নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Our sweetest songs are those that tell of saddest thought (Shelly).

রূপক বিধৌত সাধু

মন রে, কৃষিকাজ জানো না; এমন মানবজমিন রইলো পতিত আবাদ করলে ফলত সোনা! রামপ্রসাদ সেন ([email protected])

রূপক বিধৌত সাধু › বিস্তারিত পোস্টঃ

দিনের পর দিন

০৪ ঠা এপ্রিল, ২০২২ সকাল ১১:১৯


দু মুঠো ভাত, একটু তরকারি, ঝোল,
ভর্তা, ভাজি। কদাচিত মাংস জুটে যায়।
শুকনো খাবার- চিড়ে, মুড়ি, চানাচুর,
মিষ্টি টোস্ট, ভাজাপোড়া- কখনো আবার
কিছুই জুটে না। শুধু জল পান করে
দিন কাটে। দিনের পর দিন পেরোয়
আশায় আশায় থেকে। সুদিন ফিরবে,
মনোবাঞ্ছা পূর্ণ হবে কোনো একদিন।
মাইলের পর মাইল হন্টন দুটো
পয়সা বাঁচাতে, স্বজনদের রাখতে
সুখী নিজের প্রতি জুলুম- বারবার
অক্লান্ত ডুবসাঁতার ভাবনা-সাগরে।
অনাগত ভবিষ্যতের হাতছানিতে
ঘুমহীন- হাহাকারে বুক কেঁপে ওঠে।

২১ চৈত্র ১৪২৮ বঙ্গাব্দ

মন্তব্য ১৮ টি রেটিং +২/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা এপ্রিল, ২০২২ সকাল ১১:২৯

রাজীব নুর বলেছেন: আমি যখন মুভি দেখতে বসি-
তখন সামনে নানান রকম খাবার নিয়ে বসি।

০৪ ঠা এপ্রিল, ২০২২ সকাল ১১:৩৬

রূপক বিধৌত সাধু বলেছেন: খুব ভালো। মুড়ি-চানাচুর, কফি-দুধ চা রাখেন না?

২| ০৪ ঠা এপ্রিল, ২০২২ সকাল ১১:৩২

ইসিয়াক বলেছেন: জীবনের গল্পগুলো এমনই কঠিনতর হয়।
কখনওই ভেঙে পড়া যাবে না জেনে রাখা ভালো, কেউ কেউ এর থেকেও কঠিন জীবন পার করছে বা পার করে এসেছে।

জীবন মানে যন্ত্রণা নয় ফুলের বিছানা....

আলোর দিন আসবেই

শুভকামনা সবসময়।

০৪ ঠা এপ্রিল, ২০২২ সকাল ১১:৪১

রূপক বিধৌত সাধু বলেছেন: ফুরাইবে দিন, আলো হবে ক্ষীণ, গান সারা হবে, থেমে যাবে বীণ,
যতক্ষণ থাকি ভরে দিবে না কি এ খেলারই ভেলাটাই--
তাই অকারণে গান গাই॥

৩| ০৪ ঠা এপ্রিল, ২০২২ সকাল ১১:৩৮

সৈয়দ মশিউর রহমান বলেছেন: এটাতো দেখি দুঃখের কবিতা।

০৪ ঠা এপ্রিল, ২০২২ সকাল ১১:৪১

রূপক বিধৌত সাধু বলেছেন: ঠিকই।

৪| ০৪ ঠা এপ্রিল, ২০২২ সকাল ১১:৫০

নীল আকাশ বলেছেন: মানুষের জীবন সব সময় সুখের কাতে না। কিন্তু দূঃসময়ের দিনগুলি কেন যেন বিভীষিকায় পার হয়। তবুও মানূষ আশায় বুক বাঁধে, নতুন করে আবার বাঁচতে চায়। প্যাণ্ডোরা বক্স কী জানেন তো?

০৪ ঠা এপ্রিল, ২০২২ দুপুর ১২:০৪

রূপক বিধৌত সাধু বলেছেন: সে আশায়ই বাঁধা খেলাঘর বেদনার বালুচরে।

৫| ০৪ ঠা এপ্রিল, ২০২২ দুপুর ১২:১৪

মহাজাগতিক চিন্তা বলেছেন: পড়তে পড়তে হঠাৎ শেষ হয়ে গেল।

০৪ ঠা এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৬:১৪

রূপক বিধৌত সাধু বলেছেন: এভাবে যদি দুর্দিনও শেষ হয়ে যেত...

৬| ০৪ ঠা এপ্রিল, ২০২২ দুপুর ১২:১৭

প্রতিদিন বাংলা বলেছেন: ক্ষুধার্ত অবস্থায় সাবলীল অধিকার আদায়ের পথ। দারুন

০৪ ঠা এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৬:১৪

রূপক বিধৌত সাধু বলেছেন: ঠিক আছে।

৭| ০৪ ঠা এপ্রিল, ২০২২ দুপুর ১:১২

মরুভূমির জলদস্যু বলেছেন: ভালো হয়েছে

০৪ ঠা এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৬:১৫

রূপক বিধৌত সাধু বলেছেন: আচ্ছা।

৮| ০৪ ঠা এপ্রিল, ২০২২ বিকাল ৩:০১

সোনাগাজী বলেছেন:


শহরে অনেক কিছু করার সুযোগ থাকে, দেখেন কিছু চোখে পড়ে কিনা? ড্রাইভিং শেখা যায় কিনা দেখেন।

০৪ ঠা এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৬:১৫

রূপক বিধৌত সাধু বলেছেন: দেখছি।

৯| ০৫ ই এপ্রিল, ২০২২ রাত ১:১৫

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: খুব ভালো। মুড়ি-চানাচুর, কফি-দুধ চা রাখেন না?
হ্যাঁ মুড়ি চানাচুর থাকে। চা থাকে না।

০৫ ই এপ্রিল, ২০২২ সকাল ৭:২৩

রূপক বিধৌত সাধু বলেছেন: ও আচ্ছা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.