নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Our sweetest songs are those that tell of saddest thought (Shelly).

রূপক বিধৌত সাধু

মন রে, কৃষিকাজ জানো না; এমন মানবজমিন রইলো পতিত আবাদ করলে ফলত সোনা! রামপ্রসাদ সেন ([email protected])

রূপক বিধৌত সাধু › বিস্তারিত পোস্টঃ

প্রাণিটা যেন গলা বাড়িয়ে দেয়

২০ শে আগস্ট, ২০২২ রাত ১১:০৬


ক্রমাগত ক্ষত বাড়ে, বাড়ে রোগ-শোক;
আঘাতটা দিয়ে যায় পরিচিত লোক।
এমনই সে আঘাত ছিন্নভিন্ন করে
মনটা বিষ-ব্যথায় তিলেতিলে মরে।
বলা যায় না, সওয়া যায় না এমন
বুকের ভেতর তোলে তীব্র আলোড়ন।
কোনোকিছু বলতে গেলেই উল্টো মিছে
হাজারও অভিযোগ এসে যায় পিছে।
ঘুণাক্ষরেও যাদের সাথে সংস্রব
নেই, মাথায় তুলতে হয় সেইসব।
আমি যেন একটা গৃহপালিত প্রাণি,
সময়ে যেন বাড়িয়ে দেই গলাখানি।
যে যেমনে পারে গলায় চালাক ছুরি,
ব্যথা পেলেও যেন একটুও না নড়ি।
আমার প্রকৃতি এমনই নিদারুণ,
প্রতিদিন, প্রতিরাত হতে হয় খুন।
আজন্ম সইতে হয় ব্যর্থতার গ্লানি,
দিনেদিনে বাড়ে কেবলই পেরেশানি।
জন্ম হতে স্তব্ধ যেন আমার জবান,
সয়ে যেতে হয় সব দুঃখ-অপমান।

৫ ভাদ্র ১৪২৯ বঙ্গাব্দ
মালিবাগ, ঢাকা।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২০ শে আগস্ট, ২০২২ রাত ১১:২১

শূন্য সারমর্ম বলেছেন:


অবস্থা উন্নতির দিকে যাচ্ছে না নিশ্চয়?

২০ শে আগস্ট, ২০২২ রাত ১১:২৯

রূপক বিধৌত সাধু বলেছেন: জ্বি।

২| ২০ শে আগস্ট, ২০২২ রাত ১১:৩৯

মোহাম্মদ গোফরান বলেছেন: দারুণ।

২০ শে আগস্ট, ২০২২ রাত ১১:৪৫

রূপক বিধৌত সাধু বলেছেন: অশেষ ধন্যবাদ।

৩| ২০ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ১১:৫৯

সোনালি কাবিন বলেছেন: জীবনের তিক্ত গ্লানির নিদারুণ প্রকাশ ।

২০ শে সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৩:০৩

রূপক বিধৌত সাধু বলেছেন: জ্বি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.