নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Our sweetest songs are those that tell of saddest thought (Shelly).

রূপক বিধৌত সাধু

মন রে, কৃষিকাজ জানো না; এমন মানবজমিন রইলো পতিত আবাদ করলে ফলত সোনা! রামপ্রসাদ সেন ([email protected])

রূপক বিধৌত সাধু › বিস্তারিত পোস্টঃ

ফাও প্যাঁচাল (ভদ্রলোকেরা দূরে থাকতে পারেন)

২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৭


* আপনি যত খারাপ মানুষই হোন না কেন, যদি ধর্মের লেবাস পরে থাকেন কেউ আপনাকে খারাপ বলবে না। আপনার খারাপ সবাই এড়িয়ে যাবে। আর আপনি যদি ধর্মকর্ম না করেন, যত ভালোই হোন; কেউ দাম দেবে না। নাস্তিক-মোর্তাদ ঘোষণা করবে, আপনার অনিষ্ট কামনা করবে।
** শিক্ষকতার ওপর বিরক্তি এসে গেছে। আর করবো না ভাবছিলাম। হিসেব মিলিয়ে দেখি, আমি আসলে আর কোন কাজ ভালোমতো পারি না। শিক্ষকতা বাদ দিয়ে অন্য কোন পেশা খুঁজছিলাম। কিন্তু কোথাও কিছু হচ্ছে না।
*** আমি কথা বললে লোকে ভুল শোনে, কিছু লিখলে লোকে ভুল বোঝে। ভাবছি বলাবলি, লেখালেখি সব বন্ধ করে দেবো। আপনি বাঁচলে বাপের নাম। আমি লোকজনকে কেন কিছু বোঝাতে পারি না?
**** ক্রিকেট খেলা দেখে একজোড়া সাদা ক্যাটস চেয়েছিলাম মায়ের কাছে, কিনে দেননি; বলেছিলেন, তোর বাবা বিদেশ থেকে আসুক, তারপর...। বাবা বিদেশ থেকে এসেছিলেন কিন্তু ক্যাটস কিনে দেননি, আমি বলিও নি। মা ভুলে গিয়েছিলেন হয়তো। নূর মোহাম্মদ শেখ এর একটা কালো জামা পরা ফটো দেখে বলেছিলাম, আমার কালো শার্ট লাগবে; মা বলেছিলেন, ভালো ছেলেরা কালো জামা পরে না। আমি কালো জামা কখনো পরি নি। সবমসময় সাদা জামা পরতে হয়েছে।
***** কারো গলগ্রহ হতে হয় না। আমি কখনো কারও কাছে কিছু চাই না। এমনকি মা-বাপের কাছেও আমার চাওয়া ছিল সামান্য। অথচ সেই আমি এখন ধার-দেনার ওপর চলি। মানুষের কাছে হাত পাতি। আশায় থাকি কেউ আমার জন্য কিছু করবে বলে।
****** রাস্তাঘাটে গরীব মানুষ দেখলে কষ্ট লাগে। ওদের জন্য কিছু করতে ইচ্ছে করে। আরও কষ্ট লাগে এটা ভেবে আমি কেন কারও জন্য কিছু করতে পারি না?
******* বিখ্যাত হতে ইচ্ছে করে। যারা আমায় কষ্ট দিয়েছে আমি তাদের কিছু একটা করে দেখিয়ে দিতে চাই। আমি টিভিতে কথা বলবো, আর তারা আফসোস করবে এটা ভেবে যে একসময় যাকে হেয় করা হয়েছে, আজ সে কত বিখ্যাত।
******** বুকের মাঝে ধড়ফড়ানি হঠাৎ বেড়ে গেছে, মাথাটাও কেমন যেন করে। আমি কি পাগল হয়ে যাচ্ছি। মাঝেমাঝে আত্মহত্যার কথা ভাবি। হয়তো একদিন করেও ফেলবো। তার আগে পরিবারের জন্য কিছু করা উচিত। পৃথিবীর জন্যেও কিছু করা উচিত যাতে সবাই মনে রাখে।
********* গরমটা খুব বেশি। স্যালাইন পানিশূন্যতা দূর করে। তাই বেশি বেশি স্যালাইন খাওয়া উচিত। সম্ভব হলে ফলের রস বা শরবতও খাওয়া যেতে পারে।
********** ওকা স্যার বলেছেন, প্রধানমন্ত্রী ষোলো কোটি মানুষকে চৌদ্দ কোটি মোবাইল দিয়েছেন। লোকজন উনার কথায় হাসাহাসি করছে। আমি ভাবছি একটা দলের সাধারণ সম্পাদক হয়ে এমন বেফাঁস বক্তব্য তিনি কীভাবে দিলেন? আমাদের রাজনীতিবিদগণ কি দিনদিন ভাঁড়ে পরিণত হচ্ছেন?

মন্তব্য ৫৭ টি রেটিং +৬/-০

মন্তব্য (৫৭) মন্তব্য লিখুন

১| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫২

সনেট কবি বলেছেন: পড়লাম

২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৮

রূপক বিধৌত সাধু বলেছেন: এত তাড়াতাড়ি?

২| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:০৬

চাঁদগাজী বলেছেন:


আপনি গাজীপুর এলাকায় ছোট একটা টেকনিক্যাল কাজ নিয়ে, টেকনিক্যাল কাজ শিখুন; শিক্ষকতা যে কোন সময়ে করতে পারবেন

২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:০৮

রূপক বিধৌত সাধু বলেছেন: কী ধরণের?

৩| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:১০

আহমেদ জী এস বলেছেন: রূপক বিধৌত সাধু ,




হতাশ হতে নেই , নিজের ক্ষমতার উপর আস্থাবান হোন ।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:২২

রূপক বিধৌত সাধু বলেছেন: জ্বি, নিজের ক্ষমতার ওপর আস্থা রাখছি।

৪| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:২৭

ওমেরা বলেছেন: ধৈর্য ধরুন,চেষ্টা করেন সফলতা আসবেই । ইনশা আল্লাহ!

২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৩৩

রূপক বিধৌত সাধু বলেছেন: ধৈর্য ব্যাপারটা আমার মধ্যে একদমই নেই আর আমি নিতান্ত অলস মানুষ! আমার দ্বারা কিছু সম্ভব না মনে হয়!

৫| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৩৪

মেহেদী হাসান হাসিব বলেছেন: সম্পূর্ণ লেখায় হতাশতা খুঁজে পেলাম। আশা ছাড়বেন তো হারাবেন, আশা ছাড়বেন না কখনো।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৩৭

রূপক বিধৌত সাধু বলেছেন: আশাকে আজকাল মরীচিকা মনে হয়!

৬| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৪৮

শায়মা বলেছেন: আশা হারাতে হয় না। হাল ছেড়ে দেবার জিনিস নহে।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৫৩

রূপক বিধৌত সাধু বলেছেন: কেন আশা বেঁধে রাখি।
কেন দীপ জ্বেলে রাখি।।
জানি আসবে না ফিরে আর তুমি।
তবু পথ পানে চেয়ে থাকি।।
জানবে না তুমি বুঝবে না তুমি
এই ব্যাথা আমার এ জ্বালা আমার।
ছিলে কাছে যখন ছিল সবই আপন।
সেই ভেবে জলে ভরে আঁখি।।
কত আশা ছিল কত ছিল যে গান
কত হাসি ছিল কত অভিমান।
সূর্য জ্বলা এই সকাল আমার।
আধারে সবই গেল ঢাকি।।
এই মনের কথা হয়নি তো বলা
হয়নি তো যো সেই পথে চলা।
স্বপ্ন যে ছিল সবই তোমার দেয়া।" গানটা মনে পড়লো।

৭| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:১৩

শামচুল হক বলেছেন: বেকারের জ্বালা বেকারই বোঝে, আমি একসময় বেকার ছিলাম তখন হাড়ে হাড়ে টের পেয়েছি বেকারত্ব কি জিনিষ।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:১৯

রূপক বিধৌত সাধু বলেছেন: বড় অভিশপ্ত সে সময়।

৮| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:১৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: বিয়ে করার আগেই এত হতাশ???

২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:২১

রূপক বিধৌত সাধু বলেছেন: একা মরাই ভালো। ও মুখো হওয়ার আর মনোবাঞ্ছা নেই।

৯| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:২৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ঠিক আছে। দ্বিধা নিয়ে বিয়ে করে আরেকটা মেয়ে ও তৎপরবর্তী সন্তানদের অনিশ্চয়তায় ফেলার মানে নেই...

২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:২৮

রূপক বিধৌত সাধু বলেছেন: যথার্থই বলেছেন।

১০| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৩৮

ঢাকার লোক বলেছেন: এক দরজা বন্ধ হয়ে গেলে আল্লাহ আরেকটা দরজা খুলে দেন, আমার আগের কাজটা চলে গেলে কিছুদিন বেকার ছিলাম, এখন যে কাজটা করি তা আগেরটার চেয়ে ঢের ভালো! আশা হারাবেন না, কাজের চেষ্টা করতে থাকুন, নিশ্চয়ই এ অবস্থার পরিবর্তন হবে !!

২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:১৭

রূপক বিধৌত সাধু বলেছেন: পাশে থাকায় কৃতজ্ঞতা। ভালো থাকবেন।

১১| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৩৯

নীল আকাশ বলেছেন: Robert the Bruce যদি সাতবার চেস্টা করতে পারেন তবে আরেক বার করতে দোষ কি?

হতাস সবাই হতে পারে, সফল হতে পারে অল্প কয়েক জন।

সফল হবার চেস্টা করুন।

ধন্যবাদ।

২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:১৮

রূপক বিধৌত সাধু বলেছেন: চেষ্টা করব।

১২| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৪৯

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: হতাশ হবেন না। ধৈর্য ধরে লেগে থাকুন। নিশ্চয় সাফল্য আসবে।

২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:১৮

রূপক বিধৌত সাধু বলেছেন: ধৈর্য ধরছি।

১৩| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:২০

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: আপনি হতাশা/বিষন্নতায় ভুগছেন। এমন সমস্যাটা আপনার একার না, দেশের হাজারও তরুণের।



আমাদের দেশের রাজনীতিবিদরা সবচেয়ে বড় ম খ।

২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:২০

রূপক বিধৌত সাধু বলেছেন: সান্ত্বনা খুঁজছি।

১৪| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৩৮

মহসিন ৩১ বলেছেন: ধর্মকর্মের সাথে যোগসূত্র নিজেই করে থাকে মানুষ, কেউ কেউ পরিপক্ক ভাবেই নিজের যোগসূত্রটুকু বুঝে আর অপরকে বোঝাতেও পারে। আমার মতে নিরব বুঝ বলতে যেটা বোঝায় সেটা সরব ক্যচালের চেয়েও এখন অনেক শক্তি রাখে। ---খুবই সমস্যা----। কারন আজকালকার যুগে ধর্ম নিয়া আলোচনা অনেকেরই পছন্দ হয় না। যারা ভাববাদী মানুষ তারা ভাবে -- ধর্ম আসলে কি জিনিষ; আসলে তারা তো অন্যদের জন্য কোনদিনই Mean হতে পারে না। আবার সে নিজেও মারাত্মক স্বার্থপর হবে না এই মর্মে জীবন তো বেশ কঠিন। কেউ বুঝে আর কেউ তা মানতেও চায় না, --- এটাই বোধ হয় এযুগের ভয়াবহ সমস্যা; তাই না !!

আমার মনে হয় আপনি শারীরিক দুর্বলতায় ভুগছেন। সিরিয়াসলি ভেবে দেখবেন। সকল লোকদের, যাদেরকে আমরা নিত্যদিন দেখি তাদের সবাই কিছু নির্দেশিত প্রক্রিয়ার ভিতরেই আছে; কাজও করছে। তাই যে কারুই শারীরিক বা মানসিক-- উভয়ের যে কোন একটা হটাত ফ্লপ করতে পারে।

কারু জীবনেই নতুন কিছু হটাত করে হয় না এটার জন্য পরিকল্পনা করতে হয়। যে বাক্তি দীর্ঘ মেয়াদে পরিকল্পনা করতে পারে সে অন্যদের চেয়ে জীবনকে অনেক বেশি উপভোগ করতে পারবে ; তাকে শঠ বা প্রতারক হতেই হবে এমন কোন কথা নাই। --- আর যারা হটাত কোন পরিবর্তন আশা করছে তারা তাদের সাম্প্রতিক কিছু সমস্যায় ধরা খাওয়া লোক। কিংবা হয়তবা তারা 'গোলমেলে' প্রকৃতির। Igoistic হতে না পারলে সাধারণত মানুষ অনেক ভাবেই সমাজের মুল স্রোতের বাইরে ছিটকে যায়-- Selibreti না হয়েও কিন্তু Igo কে ধারন করা সম্ভব। ভুত- বর্তমান- ভবিষ্যৎ কেবল যে মানুষের ভাগ্যই হবে তা নয়-- কিছুটা Igo ও থাকে।

২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:২৫

রূপক বিধৌত সাধু বলেছেন: জীবনটাকে পর্যবেক্ষণ করছিলাম।

১৫| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:০২

ফারিহা হোসেন প্রভা বলেছেন: এগিয়ে যান দোয়া রইলো। কখনও হতাশ হবেন না।

২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:২৬

রূপক বিধৌত সাধু বলেছেন: শুভেচ্ছা।

১৬| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:১১

সুমন কর বলেছেন: আশা করি, সব সমস্যা দূর হয়ে যাবে। শুভকামনা.....

২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:২৭

রূপক বিধৌত সাধু বলেছেন: শুভেচ্ছা রইলো।

১৭| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:২০

ইব্‌রাহীম আই কে বলেছেন: আমি অনেক অভদ্র লোক, আমি কি আসতে পারব? :(

২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:২৭

রূপক বিধৌত সাধু বলেছেন: আসুন।

১৮| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৪১

কাওসার চৌধুরী বলেছেন:



আপনার লেখা প্রথম প্যারাটি সবচেয়ে ভাল লেগেছে। চরম সত্য বলেছেন। +++

২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:২৮

রূপক বিধৌত সাধু বলেছেন: এটাই বাস্তবতা; জীবন থেকে নেওয়া।

১৯| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:১৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: সাধূ দা একি!

কেবলই হতাশার সাতকাহন!
না না এ হতে পারেনা, আশায় বাঁধো মন।
একবার না পারিলে দেখো শতবার
পাছে লোকে কি বলে ভেবোনা কখনো আর!

অনেক অনেক শুভকামনা রইল :)

কম্বলের ডায়ালগটা মনে পইড়ে গেল ১৪ কোটি মোবাইল কথনে ;)
আমার মোবাইল কই???? =p~

২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৩৩

রূপক বিধৌত সাধু বলেছেন: এত প্রতিকূলতা, আর সহ্য করা যাচ্ছে না। কী বলব, ভৃগু দা; স্কুলঘটিত কেলেংকারির কথা ভুলতেই পারছি না। নিজেকে ঘৃণ্য মনে হচ্ছে।
নতুন কিছু জুটাব, সেই সুযোগও নেই। আবার এক স্কুলেই ঢুকতে হলো।
জাহান্নামে আছি। গাজীপুর ছাড়তে পারলেই বাঁচতাম।

২০| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৪৪

মোঃ মাইদুল সরকার বলেছেন: বাস্তব উপলব্ধির কথা।

ভাই একথাটাও ঠিক নিজের জন্য নিজেকেই সব করতে হয়। অন্যরা কেউ কিছু করে দেয়না।

আমার মনে হয় যারা বেশি ভাল, সৎ প্রকৃতির তাদের জীবনটা এক ধরনের কষ্টে ভরা থাকে। একটা না একটা টানাপড়েন লেগেই থাকে।

তবে সবকিছু মোকাবেলা করে টিকে থাকাই জীবন।

২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:২৪

রূপক বিধৌত সাধু বলেছেন: সবকিছু মোকাবেলা করে টিকে থাকাই জীবন।" ঠিক বলেছেন।

২১| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:২৬

রাজীব নুর বলেছেন: আপনার পোষ্ট আমার খুব পছন্দ হয়েছে।
সব সত্য লিখেছেন।

২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৩২

রূপক বিধৌত সাধু বলেছেন: জীবনেতিবৃত্ত।

২২| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৫০

মুহাম্মাদ খাইরুল ইসলাম বলেছেন: আপনার ফেসবুক লিঙ্কটি দিয়েন

২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:২০

রূপক বিধৌত সাধু বলেছেন: Rupak Bidhout Sadhu লিখে সার্চ দিলেই হবে।

২৩| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:১৫

মোস্তফা সোহেল বলেছেন: মানুষ কখনও হতাশ হতে চাই না তারপরও তাকে হতাশা ঘিরে ধরে প্রতিনিয়ত!

২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:২১

রূপক বিধৌত সাধু বলেছেন: বারবার স্বপ্ন ভঙ্গ হলেই হতাশারা জেঁকে ধরে বসে। এ থেকে বের হয়ে আসা খুব কঠিন।

২৪| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৩৩

তারেক সিফাত বলেছেন: "বিখ্যাত হতে ইচ্ছা করে। যারা আমায় কষ্ট দিয়েছে আমি তাদের কিছু একটা করে দেখিয়ে দিতে চাই। আমি টিভিতে কথা বলবো আর তারা আফসোস করবে এটা ভেবে যে এক সময় যাকে হেয় করা হয়েছে আজ সে কত বিখ্যাত।"-- ভালো লেগেছে এই লাইনগুলো।

রাজনীতিবিদরা দিন দিন ভাঁড়ে পরিণত হয় না; তারা ভাঁড় হয়েই এই লাইনে প্রবেশ করে আর নিজের স্বার্থ হাসিল করার জন্য নোংরা কীটে পরিণত হতে থাকে সময়ের সাথে সাথে। পৃথিবীর ইতিহাসে খুব কম সংখ্যক রাজনীতিবিদ ছিলেন অথবা আছেন যারা মানুষ হিসাবে ভালো, উন্নত মনুষ্যত্বের অধিকারী। আর বাকিগুলা কোনটা কোনটার চেয়ে কম খারাপ নয়; সেটা ট্রাম্পই হোক অথবা মোদিই হোক কিংবা হাল আমলের ইমরান খান যেই হোক না কেন!

২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৯

রূপক বিধৌত সাধু বলেছেন: বিখ্যাত হতে পারলে লোকজনকে দেখিয়ে দেওয়া যেত দুনিয়ায় কেউ খেলনা নয়।

২৫| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৪

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: জীবনেতিবৃত্ত।

আমার কাছে একটা পান্ডুলিপি আছে।
আমার না। অন্য কারো।
পান্ডুলিপিটা কি করি বলেন তো!!!

২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১২

রূপক বিধৌত সাধু বলেছেন: কবিতা, গল্প না উপন্যাসের? আমার ঠিকানায় পাঠিয়ে দিতে পারেন।

২৬| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:১১

মহসিন ৩১ বলেছেন: সরি বানানে ভুল --Ego , Egoistic হবে।

২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১৪

রূপক বিধৌত সাধু বলেছেন: বুঝতে পেরেছি। আপনার মন্তব্যটা অর্থবহ ছিল।

২৭| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৪১

এ.এস বাশার বলেছেন: লেখক কবিদের বিষাদ থাকা ভালো..........লিখতে গেলে মনে জোস আসে.....লেখা শেষ করতে পারলে আনন্দ ফ্রি........
এখন কি করবেন ভেবে দেখুন......

২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১৩

রূপক বিধৌত সাধু বলেছেন: নিজেকে গুছিয়ে নেব।

২৮| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৪৫

চাঙ্কু বলেছেন: আশা ছাড়বেন না। শুভ কামনা রইল।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:২৬

রূপক বিধৌত সাধু বলেছেন: ঠিক আছে।

২৯| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৩০

নীলপরি বলেছেন: অনেকেই বলেছেন , আমিও তাই বললাম । আশাবাদী থাকতে ।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:২৫

রূপক বিধৌত সাধু বলেছেন: থাকলাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.