নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Our sweetest songs are those that tell of saddest thought (Shelly).

রূপক বিধৌত সাধু

মন রে, কৃষিকাজ জানো না; এমন মানবজমিন রইলো পতিত আবাদ করলে ফলত সোনা! রামপ্রসাদ সেন ([email protected])

রূপক বিধৌত সাধু › বিস্তারিত পোস্টঃ

আমি ধর্ষক নই, প্রেমিক হইতে পারি বড়জোর

২৭ শে আগস্ট, ২০১৮ বিকাল ৩:৫২


ইহা ভাবিয়া ভালো লাগিতেছে যে সসম্মানেই "গাজীপুর শাইনিং পাথ হাইস্কুল" হইতে প্রস্থান করিয়াছি। সসম্মানে বলিতে ইহা বোঝানো হইতেছে না যে আমাকে ফুলেল সংবর্ধনা দেওয়া হইতেছে অথবা আমার জন্য কেহ অশ্রুপাত করিয়াছে। যে-ই ঘটনা হইতে আপাতত নিষ্কৃতি পাইয়াছি তাহা উপর্যুক্ত সম্মাননা অপেক্ষা অধিক মূল্যবান।

আমার বিরুদ্ধে অভিযোগ করা হইয়াছে আমি অশ্লীল কথা বলি, কাহাওকে বলিয়াছি সে নাকি ধর্ষিতা হইতে পারে, আমি নাকি কাহাকে কুপ্রস্থাব দিয়াছি।
অভিযোগ শুনিয়া আমি স্তম্ভিত, মর্মাহত। ইতিপূর্বে বহু অভিধায় অভিহিত হইয়াছি- কেহ নাস্তিক বলিয়াছে, কেহ মুরতাদ বলিয়াছে, কেহ ধর্মবিদ্বেষী বলিয়াছে, কেহ নারীবিদ্বেষী বলিয়াছে, কেহ 'র' এর এজেন্ট বলিয়াছে। কিন্তু কেহ ঘুণাক্ষরেও চরিত্র লইয়া প্রশ্ন তোলে নাই। এই ধরণের অভিযোগ এইবারই প্রথম।

বহুক্ষণ ভাবিলাম, আমার চরিত্র কি আসলেই কলুষিত? সত্যিই কি আমি দোষী? দোষী না হইলে সর্বসম্মুখে আমাকে কেন অপদস্থ করা হইল?
আমি দোষী এমন কোন ব্যাপার হৃদয়ঙ্গম হইল না। ইহা ভাবিয়া পীড়িত হইলাম আমাকে কেন কথা বলিতে দেওয়া হইল না! গত ছয় মাসে কাহারও সঙ্গে আমার বিবাদ হয় নাই, সবার সঙ্গে মৈত্রীভাব বজাইয়া রাখিতে চেষ্টা করিয়াছি- শত্রুতা করিয়া আমাকে কেহ ফাঁসাইবে এমনও তো হওয়ার কথা না।

সপ্তম শ্রেণির কতিপয় উচ্ছৃঙ্খল বালিকা যে কারণে আমার বিরুদ্ধে অভিযোগ করিয়াছে, দশম শ্রেণির ছাত্রীদিগের সঙ্গে যে ভাষায় কথা কহিয়াছি; সেইসব বিবেচনায় লইলে আমার তো ফাঁসি হওয়ার কথা! যদ্যাপি ভাষায় কোন ত্রুটি খুঁজিয়া পাইতেছি না। সামান্য ভুল বোঝাবুঝি আর কী!

শিক্ষার্থীরা পড়ালেখা করিবে না, শ্রেণিকক্ষে গোল বাঁধাইবে; এমতাবস্থায় যদি ছাত্রদিগকে বলিঃ পড়ালেখা তো কর না, গার্মেন্টস এ কাজ করিয়া খাইতে হইবে, ভালো বিবাহও করিতে পারিবে না, মা-বাবার অসুস্থতায় সুচিকিৎসার ব্যবস্থাও করিতে পারিবে না। এইসব কি মন্দ কথা?
অমনোযোগী ছাত্রীদিগকে যদি বলিঃ লক্ষ্য তো কেবল নবম-দশম শ্রেণি পর্যন্ত পড়া, তারপর বিবাহ; লক্ষ্য বড় হইলে পড়ালেখা করিতে- এইসব বলা কি দোষের?
সারাদিন মোবাইল লইয়া পড়িয়া থাকিলে আমি যদি দুই-চারিটি কুফল এর দৃষ্টান্ত টানিয়া তাহাদিগকে সতর্ক করি - সেইটাও কি দোষের?

কোন এক ছাত্রী ক্লাসে পড়া পারে নাই অথবা গোল পাকাইতেছিল কি না ঠিক মনে নাই, আমি তাহাকে দাঁড় করাইয়া রাখিয়াছিলাম। মেয়েটি বলিয়াছিল, স্যার, আমি আপনার মেয়ের মতো- আমাকে বসিয়ে দিন। আমি বিরক্ত হইয়াছিলাম। আমার বয়স পঁচিশ, তাহার পনেরো। আমি বড় ভাইতুল্য হইতে পারি, বাবার মতো কী করিয়া হই?

সমবয়সী সম্পর্ককে নিরুৎসাহিত করিয়া কোন এক ক্লাসে ছাত্রদিগকে বলিয়াছিলাম, তোমরা যখন বিবাহ করিতে যাইবে, তখন দেখিবে তোমার বান্ধবীর সন্তান নবম-দশম শ্রেণিতে পড়ে। কারণ, সবকিছু গোছগাছ করিতে ছেলেদের একটু সময় বেশিই লাগে। ছাত্রীদিগকে কহিয়াছিলাম, তোমাদের বিবাহ হইবে তোমাদের চাইতে কমপক্ষে আট হইতে দশ বৎসর বয়সের চাইতে বড় কাহারও সঙ্গে যে তোমার দায়দায়িত্ব লইতে পারিবে।

পুরুষানুভূতিতে আঘাত লাগিয়াছিল কি না জানি না, তবে বিলক্ষণ বুঝিতে পারি ত্রিশ-পয়ত্রিশ বৎসর বয়সী অবিবাহিত পুরুষদের জন্য মায়া হইয়াছিল। সেই কথা স্মরণপূর্বক মেয়েটিকে জিজ্ঞাসা করিয়াছিলাম, তোমার বাবা-মা'র বয়সের ব্যবধান কত?
সে উত্তর দেয় নাই। পরবর্তীতে অভিযোগ করিয়াছিল আমি নাকি বলিয়াছি, বাবা কেন? আমি তো তোমার বরও হইতে পারি!

কাহাওকে আমার ভালো লাগে নাই এমন কথা কহিব না, যেহেতু পৌরুষ আছে কহিব, আলবৎ ভালো লাগিয়াছে। তাহাকে শুধু না, আরও অনেককেই ভালো লাগিয়াছে। ভালোকে ভালো লাগা প্রকৃতির বিধান; এইখানে দোষের কিছু নাই। পৃথিবীতে বহু নজির আছে নিজের হইতে তিন-চারিগুন ছোট কাহারও সঙ্গে কাহারও সম্পর্ক হইয়াছে। ইহাতে অস্বাভাবিকতা কিছু নাই। কিন্তু সেই ভালো লাগার প্রকাশ কেমন হওয়া উচিত?
আমি জানি না কেমন হওয়া উচিত। শুধু এই কথাটি বলিতে পারি, আমি কাহাওকে মন্দ কথা বলি নাই। প্রকৃতি আমায় ভালোবাসিতে শিখাইয়াছে, আমি ভালোবাসিয়াছি। প্রকৃতি আমায় গল্প বলাইতে, গান শোনাইতে শিখাইয়াছে; আমি গল্প বলিয়াছি, গান শোনাইয়াছি। আমি নির্দ্বিধায় বলিতে পারি, প্রকৃতি আমায় ধর্ষক বানায় নাই, প্রেমিক বানাইয়াছে বড়জোর।

২ ভাদ্র ১৩২৫ বঙ্গাব্দ
গাজীপুর।

মন্তব্য ৩০ টি রেটিং +২/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ২৭ শে আগস্ট, ২০১৮ বিকাল ৩:৫৯

জাহিদ অনিক বলেছেন: প্রেমিক হওয়া তো বিরাট বড় সাধনার কাজ----------
সাধু ! সাধু !

২৭ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:০৫

রূপক বিধৌত সাধু বলেছেন: তা তো বটেই।

২| ২৭ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:১৫

চাঁদগাজী বলেছেন:



আপনার কি গাঁজা খাওয়ার অভ্যাস আছে? অথবা সাধারণ ধুমপান করেন?

নিজের ছাত্রীকে ভালো ভাসতে হয় শিক্ষক হিসেবে, প্রেমিক হিসেবে নয়

২৭ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:২০

রূপক বিধৌত সাধু বলেছেন: শিক্ষক হিসেবেই তো বাসার চেষ্টা করলাম। কিন্তু...

৩| ২৭ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:২১

সেলিম আনোয়ার বলেছেন: অনেকে ছাত্রীকে বিয়ে করেছেন। ছাত্রকেও বোধ হয়। ভালোবাসাটা নিখাদ খাটি হওয়া দরকার।

একজন নর একজন নারী
ভালোবাসা করিতে ছাড়তে পারে বাড়ি
ধর্ম অথবা টাকা কাড়ি কাড়ি
ভালোবাসা অমোঘ শক্তিধর
আস্থা রাখিতে হবে—তার উপর।

২৭ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:২৫

রূপক বিধৌত সাধু বলেছেন: মোক্ষম মন্তব্য! ধন্যবাদ আপনাকে।

৪| ২৭ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:২২

চাঁদগাজী বলেছেন:


আপনার কি গাঁজা খাওয়ার অভ্যাস আছে? অথবা সাধারণ ধুমপান করেন?

২৭ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:২৬

রূপক বিধৌত সাধু বলেছেন: এসব কথা কেন? ইজ্জতের তো বারোটা বাজাবেন।

৫| ২৭ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:২৪

ফেনা বলেছেন: প্রেম যার ভিতর আছে সে কখনোই ধর্ষক হতে পারে না।

২৭ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:২৭

রূপক বিধৌত সাধু বলেছেন: যথার্থই।

৬| ২৭ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:৪০

রাজীব নুর বলেছেন: এদেশে প্রতিদিন বিয়ের চেয়ে তালাকের সংখ্যা বেশি(সুত্র:প্রথম আলো),,,,সংসার ভাংগার এক আজব দেশ

২৭ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:৪৫

রূপক বিধৌত সাধু বলেছেন: বিয়ে-শাদী না করাই বোধহয় ভালো।

৭| ২৭ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:৪৪

চাঁদগাজী বলেছেন:


বিশ্বে ধুমপান করে ১ বিলিয়নের বেশী মানুষ। গাঁজা হলো ধুমপানের সর্বোচ্চ স্তর, বিশ্বের ২ বিলিয়নের বেশী মানুষ অনিয়মিতভাবে কখনো বা কখনো গাঁজা খেয়েছেন; ফলে, আপনি একা নন। আপনার স্বাস্হ্যের কথা ভেবে, আপনাকে ধুমপান করা থেকে বেরিয়ে আসতে হবে। গাঁজা খেলে কোন ধরণের ঐষধ মানুষকে তেমন সাহায্য করে না।

২৭ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:৪৭

রূপক বিধৌত সাধু বলেছেন: গাঁজা-টাজা টানি না, তবে ইদানীং শারীরিক-মানসিক কষ্ট বেড়ে যাওয়ায় ধূমপানে আসক্ত হয়ে পড়ছি।

৮| ২৭ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:৫৫

বাকপ্রবাস বলেছেন: ভূত ষর্ষে ক্ষেতেই থাকে। যেইখানে শেষ করেছেন সেইখানে একটু ঘুরাইয়া ঘারাইয়া কিছু কহিলেন কিছু রাখিলেন। আসল কথাটাই কহিলেননা। উপদেশ দিইয়াছেন দিতেই পারেন, যুক্তি দেখাইয়াছেন দেখাইতে পারেন। কাউকে প্রেমোস্তাব করিয়াছেন কি? যদি করিয়া থাকেন উদগীন করেন, তারপর মন্তব্য করিলে যুৎসহই হইবেক।

২৭ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:০০

রূপক বিধৌত সাধু বলেছেন: কাউকে প্রস্তাব দেওয়ার সাহস কোন কালেই ছিল না।

৯| ২৭ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:৫৬

চাঁদগাজী বলেছেন:


ধুমপান আপনার জন্য ভয়ংকর, সম্ভব হলে, আজ থেকেই বাদ দেন। ইংরেজীতে শিক্ষকতা করার চেষ্টা করেন, ইংরেজী সংবাদ শোনেন, ইংরাজী চ্যানেল দেখন।

২৭ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:০২

রূপক বিধৌত সাধু বলেছেন: ধূমপান ছাড়তে পারব কি না জানি না, তবে শিক্ষকতা পেশাকে আপাতত "আলবিদা" বলে দিয়েছি।

১০| ২৭ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:১৪

চাঁদগাজী বলেছেন:


সংকটের সময়ে মানুষকে শক্ত হতে হয়। সিগারেট ছেড়ে দিয়ে, একটু রিলাক্স মনে থাকুন, সংকট কমে আসবে।

২৭ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:২৩

রূপক বিধৌত সাধু বলেছেন: চেষ্টা করব। সংকট আর কবে কমবে? কোথাও কোন সুসংবাদ নেই। ঘরে-বাইরে সর্বত্রই অশান্তি!

১১| ২৭ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:৩৮

ঠাকুরমাহমুদ বলেছেন: নিজের ছাত্রীকে ভালোবাসতে হয় শিক্ষক হিসেবে, প্রেমিক হিসেবে নয় ।।

২৭ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:৪২

রূপক বিধৌত সাধু বলেছেন: উনি সঠিক বলেছেন।

১২| ২৭ শে আগস্ট, ২০১৮ রাত ৮:০৮

ঢাকার লোক বলেছেন: পৃথিবীর কোথাও ছাত্রী শিক্ষকে প্রেম সাধারাত ভালো চোখে দেখা হয় না, বিয়েটা যদিও ততটা অগ্রহণীয় নয়। শিক্ষকতার পেশা ভালো লাগলে আপনি শুধু ছেলেদের ইস্কুলে ( BOYS ' স্কুল) শিক্ষকতা করতে পারেন । এতে করে এ ধরনের ঝামেলা থেকে বেঁচে থাকতে পারবেন ।

২৭ শে আগস্ট, ২০১৮ রাত ১০:০৩

রূপক বিধৌত সাধু বলেছেন: দু-একটা ঝামেলা ছাড়া শিক্ষকতাজীবন ভালোই ছিল। এখন কেন জানি মনটা বিষিয়ে ওঠেছে। আর ওদিকে পথ মাড়াব না।

১৩| ২৭ শে আগস্ট, ২০১৮ রাত ৯:০২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আপনি পাঠদানের সময় ছাত্রীদের বুকের দিকে তাকান বলেও অভিযোগ এসেছিল কি? যদি তা না হয়ে থাকে তাহলে বাকীগুলো মিথ্যা বলেই প্রতীয়মান হয়...

২৭ শে আগস্ট, ২০১৮ রাত ১০:০১

রূপক বিধৌত সাধু বলেছেন: না, এরকম অভিযোগ আসে নি। উক্ত বিদ্যালয়ে আমি জনপ্রিয়তার শীর্ষে ছিলাম। শুভানুধ্যায়ীরা বলছেন, কেউ শত্রুতা করে আমাকে হেয় প্রতিপন্ন করেছে।

১৪| ২৭ শে আগস্ট, ২০১৮ রাত ৯:০৪

ভ্রমরের ডানা বলেছেন:



কখনো মুখের সামনে উচিত কথা বলে এদেশে কেউ পার পায়নি! কান ধরিয়ে সারা মাঠ ঘোরানো হয়েছে। আপনি তাও সে ধরনের কিছুর শিকার হননি! এটা সৌভাগ্য! উহাদের ফেসবুকে সুড়সুড়ি মূলক ছবি কিংবা ভিডিও লিংক দিলে আপনি বেশ কয়েকটা টিউশনি প্রস্তাব পেতেন! আমি নিশ্চিত!

২৭ শে আগস্ট, ২০১৮ রাত ১০:০৫

রূপক বিধৌত সাধু বলেছেন: আমি একটা কথা প্রায়ই বলতাম, আমার চেয়ে ভালো মানুষ দুনিয়ায় একটাও পাবে না। হয়তো অত্যুক্তি হচ্ছে, তারপরও বলতে পারি আমার মনে কোন পাপ ছিল না।

১৫| ২৮ শে আগস্ট, ২০১৮ রাত ১০:০৭

নীলপরি বলেছেন: বোধহয় তারা কিছু বোঝেইনি আপনার কথা । অথবা , অতি চালাক! অন্যের প্ররোচনায় ইচ্ছে করেই এসব করেছে যাতে এখন স্কুলের ফেভারিস্ট লিস্টে থাকতে পারে ।

শিরোনামটা দেখে মনে আসলো - ' মেরেছো কলসীর কানা , তাই বলে কি প্রেম দেবো না ? '

কারণ - অন্যের ব্যবহারের জন্য নিজেকে না বদলানোই ভালো । শিক্ষকতায় যদি আপনার সম্ভাবনা বেশী থাকে , তবে এসব কারণে সেখান থেকে সরে না আসাই ভালো ।

শুভকামনা

২৯ শে আগস্ট, ২০১৮ সকাল ৯:১০

রূপক বিধৌত সাধু বলেছেন: মাঝেমাঝে মনে হয় শুধু শুধুই উলো বনে মুক্তো ছড়িয়েছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.