নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Our sweetest songs are those that tell of saddest thought (Shelly).

রূপক বিধৌত সাধু

মন রে, কৃষিকাজ জানো না; এমন মানবজমিন রইলো পতিত আবাদ করলে ফলত সোনা! রামপ্রসাদ সেন ([email protected])

রূপক বিধৌত সাধু › বিস্তারিত পোস্টঃ

মক্কার লোক সহজেই হজ্জ পায় না

২২ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৯


কয়েকটা প্রশ্ন
মক্কার লোক সহজেই হজ্জ পায় না,
গেঁয়ো যোগী নিজের গাঁয়ে পায় না ভিগ;
এর পেছনের কারণটা কী সঠিক?
বেকারদের ব্যস্ততা কেন ফুরায় না?
নানা কথা ভাবতে মাথায় গন্ডগোল,
হারিয়ে ফেলছি মানসিক ভারসাম্য;
এমনটা কি কখনও কারও কাম্য?
দিনরাত্রি বকে যাই আবোলতাবোল।
কারে কী বোঝাই আমি দিবসরজনী?
আর কে কী বোঝে আমার যত কথায়?
কিছুটা শানে নুযুল আছে কি তথায়?
উৎপাত করে কেন হৃৎপিন্ড-ধমনী?
রোগে-শোকে ভুগে ভুগে নিঃশেষ জীবন,
এর মধ্যে হতাশারা করেছে কাতর,
দিনেদিনে বুকখানা হয়েছে পাথর;
রাত্রি জাগরণে ন্যুব্জ হলো দেহমন।
নাকি আমি ঠিকই আছি আগের মতো?
অন্যরাই করে যায় দিবারাত্রি ভুল?
এক নারী অন্যদের টেনে ছিঁড়ে চুল?
অঘটন ঘটায় এ দুনিয়ার যতো?
মুখে মধু মনে পুঁতে রাখা যতো বিষ,
আরো যতো ধ্বংসাত্মক কাজকারবার;
করে যাওয়া স্বভাব যার নিত্যকার-
তারাই জীবনটার পেয়েছে হদিস?
আর যারা খোলাচোখে দেখে গেছে সব,
হৃদয়ে আনে নি কোন পাপ ছিঁটেফোঁটা;
তাদের জন্য দোযখ জীবনটা গোটা-
তারা হলো বিয়োগব্যথার কুশীলব।

৭ আশ্বিন ১৪২৫ বঙ্গাব্দ
গাজীপুর।

মন্তব্য ১৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৩

মেহেদী হাসান হাসিব বলেছেন: ভাল লিখেছেন। ++

২২ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৫

রূপক বিধৌত সাধু বলেছেন: শুভেচ্ছা অফুরান।

২| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২১

নীলপরি বলেছেন: কবিতা ভালো লাগলো ।++

২২ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২৫

রূপক বিধৌত সাধু বলেছেন: ধন্যবাদ আপনাকে।

৩| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২৮

সনেট কবি বলেছেন: সুন্দর+

২২ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৪

রূপক বিধৌত সাধু বলেছেন: জেনে প্রীত হলাম।

৪| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কেবল প্রশ্নই করে গেলেন, উত্তর দেবেন কে?
ভালো লিখেছেন।

২২ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৫

রূপক বিধৌত সাধু বলেছেন: তড়িঘড়ি করে লেখা। উত্তরের চিন্তা মাথায় আসেনি; আসলেও বোধহয় পারতাম না।

৫| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৯

মনিরা সুলতানা বলেছেন: হুম বেশ প্রশ্নমালা ; আশা করছি উত্তর আছে আপনার কাছে।
ভালোলাগা লেখায়।

২২ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১২

রূপক বিধৌত সাধু বলেছেন: উত্তর আছে বৈকি; তবে সঠিক কী না বলতে পারছি নে।

৬| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৬

করুণাধারা বলেছেন: সুন্দর একখানা কবিতা লিখেছেন। কিন্তু যদি মনে হতাশা নিয়ে কবিতাটা লিখে থাকেন, তাহলে বলি, শীতের রাত আর গ্রীষ্মের দিন দুটোই দীর্ঘ হয়। কষ্টের সময় দীর্ঘ হয়, কিন্তু একসময় তা শেষ হয়, হবেই। ভরসা রাখুন।

২২ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪২

রূপক বিধৌত সাধু বলেছেন: হতাশা কাটিয়ে উঠা খুব কঠিন। দিন তো বদলাচ্ছে না।

৭| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৫৩

সাইন বোর্ড বলেছেন: ভাল লেগেছে ।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৭:৫৪

রূপক বিধৌত সাধু বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা। ভালো থাকুন।

৮| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:০৬

রাজীব নুর বলেছেন: কবিতা খুব হৃদয়গ্রাহী হয়েছে।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:০৪

রূপক বিধৌত সাধু বলেছেন: শুভেচ্ছা আপনাকে।

৯| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:১৩

নতুন নকিব বলেছেন:



মজার সব প্রশ্ন একত্রিত করেছেন কবিতায়। ধন্যবাদ।

অফটপিক: ক্ষমা চেয়ে নিচ্ছি এজন্য যে, দীর্ঘ দিন আপনার খোঁজ-খবর নিতে পারিনি। তবে, আপনার জন্য শুভকামনা অন্তরে পোষন করেছি সবসময়ই। আশা করি, আপনি কুশলে আছেন। কুশলেই থাকুন, প্রার্থনা নিরন্তর।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:০৭

রূপক বিধৌত সাধু বলেছেন: খোঁজখবর নিলেন এ জন্য কৃতজ্ঞতা। মাঝখানে কয়েকটা মাস মোটামুটি ভালোই ছিলাম। দুর্ভোগ আবার শুরু হয়েছে পুরোদমে। জানি না এর শেষ কোথায়!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.