নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Our sweetest songs are those that tell of saddest thought (Shelly).

রূপক বিধৌত সাধু

মন রে, কৃষিকাজ জানো না; এমন মানবজমিন রইলো পতিত আবাদ করলে ফলত সোনা! রামপ্রসাদ সেন ([email protected])

রূপক বিধৌত সাধু › বিস্তারিত পোস্টঃ

গাজীপুর শাইনিং পাথ হাইস্কুলে অতিবাহিত করা যৌবনের উত্তাল সাড়ে ছয়মাস একদিন

২১ শে আগস্ট, ২০১৮ সকাল ৮:২৭


শুনিবে যদি গল্পটি
২০১৮ সালের ফেব্রয়ারি মাসের ১ তারিখ। দিনটি শুক্রবার। আমার মোবাইলে একটি নাম্বার তুলিতেছি। নাম্বারখানি দিয়াছেন "বেস্ট লাইফ ইন্স্যুরেন্স" এর জিয়া স্যার। বীমা কোম্পানিতে আমি যখন কাজ করিব না, আমার প্রতি তাহার অশেষ দয়া হয়। কয়েকটি টিউশনির ব্যবস্থা করিয়া দিতে চাহিয়াছিলেন। কো কারণে সম্ভব হয় নাই। তাই একখানি নাম্বার দিয়াছেন, এইখানে লোক লাগিবে। আশা করা যায় আমার কোনো গতি হইবে। ইহার পূর্বে আমাকে তিনি অন্য একটি এনজিওতে পাঠাইয়াছিলেন। দুর্ভাগ্য আমার, সেইখানে কর্ম খালি নাই।

নাম্বারখানি একটি স্কুলের প্রধান শিক্ষক জনাব ছামাদ মাস্টারের। স্কুলটির নাম "গাজীপুর শাইনিং পাথ হাইস্কুল"। সঙ্কোচের সহিত ফোন দিলাম। ফোন রিসিভ করিতেই লম্বা একখানি সালাম দিয়া জিজ্ঞাসা করিলাম, আপনার স্কুলে ইংলিশের শিক্ষক লাগিবে কি না? উনি হ্যাঁ সূচক উত্তর দিলেন এবং তাহার সঙ্গে সাক্ষাৎ করিতে বলিলেন। কোথায় এবং কীভাবে যাইতে হইবে; সেই ঠিকানাও বলিয়া দিলেন।

একা যাইতে সঙ্কোচ লাগিতেছিল। মেসের রুমমেট ছোটভাই শাহ্ আলমকে লইয়া রওয়ানা দিলাম। আমার বাসস্থান অবসরকূল ছাত্রাবাস হইতে বাহির হইয়া ভাওয়াল কলেজের ছাত্র হোস্টেলের উত্তর পাশ দিয়া কিছুদূর যাইতেই ডানদিকে একটি রাস্তা বাঁকিয়া গিয়াছে। সেই রাস্তা ধরিয়া মিনিট দশেক হাঁটিলেই ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক। মহাসড়ক দিয়া পনেরো-বিশ মিনিট উত্তরে গেলেই বিটিআরসি; এর সম্মুখ দিয়া তিন মিনিট হাঁটিলেই টেকনগপাড়া বাজার। বাজারের নিকটেই স্কুলটি। স্কুলে যাওয়ার আরও একটি সংক্ষিপ্ত রাস্তা আছে অবশ্য। তেলিপাড়ার সম্মুখে দশতলা; এর পাশ দিয়া আট-দশ মিনিট হাঁটিলেই স্কুলে পোঁছা যায়। এই রাস্তাটি আবিস্কার করিতে কয়েকমাস লাগিয়া গিয়াছিল। তদ্দিন বিটিআরসির সম্মুখ দিয়াই হাঁটিয়া যাইতাম।

যেহেতু দিনটি ছিল শুক্রবার। স্কুল বন্ধ। কোচিং চলিতেছিল শুধু। ছামাদ মাস্টার বাহিরে চেয়ার-টেবিল পাতিয়া বসিয়া ছিলেন। শিক্ষকগণ কোচিং করাইতেছিলেন।

আমি আর শাহ্ আলম তাহাকে সালাম দিলাম। তিনি সালাম লইলেন, অতঃপর টুকটাক প্রশ্ন করিলেন। আমার হাতের লেখা পরখ করিলেন। হাতের লেখার লেজেগোবরে অবস্থা দেখিয়া কিছুক্ষণ ওয়াজ-নসিহত করিলেন। অনতিকাল পর বেতনাদি লইয়া কথা বলিলেন। যৎসামান্য বেতন! আমি চাকরি করিব না বলিয়া মনস্থির করিলাম। শুধু বেতন কম; এই কারণে নয়, আমাকে রাখিয়া শাহ্ আলমের সঙ্গেই বেশি কথা পাড়িতেছিলেন তিনি। আমি বেশ বিরক্ত! উঠিতে উদ্যত হইতেই শাহ্ আলম আমাকে থামাইয়া দিল। কারণ, সে জানিত আমি কত অভাবে আছি!

আমরা কথা বলিতে বলিতে আরও এক প্রার্থী হাজির। মাহমুদুল নাম। তাহাকেও পরীক্ষা করা হইল। তাহার হাতের লেখা অবশ্য ভালো ছিল, আমার মতো এত কথা তাহাকে শুনিতে হয় নাই। যাহা হউক, মাহমুদুল এবং আমি- দুইজনকেই বাছাই করা হইল। পরবর্তী দিন হইতেই যোগদান করিতে হইবে।

পরবর্তী দিন সকাল আটটায় স্কুলে পৌঁছিলাম। সালমা নামের জনৈকা ম্যাডাম সদ্য নিয়োগপ্রাপ্ত আমাকে পঞ্চম শ্রেণিতে পাঠাইয়া দিলেন। ততক্ষণে প্রধান শিক্ষক আসিয়া পড়িয়াছেন। শিক্ষার্থীদিগকে কী করিয়া পড়া মুখস্ত করাইতে হইবে; সেই সবক দিলেন। তিন-চার বছর পড়ানোর অভিজ্ঞতা আমার আছে; হঠাৎ এমন অনভিপ্রেত ঘটনা আমায় বিস্মিত করিল। পরবর্তীতে কী ঘটে, তাহা দেখিবার প্রতিক্ষায় রহিলাম।

প্রাথমিকভাবে আমাকে ৩য়, ৪র্থ, ৬ষ্ঠ ও ৭ম শ্রেণির ক্লাস দেওয়া হইল। ক্লাস করাইতে লাগিলাম। প্রধান শিক্ষক হঠাৎ হঠাৎ ক্লাসে ঢোকে বয়ান দেন, আমার ভালো লাগে না। বিশেষ করিয়া মুখস্তবিদ্যা- এসব কোনো কালেই আমার ধাঁতে ছিল না।

ইহার মধ্যে প্রধান শিক্ষক আমাকে অফিসকক্ষে ডাকিয়া পাঠাইলেন, ভর্ৎসনা করিলেন। আমি যে তাহার নিয়মকানুন পছন্দ করিতেছি না, তিনি কী করিয়া যেন বুঝিতে পারিলেন। আমাকে লোভী, ঠান্ডা মাথার বেয়াদব বলাসহ এমন সব কথা কহিলেন, আমি কোনোকালেই শুনি নাই। পরবর্তীতে জানিয়াছিলাম শিক্ষকদের ধরিয়া রাখিবার জন্য নানান সময় তিনি নানান রুপ ধরেন।

চাকরিটি আমার জরুরি ছিল। কারণ, আমার পঁচিশ হাজার টাকা ঋণ হইয়া গিয়াছিল। থাকা-খাওয়ার টাকা-পয়সা ছিল না। যে করিয়াই হোক আমাকে টিকিয়া থাকিতেই হইবে, মাথা গরম করিলে চলিবে না।

স্কুলের বেতন অল্প; বলিলাম, কোচিং এর ব্যবস্থা করিয়া দিন। অষ্টম শ্রেণির সকালের কোচিং দেওয়া হইল, একসময় বিকেলের কোচিংও দেওয়া হইল। আপাতত নিশ্চিন্ত হইলাম ঋণ শোধ করিতে পারিব, থাকা-খাওয়ার আর কষ্ট থাকিবে না।

পৌনে এক ঘণ্টা হাঁটিয়া স্কুলে আসিতে হয়। দুপুরে খাওয়া বা বিশ্রামের সুযোগ নাই। প্রধান শিক্ষক পিয়ন রেজ্জাক মামার সঙ্গে ব্যবস্থা করিতে বলিলেন। তাহা আর করিতে হয় নাই। ছোটন নামের জনৈক স্যার, যিনি অষ্টম-নবম-দশম শ্রেণিতে ইংরেজি পড়ান; তিনি আগাইয়া আসিলেন। তাহার ঐখানে আপাতত দুপুরের খাওয়া ও বিশ্রাম চলিল। ছোটন স্যার আমার জেলা ময়মনসিংহেরই লোক, তাহার বাড়ি মুক্তাগাছায়। আমাকে তিনি অশেষভাবে ঋণী করিয়াছেন, দুঃসময়ে পাশে দাঁড়াইয়াছেন।

প্রধান শিক্ষক সকলের সঙ্গেই রূঢ় ব্যবহার করেন। সবাইকে তুচ্ছ-তাচ্ছিল্য করেই বোধহয় আনন্দ পান। আমার উপরও অত্যাচারের খড়গ নামিয়া আসিল। আমি নবম-দশমে পড়াইতে পারিব কী না, আমি গ্রামার জানি কী না; বহুবার বলা হইয়াছে। আমি বিবিএ-এমবিএ করা- সুতরাং ইংলিশে সমস্যা হওয়া কথা না। আমি একাধিক স্কুলে পড়াইয়াছিও। তারপরও আমার কী অপরাধ বুঝিতে পারিলাম না? নিজের মতো পড়ানো কি অপরাধ? মুখস্ত বিদ্যার বিরোধিতা করা কি অপরাধ? পড়ালেখা সম্পন্ন হওয়া কি অপরাধ? বুঝিতে পারিলাম না কিছু! অভিজ্ঞতা-শিক্ষা-দীক্ষার কি এক-পয়সারও দাম নাই তাহার নিকট? ছোটন স্যারও একদিন জিজ্ঞাসা করিলেন, নবম-দশমে পড়াইতে পারিব কী না!

হঠাতই ছোটন স্যারের ময়মনসিংহে একটা প্রজেক্ট এ চাকরি হইল। সপ্তাহে দুইদিন ক্লাস করাইতে পারিবেন না; এইবার বুঝিতে পারিলাম আমাকে এত পরীক্ষা-নিরীক্ষার মানে কী! কপাল খুলিয়া গেল বোধহয়। আমি নবম-দশমে ক্লাস করানো শুরু করিলাম। স্কুলে আমার প্রভাব বাড়িয়া গেল, যদ্যাপি আমি সবসময় সাধারণই থাকিতে চাহিয়াছি।

অষ্টম শ্রেণির ছেলেরা ভালো প্রশ্ন করে, আমি উত্তর দিই। উত্তর মনঃপুত না হলে রিঅ্যাক্ট করে। কী অদ্ভুত! আমি বোধহয় সব চাইতে বেশি ভালোবাসিয়াছিলাম সপ্তম শ্রেণির শিক্ষার্থীদিগকে; ইহার প্রতিদান তাহারা আমাকে কাঁদাইয়া দিয়াছে। নবমের শিক্ষার্থীদিগকেও ভালোবাসিয়াছিলাম, তাহারাও অশ্রুজলেই প্রতিদান দিয়াছে।

আমি দশম শ্রেণির মেয়েদিগকে কখনোই ভুলিব না। বিশেষ করিয়া শামসুন্নাহার, স্মৃতি, আরজু, মেহেরুন, ইরা, লাবণ্য, নাসরিন, মাহমুদা, রিমি, রীমা, দীপ্তি সহ আরও অনেককে। ছেলেরা তো সংখ্যায় পাঁচজন ছিলঃ শান্ত, হৃদয়, শরিফ, ওমর ফারুক, জাকির, মিদুলকেও ভুলিব না। বোধকরি তাহারাও আমাকে ভুলিবে না। ভালোবাসার শিকড় কখনও উপড়ায় না।

তিনজনকে লইয়া বেশি ঠাট্টা-তামাশা করিয়াছি; ইহারা হইলঃ ইরা, মাহমুদা ও দীপ্তি। একজনের প্রেমেও পড়িয়া গিয়াছিলাম বোধহয়। বিষয়টি যদিও লজ্জার! আসলে বাস্তবতা কী, মানুষ যাহাকে বেশি অবমূল্যায়ন করে, একসময় তাহার কথাই বেশি ভাবে। এই যেমন আমি একজনকে বারংবার ভাবিতেছি। তাহার কথা ভাবিতে ভাবিতে আমার দিবস-রজনী কাটিতে চাহে না। ছেলেদের মধ্যে শরিফকে বেশি কথা শুনাইয়াছি, ভর্ৎসনা করিয়াছি। ক্লাসে বড্ড প্রাণোচ্ছ্বল ছিল ছেলেটি।

দুইবেলা কোচিং, একবেলা ক্লাস- আমি হাঁপাইয়া উঠিয়াছিলাম। রাত্রি নয়টায় যখন মেসের উদ্দেশে রওয়ানা দিতাম, শরীর চলিত না। টলিতে টলিতে পথ চলিতাম (শেষদিকে অবশ্য শাহ্ আলম সঙ্গ দিত; সে তেলিপাড়ায় একটি স্কুলে চাকরি লইয়াছিল)। মনে হইত রাস্তায়ই ঘুমাইয়া যাই।

একসময় বুঝিতে পারিলাম মেস পাল্টাইতে হইবে। রুমমেট তৌহিদ ও শাহ্ আলমের সাথে পরামর্শ করিয়া মেস পাল্টানোর সিদ্ধান্ত নিই। নূতন আবাসস্থল হয় তেলিপাড়া কাউন্সিলরের অফিসের নিকটেই। ঐখান থেকেই স্কুলে যাতায়াত করিতে থাকি। তাহারও কয়েকমাস পর আগস্ট মাসের শেষেরদিকে স্কুলটি ছাড়িয়া দিই। কারণ, হিসাবে জানাই আমি গুরুতর অসুস্থ।

চলবে

৫ ভাদ্র ১৪২৫ বঙ্গাব্দ
ভালুকা, ময়মনসিংহ।

মন্তব্য ২৮ টি রেটিং +৫/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ২১ শে আগস্ট, ২০১৮ সকাল ৯:১৮

চাঁদগাজী বলেছেন:


আপনি কি আসলে শারীরিকভাবে অসুস্হ?

২১ শে আগস্ট, ২০১৮ সকাল ৯:২৩

রূপক বিধৌত সাধু বলেছেন: হুঁ! শহিদ মনসুর আলী মেডিকেল কলেজে ডাক্তার দেখিয়ে ওষুধ খাচ্ছি।

২| ২১ শে আগস্ট, ২০১৮ সকাল ৯:৫১

ভ্রমরের ডানা বলেছেন:


কবির দুর্দশায় ব্যথিত হচ্ছি.....

২১ শে আগস্ট, ২০১৮ সকাল ৯:৫৪

রূপক বিধৌত সাধু বলেছেন: অদৃষ্টের পরিহাস হিসেবেই ধরে নিচ্ছি।

৩| ২১ শে আগস্ট, ২০১৮ সকাল ৯:৫২

চাঁদগাজী বলেছেন:


কি ধরণের সমস্যা?

২১ শে আগস্ট, ২০১৮ সকাল ৯:৫৬

রূপক বিধৌত সাধু বলেছেন: সমস্যা তো অনেক। আপাতত মেডিসিন বিশেষজ্ঞ দেখিয়েছি।

৪| ২১ শে আগস্ট, ২০১৮ সকাল ১০:৩০

চাঁদগাজী বলেছেন:


আপনি কি সিগারেট খান?
চাকুরী ছেড়ে দিলে আপনি চলবেন কি করে?

আবার, ছাত্রীর প্রতি আকর্ষন অনুভব করাও কিন্তু সমস্যা

২১ শে আগস্ট, ২০১৮ সকাল ১১:১৯

রূপক বিধৌত সাধু বলেছেন: সিগারেট মাঝসাঝে খাই, নিয়মিত না। চাকরির ব্যবস্থা একটা হয়েই যাবে মনে হয়। সামনের মাসে যোগ দেব।

আর ঐ সমস্যাটা কাটিয়ে উঠতে চেষ্টা করছি। পারব মনে হয়।

৫| ২১ শে আগস্ট, ২০১৮ সকাল ১১:৪৫

রাজীব নুর বলেছেন: আপনার জন্য অনেক শুভ কামনা।

২১ শে আগস্ট, ২০১৮ সকাল ১১:৫০

রূপক বিধৌত সাধু বলেছেন: পাশে থাকায় অশেষ কৃতজ্ঞতা। সব প্রতিকূলতা কাটিয়ে উঠব নিশ্চয়ই।

৬| ২১ শে আগস্ট, ২০১৮ দুপুর ১২:২৮

আরণ্যক রাখাল বলেছেন: লিখেছেন সুন্দর।
আপনার জন্য শুভকামনা রইল

২১ শে আগস্ট, ২০১৮ দুপুর ১২:৩০

রূপক বিধৌত সাধু বলেছেন: ধন্যবাদ তোমাকে। অফুরন্ত ভালোবাসা রইলো।

৭| ২১ শে আগস্ট, ২০১৮ দুপুর ১:২৯

প্রামানিক বলেছেন: সুস্থ্যজীবন কামনা করি।

২১ শে আগস্ট, ২০১৮ বিকাল ৩:১০

রূপক বিধৌত সাধু বলেছেন: শুভেচ্ছা। ভালো থাকুন।

৮| ২১ শে আগস্ট, ২০১৮ দুপুর ২:৪২

যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: আমার ব্লগে বে. শিক্ষক কোবতে আছে পড়তে পারেন।
শিক্ষকতায় আসবেন না অনুরোধ রইলো।
মহান পেশা বলে অনেকে পাম মারে।
পেটে ভাত নেই ' মহান পেশা!!!!
টাকা আছে যার, মুল্য আছে তার।

২১ শে আগস্ট, ২০১৮ বিকাল ৩:১১

রূপক বিধৌত সাধু বলেছেন: শিক্ষকতা নামক মহান পেশাকে বিদায় চিরতরে।

৯| ২১ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:৪১

ব্লগার_প্রান্ত বলেছেন: দোয়া করি সুস্থ হয়ে উঠুন স্যর।
আসলে বাস্তবতা কী, মানুষ যাহাকে বেশি অবমূল্যায়ন করে, একসময় তাহার কথাই বেশি ভাবে। কথাটা আমিও একদিন ব্যবহার করবো, খুব ভালো লাগলো। আপনার ঋনমুক্তি হোক।

২১ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:০৪

রূপক বিধৌত সাধু বলেছেন: অনেক শুভেচ্ছা রইলো। ভালো থেকো সবসময়।

১০| ২১ শে আগস্ট, ২০১৮ রাত ৮:০৩

সুমন কর বলেছেন: এখন সুস্থ হয়েছে? আপনার স্মৃতিকথা পড়ে প্রথমে ভালো এবং পরে খারাপ লাগল।

ভালো থাকুন।

২২ শে আগস্ট, ২০১৮ ভোর ৬:৪৯

রূপক বিধৌত সাধু বলেছেন: মোটামুটি আছি। পাশে থাকায় ভালো লাগলো।

১১| ২১ শে আগস্ট, ২০১৮ রাত ১১:০২

নীলপরি বলেছেন: লেখাটার প্রথম থেকে শেষ পর্যন্ত পাঠক ধরে রাখে । উপস্থাপণা ভালো হয়েছে ।

প্রধান শিক্ষকের আচরণ যেন কেমন । আপনার ধৈর্য্য আছে বলতে হবে ।

তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন ।

শুভকামনা

২২ শে আগস্ট, ২০১৮ ভোর ৬:৫১

রূপক বিধৌত সাধু বলেছেন: শুভেচ্ছা অফুরান, নীলপরি! ভালো থাকুন।

১২| ২২ শে আগস্ট, ২০১৮ রাত ৮:৫৩

শাহারিয়ার ইমন বলেছেন: আপনার প্রধান শিক্ষক মনে হয় একটু আগের কালের তাই মুগস্ত বিদ্যায় বিশ্বাসী । যাইহোক নিজের শরীরের যত্ন নিবেন

২৩ শে আগস্ট, ২০১৮ ভোর ৪:৩২

রূপক বিধৌত সাধু বলেছেন: সে তো বটেই; এছাড়া এমন বদমেজাজি মানুষ আমি জীবনে কম দেখেছি।

১৩| ২৩ শে আগস্ট, ২০১৮ ভোর ৬:০৬

কেএসরথি বলেছেন: সুন্দর হয়েছে।

২৩ শে আগস্ট, ২০১৮ সকাল ১০:১৫

রূপক বিধৌত সাধু বলেছেন: Thanks a lot.

১৪| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:০৪

আরোগ্য বলেছেন: আপনার আরোগ্য কামনা করছি।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:১৭

রূপক বিধৌত সাধু বলেছেন: এখন মোটামুটি সুস্থ আছি। ধন্যবাদ আপনাকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.