নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Our sweetest songs are those that tell of saddest thought (Shelly).

রূপক বিধৌত সাধু

মন রে, কৃষিকাজ জানো না; এমন মানবজমিন রইলো পতিত আবাদ করলে ফলত সোনা! রামপ্রসাদ সেন ([email protected])

রূপক বিধৌত সাধু › বিস্তারিত পোস্টঃ

দেখো, কত দুর্ভাগা আমরা

০৫ ই মে, ২০২২ সন্ধ্যা ৬:৩৫

বিচ্ছেদের বহুকাল পর পুনরায়
যদি আমাদের দেখা হয় কোনো এক
বাসস্টপেজ অথবা রেললাইনের
ধারে, যখন থেমেছে যান সবেমাত্র-
তোমার মাথার চুল পেকে গেছে
সব, তবুও মুখে শুকনো হাসি আছে;
যদি তোমাকে ভীষণ সুখি মনে হয়
ঈর্ষান্বিত হবো আমি ভীষণরকম?
তখন আমার গালের মাংস ঝুলে
গেছে, চোখে তবু জগতের সব আলো;
তা দেখে তোমার লাগবে কেমন ভালো?
অনুতাপে হৃদয়টা আলোড়িত হবে?
হয়ত দু'জনে কেউ ভালো নেই আর
এ বোধ জাগ্রত হয়ে গেলে বুক ফেটে
চৌচির হবে না চৈত্রের মাঠের মতো?
জীবনটকে অর্থহীন মনে হবে না?
বর্তমানকে সমৃদ্ধ করতে পারলে
হয়ত এদিন দেখতে হতো না আর,
সইতে হতো না এমন বিরহভার-
ছটফট করতে হতো না যন্ত্রণায়!
দেখো, কত দুর্ভাগা আমরা! নিত্যদিন
ইগো চাষ করে চলি বুকের জমিনে।
কে আপন কে বা পর সে বোধটা আজো
সযতনে লুফে নিয়ে জীবন গড়িনি।

২২ বৈশাখ ১৪২৯ বঙ্গাব্দ
ময়মনসিংহ।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৫ ই মে, ২০২২ সন্ধ্যা ৭:২৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আমরা দুর্ভাগা নই,
আমরা বীরের জাতি।
পরের বিপদে পালিয়ে না যি
দেই যে বুক পাতি।

০৫ ই মে, ২০২২ রাত ১০:০৫

রূপক বিধৌত সাধু বলেছেন: প্রেমের ক্ষেত্রে পরাজিত।

২| ০৫ ই মে, ২০২২ সন্ধ্যা ৭:৩৯

ভার্চুয়াল তাসনিম বলেছেন: ইগো গুলো মরে যাক। ভালোবাসা গুলো যুগ যুগ বেঁচে থাকুক। থেমে যাক কবির অভিমানী যন্ত্রণার ছটফটানি। এক পশলা বৃষ্টি এসে ধুয়ে দিক সমস্ত অনুতাপ।

০৫ ই মে, ২০২২ রাত ১০:০৬

রূপক বিধৌত সাধু বলেছেন: তেমনটা হলে তো ভালোই হতো। কিন্তু আদৌ কি হবে?

৩| ০৫ ই মে, ২০২২ সন্ধ্যা ৭:৫২

মরুভূমির জলদস্যু বলেছেন: কবিতা চমৎকার হয়েছে।

০৫ ই মে, ২০২২ রাত ১০:০৬

রূপক বিধৌত সাধু বলেছেন: আচ্ছা।

৪| ০৫ ই মে, ২০২২ রাত ৯:১০

সোনাগাজী বলেছেন:



কবিতায় বাংলার তরুণদের দু:খের কাহিনী আছে।
কাজ ভালোর দিকে?

০৫ ই মে, ২০২২ রাত ১০:০৭

রূপক বিধৌত সাধু বলেছেন: মন্দের ভালো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.