নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Our sweetest songs are those that tell of saddest thought (Shelly).

রূপক বিধৌত সাধু

মন রে, কৃষিকাজ জানো না; এমন মানবজমিন রইলো পতিত আবাদ করলে ফলত সোনা! রামপ্রসাদ সেন ([email protected])

রূপক বিধৌত সাধু › বিস্তারিত পোস্টঃ

প্রেমিকারা হারিয়ে যায় না, নানারূপে ফিরে আসে বারংবার

১২ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:২৬

এই যে বৃষ্টির জল
চারপাশে থৈথৈ করে,
মন আমার রয় না
এক মুহূর্তও ঘরে।
কাকে যেন মনে পড়ে!
ভাবতে বসি যখন
চোখে কেন অশ্রু ঝরে।
মনটা কেমন করে!
সে কি প্রেয়সী আমার
যার বাস মনে?
নিদানকালেও যাকে
খুঁজবো গোপনে?
ইচ্ছে করে দৌড়ে গিয়ে
তার হাত ধরি,
সারাদিন তাকে নিয়ে
ঘোরাঘুরি করি।
বুক ফাটা কষ্ট যত
ছুঁড়ে ফেলি জলে,
স্বপ্নজাল বুনে যাই
হৃদয় অতলে।



২৭ আশ্বিন ১৪২৫ বঙ্গাব্দ
গাজীপুর।

মন্তব্য ১৪ টি রেটিং +২/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১২ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:৪৫

রাজীব নুর বলেছেন: দারুন আবেগময়।

১২ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:৪৭

রূপক বিধৌত সাধু বলেছেন: শুভেচ্ছা আপনাকে। ভালো থাকুন।

২| ১২ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:৩৯

কিরমানী লিটন বলেছেন: আবেগের ঢেউ অতল ছুঁয়ালো- ভালোবাসা প্রিয় সাধু- দা.....

১২ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:৪৭

রূপক বিধৌত সাধু বলেছেন: অনেকদিন পর....

আশা করি কুশলেই আছেন। শুভেচ্ছা নিরন্তর।

৩| ১২ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:০০

কিরমানী লিটন বলেছেন: আছি ভাই- আকাশের নিচেই...কিন্তু আমার সে আকাশে চাঁদ নেই- ফাঁকা। স্ত্রী কিছুদিন হল বিগত হয়েছেন। অনেক চেষ্টা করেছি- সর্বস্ব খুইয়ে। পরিচিত কাছের দূরের- এমনকি বেশ কিছু ব্লগার বন্ধুর দুয়ারেও নিরুপায়ের মতো হাত পেতেছি- হাহাকার করে, এগিয়ে আসেননি কেউ-ই। অবশেষে আমাকে সব দায় মুক্তি দিয়ে- রিক্ত হাতে ফিরে গেছে সে- না ফেরার দেশে। আমার দুটি সন্তান আছে। ছেলেটা এসএসসি দিবে এবার, মেয়ে ক্লাশ এইটে। দোয়া করবেন- ওদের জন্য। এক জীবনের চাঁদ হারিয়ে গেছে- আমার পৃথিবীর আকাশ থেকে। ভালোবাসা নিরন্তর....

১২ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:০৯

রূপক বিধৌত সাধু বলেছেন: কী বলবো আসলে? সান্ত্বনা দেওয়ার ভাষা খুঁজে পাচ্ছি না।

আশা করি শোক কাটিয়ে উঠবেন। জীবন তো আর থেমে থাকে না। শুভকামনা ছেলেমেয়ে এবং আপনার জন্য।

৪| ১২ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:০৫

সেলিম আনোয়ার বলেছেন: বেশ লিখেছেন।

১২ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:১০

রূপক বিধৌত সাধু বলেছেন: প্রীতি ও শুভেচ্ছা জানবেন।

৫| ১২ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:১৭

পদাতিক চৌধুরি বলেছেন: বাহা! দাদা সুন্দর আবেগময় কবিতা।
ঠিকই তো , " বুক ফাটা কষ্ট যত
ছুঁড়ে ফেলি জলে,
স্বপ্ন জাল বুনে যাই
হৃদয় অতলে । "

সুন্দর কাব্য ও কথা।

শুভকামনা আপনাকে।

১২ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:২৫

রূপক বিধৌত সাধু বলেছেন: আপনার মন্তব্য পেয়ে ভালো লাগলো। আশা করি ভালো আছেন।

শুভেচ্ছা নিরন্তর।

৬| ১২ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:২৪

সাইন বোর্ড বলেছেন: বেশ লাগল অনুভবের কথা ।

১৩ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৯

রূপক বিধৌত সাধু বলেছেন: জেনে প্রীত হলাম।

৭| ১৩ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:০৮

নীলপরি বলেছেন: সুন্দর হয়েছে।++

শুভকামনা

১৩ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৪১

রূপক বিধৌত সাধু বলেছেন: শুভেচ্ছা নিরন্তর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.