাদের এই আমূল পরিবর্তন যা এক বিস্ময় সৃষ্টি করে। তবুও ওরা সুখে থাকুক, ভালো থাকুক। কারণ, ওদের মাথা গুজার ঠাই বড়ই সংকীর্ণ। আর তাই পুরুষের মত ওরা যা ইচ্ছে তা করতে পারেনা। যত ভালোবাসাই থাকুক তবুও ওরা কনফিউশন এ থাকে। এর যথেষ্ট কারণও রয়েছে।

৩০ শে জুন, ২০১৭ সকাল ১০:০১

রূপক বিধৌত সাধু বলেছেন: সুখে থাকুক, শান্তিতে থাকুক; এই কামনাই নিরন্তর! দুঃখটুকু নিজেরই থাক ।

১৫| ৩০ শে জুন, ২০১৭ সকাল ৮:১৩

সামিউল ইসলাম বাবু বলেছেন: কবি নতুন পোষ্ট দিন

৩০ শে জুন, ২০১৭ সকাল ১০:০৩

রূপক বিধৌত সাধু বলেছেন: জটিলতা কেটে গেলে দেবো শীঘ্রই ।

১৬| ০১ লা জুলাই, ২০১৭ ভোর ৪:২৩

সচেতনহ্যাপী বলেছেন: শুধুই হাহাকার~~

০২ রা জুলাই, ২০১৭ সকাল ৮:১৪

রূপক বিধৌত সাধু বলেছেন: পিঞ্জর খুলে দিয়েছি; যা কিছু বলে দেবার বলে দিয়েছি,
যারে যাবি যদি যা!

১৭| ০১ লা জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৪৭

চাঁদগাজী বলেছেন:


আপনি কি ব্লগার কাল্পনিক_ভালোবাসা'র নিকে গিয়ে উনাকে অনুরোধ করে ছিলেন আপনার স্ট্যাটাস বদলানোর জন্য?

০২ রা জুলাই, ২০১৭ সকাল ৮:১৬

রূপক বিধৌত সাধু বলেছেন: বললাম তো!

০২ রা জুলাই, ২০১৭ দুপুর ১:৩২

রূপক বিধৌত সাধু বলেছেন: "সেফ" করেছে ।

১৮| ১৫ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:২৪

চাঁদগাজী বলেছেন:


মন ভালো থাকলে লিখুন; অথবা, লিখলে ভালো অনুভব করবেন।

২০ শে জুলাই, ২০১৭ সকাল ১০:১১

রূপক বিধৌত সাধু বলেছেন: লিখব শীঘ্রই ।

১৯| ০৩ রা আগস্ট, ২০১৭ রাত ১২:২০

সচেতনহ্যাপী বলেছেন: কেমন আছেন।।

০৭ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:২৭

রূপক বিধৌত সাধু বলেছেন: আমি ভালো আছি। আশা করি আপনিও...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.