নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Our sweetest songs are those that tell of saddest thought (Shelly).

রূপক বিধৌত সাধু

মন রে, কৃষিকাজ জানো না; এমন মানবজমিন রইলো পতিত আবাদ করলে ফলত সোনা! রামপ্রসাদ সেন ([email protected])

রূপক বিধৌত সাধু › বিস্তারিত পোস্টঃ

ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়

১৮ ই অক্টোবর, ২০২২ সকাল ১১:৪৯


হঠাৎ যখন মহামারি নেমে এল, বোঝা যাচ্ছিল না কী পরিণতি হতে যাচ্ছে পৃথিবীর।
ধর্মগুরুরা বিভিন্ন গালগল্প ফাদল। বিজ্ঞানিরাও তেমন আশা দেখাতে পারছিলেন না। বলছিলেন কমপক্ষে ১ বছর লাগবে টিকা আসতে।
ততদিনে কি কিছু অবশিষ্ট থাকবে?

আমেরিকা, ইতালি, ব্রাজিলের মতো দেশ ধরাশায়ী। ভারতে যখন শ্মশানে শব পোড়ানোর জায়গা হচ্ছিল না, ধারণা করা হচ্ছিল বাংলাদেশও বিরানভূমিতে পরিণত হবে। মোটামুটি সেদিকেই যাচ্ছিল। হাসপাতালে অক্সিজেন পাওয়া যাচ্ছিল না।
চিকিৎসাহীন অবস্থায় অনেককে পথে-ঘাটে পড়ে থাকতে দেখা গেল। হাসপাতালে রোগী ভর্তি নিচ্ছিল না।

লকডাউন যখন দেওয়া হলো, দরিদ্রদের অবস্থা হলো না খেয়ে মরার মতো। পত্রপত্রিকায় একটা-দুটো নিউজও
হচ্ছিল না খেতে পেয়ে মরার। মধ্যবিত্তরা কী করবে ভেবে পাচ্ছিল না। না যায় কারও কাছে হাত পাতা, না যায় খিদের জ্বালা সহ্য করা।
কিছু কিছু রাজনৈতিক নেতাকর্মী এর মাঝেও লুটপাট করছিলেন।

করোনার ধাক্কা মোটামুটি সামলানো গেছে। বাংলাদেশ এখনও টিকে আছে। তবে বিপদ পুরোপুরি কেটে যায় নি। সামনে একটা দুর্ভিক্ষের সম্ভাবনা দেখা যাচ্ছে। ইতিমধ্যে কয়েকটা দেশ দেউলিয়া হয়ে গেছে। বাংলাদেশ তেমন হবে না আশা করি। কিন্তু একটা বড়ো ঝামেলার মধ্য দিয়ে যাবে; এটা তো বোঝা যাচ্ছে। আমরা কি সে ঝড় সামলাতে প্রস্তুত আছি?

বাজারমূল্যেরে উর্ধ্বগতিতে লোকে দিশেহারা। অনেক মানুষ তাদের সঞ্চয় ভেঙে খাচ্ছে। জমি বেচে খাচ্ছে। যাদের সঞ্চয় নেই, বা যাদের সরকারি চাকরি নেই তারা কেমনে চলে? এরমধ্যে আবার রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। বিশ্ববাজারে এর প্রভাবও পড়েছে।

এসব সংকট থেকে উত্তরণ কেমনে ঘটবে?

ছবিঃ নেট

মন্তব্য ২০ টি রেটিং +১/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ১৮ ই অক্টোবর, ২০২২ দুপুর ১২:০০

নতুন বলেছেন: আমাদের দেশের জনগন নিজের শক্তিতেই বেচে আছে।

সরকারের সহাযোগিতা তেমন নেই। তাই বড় বিপদ আসলে সরকার কিছু করতে পারবেনা কিন্তু মানুষ তার সামর্থানুযায়ী বেচে থাকার লড়াই চালিয়ে যাবে।

আরেকটা জিনিস আমাদের জাতীর আছে সেটা হলো বিপদে কিন্তু সবাই এগিয়ে আসে, হুজুগে বাঙ্গালীর এই একটা ভাল গুন।

১৮ ই অক্টোবর, ২০২২ দুপুর ১২:১৬

রূপক বিধৌত সাধু বলেছেন: কিন্তু মানুষ তার সামর্থানুযায়ী বেঁচে থাকার লড়াই চালিয়ে যাবে।
সহমত। কিন্তু এভাবে কতদিন?

২| ১৮ ই অক্টোবর, ২০২২ দুপুর ১২:০২

জুল ভার্ন বলেছেন:

১৮ ই অক্টোবর, ২০২২ দুপুর ১২:১৪

রূপক বিধৌত সাধু বলেছেন: সরকার এবং সরকার সংশ্লিষ্টদের পোয়াবারো।

৩| ১৮ ই অক্টোবর, ২০২২ দুপুর ১২:৫২

মোগল সম্রাট বলেছেন:

মগজের দেউলিয়াত্বের পূর্বভাবাস মোকাবিলা করার তরিকা থাকলে বলেন।

১৮ ই অক্টোবর, ২০২২ দুপুর ১:০১

রূপক বিধৌত সাধু বলেছেন: নেই।

৪| ১৮ ই অক্টোবর, ২০২২ দুপুর ১২:৫৪

হাসান কালবৈশাখী বলেছেন:

করোনা ইউক্রেন ও দুর্বিক্ষ বাদেই
১২০টি সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতায় দরিদ্রদের ভাতার ব্যাবস্থা আছে। ভাতাভোগীর সংখ্যা ১ কোটি ৮ লাখের বেশি।
ভাতা সরাসরি মোবাইল ব্যাঙ্কিংএ ব্যাক্তির কাছে দেয়া হচ্ছে।

এই অর্থবছরে এ কর্মসূচিতে বরাদ্দ ১ লাখ ১৩ হাজার ৫৭৬ কোটি টাকা
যা বিএনপি-জামাত আমলের যে কোন মোট জাতীয় বাজেটের প্রায় দ্বিগুণ!


১৯৯৬তে মাত্র ১০০ টাকা বয়স্ক ভাতা দিয়ে সামাজিক সুরক্ষা কর্মসূচির সুচনা করে আওয়ামীলীগ।
এর অধিকাংশই ‘বয়স্ক ভাতা’, ‘বিধবা ভাতা এবং ‘প্রতিবন্ধী ভাতা’।
এ অর্থবছরে প্রতিবন্ধী ভাতাভোগী আরো ৩ লাখ ৫৭ হাজার জনকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
প্রতিবন্ধী ভাতাভোগীর সংখ্যা মোট সংখ্যা ২৩ লাখ ৬৫ হাজার জন। ভাতার পরিমাণও বেড়েছে ১০০ টাকা। মাসে ৮৫০ টাকা হয়েছে।
এ ছাড়া অন্যান্য ভাতাভোগীর মধ্যে ‘চা–শ্রমিকদের জীবনমান উন্নয়ন কর্মসূচি’র জন্য শ্রমিকসংখ্যা আরো ১০ হাজার বাড়িয়ে ৬০ হাজার করা হয়েছে।
গত বছর নতুন অন্তর্ভুক্ত চারটি ভাতা কর্মসূচি হচ্ছে, প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তি, এলজিবিটি হিজড়া, বেদে এবং অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচি।

১৮ ই অক্টোবর, ২০২২ দুপুর ১:০১

রূপক বিধৌত সাধু বলেছেন: প্রকল্পগুলো সময়োপযোগী কিন্তু বাস্তবায়ন হয় কতটুকু?

৫| ১৮ ই অক্টোবর, ২০২২ দুপুর ১:৫৭

পবিত্র হোসাইন বলেছেন: জনগণের কাছে খাবার নাই আর মানুষের কাছে থেকে পয়সা হাতানোর ধান্দা করছে সরকার

১৮ ই অক্টোবর, ২০২২ দুপুর ২:২৬

রূপক বিধৌত সাধু বলেছেন: সামনে অন্ধকার।

৬| ১৮ ই অক্টোবর, ২০২২ দুপুর ২:১৭

রাজীব নুর বলেছেন: পৃথিবীতে যে সম্পদ আছে, জমি আছে, মানুষ আছে- তা দিয়ে সকলের খাবার হয়ে যাবার কথা। কিন্তু মানুষের হিংসাত্মক মনোভাবের কারনে কী প্রচুর খাচ্ছে, কেউ খেতে পারছে না।

১৮ ই অক্টোবর, ২০২২ দুপুর ২:২৭

রূপক বিধৌত সাধু বলেছেন: পৃথিবীর প্রায় ৮০ কোটি মানুষ রাতে না খেয়ে ঘুমাতে যায়।

৭| ১৮ ই অক্টোবর, ২০২২ দুপুর ২:৩৬

শূন্য সারমর্ম বলেছেন:


ক্ষুধার রাজ্যে বিচরন কি শুধু সুকান্তই করেছে?

১৮ ই অক্টোবর, ২০২২ বিকাল ৫:৫৭

রূপক বিধৌত সাধু বলেছেন: রূপক বিধৌত সাধুও করেছে, মানিক বন্দোপাধ্যায় করেছে, নজরুল করেছে। পৃথিবীর আরও বহু লোক করেছে, করছে।

৮| ১৮ ই অক্টোবর, ২০২২ দুপুর ২:৪৮

গেঁয়ো ভূত বলেছেন: যুদ্ধ যদি পারমাণবিক যুদ্ধে রূপ নেয় তাহলে পৃথিবীর মানুষ যার পর নাই দুঃখে কষ্টে নিপতিত হবে।

১৮ ই অক্টোবর, ২০২২ বিকাল ৫:৫৮

রূপক বিধৌত সাধু বলেছেন: মাটি খেয়ে বাঁচতে হবে।

৯| ১৮ ই অক্টোবর, ২০২২ বিকাল ৩:১৩

মরুভূমির জলদস্যু বলেছেন:
- সামনে অবস্থা ভালো হবে এমন কোনো নমুনাও দেখা যাচ্ছেনা, বরং খারাপ হওয়ার সুর শোনা যাচ্ছে।

১৮ ই অক্টোবর, ২০২২ বিকাল ৫:৫৯

রূপক বিধৌত সাধু বলেছেন: ঠিক তাই।

১০| ১৮ ই অক্টোবর, ২০২২ বিকাল ৩:৩৩

সোনাগাজী বলেছেন:


রাশিয়া, ইউক্রেন, চীন, ভারত, ইরান, নর্থ কোরিয়া, তুরস্ক, আফগানিস্তান, ইয়েমেন, লিবিয়া, বার্মা, পুরো আফ্রিকার সরকারগুলো মানুষের জন্য ভালো কিছু করছে না।

বাংলাদেশের সরকারের সাথে মানুষের "কোন বাঁধন নেই"; বৃটেন ও ইতালীতে অদক্ষ ২ নারী প্রধানমন্ত্রী হয়েছে; পুরো ইউরোপে ডানপন্হীরা ক্রমেই ক্ষমতায় আসবে; বিশ্ব খারাপ সময়ের বলয়ে প্রবেশ করেছে।

১৮ ই অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৬:০০

রূপক বিধৌত সাধু বলেছেন: তাই তো দেখা যাচ্ছে। সামনে হাঙ্গামাই বেশি হবে মনে হচ্ছে। ভালো কিছু হওয়ার সম্ভাবনা নেই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.