নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Our sweetest songs are those that tell of saddest thought (Shelly).

রূপক বিধৌত সাধু

মন রে, কৃষিকাজ জানো না; এমন মানবজমিন রইলো পতিত আবাদ করলে ফলত সোনা! রামপ্রসাদ সেন ([email protected])

রূপক বিধৌত সাধু › বিস্তারিত পোস্টঃ

ভুল সময়ে ভুল দরজায় কড়া নাড়া

৩০ শে মার্চ, ২০১৮ রাত ৯:০৭


চব্বিশ বসন্ত পার হয়ে পড়েছি যেই পঁচিশে,
হৃদয় আকাশে একদা হঠাৎ আবির্ভূত হল সে।
পূর্ণিমার চাঁদ বুঝি নেমে এল আমার দুয়ারে,
পূর্ণ আলোর প্রাচুর্যে চতুর্দিক ঝিকমিক করে।
তার আর কতই বা হবে, হয় বার কিংবা তের?
বয়সের ব্যবধান আমাদের বেশ বড়সড়।
তাতে কী, মনটা যদি ঠিক থাকে সবই সম্ভব;
বেঁচে থাকাই আসল- তুচ্ছ সংসারের আর সব।
আলোড়িত হওয়ায় সব বেমালুম ভুলে যাই,
তার কাছে যাওয়া ছাড়া বিকল্প বুঝি কিছু নাই।
দুষ্টলোক গালগল্পে কত কথা বলে, আসে কানে;
দিবারাত্রি জর্জরিত হই দুঃখ-দুর্দশার বাণে।
নিশুতি রাতে পথের ধারে ঝরে পড়ে যত ফুল,
আমায় ভাবায় তারা- ধরিয়ে দেয় কোথায় ভুল!
সেও তখন এড়িয়ে চলে, বিভ্রান্ত আমার চোখ;
হতে পারব না আমি কি তার অন্তঃপুরের লোক?
সম্বিত ফিরে পেয়েই বসি একমনে সাধনায়,
ভুল সময়ে নেড়েছিলাম কড়া ভুল দরজায়।

১৪ চৈত্র ১৪২৪ বঙ্গাব্দ
গাজীপুর।

মন্তব্য ৫৪ টি রেটিং +১০/-০

মন্তব্য (৫৪) মন্তব্য লিখুন

১| ৩০ শে মার্চ, ২০১৮ রাত ৯:১৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম

সাধূ দা, ভুল সময়ে ভূল দরজায় কড়া নাড়াই বটে ;) যদি না মিলে মনে মন!

তবে লোকে বলে প্রেমে আর যুদ্ধে কোন ভূল নাই :P

++

৩০ শে মার্চ, ২০১৮ রাত ৯:২৩

রূপক বিধৌত সাধু বলেছেন: পরিবেশ প্রতিকূলে,
থমকে দাঁড়াই আবেগেরে দূরে ঠেলে!

২| ৩০ শে মার্চ, ২০১৮ রাত ৯:২৫

সুমন কর বলেছেন: জীবনে সবাই একবার বুঝি, ভুল দরজায় কড়া নাড়ায়...........

ভালো হয়েছে। +।

৩০ শে মার্চ, ২০১৮ রাত ৯:২৯

রূপক বিধৌত সাধু বলেছেন: ভুল সময়ে ভুল দরজায় কড়া নাড়ার ফল
বড্ড নির্মম; অসহ্য এর ধকল।

৩| ৩০ শে মার্চ, ২০১৮ রাত ৯:৩৯

চাঁদগাজী বলেছেন:


সব ফুলে ফল হয় না, অনেক পাখী বাসা বাঁধে না

৩০ শে মার্চ, ২০১৮ রাত ৯:৪১

রূপক বিধৌত সাধু বলেছেন: এটাই বাস্তবতা,
যদিও মেনে নেওয়া কঠিন এই নির্মমতা।

৪| ৩০ শে মার্চ, ২০১৮ রাত ৯:৩৯

মনিরা সুলতানা বলেছেন: বাহ !
বেশ লিখেছেন !!
সব ভুলের ই মাশুল দিতে হয় ।

৩০ শে মার্চ, ২০১৮ রাত ৯:৪৩

রূপক বিধৌত সাধু বলেছেন: সময় মোটেই পক্ষে নয়,
এখন বুঝি জীবন থেকেই পালিয়ে যাওয়ার সময়।

৫| ৩০ শে মার্চ, ২০১৮ রাত ৯:৫১

আহমেদ জী এস বলেছেন: রূপক বিধৌত সাধু ,



বেশ ছন্দবদ্ধ হয়েছে কবিতা ।
প্রেম কি বয়সের ধার ধারে ? ধারেনা বলেই এই কবিতা !

আজকাল সহব্লগার চাঁদগাজীর কিছু মন্তব্য ইউনিক । যেমন ৩ নং মন্তব্য । এই মন্তব্যটি ভালো লেগেছে ।

৩০ শে মার্চ, ২০১৮ রাত ১০:০৪

রূপক বিধৌত সাধু বলেছেন: সত্যিই তো! পিরীতি জাতি-কুলের যেমন ধার ধারে না, বয়সেরও ধার ধারে না। কিন্তু মাঝেমাঝে ওসবের সাথে আমাদের আপস করতে হয়। যদিও সেই আপসরফা বেদনার!

উনার দার্শনিকসূলভ মন্তব্য অনেক ভাবনারও খোরাক যোগায়।

৬| ৩০ শে মার্চ, ২০১৮ রাত ৯:৫৪

শামচুল হক বলেছেন: সুন্দর কবিতা। ধন্যবাদ

৩০ শে মার্চ, ২০১৮ রাত ১০:০৫

রূপক বিধৌত সাধু বলেছেন: শুভেচ্ছা নিরন্তর। ভালো থাকুন।

৭| ৩০ শে মার্চ, ২০১৮ রাত ১০:২৫

নূর-ই-হাফসা বলেছেন: ভুল সময়ে ভুল দরজায় কড়া নাড়লে শেষ টা তো এমনই হবে ।
কবিতায় অনেক ভালো লাগা ।

৩০ শে মার্চ, ২০১৮ রাত ১০:৩০

রূপক বিধৌত সাধু বলেছেন: ঠিক তাই।
কিছু করারও নাই।
মানুষের মন কি আর ভাড়া করা ঘর
যে নিয়ন্ত্রণ থাকবে তার ওপর?

৮| ৩০ শে মার্চ, ২০১৮ রাত ১০:৩৮

বিএম বরকতউল্লাহ বলেছেন: কবিতাটি পড়লাম। আবারও পড়লাম।
মন ছুঁয়েছে।
চালিয়ে যান।
শুভকামনা।

৩০ শে মার্চ, ২০১৮ রাত ১০:৪৫

রূপক বিধৌত সাধু বলেছেন: আপনার মন্তব্যটা আমাকে বিশেষভাবে অনুপ্রাণিত করলো। শুভেচ্ছা আপনাকে।

৯| ৩০ শে মার্চ, ২০১৮ রাত ১০:৫৬

নীলপরি বলেছেন: আসা-যাওয়ার পথের ধারে ফুটেছিল এক ফুল
ভ্রমর তাকে দেখলে কিভাবে বলি ভুল ?


কবিতা খুব ভালো লাগলো । +++++

শুভকামনা ।

৩০ শে মার্চ, ২০১৮ রাত ১১:১৪

রূপক বিধৌত সাধু বলেছেন: ঠিক ভ্রমর বলা যায় কি? আমার কাছে তো গোবরেপোকা মনে হয়!

১০| ৩০ শে মার্চ, ২০১৮ রাত ১১:০১

রাফা বলেছেন: চমৎকার হইছে ।সংশোধিত হয়ে নিশ্চিত সঠিক দরজা খুজে পেয়েছেন...হা হা হা হা।

৩০ শে মার্চ, ২০১৮ রাত ১১:১৬

রূপক বিধৌত সাধু বলেছেন: শিক্ষাটা সমোচিত তবে বেদনারও।

১১| ৩০ শে মার্চ, ২০১৮ রাত ১১:১২

মনিরুল ইসলাম বাবু বলেছেন: অন্যরকম উপলদ্ধি।

৩০ শে মার্চ, ২০১৮ রাত ১১:১৭

রূপক বিধৌত সাধু বলেছেন: পৃথিবীর পাঠশালায় কতো রকম পাঠই না নিতে হয়!

১২| ৩০ শে মার্চ, ২০১৮ রাত ১১:২৮

নীলপরি বলেছেন: আরে গোবরেপোকা হতে যাবে কেনো ? একে লেখা আসছে না ! যাওবা একটু ভ্রমর লিখলাম , সেটাও মানছেন না ! তবে ফুলে ভ্রমরই বসে । তাই গোবরেপোকার কথা মনে আনবেন নাহ ! :)

৩০ শে মার্চ, ২০১৮ রাত ১১:৩৪

রূপক বিধৌত সাধু বলেছেন: ঠিক আছে! আনলাম না! কিন্তু ভ্রমর ভাবলে তো ঘটনা অন্যদিকে মোড় নিতে পারে, তখন কী হবে?

১৩| ৩০ শে মার্চ, ২০১৮ রাত ১১:৪৯

নীলপরি বলেছেন: কী হবে সেটা ফুল আর ভ্রমর জানবে ! আমরা জেনে কী করবো ? :)

তবে কোনো কোনো ভ্রমর আবার একেবারেই ডানা স্থির রাখতে পারে না । তখন চিন্তার বিষয় !

৩০ শে মার্চ, ২০১৮ রাত ১১:৫৪

রূপক বিধৌত সাধু বলেছেন: ডানা ঠিক না রাখতে পারলে তো কুল রক্ষা হবে না। কুল রক্ষা করা যে প্রয়োজন! যদিও এ কম্ম জাতি-কুলের ধার ধারে না!

১৪| ৩১ শে মার্চ, ২০১৮ রাত ১২:০২

নীলপরি বলেছেন: ক'জন আর এতো কথা ভাবে যে ডানা ঠিক রাখবে ? শুধু নিজের কথা ভাবে !

৩১ শে মার্চ, ২০১৮ রাত ১১:০৬

রূপক বিধৌত সাধু বলেছেন: বেশি হুঁশিয়ারের মানুষের কখনো ওসব হয় না!

১৫| ৩১ শে মার্চ, ২০১৮ রাত ১২:৩৫

ধ্রুবক আলো বলেছেন: ভালো লাগলো +

৩১ শে মার্চ, ২০১৮ রাত ১১:০৭

রূপক বিধৌত সাধু বলেছেন: জেনে ভালো লাগলো।

১৬| ৩১ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:৩০

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা ভালো লিখেছেন।

৩১ শে মার্চ, ২০১৮ রাত ১১:০৮

রূপক বিধৌত সাধু বলেছেন: শুভেচ্ছা নিরন্তর।

১৭| ৩১ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:৩২

আখেনাটেন বলেছেন: কেবল পঁচিশ তো টেনশন নিবেন না। ভুল দরজায় কড়া নাড়লেও এখনও অনেক সময় পড়ে আছে সঠিক দরজায় কড়া নাড়ার। আশা করি একসময় নেড়েও দিবেন। ;)

ভালো লাগল আপনার কড়া নাড়ানাড়ি। :P

৩১ শে মার্চ, ২০১৮ রাত ১১:১০

রূপক বিধৌত সাধু বলেছেন: দেখা যাক কী হয়!

১৮| ৩১ শে মার্চ, ২০১৮ দুপুর ২:০১

রাজীব নুর বলেছেন: কবিতায় 'ধার' আছে, 'তেজ' আছে এবং 'আবেগ' আছে।

সুন্দর কবিতা।

৩১ শে মার্চ, ২০১৮ রাত ১১:১১

রূপক বিধৌত সাধু বলেছেন: মতামতে খুশি হলাম।

১৯| ৩১ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:১১

সামিয়া বলেছেন: আহারে আহারে :)

৩১ শে মার্চ, ২০১৮ রাত ১১:১২

রূপক বিধৌত সাধু বলেছেন: কী আর করা যাবে?

২০| ৩১ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:১৫

সেলিম আনোয়ার বলেছেন: ভুল সময় ভুল দরোজা =ট্রাজেডি। কবিতা ভালো হয়েছে।

৩১ শে মার্চ, ২০১৮ রাত ১১:১৫

রূপক বিধৌত সাধু বলেছেন: ট্রাজেডি বটে! রীতিমত নিপীড়ন।

২১| ৩১ শে মার্চ, ২০১৮ রাত ৯:১৪

হাফিজ বিন শামসী বলেছেন:

২৫-১৩=১২ ব্যবধানটা সে যতই হোক না। মনের মাঝে তো ব্যবধান নেই। :)

৩১ শে মার্চ, ২০১৮ রাত ১১:১৬

রূপক বিধৌত সাধু বলেছেন: সে কি আর সবাই বোঝে?

২২| ৩১ শে মার্চ, ২০১৮ রাত ১১:৩৯

সৈয়দ তাজুল বলেছেন:
ভুলকে ভুলে যান, সুখের কবিতা আসবে। ভুলকে এত সুন্দরভাবে টাই দিলে সে কষ্ট দেবে।

ভালো লাগলো কবিতা।

৩১ শে মার্চ, ২০১৮ রাত ১১:৪৯

রূপক বিধৌত সাধু বলেছেন: ভুলকে ফুলে রূপান্তরিত করার ভাবনা অাসে মাঝেমাঝে। পরে আবার নানান কথা ভেবে পিছিয়ে যেতে হয়।

২৩| ৩১ শে মার্চ, ২০১৮ রাত ১১:৫৫

সৈয়দ তাজুল বলেছেন:
হু যদি ফুল করতে পারেন তবে স্বার্থক বটে, নতুবা তা কষ্টদায়ক হয়ে বেঁচে থাকে।

০২ রা এপ্রিল, ২০১৮ রাত ১০:৪৯

রূপক বিধৌত সাধু বলেছেন: শ্যাম রাখি না কুল রাখি? উপায় কী গো উপায় কী?

২৪| ০৩ রা এপ্রিল, ২০১৮ সকাল ৭:৩৫

সৈয়দ তাজুল বলেছেন: শিক্ষাংশটুকু ডাইরিতে লেখে বাকিসব মুছে ফেলুন।

১৪ ই এপ্রিল, ২০১৮ সকাল ৯:১৯

রূপক বিধৌত সাধু বলেছেন: নববর্ষের শুভেচ্ছা।

২৫| ১৪ ই এপ্রিল, ২০১৮ সকাল ৯:০৯

চাঁদগাজী বলেছেন:



নববর্ষের শুভেচ্ছা। ভালো থাকুন।

১৪ ই এপ্রিল, ২০১৮ সকাল ৯:২০

রূপক বিধৌত সাধু বলেছেন: নববর্ষের শুভেচ্ছা আপনাকেও। সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি আপনার।

২৬| ১৪ ই এপ্রিল, ২০১৮ সকাল ৯:৪২

সনেট কবি বলেছেন: কবিতা ও ছবিটা দু’টোই সুন্দর হয়েছে। দারুণ উপভোগ্য। অবারিত সুন্দরের ছড়াছড়ি যেন।

১৫ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:০০

রূপক বিধৌত সাধু বলেছেন: শুভেচ্ছা নিরন্তর! সুস্থ থাকার কামনায়...

২৭| ০১ লা জুন, ২০১৮ রাত ১১:১৪

খায়রুল আহসান বলেছেন: চমৎকার কবিতা হয়েছে। এ কবিতার ঐশ্বর্য এর অন্তর্নিহিত আবেগ।
চাঁদগাজী, আহমেদ জী এস, নীলপরি, সামিয়া প্রমুখের মন্তব্য ভাল লেগেছে।
কবিতায় ভাল লাগা + +

০৮ ই জুন, ২০১৮ বিকাল ৫:২৭

রূপক বিধৌত সাধু বলেছেন: শুভেচ্ছা অফুরান। শ্রদ্ধা ও ভালোবাসা জানবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.