নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Our sweetest songs are those that tell of saddest thought (Shelly).

রূপক বিধৌত সাধু

মন রে, কৃষিকাজ জানো না; এমন মানবজমিন রইলো পতিত আবাদ করলে ফলত সোনা! রামপ্রসাদ সেন ([email protected])

রূপক বিধৌত সাধু › বিস্তারিত পোস্টঃ

অসুখ

১৭ ই আগস্ট, ২০১৭ রাত ৯:৩৫


শরীরে দাঁনা বেঁধেছে বাহারী অসুখ,
প্রতিনিয়ত ভুগছি; মনে নেই সুখ!
চলতে ফিরতে ব্যথা, মাথাখানা ঘোরে;
সে আমায় অহর্নিশ বাঁধে প্রীতিডোরে।
কচলাই চক্ষু; হয়ে গেছে লালে লাল,
এলার্জিতে ক্লান্ত; কাতরাই আজকাল!
পেটের পীড়ায় খাওয়া-দাওয়া সাঙ্গ,
"কী আশায় যাদু এ ঘর-সংসার মাঙ্গ!"
এমন এক অতিথি বারংবার আসে,
না চাইলেও দাঁড়ানো শিয়রের পাশে।
আমায় শোনায় কোন বিরহের গীত,
বিভ্রান্তিতে হারিয়েছি জ্ঞান হিতাহিত।
"নির্লজ্জ অতিথি, নে রে এবার বিদায়;
তোদের উপস্থিতিতে পিত্তি জ্বলে যায়!"

৩০ শ্রাবণ ১৪২৪ বঙ্গাব্দ
ভালুকা, ময়মনসিংহ।

মন্তব্য ৪৯ টি রেটিং +৭/-০

মন্তব্য (৪৯) মন্তব্য লিখুন

১| ১৭ ই আগস্ট, ২০১৭ রাত ৯:৫১

সেলিম আনোয়ার বলেছেন: নির্লজ্জ অতিথিরা বিদায় নেক । :)

১৭ ই আগস্ট, ২০১৭ রাত ১০:২০

রূপক বিধৌত সাধু বলেছেন: বিদেয় হলেই বাঁচি!

২| ১৭ ই আগস্ট, ২০১৭ রাত ৯:৫২

চাঁদগাজী বলেছেন:


নিতান্ত রূপক, নাকি আপনি শারীরিক অসুখে ভুগছেনন?

১৭ ই আগস্ট, ২০১৭ রাত ১০:২১

রূপক বিধৌত সাধু বলেছেন: শারীরিক-মানসিক উভয়ভাবেই অসুস্থ!

৩| ১৭ ই আগস্ট, ২০১৭ রাত ৯:৫৭

মৌমুমু বলেছেন: সেলিম ভাইয়ার সাথে একমত। এমন নির্লজ্জ অতিথির কোন প্রয়োজন নেই। সবাই সুস্হ্ সবল ভাবে বাঁচুক। এমনটাই কাম্য।
ভালো থাকবেন ভাইয়া।

১৭ ই আগস্ট, ২০১৭ রাত ১০:২২

রূপক বিধৌত সাধু বলেছেন: সে-ই ভালো। শুভেচ্ছা রইলো।

৪| ১৭ ই আগস্ট, ২০১৭ রাত ১০:০৩

ওমেরা বলেছেন: আল্লাহ আপনার অসুখ বিসুখ, বালা-মসিবত দুর করে আপনার মনে প্রশান্তি দান করুন।

১৭ ই আগস্ট, ২০১৭ রাত ১০:২৩

রূপক বিধৌত সাধু বলেছেন: অশেষ ধন্যবাদ। ভালো থাকুন।

৫| ১৭ ই আগস্ট, ২০১৭ রাত ১০:৫৮

চাঁদগাজী বলেছেন:


বিনে মসলার রান্না খাবার খান, বিশুদ্ধ পানি খান। বিনা মসলায় রান্না করা কাঁচ কলা, লাউ খান; খাবার ১০ মিনিট আগে ঠান্ডা সেভেপ-আপ খাবেন অপল্প করে।

১৭ ই আগস্ট, ২০১৭ রাত ১১:০৩

রূপক বিধৌত সাধু বলেছেন: হুম। খাওয়া-দাওয়ায় একটু সতর্ক হতেই হচ্ছে!
ডাক্তার কী সব ওষুধ দিয়েছেন, খেলে শুধু ঘুম পায়।

৬| ১৭ ই আগস্ট, ২০১৭ রাত ১১:০১

আখেনাটেন বলেছেন: কবির মন খারাপ মনে হচ্ছে্।

পড়্বে মজা পেলুম।

দেহ ও মনে সুস্থ হয়ে উঠুন।

১৭ ই আগস্ট, ২০১৭ রাত ১১:০৬

রূপক বিধৌত সাধু বলেছেন: :)

৭| ১৭ ই আগস্ট, ২০১৭ রাত ১১:৪৮

কথাকথিকেথিকথন বলেছেন: এরা কী অতিথি ! অতিথি নাকি ভাগ্য বয়ে আনে ।
তবে এমন অতিথির মরণ হোক ।

১৮ ই আগস্ট, ২০১৭ ভোর ৫:৪৮

রূপক বিধৌত সাধু বলেছেন: অযাচিত অতিথি; তার আগমন দুর্ভোগ বয়ে এনেছে।

৮| ১৮ ই আগস্ট, ২০১৭ রাত ১২:১৫

শাহরিয়ার কবীর বলেছেন: কবিদের মন খারাপ থাকতে নেই কবি ! :(

১৮ ই আগস্ট, ২০১৭ ভোর ৫:৪৬

রূপক বিধৌত সাধু বলেছেন: বুঝতে পারছি!

৯| ১৮ ই আগস্ট, ২০১৭ রাত ১:০৯

মেঘনা পাড়ের ছেলে বলেছেন: দ্রুত সুস্থ্যতা কামনা করছি, কবি

১৮ ই আগস্ট, ২০১৭ ভোর ৫:৪৬

রূপক বিধৌত সাধু বলেছেন: ভালোবাসা জানবেন।

১০| ১৮ ই আগস্ট, ২০১৭ রাত ১:৪৮

সচেতনহ্যাপী বলেছেন: অভিমানের পরিমানটা একটু বেশীই!!

১৮ ই আগস্ট, ২০১৭ ভোর ৫:৪৪

রূপক বিধৌত সাধু বলেছেন: :D

১১| ১৮ ই আগস্ট, ২০১৭ সকাল ৯:০৮

নীলপরি বলেছেন: আমায় শোনায় কোন বিরহের গীত,
বিভ্রান্তিতে হারিয়েছি জ্ঞান হিতাহিত।


যাপন চিত্রের দারুন প্রকাশ ।

আপনার দ্রুত আরোগ্য কামনা করছি ।

শুভকামনা ।

১৮ ই আগস্ট, ২০১৭ সকাল ৯:৩৩

রূপক বিধৌত সাধু বলেছেন: তাই যেন হয়।

১২| ১৮ ই আগস্ট, ২০১৭ দুপুর ১২:৫৯

জাহিদ অনিক বলেছেন: চাঁদগাজী বলেছেন:


নিতান্ত রূপক, নাকি আপনি শারীরিক অসুখে ভুগছেনন?
- চাঁদগাজী ভাই আজকাল রূপক বুঝে উঠছেন। আগে সে রুপক বুঝতেন না বলে দাবী করেছিলেন। ওনার মধ্যে কাব্য প্রতিভা দিন দিন বেড়ে যাচ্ছে।

আপনার কবিতা ভাল হয়েছে। এ ধরায় সুখ নেই। ভাল বহিঃপ্রকাশ করেছেন ।

১৮ ই আগস্ট, ২০১৭ দুপুর ১:০৯

রূপক বিধৌত সাধু বলেছেন: :| শুভেচ্ছা।

১৩| ১৮ ই আগস্ট, ২০১৭ দুপুর ১:১১

জাহিদ অনিক বলেছেন: এরাম মুখ শুকনা করা শুভেচ্ছা ক্যান কবি ?

১৮ ই আগস্ট, ২০১৭ দুপুর ১:১৬

রূপক বিধৌত সাধু বলেছেন: ক্রান্তিকাল রে, ভাই!

১৪| ১৮ ই আগস্ট, ২০১৭ দুপুর ২:০৬

কাছের-মানুষ বলেছেন: এই অতিথিকে সবাই অপছন্দ করে।
আপনার সুস্থতা কামনা করছি।

১৮ ই আগস্ট, ২০১৭ রাত ১১:০২

রূপক বিধৌত সাধু বলেছেন: প্রীতি ও শুভেচ্ছা রইলো।

১৫| ১৮ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:৫৪

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: রেষ্টে থাকেন। শান্তি আসবে।

১৮ ই আগস্ট, ২০১৭ রাত ১১:০৩

রূপক বিধৌত সাধু বলেছেন: পেটের দায়; বিশ্রামে থাকার জো কই?

১৬| ১৮ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:১৬

চাঁদগাজী বলেছেন:


আপনি যদি টেনশনে থাকেন, নিকে সহজ করার চেস্টা করেন।

১৮ ই আগস্ট, ২০১৭ রাত ১১:০৪

রূপক বিধৌত সাধু বলেছেন: হুম!

১৭| ১৮ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:২৬

সুমন কর বলেছেন: ভালো লাগেনি।

১৮ ই আগস্ট, ২০১৭ রাত ১১:০৬

রূপক বিধৌত সাধু বলেছেন: ঠিক আছে :)!

১৮| ১৮ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৪২

আহমেদ জী এস বলেছেন: রূপক বিধৌত সাধু ,




রূপক । ভালো লিখেছেন ।

এমন রূপকল্প নিয়ে আপনার কাছকাছি ভাবের আমারও একটি লেখা আছে এখানে -----অসুখী শরীর
[link||view this link][link||view this link]

১৮ ই আগস্ট, ২০১৭ রাত ১১:০৭

রূপক বিধৌত সাধু বলেছেন: ডাক্তারের যদি এ দশা হয়... ক্যামনে কী!

১৯| ১৮ ই আগস্ট, ২০১৭ রাত ১০:০৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: হায় অতিথি ভগবান তুল্য ভায়া!

তারে এমন করি বলতি হয় না! অমঙ্গল হয় ;)

হা হা হা
অতিথিপরায়ান বাঙালীয়ানায় ক্লান্ত কবির শ্রান্তি নাশে প্রার্থনা :)

++++

১৮ ই আগস্ট, ২০১৭ রাত ১১:১০

রূপক বিধৌত সাধু বলেছেন: ঘন ঘন অতিথিপূজা করতে করতে গৃহস্থ পরিশ্রান্ত! :)

২০| ১৮ ই আগস্ট, ২০১৭ রাত ১০:৫০

প্রামানিক বলেছেন: "নির্লজ্জ অতিথি, নে রে এবার বিদায়;
তোদের উপস্থিতিতে পিত্তি জ্বলে যায়!"


এই অতিথি না চাইলেও আসে।

১৮ ই আগস্ট, ২০১৭ রাত ১১:১২

রূপক বিধৌত সাধু বলেছেন: না চাহিলে যারে পাওয়া যায়... কী আর করা?

২১| ১৮ ই আগস্ট, ২০১৭ রাত ১১:১২

ধ্রুবক আলো বলেছেন: শরীরে দাঁনা বেঁধেছে বাহারী অসুখ,
প্রতিনিয়ত ভুগছি; মনে নেই সুখ!


মন রোগ ভাই, খুব কঠিন। সুখ এখন অনেক কঠিন বিষয় বস্তু হয়ে গেছে।

১৮ ই আগস্ট, ২০১৭ রাত ১১:১৫

রূপক বিধৌত সাধু বলেছেন: সুখ যেন এক অচিনপাখি,
সে যে দেয় না ধরা; দেয় যে ফাঁকি...

২২| ১৮ ই আগস্ট, ২০১৭ রাত ১১:১২

ধ্রুবক আলো বলেছেন: আপনার বাড়ি কি ভালুকায়?!

১৮ ই আগস্ট, ২০১৭ রাত ১১:১৬

রূপক বিধৌত সাধু বলেছেন: হুঁ!

২৩| ১৯ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:৪৬

নীলপরি বলেছেন: সুস্থ আছেন তো ?

১৯ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:৫৯

রূপক বিধৌত সাধু বলেছেন: প্রেশার একদম কম কয়েকদিন ধরে। চলাফেরা করতে কষ্ট হয়! কায়িক পরিশ্রম বেশি হচ্ছে বোধহয়।

২৪| ২০ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:৫৫

নীলপরি বলেছেন: কেনো যে আমরা পরিস্থিতির শিকার হয়ে পড়ি ? এর থেকে বেরোনোর চেষ্টা আপনি নিজেই করেছেন । তাও বলছি ভালো থাকার চেষ্টা করবেন ।

শুভকামনা ।

২১ শে আগস্ট, ২০১৭ সকাল ১০:৫০

রূপক বিধৌত সাধু বলেছেন: সময়ের এক ফোঁড় অসময়ের দশ ফোঁড়; এখন বুৃঝতে পারছি। সর্বোপরি চেষ্টা করছি সবকিছুর সাথে নিজেকে মানিয়ে নিয়ে ভালো থাকতে।

২৫| ২১ শে আগস্ট, ২০১৭ বিকাল ৩:২৭

নীলপরি বলেছেন: ঠিকই বলেছেন । সহমত ।

শুভকামনা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.