নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Our sweetest songs are those that tell of saddest thought (Shelly).

রূপক বিধৌত সাধু

মন রে, কৃষিকাজ জানো না; এমন মানবজমিন রইলো পতিত আবাদ করলে ফলত সোনা! রামপ্রসাদ সেন ([email protected])

রূপক বিধৌত সাধু › বিস্তারিত পোস্টঃ

বাঁচতে হবে সহাস্যমুখে

১৪ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ৯:১৬


থাকবে জরা, থাকবে খরা
থাকবে মরণ-শোক,
প্রিয়জন হারানোর ব্যথা
বিদীর্ণ করবে বুক।
থাকবে ক্ষুধা, থাকবে তেষ্টা
থাকবে জ্বালা-যন্ত্রণা,
অসুস্থতায় সেবা-শুশ্রুষা
ঘুণাক্ষরে জুটবে না।
পকেট শূন্য, জীর্ণ পোশাক,
জুতোজোড়া ক্ষয়ে যাবে;
চোখের দৃষ্টি দ্রুত কমবে-
বাঁচার সাধ হারাবে।
জুটবে হেলা, হাজারো ধাক্কা,
হোঁচট খেয়ে পড়বে;
কেউ তুলবে না, বলবে না
আমার হাত ধরবে?
কেউ দেবে না উদর পুরে
তরকারি-ভাত-ডাল,
ঘরে যা আছে, তা খেতে হবে
আজ ও আগামীকাল।
লাঞ্ছনা-গঞ্জনা জুটে যত
সব সয়ে যেতে হবে,
ভাঙা পা শক্ত-সমর্থ করে
দূরের পাড়ি ধরবে।
নিজের পায়ে দাঁড়াতে হবে
পেতে সুন্দর আগামী;
ইচ্ছে, একাগ্রতা, উচ্চাকাঙ্ক্ষা
এসব সবচে দামি।
গায়ে কাদা লাগলে সহসা
ঝেড়ে ফেলতে হবে,
বাঁচতে হবে সহাস্যমুখে
সেটাই জীবন তবে।

৩০ ভাদ্র ১৪৩০ বঙ্গাব্দ
মহাখালী, ঢাকা।

মন্তব্য ২৪ টি রেটিং +৬/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ১৪ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ৯:২৩

সোনাগাজী বলেছেন:



হবুচন্দ্রের ২য় আইন?

১৪ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ৯:৪২

রূপক বিধৌত সাধু বলেছেন: ?

২| ১৪ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ৯:৪৪

সোনাগাজী বলেছেন:



১ম আইন ছিলো, সবাইকে হাসতে হবে।

১৪ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ৯:৫২

রূপক বিধৌত সাধু বলেছেন: তার দরকার আছে। হাসলে হার্ট ভালো থাকে।

৩| ১৪ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ৯:৪৬

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: আপনার জীবনে শেখা সব বড় শিক্ষাগুলো একসাথে বলে দিলেন বড় ভাই । ধন্যবাদ !!

১৪ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ৯:৫৪

রূপক বিধৌত সাধু বলেছেন: কবিতা খুব বড় একটা ব্যাপার। এতে প্রাণ থাকতে হয়, উদ্দীপনা থাকতে হয়। মানুষকে হতাশার সাগরে ভাসিয়ে দেওয়া কবিতা নয়। এসবই ভাবছিলাম।

৪| ১৪ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১০:২০

জগতারন বলেছেন:
সুন্দর কবিতা !

১৪ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১০:২৯

রূপক বিধৌত সাধু বলেছেন: আর একটু গোছালো হলে মনে হয় ভালো হতো। হঠাৎ লিখে পোস্ট করে দিয়েছি।

৫| ১৪ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১০:৩০

মহাজাগতিক চিন্তা বলেছেন: ছন্দের চমৎকার প্রকাশ।

১৪ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১০:৩২

রূপক বিধৌত সাধু বলেছেন: অনেক ধন্যবাদ :|

৬| ১৪ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১১:১৩

নয়ন বড়ুয়া বলেছেন: বাহ...

১৪ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১১:৪৮

রূপক বিধৌত সাধু বলেছেন: ধন্যবাদ। শুভেচ্ছা জানবেন।

৭| ১৫ ই সেপ্টেম্বর, ২০২৩ ভোর ৬:৫৯

ইসিয়াক বলেছেন: হাল ছেড়ো না বন্ধু বরং কন্ঠ ছাড়ো জোরে
দেখা হবে তোমায় আমায় অন্য গানের ভোরে......কবীর সুমন।

১৫ ই সেপ্টেম্বর, ২০২৩ সকাল ৮:৩৫

রূপক বিধৌত সাধু বলেছেন: 'বন্ধু তোমার ভালোবাসার স্বপ্নটাকে রেখো
বেঁচে নেবার স্বপ্নটাকে জাপটে ধরে থেকো
দিনবদলের স্বপ্নটাকে হারিয়ে ফেলো না
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না।'

৮| ১৫ ই সেপ্টেম্বর, ২০২৩ সকাল ৯:৫১

শূন্য সারমর্ম বলেছেন:


ভীত খরগোশ মনে হচ্ছে।

১৫ ই সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৪:৫৮

রূপক বিধৌত সাধু বলেছেন: কিছুটা।

৯| ১৫ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ২:০৪

রাজীব নুর বলেছেন: ছড়া কবিতা সুন্দর হয়েছে।

আপনার জীবন এখন কেমন কাটছে?

১৫ ই সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৪:৫৮

রূপক বিধৌত সাধু বলেছেন: ভালোই।

১০| ১৫ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১১:৩৪

আহমেদ জী এস বলেছেন: রূপক বিধৌত সাধু,



দুঃখ-সুখ এড়িয়ে তো আর জীবন হয়না! কবিরা জীবনের দুঃখ নিয়ে শুধু দুঃখই করেছেন--
"দুঃখে যাদের জীবন গড়া, তাদের আবার দুঃখ কিসের !"
তাইতো জীবনকে হেসে খেলে পার করতে পারাটাই আসল। যেটা আপনি বলেছেন ছড়া কবিতার শেষ দু'লাইনে।

১৬ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ৮:২০

রূপক বিধৌত সাধু বলেছেন: জীবনকে হেসে খেলে পার করতে পারাটাই আসল। ঠিকই। জীবনটাকে কেঁদে ভাসিয়ে দেওয়ার চেয়ে হেসে উড়িয়ে দেওয়া ঢের ভালো।

১১| ২৫ শে সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৫:৪৮

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: রূপক বিধৌত কবি হাল ছাড়েনি দেখে ভাল লাগছে।
আশা করি ভাল আছেন, ভাল থাকবেন।

২৫ শে সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৫:৫৯

রূপক বিধৌত সাধু বলেছেন: আপনি বেঁচে আছেন 8-| ?

১২| ২৫ শে সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:১০

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: আছি আর কি। আশা করি আপনিও ভাল আছেন।

২৫ শে সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৪৫

রূপক বিধৌত সাধু বলেছেন: আছি ভালোই। ব্লগে মাঝেমধ্যে হাজিরা দিয়ে যাবেন আশা করি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.