নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Our sweetest songs are those that tell of saddest thought (Shelly).

রূপক বিধৌত সাধু

মন রে, কৃষিকাজ জানো না; এমন মানবজমিন রইলো পতিত আবাদ করলে ফলত সোনা! রামপ্রসাদ সেন ([email protected])

রূপক বিধৌত সাধু › বিস্তারিত পোস্টঃ

সময়-অসময়

০২ রা সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:০০


"মরে গেলাম গো, কেউ আমারে বাঁচান।"
রাত সাড়ে ন'টা। মহাসড়কের পাশ ধরে হাঁটছিলাম আমি আর মৃদুল। মৃদুল আমার বাল্যবন্ধু। অনেকদিন পর তার সঙ্গে দেখা। সুখ-দুঃখের আলাপ করছিলাম দুজন; এমন সময় আমাদের কথাবার্তায় ব্যাঘাত ঘটলো, চিৎকারটা কানে এলো।
"কী হলো?" মৃদুলকে জিজ্ঞেস করলাম।
"কিছু তো বুঝতে পারছি না" মৃদুল বললো।
অন্ধকারে পথঘাট কিছু দেখা যাচ্ছে না। পেছনে লাইট মারলাম। একটা ভ্যান উল্টে পড়ে আছে। আমরা দৌড়ে সেখানে গেলাম। অটোরিকশার সাথে ধাক্কা লেগে ভ্যান উল্টে গেছে; ভ্যানের চালক নিচে চাপা পড়ে আছে, লোকটা নার্সারির চারা নিয়ে গিয়েছিলো বেচতে; বোধহয় বেচতে পারে নি, সেগুলোও তার ওপরে।
মৃদুল, অটোঅলা আরও দুজন ভ্যানটাকে পাশ ফিরালো, চারাগুলো সরালো আর আমি লোকটাকে টেনে বের করলাম। পা অনেকটা কেটে গেছে। রক্ত বেরোচ্ছিলো অঝোরে। লোকটাকে পাঁজাকোলা করে অটোতে তুলে একজনকে বললাম, "আশপাশে কোন ফার্মেসী আছে কি না; সেখানে নিয়ে যান। আমরা আসছি।"
"ভ্যানটা কোথায় রাখা যায়?" স্বগতোক্তি করলাম। একজন রাস্তার পাশেই রাখতে বললো। আমি বললাম, "চুরি হয়ে যেতে পারে। অন্য কোথাও?"
"বাজারে রাখা যায়" একজন বললো। আমি, মৃদুল আর একজন ভ্যানগাড়ি ঠেলে বাজারে এক নিরাপদ স্থানে রাখলাম।
"বনকুয়া" বাজারে তখন ভিড় জমে গেছে। লোকজন আহত লোকটাকে দেখতে এসেছে। পা থেকে রক্ত মুছে সেখানে ব্যান্ডেজ করা হলো, ব্যথানাশক ট্যাবলেট খাওয়ানো হলো; দেয়া হলো ইঞ্জেকশনও। লোকটা তখনও ব্যথায় কাতরাচ্ছে।
লোকটার বাড়ি কৈয়াদি। তার বাড়িতে ফোন দেওয়া হলো; বলা হলো দুর্ঘটনার কথা। তারা বললো শীঘ্রই আসছে।
লোকটা কাঁদছে তো কাঁদছেই। কিছুতেই তাকে থামানো যাচ্ছে না। এ কান্না শুধু ব্যথার নয়; এ কান্না একটা পরিবারের দীর্ঘশ্বাস! এ পরিবারের ইদ কাটবে কীভাবে?
রাস্তা দিয়ে আসার সময় চারাগাছগুলো আবার চোখে পড়লো, মনটা ডুকরে কেঁদে ওঠলো।

মন্তব্য ৩৬ টি রেটিং +৯/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ০২ রা সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:১২

চাঁদগাজী বলেছেন:


একটা ভালো কাজ করেছেন; আরো অনেক ঈদ আসবে, অসুবিধা নেই।
ঈদের শুভেচ্ছা রলো

০২ রা সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:১৯

রূপক বিধৌত সাধু বলেছেন: ইদের শুভেচ্ছা আপনাকেও। আশা করি ভালো আছেন।

২| ০২ রা সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:২২

নীলপরি বলেছেন: আপনার লেখার অনুভবের সাথে পাঠকের অনুভতি এক হয়ে যাচ্ছে । মন ছঁয়ে গেলো ।

ঈদের শুভেচ্ছা রইলো ।

০২ রা সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:২৬

রূপক বিধৌত সাধু বলেছেন: ইদের শুভেচ্ছা। ভালো আছেন নিশ্চয়ই?

৩| ০২ রা সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:২৮

নীলপরি বলেছেন: হুম ভালো আছি ।

০২ রা সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:১৬

রূপক বিধৌত সাধু বলেছেন: সে-ই ভালো। শুভ কামনা নিরন্তর!

৪| ০২ রা সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:৫৮

ইরিবাসের রাত বলেছেন: খুব ভাল লাগল এ কথা জেনে যে আজ পূন্যের দিনে এমন একটি কাজ করবার সৌভাগ্য হল আপনার। শুভকামনা রইল।

০২ রা সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:১৪

রূপক বিধৌত সাধু বলেছেন: ইদের শুভেচ্ছা! ভালো থাকবেন।

৫| ০২ রা সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:১৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক সুন্দর স্মৃতিপট লিখেছেন দাদা
কতলোকের ঈদ নীরবে নিরানন্দে চলে যাবে! সে খোঁজ আমরা কয়জনে রাখি!

ঈদের শুভেচ্ছা রইল দাদা

০২ রা সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:১৮

রূপক বিধৌত সাধু বলেছেন: আজকেও সড়ক দুর্ঘটনায় আমাদের এ দিকে একজন মারা গেছে; পক্ষকাল আগে ন'জন মারা গিয়েছিলো।
বহুলোকেরই ইদ নিরানন্দে যায়।
শুভেচ্ছা।

৬| ০২ রা সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:২৩

জাহিদ অনিক বলেছেন: বাহ বেশ ভাল লাগলো। মহৎ কাজ করেছেন।

০২ রা সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:৩১

রূপক বিধৌত সাধু বলেছেন: শুভেচ্ছা অফুরান। ভালো থাকবেন।

৭| ০২ রা সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:৩৮

মোঃ মঈনুদ্দিন বলেছেন: আপনার মানবিক মূল্যবোধের থেকেই কাজটি করেছেন। সেজন্য আপনাকে শুভেচ্ছা। আজকাল চলার পথে কত অসুবিধাই না চোখে পড়ে কিন্তু কজনাই বা এগিয়ে আর্ত- পীড়িতের সহায়তায়? এরকম সেবামূলক কাজ করার সৌভাগ্য আমাদের সকলেরই হোক। ভালো থাকুন। ঈদ মোবারক।

০২ রা সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৮

রূপক বিধৌত সাধু বলেছেন: শুভেচ্ছা। ভালো থাকবেন।

৮| ০২ রা সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২৭

সুমন কর বলেছেন: খুব ভালো কাজ করেছেন।

ঈদের শুভেচ্ছা......

০২ রা সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৮

রূপক বিধৌত সাধু বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা।

৯| ০২ রা সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১১

ধ্রুবক আলো বলেছেন: এ পরিবারের ইদ কাটবে কীভাবে?
একটা দুর্ঘটনা সব কিছু এলোমেলো করে দেয়।

ঈদের শুভেচ্ছা রইলো।

০২ রা সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৯

রূপক বিধৌত সাধু বলেছেন: গরিবের আবার ইদ!
শুভেচ্ছা রইলো।

১০| ০২ রা সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:২৩

চুলবুল পান্ডে বলেছেন: অনেকদিন পর পোস্ট দেখলাম।যাক শেষ পর্যন্ত মন থেকে চরম সাম্প্রদায়িকতা, বিদ্বেষ, আক্রোশ, একচোখা পক্ষপাত বাদ দিতে পেরেছেন......সাধুকে সাধুবাদ। শেষমেষ মানুষ পরিচয়টাই সবকিছু ছাপিয়ে বড় হয়ে ওঠে।

০২ রা সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৪৩

রূপক বিধৌত সাধু বলেছেন: :(

১১| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৭ রাত ২:০৪

সচেতনহ্যাপী বলেছেন: শুধু বলবো "এ কান্না একটা পরিবারের দীর্ঘশ্বাস! এ পরিবারের ইদ কাটবে কীভাবে?"।। ভাবছি আমিও।। সত্যি বলতে, হলে বলবো, ভাবি নি একটুও। কারন ি বলতেই হবে??

০৩ রা সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৭:৪২

রূপক বিধৌত সাধু বলেছেন: আনন্দ-নিরানন্দের ইদ! কী আর করার?
কেমন আছেন? কেমন কাটালেন ইদ?

১২| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:৪৭

ঢাকাবাসী বলেছেন: দুর্লভ মানবিক গুন। আপনার ইদ (ঈদ) বানানটা কি ইচ্ছাকৃত?

০৩ রা সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:১৯

রূপক বিধৌত সাধু বলেছেন: বিদেশী শব্দে ঈ ব্যবহার না করে ই ব্যবহার করতে বলা হয়েছে।

১৩| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:১৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: মানবতা জেগে উঠুক জনে জনে....

ঈদের শুভেচ্ছা সাধু দা

০৩ রা সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:২১

রূপক বিধৌত সাধু বলেছেন: শুভেচ্ছা, ভৃগুদা! ভালো থাকবেন।

১৪| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:২৯

আহমেদ জী এস বলেছেন: রূপক বিধৌত সাধু ,




ক'লাইনের একটি লেখার ভেতর দিয়ে চরম একটি বাস্তবতার কথা বলে গেলেন -------
" এ কান্না শুধু ব্যথার নয়; এ কান্না একটা পরিবারের দীর্ঘশ্বাস! "

০৩ রা সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:২১

রূপক বিধৌত সাধু বলেছেন: বেদনাদায়ক।
শুভেচ্ছা জানবেন।

১৫| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:৪৮

জুন বলেছেন: সাধুর মতই একটি মহৎ কাজ করেছেন আপনারা। পেপার পত্রিকায় পড়ি বিশেষ করে প্রতিবেশী দেশে রাস্তার পাশে আহত মানুষ পরে আছে । পুলিশি ভয়ে তাকে কেউ সাহায্যের জন্য এগিয়ে আসে না । ধীরে ধীরে সেই লোকটি মৃত্যুর মুখে ঢলে পরে । মানবতা আজ হারিয়ে যেতে বসেছে স্বার্থের খাতিরে ।
+

০৩ রা সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:২৩

রূপক বিধৌত সাধু বলেছেন: সত্যিই বলেছেন। সংসারে মানবিকতার বড় অভাব।

১৬| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৭ রাত ১:৪৩

সচেতনহ্যাপী বলেছেন: আছি ভালই।। ঈদ কেটেছে একাকী, প্রবাসে।। পোড়া কপালে নীলমনি এক বন্ধু দিয়েছে সঙ্গ।।ঈদ-মুবারক।।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২২

রূপক বিধৌত সাধু বলেছেন: শুভ কামনা রইলো।

১৭| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৭ ভোর ৫:৫৪

সামিউল ইসলাম বাবু বলেছেন:
ঈদের শুভেচ্ছা জানবেন।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২৩

রূপক বিধৌত সাধু বলেছেন: শুভেচ্ছা আপনাকেও।

১৮| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:২১

রাতু০১ বলেছেন: ঈদের শুভেচ্ছা।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২৪

রূপক বিধৌত সাধু বলেছেন: শুভেচ্ছা অফুরন্ত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.