নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Our sweetest songs are those that tell of saddest thought (Shelly).

রূপক বিধৌত সাধু

মন রে, কৃষিকাজ জানো না; এমন মানবজমিন রইলো পতিত আবাদ করলে ফলত সোনা! রামপ্রসাদ সেন ([email protected])

রূপক বিধৌত সাধু › বিস্তারিত পোস্টঃ

এল আঁধার ঘিরে (২)

২৩ শে মার্চ, ২০২২ সকাল ১০:৩০


আগের পর্বের লিঙ্ক Click This Link
"তুমি চাইলে এই মাস থেকে যেতে পারো।" মালিক রেজওয়ান সাহেব বললেন।
তূর্য চুপ করে রইল। কী বলবে বুঝতে পারল না। অন্য চাকরির ব্যবস্থাও তো নেই যে মুখের ওপর বলে দেবে আর আসবে না।

রেজওয়ান সাহেব বললেন, "৩ তলাটা ভাড়া হবে। একটা টু-লেট টানিয়ে দিও। নিচে তোমার নাম্বার দিও।"
"আমার নাম্বার কেন?" অস্বস্তির সাথে তূর্য জিগ্যেস করল।
রেজওয়ান সাহেবের মেজাজ খিঁচড়ে গেল। বললেন, "তাহলে তোমাকে রাখব কেন?"
তৎক্ষনাৎ মুখের ওপর জবাব দিল তূর্য। বলল, "থাকতেও চাই না।"
রেজওয়ান সাহেব রণমূর্তি ধারণ করলেন। বললেন, "আগের ম্যানেজাররা তোমার মতো এমন ছিল না। "
"অন্য একজনের অনুরোধ না থাকলে আমিও এখানে এতদিন থাকতাম না।" তূর্য বলল।

রেজওয়ান সাহেবের ধৈর্যের বাঁধ ভেঙে গেল। বেতন দেন ওনি অথচ অন্যর কীর্তন শুনবেন কেন। তূর্যকে চলে যেতে বললেন। বললেন, তার বেতন দিয়ে দেওয়া হবে।

তূর্য হয়ত এতটা প্রতিবাদী হতো না। গত ৫ মাস তো কম অপমান সহ্য করে নি। মুখের চা পর্যন্ত কেড়ে নেওয়া হয়েছে। লোকজনের সামনে তুচ্ছতাচ্ছিল্য করা হয়েছে। সবই সহ্য করেছে।
মালিকের বাসায় গেলে বসতেও দিত না। খাবার দেওয়া তো দূরের কথা। তাকে নিয়োগ দেওয়া হয়েছিল মূলত ম্যানেজার হিসেবে অথচ তাকে দিয়ে বাসার কাজও করানো হতো। এমনও হয়েছে সকালে বাসায় গিয়েছে রাত ১০ টায় কাজ শেষে বের হতে হয়েছে। এসব নিয়ে কষ্ট পেলেও কিছু বলে নি। এবার প্রতিবাদমুখর হলো অন্য কারণে।

অসুস্থতার কারণে একটু বিশ্রাম চেয়েছিল। মালিক সুযোগ দেন নি। উল্টো বলছিলেন, "তুমি এক রাত ভবনে অবস্থান করবে। কেয়ারটেকার শনিবার বাসায় চলে গেলে পুরো ফ্ল্যাট ফাঁকা রাখা যাবে না।"

অফিসের ডাইনিং ব্যবহার করতে চাইল সে। মালিক নাকচ করলেন। বললেন, "তোমার দাবিদাওয়া বেশি হয়ে গেছে। সামনের মাস থেকে অন্য চাকরি খোঁজো।"
"ঠিক আছে। আপনিও অন্য লোক দেখুন।" তূর্য বলেছিল।

অন্য লোক এল। পরিবেশ দেখল। তার ভালো লাগে নি। বেতনও পোষাবে না বলল। তাই দুদিনের মাথায় চলে গেল। রেজওয়ান সাহেব ভাবলেন তূর্য'র দায় আছে কিছুটা। অথচ তেমন কিছু পেলেন না। তাই একবার ডেকে তূর্যকে বলেছিলেন, "তুমি চাইলে এই মাস থেকে যেতে পারো।" বিষয়টা তূর্যকে প্রতিশোধপরায়ণ করেছিল। সে কি এত বেশি হয়ে গেছে দুনিয়ায়? "তোমাকে কেন রাখব, অন্য ম্যানেজাররা এমন ছিল না" এসব শুনে রাগান্বিত হয়ে তাই মুখের ওপর জবাব দিয়েছিল।



মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৩ শে মার্চ, ২০২২ সকাল ১০:৪৪

জুল ভার্ন বলেছেন: সূচণা পর্বের সাথে মিল রেখে চলতি পর্ব ভালো হয়েছে।

২৩ শে মার্চ, ২০২২ সকাল ১০:৪৯

রূপক বিধৌত সাধু বলেছেন: জেনে ভালো লাগল। প্রীতি ও শুভেচ্ছা রইল।

২| ২৩ শে মার্চ, ২০২২ সকাল ১১:২১

মোঃ মাইদুল সরকার বলেছেন:
নায়কের প্রতিবাদটা ঠিক আছে, তানাহলে আরও কাজ চাপিয়ে দিত।+++

২৩ শে মার্চ, ২০২২ সকাল ১১:৩০

রূপক বিধৌত সাধু বলেছেন: ঠিক তাই। দুর্বলের ওপর সবলের অত্যাচার বাড়ে বৈ কমে না।

৩| ২৩ শে মার্চ, ২০২২ দুপুর ১২:২৫

সৈয়দ মশিউর রহমান বলেছেন: গল্পটা ভালো হয়েছে।

২৩ শে মার্চ, ২০২২ দুপুর ১:৩৪

রূপক বিধৌত সাধু বলেছেন: জেনে প্রীত হলাম। শুভেচ্ছা অবিরাম।

৪| ২৩ শে মার্চ, ২০২২ দুপুর ২:২৬

রাজীব নুর বলেছেন: তূর্য বোকা। কর্পোরেট দুনিয়া সম্পর্কে তার ধারনা কম।

২৩ শে মার্চ, ২০২২ দুপুর ২:৩৯

রূপক বিধৌত সাধু বলেছেন: এটা অবশ্য ঠিক বলেছেন।

৫| ২৩ শে মার্চ, ২০২২ সন্ধ্যা ৭:২৮

আহমেদ জী এস বলেছেন: রূপক বিধৌত সাধু,




প্রথম পর্বের ভুলগুলোর মতো এবারে প্রতিবাদ করতে ভুল হয়নি বটে তবে বোকামী হয়েছে!
এর পর কি ? চলবে ?


২৩ শে মার্চ, ২০২২ রাত ৮:১৩

রূপক বিধৌত সাধু বলেছেন: চলতে পারে।

৬| ২৩ শে মার্চ, ২০২২ রাত ১০:৩৯

শূন্য সারমর্ম বলেছেন:


সোনাগাজী বলেছেন :

"এগুলো কোন প্রতিবাদ নয়, এগুলো আপনার ভুল; বাড়ী ভাড়ার বিজ্ঞাপনে আপনার টেলিফোন না দিলে, কাষ্টমার কার সাথে কথা বলবে? কাষ্টমার কি ম্যানেজারের সাথে কথা বলা উচিত, নাকি মালিকের সাথে?

আপনার হাতে ১ মাস চলার সন্চয় ছিলো না, আপনি বইমেলা থেকে বই কিনেছেন! এগুলো কি আপনার কাছে সঠিক মনে হচ্ছে?

যাক, ঢাকায় থেকে চাকরী ধরুন, এলাকায় ফিরে গিয়ে মা-বাবাকে চিন্তানয় ফেলবেন না। "

২৩ শে মার্চ, ২০২২ রাত ১০:৫৭

রূপক বিধৌত সাধু বলেছেন: আসলে চাকরি ছেড়ে দেওয়ার সিদ্ধান্তটা হুটহাট নেওয়া হয়েছিল। চাকরি যেহেতু ছেড়েই দেবে, তাহলে নতুন ঝামেলা নেওয়ার দরকার কী? তাই নাম্বারটা দিতে চায় নি। তূর্য এখানকার সবকিছু ভুলে যেতে চাচ্ছিল।

নতুন একটা কর্মসংস্থান না করে চাকরি ছাড়া টা ভুলই ছিল।

৭| ২৪ শে মার্চ, ২০২২ রাত ১২:৪২

রাজীব নুর বলেছেন: নিজের অভিজ্ঞতার কথা লিখে যান।

২৪ শে মার্চ, ২০২২ সকাল ৮:৩৮

রূপক বিধৌত সাধু বলেছেন: জ্বি আচ্ছা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.