নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Our sweetest songs are those that tell of saddest thought (Shelly).

রূপক বিধৌত সাধু

মন রে, কৃষিকাজ জানো না; এমন মানবজমিন রইলো পতিত আবাদ করলে ফলত সোনা! রামপ্রসাদ সেন ([email protected])

রূপক বিধৌত সাধু › বিস্তারিত পোস্টঃ

শুভ বিবাহ

০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:২৮


স্বপ্না মণির বিয়ে,
বর এলো রে রিক্সা নিয়ে
টোপর মাথায় দিয়ে।
সাজুগুজো করে স্বপ্না
বসেছিলো ধ্যানে,
কেমন বর যে ভাগ্যে জোটে
আল্লাহপাক্ই জানে!
রিক্সাঅলা বর,
পাঁচশো টাকা বেঁচে থাকে
সব খরচের পর!
এমন বর কি চেয়েছিলো স্বপ্না মণি?
তার কপালে লাগালো কে এমন শণি?
তারই বৃদ্ধ দাদু,
কী করে যে রিক্সাঅলা
করলো তারে যাদু?
সে যাই হোক মশাই,
আমরা কি কশাই?
গরিব বলে রিক্সাঅলার
থাকবে না বউ?
তাকে নিয়ে তোমরা কেন
এতো কথা কও?
সুন্দরী বউ হলে
তোমার কী মুছিবত?
তাকে নিয়ে উড়াল দেওয়ার
খুঁজছো অব্যর্থ পথ?
স্বপ্না মেনে নিলো
তার ভাগ্যের ফের,
জীবনে সুখ পেয়েছে ঢেড়!
এখন তবে দুঃখের পালা,
প্রস্তুত মেনে নিতে সকল জ্বালা!
বস্তির মাঝে শুরু হলো
দুজনের ঘর,
রিক্সাঅলা ভেবেছিলো স্বর্গ নামবে
ধরণীর পর!
তা আর হলো কই?
নববধূর চাওয়া-পাওয়ার পায় না থৈ!
সপ্তাহ সপ্তাহ পার্লার,
সাধ্য নেই তার বইতে
মেকাপ বক্সের ভার!
সারাদিনই রাখে তারে চাপে,
অস্বস্তিতে সারা অঙ্গ
থরোথরো কাঁপে!
অভাব যখন দ্বারে এসে দাঁড়ায়,
প্রেম-প্রীতি খুঁজে পাওয়া দায়।
সংসারেতে চলছে নিদারুণ ভর্তুকি,
কেউ নেই সুখী!

১৭ ভাদ্র ১৪২৪ বঙ্গাব্দ
ভালুকা, ময়মনসিংহ।

মন্তব্য ৪৪ টি রেটিং +৮/-০

মন্তব্য (৪৪) মন্তব্য লিখুন

১| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৩১

শাহরিয়ার কবীর বলেছেন: বাহ ! দারুন লিখেছেন + ;)

০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৪১

রূপক বিধৌত সাধু বলেছেন: শুভেচ্ছা। ভালো থাকুন।

২| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৩৩

শুভবাদী রোদ বলেছেন: সুন্দর হয়েছে। হাস্যরসাত্মক হলেও বাস্তবসম্মত।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৪৩

রূপক বিধৌত সাধু বলেছেন: সেটাই। শুভেচ্ছা জানবেন।

৩| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৩৮

মনিরা সুলতানা বলেছেন: হাহাহাহা
এখন কার স্বপ্না মণি 'রা অনেক কিছু চায় দেখছি ।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৪৫

রূপক বিধৌত সাধু বলেছেন: তাদের চাওয়া-পাওয়ার কি শেষ আছে?

৪| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৫৭

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: লেভেলে লেভেলে চলতে হয়।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৫৯

রূপক বিধৌত সাধু বলেছেন: বোধশক্তি ক'জনের থাকে?

৫| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:০০

শায়মা বলেছেন: স্বপ্নামনির স্বপ্ন পূরণ হোক।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:১০

রূপক বিধৌত সাধু বলেছেন: শান্তি থাকলে ভাঙা ঘর হয় বেহেশতের বাগান।

৬| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:০৭

চাঁদগাজী বলেছেন:


দু:খের বিষয়, কিন্তু সত্য যে, কোন মেয়ের স্বপ্ন দেখে না রিক্সা ড্রাইভাবের স্ত্রী হতে।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:১৩

রূপক বিধৌত সাধু বলেছেন: ভারসাম্য বজায় রেখেই বিয়ে-শাদী করা উচিত।

৭| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:১৭

সুমন কর বলেছেন: মজার হয়েছে।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:২৩

রূপক বিধৌত সাধু বলেছেন: প্রীতি ও শুভেচ্ছা জানবেন অবিরত।

৮| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৫৩

ওমেরা বলেছেন: ভাইয়া আপনার মন,শরীর কি ভাল আছে ?

হাতের চেয়ে আম বড় হলে যা হয় !!

০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ ভোর ৬:১২

রূপক বিধৌত সাধু বলেছেন: মোটামুটি আছে মন, শরীর। আশা করি আপনিও ভালো আছেন?

৯| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৩০

নীলপরি বলেছেন: খুব ভালো হয়েছে । ++++++

শুভকামনা ।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ ভোর ৬:১৩

রূপক বিধৌত সাধু বলেছেন: শুভেচ্ছা রইলো।

১০| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৩৩

সোহানী বলেছেন: রিক্সাঅলা বরের যা বউয়ের ছবি দিয়েছেন তারজন্য মেকবক্স লাগবে নাতো কি লাগবে...........হাহাহাহাহা

০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ ভোর ৬:১৪

রূপক বিধৌত সাধু বলেছেন: আধুনিকা। বরের জীবন টালমাটাল।

১১| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:৩৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ছড়া হলেও টোনটা কবিতার মতো হয়ে গেছে, শেষের দিকের কথাগুলোর জন্য।


মাঝে মাঝে ছন্দপতন ঘটেছে, সময় পেলে এডিট করে নিলে আরো ভালো হবে বলে মনে করি।

শুভ কামনা।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ ভোর ৬:১৫

রূপক বিধৌত সাধু বলেছেন: হঠাৎ খেয়ালে লেখা; ভাবাভাবির সময় বড় কম।

১২| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৩:২৮

সচেতনহ্যাপী বলেছেন: ছড়াটি পড়ে গেলাম।। বাস্তবতার আলোকে লেখাটি ভালই লাগলো।।
ঈদ মুবারক।। যদিও একটু বাসী....

০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ ভোর ৬:১৭

রূপক বিধৌত সাধু বলেছেন: বাসী না, মেয়াদ তো সাতদিন থাকে।

ভালো থাকুন।

১৩| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:১৪

ঢাকাবাসী বলেছেন: বেশ ভাল লাগল যে।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:১৪

রূপক বিধৌত সাধু বলেছেন: বেচারা বরের অবস্থা কিন্তু কেরোসিন।

১৪| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৪১

জাহিদ অনিক বলেছেন: অভাব যখন দুয়ারে এসে দাঁড়ায় ভালবাসা তখন জানালা দিয়ে পালায়।

১০ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:০২

রূপক বিধৌত সাধু বলেছেন: এটাই বাস্তবতা!

১৫| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:১৮

তারেক ফাহিম বলেছেন: তারপর কী হলো?
সংসার টিকলো, না জানালার ফাঁক দিয়ে উড়াল দিলো?

১০ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:০৩

রূপক বিধৌত সাধু বলেছেন: টালমাটাল অবস্থায় আছে।

১৬| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:১৫

নুসরাত অনি বলেছেন: স্বপ্ন দেখা যায়না বলে কে?
বাস্তব করতে পারে বলছে কে!
ওমেরা : হাতের চেয়ে আম বড় হলে যা হয়!
আমি একমত ইনার কথার সাথে।
অনেক ভালো লিখেছেন। ++++

১০ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:০৫

রূপক বিধৌত সাধু বলেছেন: স্বপ্ন যে সত্যি হয় হয়ে গেলে মন বিনিময়।

১৭| ১০ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২৭

ভ্রমরের ডানা বলেছেন:



কবিতা মজার ছিল সাধু ভাই...

১২ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:১৫

রূপক বিধৌত সাধু বলেছেন: শুভেচ্ছা জানবেন।

আপনার ইদানীংকালের লেখাগুলো দারুণ লাগছে।

১৮| ১১ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৭:৫৫

মাহবুবুল আজাদ বলেছেন: বাহ চমৎকার :)

১২ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:১৯

রূপক বিধৌত সাধু বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইলো।

১৯| ১২ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:২০

ওমেরা বলেছেন: আলহামদুল্লিলার ! আমি ভাল আছি ভাইয়া ।

১২ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:২৯

রূপক বিধৌত সাধু বলেছেন: শুভ কামনা নিরন্তর।

২০| ১২ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:২৪

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর +

১২ ই সেপ্টেম্বর, ২০১৭ ভোর ৫:০২

রূপক বিধৌত সাধু বলেছেন: শুভেচ্ছা। ভালো থাকুন।

২১| ১২ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:০৪

বিলিয়ার রহমান বলেছেন: ভালা লিখছেন!

পিলাচ!:)

১৫ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:২০

রূপক বিধৌত সাধু বলেছেন: থ্যাঙ্কু।

২২| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:২৩

শামছুল ইসলাম বলেছেন: বেশ মজা করে লিখেছেন ।

শুভ বিবাহটা শেষ পর্যন্ত আর শুভ থাকলো না ।

অভাব যখন দ্বারে এসে দাঁড়ায়,
প্রেম-প্রীতি খুঁজে পাওয়া দায়।
সংসারেতে চলছে নিদারুণ ভর্তুকি,
কেউ নেই সুখী!


চমৎকার !!!

১৫ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:২১

রূপক বিধৌত সাধু বলেছেন: অনেকদিন পর মনে হচ্ছে? ভালো ছিলেন তো?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.