নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Our sweetest songs are those that tell of saddest thought (Shelly).

রূপক বিধৌত সাধু

মন রে, কৃষিকাজ জানো না; এমন মানবজমিন রইলো পতিত আবাদ করলে ফলত সোনা! রামপ্রসাদ সেন ([email protected])

রূপক বিধৌত সাধু › বিস্তারিত পোস্টঃ

ভূত নয়, তবে কিছুটা অদ্ভুত

২২ শে ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৫০

রাত্রে ঘুৃমিয়ে ছিলাম। শরীর খুব পরিশ্রান্ত ছিল। আমার পাশে জনৈক বন্ধু লুৎফরও ঘুমিয়েছিলো। তার পাশে ঘুমিয়েছিলো রফিক নামের একজন, যে কোকাকোলা কোম্পানিতে চাকরি করে।
রফিক সারাদিনই বাসার বাইরে থাকে। তার ডিউটি সকাল ন'টা হতে রাত ন'টা। শুধু রাত্রে এসে ঘুমায়।
মাঝরাত্রি! শুনলাম, রফিক লুৎফরকে ফ্যান বন্ধ করতে বলছে। লুৎফর বললো, ঠিক আছে।
সকালে ঘুম থেকে জেগে দেখি ফ্যান তখনও ঘুরছে। শীতে আমরা তিনজনই জবুথবু।
লুৎফরকে জিগ্যেস করলাম, তোমাকে না ফ্যান বন্ধ করতে বলেছিলো রাত্রে, বন্ধ করো নি কেন?
লুৎফর যেন আকাশ থেকে পড়লো। জানালো, তাকে কেউ ফ্যান বন্ধ করতে বলে নি। আমি দ্বিধায় পড়ে গেলাম। তাহলে কে ফ্যান বন্ধ করতে বললো? আমি যে স্পষ্ট শুনেছি কেউ একজন বলেছে।

"ভাই, নন্দীবাড়িটা কোনদিকে?"
রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় জনৈক মাইক্রোচালক একজন পথচারীকে জিগ্যেস করলো। কিন্তু পথচারী বলতে পারলো না। আমিও একই পথ ধরে যাচ্ছিলাম। আমার কাছে মনে হলো, আমি বোধহয় জায়গাটা চিনি।
যে-ই লোকটাকে বলতে যাবো, হঠাৎ খেয়াল হলো; আমি চিনি না। তাহলে কেন মনে হলো, আমি চিনি? দুয়েকদিনের মধ্যে ওখানে গিয়েছি? ভালুকা সদর থেকে বিরুনিয়ার দিকে একটা নন্দীবাড়ি আছে। জনৈক ছোটভাই জানিয়েছিলো। বন্ধু রিফাত জানিয়েছিলো, ময়মনসিংহেও একটা নন্দীবাড়ি আছে। ভারতের পশ্চিমবঙ্গে একটা জায়গা আছে নন্দীগ্রাম নামে। উল্লেখিত তিনটে জায়গার কোনটাতেই আমি যাই নি।

একটা স্কুলে গণিতের একজন শিক্ষক লাগবে। আমার পরিচিত একজন জানিয়েছিলো, তার একটা চাকরি খুব জরুরি। ঐ স্কুলে চাকরি করতো এমন একজনের কাছ থেকে প্রধান শিক্ষকের নাম্বার নিয়ে মোবাইলের ডায়ালে রেখে দিলাম।
ঘন্টা দুই পরে বড়বোন ফোন দিলো। অনেকদিন তার সাথে কথা হয় না। নাম্বারটা সেইভে ছিলো না। কথাবার্তা বলে নাম্বারটা সেইভ করে রেখে দিলাম।
যার চাকরিটা দরকার সে ফোন দিলো। তাকে নাম্বার দিতে গিয়ে খেয়াল হলো, সকালে যে নাম্বারটা ডায়ালে রেখেছিলাম, বড়বোন সে-ই নাম্বার থেকেই ফোন দিয়েছিলো।
যার কাছ থেকে নাম্বার নিয়েছিলাম, তার সাথে আবার নাম্বার মেলালাম। নিশ্চিত হলাম, ঐ নাম্বারটা আসলে প্রধান শিক্ষকেরই। তাহলে কি ধরে নেবো বড়বোন আমাকে ফোন দেয় নি? এমনও তো মনে হচ্ছে না।

মন্তব্য ৪২ টি রেটিং +৫/-০

মন্তব্য (৪২) মন্তব্য লিখুন

১| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:১৪

চাঁদগাজী বলেছেন:


পরিস্কার পানি খাবেন, সকালে ও বিকেলে কমপক্ষে ২ মাইল হাঁটবেন; সিগারেট খাবেন না, চা ২ কাপের বেশী নয়।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৩৫

রূপক বিধৌত সাধু বলেছেন: ভালো পরামর্শ দিয়েছেন। শরীরটা ইদানীং খুব ভোগাচ্ছে।

২| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৪০

সুমন কর বলেছেন: বেশি চিন্তিত কি !!

২২ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৫২

রূপক বিধৌত সাধু বলেছেন: অদ্ভুত কিছু কিছু ব্যাপার ঘটছে। ঠিক বুঝতে পারছি না সমস্যাটা কোথায়।

৩| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৫২

নূর-ই-হাফসা বলেছেন: আপনার মাথা গোলমেলে হয়ে গেছে । ভৌতিক কিছু মনে হয় না ।
হয়তো আপনি অন‍্যমনস্ক বেশি থাকছেন । অনেক সময় এমন হয় চোখে ঠিক জিনিস ভুল দেখায় আর মেমোরি থমকে যায় ।
মানুষ বাঁচে কয়দিন ? এতো চিন্তা করলে জীবন উপভোগ করবেন কখন ।
ভালো থাকুন অনেক শুভকামনা ।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:০১

রূপক বিধৌত সাধু বলেছেন: মাথা গোলমেলে হয়ে গেলে তো মুশকিল! পাবনার পথ ধরতে হবে তো তাহলে।
আপনার মন্তব্যটা সঠিক মনে হচ্ছে। অনেককিছুই ভুল দেখছি আজকাল। অথচ ভুল মনেই হয় না একদম।

৪| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৩৩

শাহরিয়ার কবীর বলেছেন: চাঁদগাজী বলেছেন:


পরিস্কার পানি খাবেন, সকালে ও বিকেলে কমপক্ষে ২ মাইল হাঁটবেন; সিগারেট খাবেন না, চা ২ কাপের বেশী নয়।



বড়ভাই কী আজকাল হাতুরে ডাক্তারি শুরু করলেন নাকি? ;)

২২ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৪৭

রূপক বিধৌত সাধু বলেছেন: ঠিক হাতুড়ে ডাক্তারি না। বক্তব্যে কিছুটা প্রাসঙ্গিকতা আছে মনে হয়।

৫| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৫০

নূর-ই-হাফসা বলেছেন: :) । এটা খুব সাধারণ ব‍্যাপার ।
অনেক এর এ হয় আমিও উদাসীন থাকলে সব ভুলে যাই ।
ঢাকার বাহিরে থেকে ঘুরে আসুন , শহরের ব‍্যস্ততা আর কোলাহল অনেক সময় জীবন কে বিমর্ষ করে ।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:০৪

রূপক বিধৌত সাধু বলেছেন: গাজীপুরে ছোটখাটো একটা কাজ করছি। দম ফেলারও ফুরসত নেই। বেড়ানোর আর সুযোগ কই?

৬| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:৪২

প্রামানিক বলেছেন: চাঁদগাজী ভাইয়ের উপদেশ পড়ে খুশিই হলাম।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৮ ভোর ৬:০৪

রূপক বিধৌত সাধু বলেছেন: আমিও।

৭| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:৫১

নীলপরি বলেছেন: ১। আপনি সরাসরি রফিকের কাছেই জানতে চাইলেন না কেনো যে তিনি ফ্যান বন্ধ করতে বলেছিলেন কিনা ? কারণ সকলেই তো ঘুমাচ্ছিলেন ! আপনার একার ভুল কেনো ভাবছেন ? তাছাড়া , রফিকের কিন্তু ঘুমের ঘোরে বলা কথা ভুলে যাও্য়ারও সম্ভাবনা আছে ।

২। আমরা সোনা দেখেছি । পাহাড়ও দেখেছি । তাই চট করে সোনার পাহাড়ের কল্পনা করতে পারি । জায়গার নামটা আপনার অবচেতনে ছিল । তাই অমনটা হতে পারে ।

৩। দুটো নাম্বার তো আলাদা নামে সেভ থাকার কথা । কল লগ রিচেক করুন । আর এতোকিছু না ভেবে নিজেই দিদিকে ফোন করুন ও গল্প করুন । ভালো লাগবে ।
তবে অবশ্যই পরিশ্রান্ত আছেন । নিজের সময় সুযোগ মতো একটু রিল্যাক্স করুন ।

লেখার স্টাইলের জন্য লাইকটা দিলাম ।
শুভকামনা ।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৮ ভোর ৬:১১

রূপক বিধৌত সাধু বলেছেন: রফিক আসলে বলে নি। বলার কথা না, কারণ, আমাদের দু'জনের চেয়ে ওর গরম বেশি। প্রচন্ড শীতেও ফ্যান ছেড়ে ঘুমায়।

এ অংশে মোটামুটি একমত।

বোনের নাম্বারটা সেইভেই ছিল (ফোন পাওয়ার পর করা)। ওই নাম্বারটা সেইভে ছিল না। ভুলে সেইভ করেছি- এমন হওয়ারও কথা না। কারণ, কল লিস্টে অন্য নাম্বার ছিল না।

৮| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৮ ভোর ৬:৪৯

মলাসইলমুইনা বলেছেন: ঠিক কিছুটা অদ্ভুত বটে ! কিন্তু প্রিয় কবি নীলপরীতো শার্লক হোমসের মতো এনালাইসিস করেছেনা আপনার ঘটনা সব | আমি আর তাই অতিরিক্ত কিচু যোগ করলাম না |আর চাঁদ গাজীর পরামর্শতো হাতের পাঁচ হিসেবে রইলোই |

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:০৮

রূপক বিধৌত সাধু বলেছেন: পাশে থাকায় প্রীতি ও শুভেচ্ছা জানাই।

৯| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:৩৮

জুন বলেছেন: সাধু আমি যা ভেবেছি তা উপরে নীলপরি বলে গেছেন । তাই আর চর্বিত চর্বন নাই বা করলাম । তবে অভিজ্ঞতাগুলো বিশেষ কওরে প্রথমটি বেশ কমন ।
ভালোলাগলো আপনার লেখার স্টাইলটি ।
+

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:০০

রূপক বিধৌত সাধু বলেছেন: ইদানীং আরও অনেক ঘটনা ঘটছে। রীতিমত বিভ্রান্ত আমি।

১০| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:৪৬

সেলিম আনোয়ার বলেছেন: কিছুটা অদ্ভুত..নাকি ভুত ?? :)

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:০১

রূপক বিধৌত সাধু বলেছেন: দ্বিধান্বিত!

১১| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:৫৭

ওমেরা বলেছেন: ভুতও না অদ্ভুত না । এমন সবারই হয। তবে এসব নিয়ে ভাবলে আপনি অসুস্থ হবেন এতে সন্দেহ নেই।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:০৮

রূপক বিধৌত সাধু বলেছেন: আশপাশের লোকজন কেমন দৃষ্টিতে যেন তাকায়। খাপ খাওয়াতে পারছি না কোথাও। নিজেকে কেবলই ভিনগ্রহের বাসিন্দা মনে হয়।
অভয় দেওয়ায় অশেষ কৃতজ্ঞতা।

১২| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:২৯

শায়মা বলেছেন: ভূত অদ্ভুত না বটে তবে ভুলভালের ভূত! :)

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:৫১

রূপক বিধৌত সাধু বলেছেন: ভুলভাল দেখছি সব! মুশকিল!

১৩| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:৩৪

তারেক ফাহিম বলেছেন: অতিরিক্ত মানসিক চাপ।
১ম মন্তব্য ভালো লাগল।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:৪৬

রূপক বিধৌত সাধু বলেছেন: সম্ভবত।

১৪| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:৪৪

মেঘনা পাড়ের ছেলে বলেছেন: আপনার হাতে প্রচুর সময়, তাই এত ছোটখাট বিষয়ে ভাবার সময় পাচ্ছেন। নীলপরি ঠিক বলেছেন.....

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৫২

রূপক বিধৌত সাধু বলেছেন: সকাল আটটায় বাসা থেকে বের হই, ফিরি রাত্রি দশটায়। মোটামুটি চৌদ্দ ঘন্টা বাইরে থাকতে হয়। মাঝে অল্পসময় বিশ্রাম। তারপরও কি বলা হবে হাতে অফুরন্ত সময়? সত্যি বলতে কী, আজকাল নিজের কাছেই নিজের অনেককিছু অসংগত ঠেকে। তাই অনেকগুলো ঘটনার মধ্যে দুয়েকটা ঘটনার অবতারণা।

১৫| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:২০

বিদ্রোহী ভৃগু বলেছেন: সাধুদা, হালকা মেডিটেশন করুন।
বেশি সময় নয়- ১০-২০ মিনিট! নিয়মিত আপনার সুবিধাজনক সময় বেছে নিয়ে :)

অল ইজ ওয়েল ;)

আপনারই মাঝে দেখ দিয়ে ডুব
আপনি খুঝে পাবি তারে
সকল সূখের আড়ে
খুজিস বেভুল যারে :)

অনেক অনেক শুভ কামনা :)

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:২৩

রূপক বিধৌত সাধু বলেছেন: তাই ভাবছি।

১৬| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:১০

শামছুল ইসলাম বলেছেন: আমি আপনার লেখাটা একটা গল্প হিসেবেই ভেবে ছিলাম ।
লেখাটায় কিন্তু বেশ চমক আছে । আরো একটু টেনে একটা চমৎকার গল্পে রূপ দিতে পারেন ।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:২৪

রূপক বিধৌত সাধু বলেছেন: আরও অনেক ঘটনা আছে; সেসব নিয়ে লিখবো একসময়।

১৭| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:৩১

নীলপরি বলেছেন: @ মেঘনা পাড়ের ছেলে - আমি কিন্তু বলিনি যে , ওনার হাতে প্রচুর সময় আছে । আমি শুধু নেগেটিভ ভাবনাগুলোকে একটু পজিটিভ করার চেষ্টা করেছি মাত্র ।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:২৫

রূপক বিধৌত সাধু বলেছেন: উনি আমার অন্যতম একজন সুহৃদ। উনার মন্তব্যকে আমি পজিটিভ হিসেবেই নিয়েছি।

১৮| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:৪৫

নীলপরি বলেছেন: উনি আমার পোষ্টেও অনুপ্রেরণাদায়ক মন্তব্য করেছেন ।

আমি শুধু চেয়েছি , আমার জন্য কোনোরকম মিসআন্ডারস্ট্যান্ডিং না হয় । তাই এই প্রচেষ্টা :)

শুভকামনা ।

০১ লা মার্চ, ২০১৮ রাত ১০:২৫

রূপক বিধৌত সাধু বলেছেন: বুঝতে পেরেছি।

১৯| ০১ লা মার্চ, ২০১৮ সকাল ১১:৪৫

খায়রুল আহসান বলেছেন: মনের ভুলই হবে হয়তোবা। তবে নীলপরি এর মন্তব্যের পর আর কোন কথা নেই। ওনার প্রেসক্রিপশনটাই যথার্থ।
আরও অনেক ঘটনা আছে; সেসব নিয়ে লিখবো একসময় - অপেক্ষার আগ্রহটা বাড়িয়ে দিয়ে গেল এ প্রতিমন্তব্যটা।
বাকী ঘটনাগুলোর কথাও লিখুন।

০১ লা মার্চ, ২০১৮ রাত ১০:২৫

রূপক বিধৌত সাধু বলেছেন: লিখবো অবশ্যই। পাশে থাকায় কৃতজ্ঞতা।

২০| ০১ লা মার্চ, ২০১৮ দুপুর ১২:০৬

রানার ব্লগ বলেছেন: ইদানিং আমি ঘুমের ঘোড়ে মাঝে মাঝে টের পাই কে জেন আমার পায়ের মধ্যম আঙ্গুল ধরে টানছে। ঘুম ভেঙ্গে জেগে উঠলে সেই আঙ্গুলটা বেশ লাল দেখায়।

০১ লা মার্চ, ২০১৮ রাত ১০:২৬

রূপক বিধৌত সাধু বলেছেন: মুশকিল।

২১| ০১ লা মার্চ, ২০১৮ দুপুর ১২:১৭

মোস্তফা সোহেল বলেছেন: পারিপার্শিক অবস্থা আজাকল মোটেও ভাল নয়।সাবধানে থাকবেন।

০১ লা মার্চ, ২০১৮ রাত ১০:২৯

রূপক বিধৌত সাধু বলেছেন: আমার কাছেও মনে হচ্ছে প্রতিকূল পরিবেশই কুপ্রভাব ফেলছে। সামলানোর চেষ্টা করছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.