নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Our sweetest songs are those that tell of saddest thought (Shelly).

রূপক বিধৌত সাধু

মন রে, কৃষিকাজ জানো না; এমন মানবজমিন রইলো পতিত আবাদ করলে ফলত সোনা! রামপ্রসাদ সেন ([email protected])

রূপক বিধৌত সাধু › বিস্তারিত পোস্টঃ

সুন্দরীরা অহঙ্কারী (হঠাৎ দেখা)

১৬ ই জানুয়ারি, ২০১৮ রাত ৮:১০

তিনতলায় বসেছিলাম
এক ম্যাডামের কাছে,
তার সাথে আমার অনেক
জরুরি আলাপ আছে।
আলাপ-সালাপ কিছুক্ষণ
কাজ-কারবার নিয়ে,
বিব্রত করলেন ম্যাডাম
হাজার প্রশ্নে খুঁচিয়ে।
আলাপের একফাঁকে যে-ই
তাকিয়েছি বামপাশে,
খেয়াল হলো এক সুন্দরী
হুদাইহুদি-ই হাসে।
সে হাসিটা ঠিক হাসি নয়,
কীসের ছলচাতুরী;
ক্ষণেক্ষণেই বুকের মাঝে
দিয়ে যাচ্ছে সুরসুরি।
আশপাশের কোথাও যেন
লেগে গিয়েছে আগুন,
ভেতর ভেতর আমি বুঝি
হয়ে যাচ্ছি এই খুন।
সুমিষ্ট অতি মনোহারিণী,
চেহারায় তার মায়া;
কিছুক্ষণ চেয়ে রইলাম
হয়ে নিলাজ-বেহায়া!
ম্যাডাম যে-ই পাশের রুমে
কী জানি কাজে গেলেন,
সাহস করে জিজ্ঞেস করি,
"কী কারণে এসেছেন?"
জানালো আমায় মৃদু হেসে,
"একটা ট্রেনিং আছে;
আজ আমার দ্বিতীয় দিন
এই ম্যাডামের কাছে।"
বললাম তাকে নিচে যেন
আমার জন্য দাঁড়ায়,
তার সাথে কিছু কথা আছে
কাজ নিয়ে এ পাড়ায়।
নিচে নেমে এলো সে রূপসী,
আমি তখনও আছি;
ম্যাডামের সাথে আলোচনা
শেষটা হলেই বাঁচি।
আলাপ-সালাপ শেষ করে
ত্বরিত এলাম নিচে,
সে নিশ্চয়ই আমার জন্য
বাইরে দাঁড়িয়ে আছে।
এদিক-ওদিক দৌঁড়ালাম
তার দেখা পাবো বলে,
পেলাম না তার দরশন-
ইতিমধ্যে গেছে চলে।
মনটা আমার খারাপ হলো
তার দর্শন না পেয়ে,
অনেকক্ষণ উদাস হয়ে
রইলাম দূরে চেয়ে।
তার কাছে হলো না আমার
মনের কথাটা বলা,
আমি এখন কী করি হায়,
হৃদয় বড়ো উতলা!
ভালো লাগার দাম দেয় না,
সুন্দরীরা অহঙ্কারী-
কেউ কখনো খুঁজে পায় নি
তাদের মনের বাড়ি!
আমি কোন হরিদাশ পাল,
বুঝবো তাদের মন;
জ্বলে জ্বলুক বুকের মাঝে
কামনার হুতাশন।
অপেক্ষাতেই দিন কাটাই,
যদি দেখা হয়ে যায়;
গোপন কথাটা বলে দেবো-
আমি যে অনন্যেপায়।
গৃহীত হই আর না হই,
নেই তাতে মনোযোগ;
বলতে যদি পারি তবেই
হালকা হবে এ বুক।

৩ মাঘ ১৪২৪ বঙ্গাব্দ
গাজীপুর।

মন্তব্য ৫৪ টি রেটিং +১৪/-০

মন্তব্য (৫৪) মন্তব্য লিখুন

১| ১৬ ই জানুয়ারি, ২০১৮ রাত ৮:২৭

শায়মা বলেছেন: আহারে ভাইয়া সেই ট্রেনওয়ালীর মত এটাও গেলো ! :(

১৬ ই জানুয়ারি, ২০১৮ রাত ৮:৩৬

রূপক বিধৌত সাধু বলেছেন: কপালে আছে হাড়, কী করবে চাচা শাহীদার!

২| ১৬ ই জানুয়ারি, ২০১৮ রাত ৮:২৮

কুঁড়ের_বাদশা বলেছেন: যে মেয়েটি ফর্সা তার নাই কোন ভরসা :)


পড়িয়া লাইক প্রদান করা হইল। :)

১৬ ই জানুয়ারি, ২০১৮ রাত ৮:৪৯

রূপক বিধৌত সাধু বলেছেন: সুন্দরী বলতে ঠিক ফর্সা বোঝানো হয় নি, মায়াবতী কিছু একটা বোঝানো হয়েছে। অবশ্য হাসি ও চাহনিটাও মূখ্য ছিলো।

৩| ১৬ ই জানুয়ারি, ২০১৮ রাত ৮:৩০

ফকির আবদুল মালেক বলেছেন: আহারে!

১৬ ই জানুয়ারি, ২০১৮ রাত ৮:৫২

রূপক বিধৌত সাধু বলেছেন: :(

৪| ১৬ ই জানুয়ারি, ২০১৮ রাত ৮:৩৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনার জন্য ব্ড্ড মায়া লাগতাছে,

হেথায় প্রখর মরীচি-মালীর জ্বলে হুতাশন জ্বালা,.
দহনে তোমার শুকাবে নিমেষে বুকে মন্দার মালা।

১৬ ই জানুয়ারি, ২০১৮ রাত ৮:৫৩

রূপক বিধৌত সাধু বলেছেন: কী আর করার!

৫| ১৬ ই জানুয়ারি, ২০১৮ রাত ৮:৪২

আহমেদ জী এস বলেছেন: রূপক বিধৌত সাধু ,




সুন্দরীরা আসলেই অহঙ্কারী,
আপনার কবিতাও হয়েছে তেমন
হাল্কা চালে ভারী ।

১৬ ই জানুয়ারি, ২০১৮ রাত ৮:৫৫

রূপক বিধৌত সাধু বলেছেন: চেয়ে চেয়ে দেখা বিনে আর কী করতে পারি!

৬| ১৬ ই জানুয়ারি, ২০১৮ রাত ৮:৪৩

কিংবদন্তির জার্নাল বলেছেন: ভালো লাগার দাম দেয় না,
সুন্দরীরা অহঙ্কারী-
কেউ কখনো খুঁজে পায় নি
তাদের মনের বাড়ি!


মনের বাড়ি খুঁজে পাওয়ার মন্ত্র আবিষ্কার করতে পারলে কুঁড়ের_বাদশা ভাইয়ের কোনো গতি করতে পারতাম.. :P

১৬ ই জানুয়ারি, ২০১৮ রাত ৮:৫৮

রূপক বিধৌত সাধু বলেছেন: এ মন্ত্রের খোঁজ এখনও পাই নি!

৭| ১৬ ই জানুয়ারি, ২০১৮ রাত ৮:৪৬

প্রামানিক বলেছেন: কবিতার কথাগুলো মন্দ নয়। ধন্যবাদ

১৬ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:০০

রূপক বিধৌত সাধু বলেছেন: :P

৮| ১৬ ই জানুয়ারি, ২০১৮ রাত ৮:৪৭

কিংবদন্তির জার্নাল বলেছেন: দূঃখিত, রুপক বিধৌত সাধু জায়গায় ভুলে কুড়েঁর_বাদশা লিখে ফেললাম।

১৬ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:০০

রূপক বিধৌত সাধু বলেছেন: অসুবিধে নেই।

৯| ১৬ ই জানুয়ারি, ২০১৮ রাত ৮:৫২

ওমেরা বলেছেন: আপনাদের কারনেই সুন্দরীরা অহংকারী হয় ।

১৬ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:০১

রূপক বিধৌত সাধু বলেছেন: আমি আবার কী করলাম?

১০| ১৬ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:০৪

ওমেরা বলেছেন: কি করেছেন সেটা তো কবিতাই বলেছেন ।

১৬ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:১১

রূপক বিধৌত সাধু বলেছেন: নিচে দাঁড়ানোর কথা বলার কারণে ক্ষেপেছেন? আসলে এখানে একটু ব্যাখ্যার দাবী রাখে। চাকরিজনিত একটা ব্যাপার আছে, তার সাথে ও ব্যাপারেও কথা ছিলো। সেসব তুললে লেখাটা হালকা হয়ে যায়।

১১| ১৬ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:০৫

ধ্রুবক আলো বলেছেন: সুন্দরীরা তা একটু ভালোই অহংকারী হয় ;)

১৬ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:১১

রূপক বিধৌত সাধু বলেছেন: ধরাকে সরা জ্ঞান করে।

১২| ১৬ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:০৭

চাঁদগাজী বলেছেন:


সোনালী মাছকে ধরতে হয় না, আপন মনে চলতে দিতে হয়; শুধু একটা একদিন নিজের থেকে আসবে।

১৬ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:১৫

রূপক বিধৌত সাধু বলেছেন: দেখা যাক আসে কী না!

১৩| ১৬ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:১১

শাহরিয়ার কবীর বলেছেন: সকল সুন্দরীরা অহঙ্কারী হয়,এটা ঠিক নয়। সব সুন্দরের মাঝে সৌন্দর্য লুকিয়ে থাকে না। :)

১৬ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:১৬

রূপক বিধৌত সাধু বলেছেন: খাঁটি কথা বলেছেন।

১৪| ১৬ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:৩৩

নীলপরি বলেছেন: হুম !

কবিতা বেশ লাগলো । ++++

১৬ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:২৯

রূপক বিধৌত সাধু বলেছেন: ঠিক আছে। এখন কী অবস্থা নীলপরির? সব ভালো তো?

১৫| ১৭ ই জানুয়ারি, ২০১৮ রাত ১:০৩

সচেতনহ্যাপী বলেছেন: দেখা না পাওয়া সুন্দরীর জন্যই এমন কবিতাটি আমরা পেলাম!! সুন্দরীকে ধন্যবাদ =p~

১৭ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৮:৫৬

রূপক বিধৌত সাধু বলেছেন: তার কথা ভাবতে ভাবতেই হঠাৎ খেয়ালে লেখা।

১৬| ১৭ ই জানুয়ারি, ২০১৮ রাত ১:২৫

জাহিদুল ইসলাম ২৭ বলেছেন: অসাধারন লিখেছেন ভাই।+++

১৭ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৮:৫৭

রূপক বিধৌত সাধু বলেছেন: ধন্যবাদ। তৎখনাৎ লেখা ঘষামাজার সময় পাই নি।

১৭| ১৭ ই জানুয়ারি, ২০১৮ রাত ২:০১

জাহিদ অনিক বলেছেন:

কিসের অহংকার ?
রূপের?
রূপের ঐ প্রদীপ জ্বেলে কি হবে যদি কেউ না আসে তাতে !

১৭ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৮:৫৮

রূপক বিধৌত সাধু বলেছেন: তারা দেখেও দেখে না, তারা বোঝেও বোঝে না।

১৮| ১৭ ই জানুয়ারি, ২০১৮ রাত ২:৫৬

কায়ছর৭৮৬ বলেছেন: আপনার কবিতা নিয়ে মন্তব্য করার মত জ্ঞানভান্ডার আমার নেই।তবে এটুকু বলতে মনে হয় অযৌক্তিক হবেনা 'অপূর্ব'।

১৭ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৮:৫৯

রূপক বিধৌত সাধু বলেছেন: বহুত শুকরিয়া।

১৯| ১৭ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৯:৫১

মনিরা সুলতানা বলেছেন: ঘোর কলিকাল !!!
সাধু সন্যাসী হিসেবে ও তো কিছু দাম দেয়া উচিত ছিল ....

১৭ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১০:২৮

রূপক বিধৌত সাধু বলেছেন: সকলি গরল ভেল!

২০| ১৭ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৪৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: আহা ! উহু! ইশশশশ

সাধূ ভায়া এটা কোন কথা হল!!
সাধূর চরণ ধূলি নিতে পাগল হবে সুন্দরী! যান বর দিয়ে দিলাম :P হা হা হা


কবিতায় ++++

১৭ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১১:০৪

রূপক বিধৌত সাধু বলেছেন: কিছু কিছু মানুষের সময় সবসময়ই, সবদিক দিয়েই খারাপ যায়।

২১| ১৭ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:১৮

সামিয়া বলেছেন: আহাহাহাহাহা
কি যাতনা বিষে
বুঝিবে সে কিশে :)
কভূ আশীবিষে
দংশেনি যারে :)

১৭ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ২:৫৫

রূপক বিধৌত সাধু বলেছেন: তীব্র সে-ই বিষে,
নীল হয়ে গেলো
কতজনে অবশেষে।
সে হদিস না মিললো।

২২| ১৭ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ২:১০

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর লেখা

১৭ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ২:৫৬

রূপক বিধৌত সাধু বলেছেন: ঠিক আছে।

২৩| ১৭ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:০২

অন্তরন্তর বলেছেন: সুন্দরীরা অহংকারী হয় সত্য কথা কিন্তু তিনতলা থেকে দেখলে কি হবে? সমান তলায় মুখোমুখি হয়ে দেখেন কিছু একটা পেয়েও যেতে পারেন। লিখাটা আসলেই খুব সুন্দর হয়েছে। শুভ কামনা।

১৭ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:১১

রূপক বিধৌত সাধু বলেছেন: কাজ ছিলো। নিচে নামতে না নামতেই পাখি ওড়ে যাবে কে জানতো।
সময়, স্রোত এবং নারী কারও জন্য অপেক্ষায় থাকে না।

২৪| ১৭ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:১৩

নূর-ই-হাফসা বলেছেন: হয়তো ওনি অপেক্ষা করেছিলেন । না জেনে অহংকারী বানিয়ে দিলেন ।
যেহেতু ওনি সুন্দরী আপনার ভাষ‍্যমতে সেহেতু ওনেকেই হয়তো এমন অপেক্ষা করতে বলে । কার উদ্দেশ্য ভালো বেচারি বুঝবে কি করে ।
কবিতা সুন্দর হয়েছে । আমার ভালো লেগেছে ।

১৭ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:২৯

রূপক বিধৌত সাধু বলেছেন: প্রায় সাথে সাথেই নিচে নেমে আসি। এদিক-ওদিক হন্যে হয়ে খুঁজি। অপেক্ষা করে নি মনে হয়। করলে তো...
অবশ্য এটাও ঠিক, কার উদ্দেশ্য কী; সেটা সে কীভাবে বুঝবে। আমি অবশ্য কাজের কথাই পাড়তাম; সে ধারণাও দিয়েছিলাম। অন্য বিষয়ে কথা বলার সৎসাহস হয়তো হতো না!

২৫| ১৭ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৫০

আটলান্টিক বলেছেন: ;) ;) ;) কি বুঝলেন?

১৭ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:১৫

রূপক বিধৌত সাধু বলেছেন: বোঝার, জানার অনেককিছু বাকী।

২৬| ১৭ ই জানুয়ারি, ২০১৮ রাত ৮:২৬

তারেক ফাহিম বলেছেন: রুপবতীর সাথে কাজের আলাপ করতে গেলেন ভায়া :D

১৭ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:১৮

রূপক বিধৌত সাধু বলেছেন: নিয়মভঙ্গ হয়ে গেছে মনে হয়। ফাঁদে পড়া যাবে না!

২৭| ১৭ ই জানুয়ারি, ২০১৮ রাত ৮:৪৬

জুন বলেছেন: সুন্দরীরা অহংকারী জেনেও মানুষ কিন্ত সুন্দরীরই পুজারী সাধু ।
ভালোলাগা কবিতায় ।
+

১৭ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:২০

রূপক বিধৌত সাধু বলেছেন: বাস্তবতা এটাই। মানুষ মাত্রই সুন্দরের পূজারী।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.