নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Our sweetest songs are those that tell of saddest thought (Shelly).

রূপক বিধৌত সাধু

মন রে, কৃষিকাজ জানো না; এমন মানবজমিন রইলো পতিত আবাদ করলে ফলত সোনা! রামপ্রসাদ সেন ([email protected])

রূপক বিধৌত সাধু › বিস্তারিত পোস্টঃ

যে টেলিফোন আসার কথা সে টেলিফোন আসে নি

২৯ শে জানুয়ারি, ২০১৮ রাত ৮:৪৯

বিকেল সাড়ে তিনটে। হঠাৎ একটা টেলিফোন এলো। তমাল তখন আধোঘুমে। মাথাটা খুব ধরেছিলো, চোখের সমস্যা তো আছেই। দুপুরে খাওয়ার পর দেয়ালে হেলান দিয়ে বিশ্রাম নিতে নিতেই কখন যে ঘুমিয়ে পড়েছিলো, সে খেয়াল নেই।
সময় খারাপ গেলে খোঁজ-খবর নেওয়ার মতো কেউ থাকে না। গত কয়েকদিন ধরেই কোন ফোন-টোন আসছে না। অবশ্য মা ছাড়া তাকে ফোন দেওয়ার মতো কেউ নেইও। একসময় যারা খোঁজ-খবর নিতো, তাদের বেশিরভাগই কী অজানা কারণে দূরে সরে গেছে। তমালও কারও খোঁজ নেয় না। সে কারও খোঁজ নিলেই কী, আর না নিলেই কী! কাউকে তো দু পয়সার উপকার করতে পারবে না। অযাচিত উপদ্রুব হতে কে চায়? সংসারে অর্থবিত্তহীনের কোন মূল্য আছে?
কে ফোন দিতে পারে? নানান কথা ভাবতে ভাবতেই ফোনটা ধরলো তমাল।
"তমাল বলছেন?" সুরেলা একটা স্ত্রী কণ্ঠ জানতে চাইলো।
অচেনা কণ্ঠে তমাল একটু আড়ষ্ট হলো। তারপর কণ্ঠে যথাযথ গাম্ভীর্য এনে বললো, "জ্বি বলছি।"
"আপনি আমাদের কোম্পানিতে চাকরির জন্য একটা আবেদন করেছিলেন। আপনাকে সাক্ষাৎকারের জন্য শর্ট লিস্টেড করা হয়েছে।"
তমাল মনে করতে পারলো না সে কোন কোম্পানিতে চাকরির আবেদন করেছিলো। হঠাৎ খেয়াল হলো, বিডি.জবস এ তাকে একটা অ্যাকাউন্ট খুলে দিয়েছিলো বন্ধু পিয়াস; সে-ই কয়েক জায়গায় আবেদন করে দিয়েছে। এখানেও হয়তো সে-ই আবেদন করে দিয়েছিলো।
"আগামী পরশু আপনাকে সাক্ষাৎকার এর জন্য ডাকা হবে। আপনি কি সাক্ষাৎকারে আসতে ইচ্ছুক?" স্ত্রী কণ্ঠ বললো।
"চাকরিটা কি হওয়ার সম্ভাবনা আছে?" তমাল বললো।
"বুঝতে পারি নি, স্যার!"
"আচছা, ঠিকানাটা টেক্সট করে দিন।"

Apparels Village Limited, 37, Khagan, Birulia, Savar, Dhaka (Beside City University), Time:9.30- সন্ধ্যে সাতটার দিকে টেক্সস্টটা এলো। বন্ধু আতাউর আর শিব্বির সাভারের দিকেই থাকে। তাদের কাছ থেকেই পথঘাট ঠিকমতো চিনে নিলো তমাল। কিন্তু মুশকিল হলো, সকাল সাড়ে ন'টার মধ্যে সেখানে পৌঁছতে হবে। কীভাবে সম্ভব?
রাস্তায় জ্যাম হতে পারে। তাই আগেভাগেই রওনা হতে বলেছিলো আতাউর ও শিব্বির। সকাল সাড়ে ছ'টায় রওনা দিলো তমাল।
গাজীপুর চৌরাস্তা থেকে সোজা নবীনগর। নবীনগর থেকে সিএমবি। সেখান থেকে অটোতে চড়ে চারাবাগ। এর কাছেই সিটি ইউনিভার্সিটি।
দারোয়ানকে জিগ্যেস করতেই সে পথ দেখিয়ে দিলো। মাত্র পাঁচ মিনিটের পথ।
মোবাইলে টাইমটা দেখে নিলো তমাল। সাড়ে ন'টা বাজতে এখনও বিশ মিনিট বাকি। ভয়ের কোন কারণই নেই। যথাসময়ে ঠিকানায় পৌঁছতে পারবে নিশ্চয়ই।
গেইটে দাঁড়াতেই "তমাল" বলে কেউ ডাক দিলো। "এখানে আমাকে কে ডাকে?" এ-ই ভেবে পেছনে তাকাতেই মডেলকে দেখতে পেলো তমাল। মডেল তার বিশ্ববিদ্যালয় জীবনের সহপাঠি। তাকেও সাক্ষাৎকারের জন্য ডাকা হয়েছে। তাকে এখানে পেয়ে ভালো লাগলো তমালের। কিছুক্ষণ সুখ-দুঃখের গল্প করা যাবে।

প্রার্থী মোটামুটি পঁচিশ-ত্রিশজন। একজনের পর আরেকজন আসছেই। আজ সারাদিনই বোধহয় পরীক্ষা চলবে। দেশের বিভিন্ন জায়গা থেকে এদের আগমন।
মডেল, তমাল আর মুন্নি নামের একজন একসাথে বসে আছে। মুন্নির সাথে এখানেই পরিচয়। সে একসময় গ্রামীণফোনে চাকরি করতো। এখানে তাকেও ডাকা হয়েছে।
অস্বস্তি লাগছে তমালের। এই শীতেও সে রীতিমতো ঘেমে যাচ্ছে। উপস্থিত প্রায় সবাই কোথাও না কোথাও চাকরি-বাকরি করেছে, অনেকেই এখনও করছে। সকলেই মোটামুটি অভিজ্ঞ অথচ তার কোন অভিজ্ঞতাই নেই। এ বাজারে অভিজ্ঞতা ছাড়া চাকরি হয়?
নৈর্ব্যক্তিক পরীক্ষা নেওয়া হলো, শেষে মৌখিক পরীক্ষাও নেওয়া হলো। পরীক্ষা খুব বেশি ভালো হয়েছে বলা যায় না। অনেকদিন পড়ালেখার বাইরে থাকলে যা হয় আর কী! প্রশ্নপত্র সব নতুন মনে হলো।

বলা হয়েছিলো পরে ফলাফল জানানো হবে। সপ্তাহ পেরিয়ে গেলো, এখনও কোন টেলিফোন আসে নি। তমাল অপেক্ষায় আছে।

মন্তব্য ২২ টি রেটিং +৫/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ২৯ শে জানুয়ারি, ২০১৮ রাত ৮:৫৯

নূর-ই-হাফসা বলেছেন: চাকরির বাজার খারাপ । চেষ্টা করুন তমালের ঠিক ভালো কোথাও হবে । শুভকামনা থাকলো ।

২৯ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:২২

রূপক বিধৌত সাধু বলেছেন: আপাতত চেষ্টাই সই।

২| ২৯ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:০৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: এ অন্তহীন অপেক্ষায় লাখো তমাল!

আবার এ অপেক্ষার প্রহর ভাংগার দায়্ও তমালদেরই! কোন এক তমালকে দিয়ে হয়তো শুরু হবে সে বিপ্লবের!

+++

২৯ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:২৪

রূপক বিধৌত সাধু বলেছেন: শণির দশা কাটার অপেক্ষাতেই...

৩| ২৯ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:২০

চাঁদগাজী বলেছেন:


তমাল তুমুল নিয়ে ভাবার সময় এখন নয়, এখন রায় নিয়ে অপেক্ষা।

২৯ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:২৫

রূপক বিধৌত সাধু বলেছেন: আদার বেপারিরা জাহাজের খবর নিয়ে কী করবে?

৪| ২৯ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:১০

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: বেকারদের গল্প। আমার একটা জব খুব প্রয়োজন।।। প্রায় বন্ধু বান্ধব থেকে ফোন আসে। আসলে এ জামানায় সবাই সবারে জব দিতে পারেনা, আমিও দিতে পারিনা।। দিতে পারলে ভালো হত।।।

২৯ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:৫৯

রূপক বিধৌত সাধু বলেছেন: সুযোগ সীমিত মনে হয়।

৫| ২৯ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:৪৭

সোহানী বলেছেন: মামা নাই জব নাই............ তমালরা শুধু অপেক্ষায়ই করে সে কলটি আর আসে না।..............

২৯ শে জানুয়ারি, ২০১৮ রাত ১১:০০

রূপক বিধৌত সাধু বলেছেন: সেটাই। চাকরির বাজারে মামা-খালুর প্রয়োজন।

৬| ৩০ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৫১

জাহিদ অনিক বলেছেন:

হুম্ম ! চাকরী চাকরী ! নেই নেই কোথাও কোন চাকরী নেই--------

৩০ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:২৭

রূপক বিধৌত সাধু বলেছেন: বড় দুঃসময়!

৭| ৩০ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:০৫

রাজীব নুর বলেছেন: জব পাওয়া কঠিন আবার পাওয়ার পর জব টিকিয়ে রাখা আরও কঠিন।

৩০ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:৩০

রূপক বিধৌত সাধু বলেছেন: যে কোন চাকরি জোগানোই তো কঠিন, তারপর না টিকিয়ে রাখা। মনমতো চাকরি পাওয়া তো আরও কঠিন।

৮| ৩০ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৪৪

অপু দ্যা গ্রেট বলেছেন: অনেক দিন পর আপনার লেখা পড়ে ভাল লাগল।

৩০ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:৩৩

রূপক বিধৌত সাধু বলেছেন: লেখালেখির পরিমাণ দিনকে দিন কমে যাচ্ছে, বাস্তবতার নিরিখে হুটহাট কিছু একটা লিখে মাঝেমধ্যে প্রকাশ করি; এ-ই আর কী!

৯| ৩০ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:৪৭

অাব্দুল্লাহ অাল কাফি বলেছেন: তমালরা অাজও একটা ফোনকলের জন্য অপেক্ষার প্রহর গুনছে।আদৌ কোন কল আসবে কী?

৩০ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:৩৪

রূপক বিধৌত সাধু বলেছেন: অপেক্ষার প্রহর ফুরায় না।

১০| ৩১ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:০৮

নীলপরি বলেছেন: দুঃসময়ের মেঘ সরে যাক । আশা রাখি । এটুকুই সম্বল ।

৩১ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:৩৮

রূপক বিধৌত সাধু বলেছেন: বেদনার বালুচরে আশার ওপরেই খেলাঘর বাঁধা।

১১| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:২৮

সুমন কর বলেছেন: হুম, এ অপেক্ষার শেষ নেই........ছোট গল্প হিসেবে ভালো হয়েছে।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৪৪

রূপক বিধৌত সাধু বলেছেন: অনেক ধন্যবাদ। ভালো থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.