নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Our sweetest songs are those that tell of saddest thought (Shelly).

রূপক বিধৌত সাধু

মন রে, কৃষিকাজ জানো না; এমন মানবজমিন রইলো পতিত আবাদ করলে ফলত সোনা! রামপ্রসাদ সেন ([email protected])

রূপক বিধৌত সাধু › বিস্তারিত পোস্টঃ

আত্মহত্যার আগে

১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:০৪

কোন রকম দোষ না করেও
আমি যখন অপরাধী,
দরজা-জানলা বন্ধ করে
ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদি।
ভীষণ রকম লজ্জার ব্যাপার
কারও দৃষ্টিগোচর হলে,
জোরেশোরে যায় না কাঁদা
গা-গতরে বড় বলে।
ফ্যানের দিকে চেয়ে চেয়ে
ঝোলার কথা ভাবতে থাকি,
হু হু করে ওঠে বুকটা-
কারও চোখে পড়ে তা কি?
পড়বে না কারও চোখে,
ঢেকে রাখি আপনাকে;
মাঝেমাঝে চোখে পড়লেও
দুনিয়ায় কে কার খোঁজ রাখে?
বিষের শিশি হাতে নিয়ে
নাড়াচাড়া করি প্রায়ই,
পুরো শিশি পুরবো মুখে
আমার এমন সৎসাহস কই?
অনেক কথা ভাবার পরে
যত্নে সেটা রাখি তোলে,
সাহস করে নিশ্চয় একদিন
শিশিটাকে দেখবো খুলে।
রেলস্টেশনের আশেপাশে
মাঝেমাঝে হেঁটে বেড়াই,
সময় সুযোগ পাবো যখন;
ট্রেনের নিচে ঝাঁপাতে চাই।
সময়-সুযোগ হওয়ার পরেও
হয় না কাজটা করে ওঠা,
প্রিয়জনদের মনে পড়ে;
তারাই আমার জগৎ গোটা।
আমার যদি কিছু হয় তো
তাদের দেখে রাখবে কারা?
নিজেই কি আর থাকতে পারবো
একা একা তাদের ছাড়া?
যদিও আমি সুখে থাকি,
আসলেই কি থাকবো সুখে?
অপূর্ণতায় দুঃখের ঢেউ
উঠবে না এই শূন্য বুকে?
অনেক কথা ভেবে ভেবে
মনটাকে তাই শান্ত করা,
যে যা খুশি বলে বেড়াক-
আমি কি আর ঘাটের মড়া?
হুটহাট কেনো মুষড়ে পড়ি,
ভেসে চলি চোখের জলে?
সইতে হবে অনেককিছুই
বাঁচার মতো বাঁচতে হলে।
সংগ্রাম করেই বাঁচতে হবে
সবই যখন প্রতিকূলে,
আত্মহত্যা করে কেনো
আপনাকেই চড়াই শূলে?

২৪ মাঘ ১৪২৪ বঙ্গাব্দ
গাজীপুর।

মন্তব্য ১৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:২০

চাঁদগাজী বলেছেন:


সবার জীবন অর্থবহ, সবার সফলতা আসবে সময়ে

১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৩৫

রূপক বিধৌত সাধু বলেছেন: জীবনটাকে অর্থবহ করার প্রাণান্তকর প্রচেষ্টা অব্যাহত রাখছি। দেখি সফলতা আসে কী না!

২| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:২৭

করুণাধারা বলেছেন: খারাপ সময়ের পর ভাল সময় আসবেই- নিজেকে নিজেই বোঝান রূপক। একটি জীবনের সাথে অনেকের জীবন জড়িয়ে থাকে- কারো অধিকার নেই অন্যকে কষ্ট দেবার।

ভাল থাকুন- শুভকামনা সতত।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৩৮

রূপক বিধৌত সাধু বলেছেন: সমব্যথী হওয়ায় অশেষ কৃতজ্ঞতা। চেষ্টা করছি নিজেকে প্রবোধ দিতে।

৩| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৪৭

জাহিদ অনিক বলেছেন: কিছুকিছু জায়গায় পড়তে গিয়ে মনে হল ছন্দপতন হয়েছে।

ভালো লাগলো কথাগুলো।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৭:০৩

রূপক বিধৌত সাধু বলেছেন: ধন্যবাদ আপনাকে।

৪| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:২৫

আহমেদ জী এস বলেছেন: রূপক বিধৌত সাধু ,




শেষের চার লাইনে সত্য অনুধাবনের ছবি ।
খুব অল্পকিছু ত্রুটির পরেও বেশ ছন্দবদ্ধ হয়েছে ।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৭:০৫

রূপক বিধৌত সাধু বলেছেন: দোটানায় ছিলাম, অক্ষরবৃত্তে লিখবো না স্বরবৃত্তে লিখবো।

৫| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:০৭

রাজীব নুর বলেছেন: অতি মনোরম।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:২৬

রূপক বিধৌত সাধু বলেছেন: ধন্যবাদ।

৬| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৩:১১

চাঁদগাজী বলেছেন:


আপনি আপনার চারিপাশে মানুষের জীবন সংগ্রামকে বুঝার চেষ্টা করেন, সেটাকে ভাষা দেন

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:৩৪

রূপক বিধৌত সাধু বলেছেন: চেষ্টা করবো।

৭| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:২৮

মিরোরডডল বলেছেন: eto koshto keno lekhai?
man you are still alive
life is a blessing
cherish it!!!

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:৩৬

রূপক বিধৌত সাধু বলেছেন: যথার্থই বলেছেন। এই সময়ে বেঁচে থাকাটাই তো অনেক।

৮| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৩২

নীলপরি বলেছেন: খুব সত্যি। কঠিন বাস্তব।
++++++
শুভকামনা

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:৩৭

রূপক বিধৌত সাধু বলেছেন: শুভেচ্ছা নিরন্তর!

৯| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:০৪

খায়রুল আহসান বলেছেন: ভেরী ইন্সপায়ারিং পোয়েম-- খুবই প্রেরণাদায়ক একটা কবিতা!
নিজের মনকে বোঝাতে হবে- চলে যাওয়াটা সমাধান নয়, বিজয়ীরাই শেষ হাসিটা হাসে।
"প্রত্যেক কষ্টের সমাধান আছে, নিশ্চয়ই প্রত্যেক কষ্টের সমাধান আছে"।
চাঁদগাজী এর দুটো মন্তব্যই ভাল লেগেছে।
করুণাধারার টাও।
কবিতায় ভাল লাগা + +

২২ শে ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৫৭

রূপক বিধৌত সাধু বলেছেন: নিজের মনকে বোঝাতে হবে- চলে যাওয়াটা সমাধান নয়, বিজয়ীরাই শেষ হাসিটা হাসে।" দারুণ বলেছেন। সত্যি বলতে কী, এই কালবেলায় বেঁচে থাকাটাই অনেককিছু।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.