নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Our sweetest songs are those that tell of saddest thought (Shelly).

রূপক বিধৌত সাধু

মন রে, কৃষিকাজ জানো না; এমন মানবজমিন রইলো পতিত আবাদ করলে ফলত সোনা! রামপ্রসাদ সেন ([email protected])

রূপক বিধৌত সাধু › বিস্তারিত পোস্টঃ

শ্মশানঘাট

২৪ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:১২


হৃদয়ে পিনপতন নীরবতা ঠিক শ্মশানের মত,
জমে আছে যেন সহস্র জনমের নিপীড়নের ক্ষত!
জমে আছে দুঃখ-কষ্ট, লাঞ্ছনা-গঞ্জনা যত অপমান;
মানুষের অবহেলা নিষ্পেষিত করেছে যেসব দেহপ্রাণ!
জমে আছে অভিমান, অহেতুক কত বিড়ম্বনা;
আমাকে করেছে ভষ্ম হাজারো লুকানো ভাবনা!
তুচ্ছ-তাচ্ছিল্য করেছে আমায় যেসব সীমার হৃদয়,
আমার আবির্ভাব যাদের কাছে খুব সুখকর নয়-
অসহ্য যন্ত্রণা সহ্য করে দিবারাত্রি করা হাঁসফাঁস,
জমে আছে চোখে চোখ রেখে পুড়িয়ে দেওয়া ইতিহাস!
জমে আছে চোখের সামনে ধসে যাওয়া প্রেমকাহিনী,
পেয়েও হারিয়ে ফেলা- বয়ে যাওয়া অপূর্ণতার গ্লানি!
শুক্লাদ্বাদশীতে এখনও বুকটা মোচড় দিয়ে ওঠে,
ধাবমান ভাবনারা যন্ত্রণায় পথের ধুলায় লুটে!
এখানে শ্মশানঘাট, বায়ু আসে যায় মৃদুমন্দ;
নীরবে-নিভৃতে শুঁকে যাই হৃদয় পোড়ার গন্ধ!

১১ বৈশাখ ১৪২৫ বঙ্গাব্দ
গাজীপুর।

মন্তব্য ২২ টি রেটিং +৪/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ২৪ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:৩৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হৃদয় পোড়ার গন্ধ পেলাম।

শুভেচ্ছা।

২৪ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:৪৭

রূপক বিধৌত সাধু বলেছেন: বিদঘুটে সে গন্ধ!

২| ২৪ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:৪৪

শামচুল হক বলেছেন: ভালো লাগল কবিতা

২৪ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:৪৭

রূপক বিধৌত সাধু বলেছেন: শুভেচ্ছা আপনাকে।

৩| ২৪ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:০৫

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।
অত্যন্ত মনোরম।

২৪ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:০৮

রূপক বিধৌত সাধু বলেছেন: শুভেচ্ছা নিরন্তর। ভালো থাকুন!

৪| ২৪ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:০৬

কবি হাফেজ আহমেদ বলেছেন: এখানে শ্মশানঘাট, বায়ু আসে যায় মৃদুমন্দ
নীরবে-নিভৃতে শুঁকে যাই হৃদয় পোড়া গন্ধ !

দারুণ !

ভালো লাগলো।

২৪ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:০৯

রূপক বিধৌত সাধু বলেছেন: ধন্যবাদ আপনাকে। ভালোবাসা জানবেন।

৫| ২৫ শে এপ্রিল, ২০১৮ রাত ১:৩০

জাহিদ অনিক বলেছেন:


শ্মশানঘাটে পোড়ে মরা শব, আর নিরবতায় পোড়ে প্রেমিক হৃদয়।
কবিতা ভালো লাগলো।


হাঁসফাঁস'টা দেখে নিয়েন

২৫ শে এপ্রিল, ২০১৮ ভোর ৬:৩২

রূপক বিধৌত সাধু বলেছেন: আপনাকে ধন্যবাদ। সংশোধন করে নিলাম।

৬| ২৫ শে এপ্রিল, ২০১৮ ভোর ৬:১৬

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: শ্মশানে জাগিছে শ্যামা!

২৫ শে এপ্রিল, ২০১৮ ভোর ৬:৩৪

রূপক বিধৌত সাধু বলেছেন: জরাজীর্ণতা, কষ্টেরা আমারই থাক,
শ্মশানে বসে শুনছি শ্যামারই ডাক!

৭| ২৫ শে এপ্রিল, ২০১৮ সকাল ১১:১৪

ইমরান আল হাদী বলেছেন: পোড়া হৃদয় থেকেই জন্মাবে নতুন প্রেম ফিনিক্স পাখির মত।

২৬ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:০৯

রূপক বিধৌত সাধু বলেছেন: সে-ই ভালো, সে-ই ভালো...

৮| ২৫ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:২১

নীলপরি বলেছেন: প্রতিটা লাইন মন ছুঁয়ে যায় । মনকে নাড়া দেয়
++++++

২৬ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:১১

রূপক বিধৌত সাধু বলেছেন: বেজে যাক বিরহের রাগিনী...

৯| ২৭ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:০৯

বিএম বরকতউল্লাহ বলেছেন: কি এক আবেগ নিয়ে লিখেছ হে কবি।
ভেসে ওঠে মনমাঝে কবিতার ছবি।
শুভ কামনা।

০৫ ই মে, ২০১৮ সন্ধ্যা ৭:২৫

রূপক বিধৌত সাধু বলেছেন: শুকরিয়া।

১০| ১০ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:৪৮

খায়রুল আহসান বলেছেন: তীব্র আবেগ এবং গভীর মর্মবেদনার কবিতা।
কবিতায় ভাল লাগা + +

১১ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:০২

রূপক বিধৌত সাধু বলেছেন: বড্ড দুঃসময় ছিল। সবে গাজীপুর এসেছি, কিছুই চিনি না, জানি না। লেখাটা সেসময়ের।

অনেক অনেক শ্রদ্ধা ও ভালোবাসা জানবেন।

১১| ১১ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:৩২

নীল আকাশ বলেছেন: এখানে শ্মশানঘাট, বায়ু আসে যায় মৃদুমন্দ
নীরবে-নিভৃতে শুঁকে যাই হৃদয় পোড়া গন্ধ !

ভালোবাসা যেন বিরহের শোকে পুড়ে ছাই হয়ে যাচ্ছে........।
১০০% ছ্যাকা কাহিনী রে ভাই! এত কষ্ট নিয়ে মানুষ বেঁচে থাকে কিভাবে.....
কবিতা ভালো লেগেছে....দারুন।
শুভ কামনা রইল!

১১ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:৪১

রূপক বিধৌত সাধু বলেছেন: একটু নীরব, একটু স্থবির হলেই এসব যন্ত্রণারা মাথা চাড়া দিয়ে ওঠে, নিজেকে তখন সামলানো সত্যিই খুব কঠিন হয়ে যায়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.