নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Our sweetest songs are those that tell of saddest thought (Shelly).

রূপক বিধৌত সাধু

মন রে, কৃষিকাজ জানো না; এমন মানবজমিন রইলো পতিত আবাদ করলে ফলত সোনা! রামপ্রসাদ সেন ([email protected])

রূপক বিধৌত সাধু › বিস্তারিত পোস্টঃ

কিছুটা ভৌতিক

০৮ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:১৫

জামালপুর জেলার কোন একটা প্রত্যন্ত গ্রাম; গ্রামের কোন একটা গৃহস্থ-বাড়ি। তখন নিশুতি রাত। বাড়িতে কোন পুরুষ মানুষ নেই। পাশের গ্রামে দাওয়াতে গেছেন। আসতে দেরি হচ্ছে। শাশুড়ি আর পুত্রবধূ- দুজন দু ঘরে ঘুমোচ্ছেন।

"বউ মা, একটু টয়লেট এ যাবো; এক বদনা পানি নিয়ে এসো তো।"
শাশুড়ি পুত্রবধূকে বললেন।
পুত্রবধূ দরজা খুলে বাইরে এলেন। শাশুড়িকে দেখতে পেলেন না; ভাবলেন, শাশুড়ি হয়তো টয়লেট এ ঢুকে পড়েছেন।

টয়লেটটা ছিল বাড়ি হতে কিছুটা দূরে। একটা ঘন জঙ্গলের কাছে। পুত্রবধূ বদনা হাতে নিয়ে টয়লেট এর দিকে এগোলেন।

বদনাটা টয়লেট এর সামনে রেখে যে-ই বাড়ির দিকে আসছেন, হঠাৎ পাশের মরিচ ক্ষেত এ একটা সাদা গরু দেখতে পেলেন।
"এত রাতে কার গরু ছাড়া?" বলতে বলতে যেই ক্ষেত এ নামলেন, কোন গরু দেখতে পেলেন না।
"কোথায় গেল?" বিস্মিত হলেন তিনি।

উঠোনের কাছাকাছি আসতেই পুত্রবধূ দেখলেন শাশুড়ি দরজা খুলছেন। হঠাৎ বলে ওঠলেন, "বউ মা, টয়লেট এ যাবো। এক বদনা পানি আনো।"
"আপনি না একটু আগে টয়লেট এ গেলেন?" পুত্রবধূ বললেন।
শাশুড়ি বললেন, "আমি তো মাত্রই ঘুম থেকে ওঠলাম। টয়লেট এ গেলাম কখন?"
শাশুড়ি উষ্মা প্রকাশ করলেন।
"আপনি আমার দরজায় কড়া নাড়েন নি? বলেন নি বদনা নিয়ে যাওয়ার জন্য?" পুত্রবধূর কন্ঠে বিস্ময়।
শাশুড়ি বললেন, "না তো।"
"তাহলে কে বললো? আমি তো টয়লেট এর সামনে বদনা রেখে এলাম?"
"কোথায় বদনা রেখে এলে? ওই তো বদনা"।
শাশুড়ি উঠোনের এক কোণায় বদনার দিকে আঙুল নির্দেশ করলেন।
"সত্যিই তো বদনা এখানে। তাহলে আমি কী রেখে এলাম?" পুত্রবধূ স্বগতোক্তি করলেন।

মন্তব্য ২৪ টি রেটিং +৫/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ০৮ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:২৫

পদাতিক চৌধুরি বলেছেন: বেশ ভালো একটি কাহিনী তুলে ধরেছেন দাদা ।

শুভেচ্ছা নিয়েন।


০৮ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৩১

রূপক বিধৌত সাধু বলেছেন: ভালোবাসা জানবেন। শুভকামনা নিরন্তর।

২| ০৮ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৩৬

সনেট কবি বলেছেন: দারুণ ভৌতিক গল্প।

০৮ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৪৪

রূপক বিধৌত সাধু বলেছেন: অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।

৩| ০৮ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৪৯

আখেনাটেন বলেছেন: মজার ভূতের কাহিনি।

তা ভূতটা কে বউ না শ্বাশুড়ি। :P

০৮ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:০৩

রূপক বিধৌত সাধু বলেছেন: বউ কী দেখলো কে জানে!

৪| ০৮ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৫৯

আতোয়ার রহমান বাংলা বলেছেন: মজা পেলাম। ধন্যবাদ

০৮ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:০৪

রূপক বিধৌত সাধু বলেছেন: শুভেচ্ছা আপনাকে।

৫| ০৮ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:০৯

ফারিহা হোসেন প্রভা বলেছেন: আসলে কি রেখে এসেছিলো? :)

০৮ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:১৫

রূপক বিধৌত সাধু বলেছেন: রহস্য ভেদ করা যায় নি। হয়তো ঘুমের ঘোরে কিছু একটা রেখে এসেছিলো।

৬| ০৮ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:১১

চাঁদগাজী বলেছেন:



এগুলো ব্লগের জন্য যথেষ্ট নয়, এর থেকে বড় কিছু ভাবেন

০৮ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:১৭

রূপক বিধৌত সাধু বলেছেন: লোকমুখে প্রচারিত গল্প! কিছুটা কৌতুহলোদ্দীপক।

৭| ০৮ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:১৬

করুণাধারা বলেছেন: বেশ ভৌতিক! কিন্তু ভূত কে? সাদা গরু, শাশুড়ি, না বউ?

গল্প ভালোই লাগলো।

০৮ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:২০

রূপক বিধৌত সাধু বলেছেন: বউ কার ডাক শুনলো, পানি না কী নিয়ে গেল, ক্ষেতে কী দেখলো- এগুলোই রহস্য!

৮| ০৮ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৮

ফারিহা হোসেন প্রভা বলেছেন: এমনও হতে পারে সেটা কোনো জিন :((

০৮ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৫০

রূপক বিধৌত সাধু বলেছেন: হতেও পারে।

৯| ০৮ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:০৭

ওমেরা বলেছেন: আমি আমার আম্মুর কাছে এরকম অনেক গল্প শুনেছি ছোটবেলায় তখন খুব ভয় পেতাম কিন্ত শুনতে আবার মজা লাগত খুব।

০৮ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:২৬

রূপক বিধৌত সাধু বলেছেন: ভৌতিক গল্প এখনও ভালো লাগে আমার, যদিও মাঝেমাঝে দ্বিধাদ্বন্ধে পড়ে যাই।

শৈশবে দাদা-দাদী, নানা-নানীর মুখে শোনা গল্পগুলো রোমাঞ্চকর ছিল।

১০| ০৮ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:১৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম! অগম্যতার কত কথাই না আজো রয়ে গেল রহস্যাবৃত :)

+++

০৮ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:২৯

রূপক বিধৌত সাধু বলেছেন: মানুষের আর সাধ্য কই এত রহস্যভেদ করার!

১১| ০৮ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:৪৭

রাজীব নুর বলেছেন: না মন ভরলো, না ভয় পেলাম।।

১০ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:০৬

রূপক বিধৌত সাধু বলেছেন: দুঃখজনক ব্যাপার বটে।

১২| ১১ ই নভেম্বর, ২০১৮ রাত ১:০৬

আমি তুমি আমরা বলেছেন: খারাপ লাগেনি। তবে গ্রামের শাশুড়ি "টয়লেট" না "টাট্টি" বল্লেই ভাল হত ;)

১১ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:৫৬

রূপক বিধৌত সাধু বলেছেন: সংলাপগুলো আঞ্চলিক ভাষায়ই দেওয়া যেত অবশ্য, পুরো ঘটনাটাই তো গ্রামের। শুদ্ধ ভাষায় লিখতে গিয়ে আর ওসব মাথায় আনি নি। তাছাড়া আমি নিজেই আঞ্চলিক ভাষা ভুলে যাচ্ছি আজকাল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.