নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Our sweetest songs are those that tell of saddest thought (Shelly).

রূপক বিধৌত সাধু

মন রে, কৃষিকাজ জানো না; এমন মানবজমিন রইলো পতিত আবাদ করলে ফলত সোনা! রামপ্রসাদ সেন ([email protected])

রূপক বিধৌত সাধু › বিস্তারিত পোস্টঃ

তোমায় আমায় মিলে রচিত প্রেমের কাহিনি

২৩ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৪১

তোমায় আমায় মিলে রচিত হবে এমন প্রেমের কাহিনি,
ধর্মগ্রন্থের মতো যে কাহিনি পঠিত হবে সব ঘরে ঘরে;
পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় পড়ে যাবে কানাকানি
শ্রদ্ধায়-ভালোবাসায়, মায়া-মমতায়, উদ্দীপনা, সাড়ম্বরে।
সবার হৃদয়ে নিরন্তর দিয়ে যাবে দোলা মধুর সে বাণী,
হাসবে, কাঁদবে; উচ্ছ্বাসে উন্মাদনায় প্রাত্যহিক অবসরে,
মর্ত্যলোক ছেড়ে অসীম আকাশ স্বর্গলোকে হবে জানাজানি-
পাখপাখালি যেমন আকাশের সাথে গোপনে মিতালী করে।
মৃত্যুর পরেও তুমি আর আমি জাগরিত হৃদয়ে হৃদয়ে,
অমর সে প্রেম কাহিনির হয় কি কখনো সমূলে বিনাশ?
সশ্রদ্ধ নৈবেদ্য অনুরাগে ছুঁড়ে দেবে হৃদয়ের দেবালয়ে-
ভক্তকুল গাইবে ভজন গীতিকা চৈত্র-কার্তিক বারোমাস।
এমনই কাহিনির খুঁজে উদাসীন পথিকের মতো ছুটি,
মনের সুখ, চোখের ঘুম, সকলই গেছে চিরতরে টুটি।

৫ চৈত্র ১৪২৪ বঙ্গাব্দ
গাজীপুর।

মন্তব্য ২৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ২৩ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৫০

আশরাফুল এষ বলেছেন: ভালো লাগলো..কবি

২৩ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৫৪

রূপক বিধৌত সাধু বলেছেন: আমার ব্লগে স্বাগতম। লেখাটা আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম।

২| ২৩ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৫৪

চাঁদগাজী বলেছেন:


সব ভালোবাসার কাহিনী মানুষকে জীবনের ভাবনার মাঝে টেনেছে, সুক্ষ্ম স্বর্গীয় আনন্দ দিয়েছে, কিংবা নীলকন্ঠ করে ছেড়েছে; জেনে শুনে আপনি সেখানে যাবেন না ।

২৩ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৫৮

রূপক বিধৌত সাধু বলেছেন: মানুষ জেনে শুনেই বিষপান করে। স্বেচ্ছায় নেয়া দুঃখকে যে ঐশ্বর্যের মতোই ভোগ করা যায়।

৩| ২৩ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৫৮

রোদ্দূর মিছিল বলেছেন: চমৎকার! শুভেচ্ছা রইলো।

২৩ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:০৯

রূপক বিধৌত সাধু বলেছেন: শুভেচ্ছা। ভালো থাকুন সবসময়।

৪| ২৩ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৩৯

নীলপরি বলেছেন: বাহ ! সুন্দর ভাবনা ।

প্রকৃত প্রেম তো স্বর্গের মতোই পবিত্র । তাতে অহম থাকে না । খুব ভালো লিখেছেন ।

শুভকামনা

২৩ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৪৫

রূপক বিধৌত সাধু বলেছেন: শুভেচ্ছা, নীলপরি! শুভকামনা রইলো।

৫| ২৩ শে মার্চ, ২০১৮ রাত ৮:০১

সেলিম আনোয়ার বলেছেন: কঠিন কবিতা। শেষটা কঠিনতরো ঘুম আ সুখ টুটে গেলে ভয়াবহ অবস্থা ।

২৩ শে মার্চ, ২০১৮ রাত ৯:১৪

রূপক বিধৌত সাধু বলেছেন: প্রাণের মায়া ছেড়ে সঁপেছি প্রাণ।

৬| ২৩ শে মার্চ, ২০১৮ রাত ৮:১১

রাজীব নুর বলেছেন: কঠিন কবিতা।
কবিতায় 'তেজ' আছে।
শুভ কামনা।

২৩ শে মার্চ, ২০১৮ রাত ৯:১৫

রূপক বিধৌত সাধু বলেছেন: শুকরিয়া। শুভেচ্ছা নিরন্তর।

৭| ২৩ শে মার্চ, ২০১৮ রাত ৮:৩০

প্রামানিক বলেছেন: ভালো লাগল। ধন্যবাদ

২৩ শে মার্চ, ২০১৮ রাত ৯:১৮

রূপক বিধৌত সাধু বলেছেন: ঠিক আছে।

৮| ২৩ শে মার্চ, ২০১৮ রাত ৯:৪৩

সুমন কর বলেছেন: সুন্দর হয়েছে। +।

২৬ শে মার্চ, ২০১৮ দুপুর ১:৪২

রূপক বিধৌত সাধু বলেছেন: শুভেচ্ছা রইলো নিরন্তর।

৯| ২৩ শে মার্চ, ২০১৮ রাত ১০:৩০

শাহরিয়ার কবীর বলেছেন: ভাল লাগা রইল কবি।

২৬ শে মার্চ, ২০১৮ দুপুর ১:৪৩

রূপক বিধৌত সাধু বলেছেন: এক আকাশ ভালোবাসা জানবেন।

১০| ২৬ শে মার্চ, ২০১৮ সকাল ১১:১৬

বিলিয়ার রহমান বলেছেন: আহারে প্রেম
আহা প্রেম!:)


++

২৬ শে মার্চ, ২০১৮ দুপুর ১:৪০

রূপক বিধৌত সাধু বলেছেন: প্রেমকাহিনী শুনতে প্রস্তুত থাকুন।

১১| ০৬ ই এপ্রিল, ২০১৮ দুপুর ২:৫২

খায়রুল আহসান বলেছেন: বেশ একটা স্বর্গীয় প্রেমের অনুসন্ধানে বের হয়েছেন বলে মনে হচ্ছে। সাফল্য কামনা করছি।
নীলপরি এর মন্তব্যটা (৪ নং) ভাল লেগেছে।

০৮ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:৫১

রূপক বিধৌত সাধু বলেছেন: স্বর্গ হতে আসে প্রেম, স্বর্গে যায় চলে;
মানুষেরে বাঁধে নিতি তার মায়াজালে!

১২| ০৭ ই এপ্রিল, ২০১৮ দুপুর ২:৩২

মনিরুল ইসলাম বাবু বলেছেন: সুন্দর তবে সাবলীলতা একটু কম মনে হল।

০৮ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:৫২

রূপক বিধৌত সাধু বলেছেন: ছন্দ নিয়ে দ্বন্দ্ব বেঁধে যাওয়ায় কিছুটা মন্দ হয়ে গেছে মনে হয়!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.