নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Our sweetest songs are those that tell of saddest thought (Shelly).

রূপক বিধৌত সাধু

মন রে, কৃষিকাজ জানো না; এমন মানবজমিন রইলো পতিত আবাদ করলে ফলত সোনা! রামপ্রসাদ সেন ([email protected])

রূপক বিধৌত সাধু › বিস্তারিত পোস্টঃ

১০ পেরিয়ে ১১ বছরে- সময়টা কম নয়

০৫ ই অক্টোবর, ২০২৩ রাত ১১:৩০


ব্লগে ঢুকে দেখি আমার ব্লগিংয়ের বয়স ১০ বছর পার হয়ে গেছে। মানে ১১ তে পড়েছে। সময়টা খুব একটা কম নয়। মনে পড়ছে কবে অ্যাকাউন্টটা খুলেছিলাম। ২০১৩ সালে, গণজাগরণ মঞ্চের উত্থানের সময়। আমার এক বন্ধু, সামিরুল; সে খুলে দিয়েছিল। এরও দুই বছর পর, মানে ‘১৫ সাল থেকে নিয়মিত পোস্ট দিতে থাকি। সমানতালে চলতে থাকে পড়া, মন্তব্য করা। মন্তব্য পড়া, করা থেকেই মূলত ব্লগিংয়ের প্রতি আগ্রহ জন্মে। পড়লে তো বই থেকেই পড়া যায়। ব্লগের বিশেষত্ব হলো, এখানে মন্তব্য পেলে বা করলে এই আদানপ্রদানের মাধ্যমে নিজের জ্ঞানবুদ্ধিকে শাণিত করা যায়। নতুন কিছু জানা যায়।

১০ বছরে ২৭৩ টির উপর পোস্ট দেওয়া হয়েছে। কিছু লেখা ডিলিট করেছি বা ড্রাফটে নিয়েছে। রাজনীতি, ধর্ম, গল্প, কবিতা- প্রায় সব বিষয়েই লেখালেখি করেছি/করছি। কেমন হয়েছে নিজে তো বলতে পারব না। তবে এটা বলতে পারি, অনেককিছু শিখেছি। বিশেষ করে বয়োজ্যোষ্ঠদের উপদেশ আমাকে অনেক সাহায্য করেছে লেখালেখি থেকে শুরু করে বাস্তবজীবনে। দীনদুনিয়ার অনেককিছু জানা হয়েছে। আপডেটেড থাকা গেছে। ফেসবুকের চেয়ে ব্লগের লেখক/পাঠকগণ বেশি পরিণত। এখানে ভুলভাল কিছু লিখলে পার পাওয়ার সুযোগ কম।এখানে ব্লগ স্বতন্ত্র। কিছু তিক্ত অভিজ্ঞতাও আছে। এটা ফেসবুক-ব্লগ সকল ক্ষেত্রেই প্রযোজ্য। মানে অনেকের মনে এক, প্রকাশ আরেক। শঠতা, নিষ্ঠুরতাও লক্ষ্য করা গেছে। যাহোক, সেসব মনে করতে চাই না। সতত সুন্দরের সাথেই থাকতে চাই।

সবাইকে ধন্যবাদ, যারা বিভিন্ন সময় সমর্থন দিয়ে গেছেন। ধন্যবাদ তাদেরও, যারা সমালোচনা করেছেন। আপনাদের সমালোচনা আমাকে নতুন করে ভাবতে শিখিয়েছে।

মন্তব্য ৩৬ টি রেটিং +৮/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ০৫ ই অক্টোবর, ২০২৩ রাত ১১:৩৭

কালো যাদুকর বলেছেন: কনগ্রাচুলেশনস।

০৬ ই অক্টোবর, ২০২৩ রাত ১২:০২

রূপক বিধৌত সাধু বলেছেন: ধন্যবাদ আপনাকে।

২| ০৫ ই অক্টোবর, ২০২৩ রাত ১১:৩৯

সোনাগাজী বলেছেন:



অভিনন্দন!
আমার সমালোচনাগুলো লেখার উপর ছিলো, নাকি ব্যক্তি-আক্রমণ বলে মনে হয়েছে?

০৬ ই অক্টোবর, ২০২৩ রাত ১২:০৫

রূপক বিধৌত সাধু বলেছেন: অত অ্যান এভারেজ বললে আপনার মধ্যে অন্যদের তুচ্ছতাচ্ছিল্য করার প্রবণতা ছিল। কোনটা সমালোচনা আর কোনটা তুচ্ছতাচ্ছিল্য- এটা বোধহয় আপনি বোঝেন না। যাহোক, আমি আপনার কাছ থেকেও অনেককিছু শিখেছি। বিশেষ করে ধৈর্য্য।

৩| ০৫ ই অক্টোবর, ২০২৩ রাত ১১:৪৭

খায়রুল আহসান বলেছেন: অভিনন্দন এবং শুভকামনা!
শিরোনামের কথাটা সঠিক; দশ বছর সময়টা কম নয়। এই দীর্ঘ সময় ধরে আপনি নানা প্রতিকূলতাকে অতিক্রম করে শত ব্যস্ততার মাঝেও মনের টানে এখানে এসে ব্লগিং চালিয়ে যাচ্ছেন, এটা দেখতে পারাটা নিঃসন্দেহে একটি সুখকর অভিজ্ঞতা, একটি সাফল্যের কাহিনী।

০৬ ই অক্টোবর, ২০২৩ রাত ১২:১০

রূপক বিধৌত সাধু বলেছেন: এই দীর্ঘ সময় ধরে আপনি নানা প্রতিকূলতাকে অতিক্রম করে শত ব্যস্ততার মাঝেও মনের টানে এখানে এসে ব্লগিং চালিয়ে যাচ্ছেন, এটা দেখতে পারাটা নিঃসন্দেহে একটি সুখকর অভিজ্ঞতা, একটি সাফল্যের কাহিনী। নিজের সুখ-দুঃখের কথা বলে/লিখে যেমন হালকা লাগে, আপনাদের অভিজ্ঞতা জানতে পেরেও আমার খুব ভালো লাগে। জীবনকে বুঝতে শিখি।

৪| ০৫ ই অক্টোবর, ২০২৩ রাত ১১:৪৭

শায়মা বলেছেন: ভেরি গুড!!
এখনও ব্লগে থেকে যাবার জন্য থ্যাংকস আর অনেক শুভকামনা! :)

০৬ ই অক্টোবর, ২০২৩ রাত ১২:১১

রূপক বিধৌত সাধু বলেছেন: আসলেই। কেমনে থেকে গেলাম :|

৫| ০৬ ই অক্টোবর, ২০২৩ রাত ১২:৫৫

কামাল১৮ বলেছেন: আইয়ুব উন্নয়নের একদশক পালন করতে যেয়ে হারিয়ে যায়।আসাকরি আপনি আরো উজ্বল হয়ে উঠবেন।

০৬ ই অক্টোবর, ২০২৩ রাত ১:২১

রূপক বিধৌত সাধু বলেছেন: মানুষ খুব হিসেবি। কেউ কাউকে নিঃস্বার্থভাবে মনে রাখে না :(

৬| ০৬ ই অক্টোবর, ২০২৩ ভোর ৬:৫২

ইসিয়াক বলেছেন: দীর্ঘ সময়!!!
অভিনন্দন।

০৬ ই অক্টোবর, ২০২৩ সকাল ৭:০৬

রূপক বিধৌত সাধু বলেছেন: অশেষ কৃতজ্ঞতা।

৭| ০৬ ই অক্টোবর, ২০২৩ সকাল ৭:২৩

সাড়ে চুয়াত্তর বলেছেন: দশ বছর কম সময় না। আপনাকে অভিনন্দন দশ বছর পূর্তি উপলক্ষে। আশা করি আগের মতই সামনের দিনগুলিতেও ভালো ভালো পোস্ট দিবেন।

০৬ ই অক্টোবর, ২০২৩ সকাল ৭:২৫

রূপক বিধৌত সাধু বলেছেন: দেব বৈকি। মন খুলে লিখতে পারলে নিজের কাছেও ভালো লাগে।

৮| ০৬ ই অক্টোবর, ২০২৩ সকাল ৭:৩৮

নূর আলম হিরণ বলেছেন: অভিনন্দন! ব্লগ ভালো লাগে নাকি ফেইসবুক?

০৬ ই অক্টোবর, ২০২৩ সকাল ৭:৪০

রূপক বিধৌত সাধু বলেছেন: লেখালেখির জন্য ব্লগ সবচেয়ে ভালো। এখানকার পাঠকদের মনমানসিকতা ফেবু পাঠকদের চেয়ে উন্নত।

৯| ০৬ ই অক্টোবর, ২০২৩ সকাল ৮:৩১

শূন্য সারমর্ম বলেছেন:


কনগ্রাজুলেসন্স!

১২ বছর হলে বই লিখবেন যে, " ব্লগ থেকে পাওয়া শিক্ষাসমূহ।

০৬ ই অক্টোবর, ২০২৩ সকাল ৯:১৮

রূপক বিধৌত সাধু বলেছেন: আত্মজৈবনিক গল্প-উপন্যাস লিখলে ব্লগের প্রসঙ্গ আসতে পারে।

১০| ০৬ ই অক্টোবর, ২০২৩ সকাল ৯:৪৯

নজসু বলেছেন:



অভিনন্দন প্রিয় ভাই।

০৬ ই অক্টোবর, ২০২৩ সকাল ১০:১৯

রূপক বিধৌত সাধু বলেছেন: Thanks a lot :)

১১| ০৬ ই অক্টোবর, ২০২৩ সকাল ১০:৪০

নতুন বলেছেন: অভিনন্দন ভাই। ১০ বছর অনেক সময়।

০৬ ই অক্টোবর, ২০২৩ সকাল ১০:৪৫

রূপক বিধৌত সাধু বলেছেন: আসলেই অনেক সময়। ব্লগিংয়ের বয়স বেড়েছে, নিজের বয়সও বেড়েছে।

১২| ০৬ ই অক্টোবর, ২০২৩ সকাল ১০:৫১

নতুন বলেছেন: লেখক বলেছেন: আসলেই অনেক সময়। ব্লগিংয়ের বয়স বেড়েছে, নিজের বয়সও বেড়েছে।


সময় খুবই দ্রুত চলে যায়। মনে হয় এইতো সেদিন ২০০৬ এ সামুতে নাম লেখিয়েছিলাম...

০৬ ই অক্টোবর, ২০২৩ দুপুর ১:৫২

রূপক বিধৌত সাধু বলেছেন: ঠিক :(

১৩| ০৬ ই অক্টোবর, ২০২৩ সকাল ১০:৫৩

আহমেদ জী এস বলেছেন: রূপক বিধৌত সাধু,



ব্লগে দশক পেরিয়ে এসেছেন জেনে ভালো লাগলো। অভিনন্দন।
সামনের দশকটিও আরও সুন্দর হয়ে উঠুক।

০৬ ই অক্টোবর, ২০২৩ দুপুর ১:৫৩

রূপক বিধৌত সাধু বলেছেন: সামনের দশকটিও আরও সুন্দর হয়ে উঠুক। অশেষ ধন্যবাদ।

১৪| ০৬ ই অক্টোবর, ২০২৩ দুপুর ২:৩২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অভিনন্দন। আপনার লেখার হাত ভালো, লেখাগুলো সাবলীল ও হৃদয়গ্রাহী। লিখতে থাকুন।

০৬ ই অক্টোবর, ২০২৩ রাত ১১:৪৮

রূপক বিধৌত সাধু বলেছেন: এমন কমপ্লিমেন্টের জন্য ধন্যবাদ। আপনি, সাড়ে চুয়াত্তর, খায়রুল আহসান, আহমেদ জী এস সাহেবের মতামত আমার জন্য বাড়তি পাওয়া।

১৫| ০৬ ই অক্টোবর, ২০২৩ বিকাল ৫:২৯

বিষাদ সময় বলেছেন: ব্লগে একটি দশক পেরোলেন। অভিনন্দন.....

০৬ ই অক্টোবর, ২০২৩ রাত ১১:৪৬

রূপক বিধৌত সাধু বলেছেন: দীর্ঘসময় থাকতে পেরে ভালো লাগছে B-)

১৬| ০৬ ই অক্টোবর, ২০২৩ বিকাল ৫:৫৪

ঢাবিয়ান বলেছেন: অভিনন্দন । ব্লগ আসলেই অনেক বৈচিত্রময়। নিজেকে মেলে ধরার এর চাইতে ভাল মাধ্যম আর নেই।

০৬ ই অক্টোবর, ২০২৩ রাত ১১:৪৫

রূপক বিধৌত সাধু বলেছেন: আগের মতো পসার নেই, তবুও ব্লগ স্বতন্ত্র এবং অনন্য।

১৭| ০৭ ই অক্টোবর, ২০২৩ বিকাল ৫:৫৩

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: অভিনন্দন, রূপক দা।
সেই ৭ বছর আগে ব্লগে একাউন্ট খোলার পর যাদের সর্বাত্মক সহযোগিতা ও অনুপ্রেরণা পেয়েছি, আপনি তাদের একজন।
আশা করি তিক্ত অভিজ্ঞতাগুলো সড়িয়ে রেখে সতত সুন্দরের সাথে চলবেন।
অসামান্য ভাল থাকবেন।

০৮ ই অক্টোবর, ২০২৩ বিকাল ৪:৫৮

রূপক বিধৌত সাধু বলেছেন: আপনার কবিতা সুন্দর হয়। নিয়মিত লিখলে আরও ভালো হবে।

১৮| ০৮ ই অক্টোবর, ২০২৩ দুপুর ১২:০৪

মুদ্‌দাকির বলেছেন: আমি বুঝি না ব্লগাররা বর্ষপূর্তী পোষ্ট কেন দেয়?!!!!!!!!!!!!!!!! সামু দিলেও একটা কথা ছিল!
এই চল অচল হওয়া দরকার।

০৮ ই অক্টোবর, ২০২৩ বিকাল ৪:৫৭

রূপক বিধৌত সাধু বলেছেন: ব্লগাররা আর কোন পোস্ট দেবে বা দেবে না; এসবের ওপর একটা পোস্ট দেন :(। উপকার হয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.