নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Our sweetest songs are those that tell of saddest thought (Shelly).

রূপক বিধৌত সাধু

মন রে, কৃষিকাজ জানো না; এমন মানবজমিন রইলো পতিত আবাদ করলে ফলত সোনা! রামপ্রসাদ সেন ([email protected])

রূপক বিধৌত সাধু › বিস্তারিত পোস্টঃ

আগুন সন্ত্রাস

০১ লা নভেম্বর, ২০২৩ সকাল ১১:০৯


নির্বাচনের সময় ঘনিয়ে আসছে,
তেরো সাল যেন ফিরে এল আবারও;
রাজনীতিকদের দৌড়ঝাঁপ বাড়ছে-
বাড়ছে তাদের হিংস্রতার পরিধিও।
আবার হয়েছে শুরু আগুন সন্ত্রাস,
দিনদুপুরে গাড়িতে লাগাচ্ছে আগুন;
ভাঙচুরও করা হচ্ছে বীরদর্পে বাস-
নিরীহ মানুষদের করা হচ্ছে খুন।
আহতও হচ্ছে অগণিত দিনদিন,
হাসপাতাল-ক্লিনিক দীর্ঘশ্বাসে ভারি;
শোধ করছে এদেশে জন্মাবার ঋণ,
এমন দুর্ভোগ তো খেসারত তারই!
ঘর থেকে বের হওয়া হয়েছে জ্বালা,
আদৌ নিরাপদে ফেরা হবে কি না ঘরে;
দুশ্চিন্তায় পরিবার সর্বদা উতলা,
না ফেরা পর্যন্ত তারা ছটফট করে।
না বেরিয়েও উপায় নেই যে একটু,
অবৈধ সম্পদ নেই যে খাবে পা তোলে;
কাজ না করলে জুটবে না অন্ন দুটো;
উদরটা কি আর হিতোপদেশে ভোলে?
এভাবেই রাজায় রাজায় লড়াইয়ে
উলুখাগড়ার প্রাণ যায়, দীর্ঘকাল
মানবজীবন চলছে যে এ উপায়ে-
সমানাধিকারের ভীষণই আকাল।
যারাই আসবে সব লুটেপুটে খাবে,
তাদের সন্তান পাড়ি দেবে দূরদেশে;
দীনহীন চিরদিন দুর্ভোগ পোহাবে,
সংসার জীবন চলবে যে কায়ক্লেশে।
দশ টাকার জিনিস বিশ করে কিনে
বাসায় এসে করবে তারা হা-হুতাশ,
পরদিন ফের অনিশ্চিত এ জীবনে
কী পেলাম, না পেলাম করবে বাহাস।
হয়তো একদিন হঠাৎ ছোড়া গুলিতে
নিভবে প্রাণপ্রদীপ, তারপর আর
থাকবে না খেদোক্তি; নিষ্ঠুর পৃথিবীতে
ক্ষত রয়ে যাবে, সইল যে অত্যাচার।

১৬ কার্তিক ১৪৩০ বঙ্গাব্দ
মহাখালী ওয়ারলেস, ঢাকা।




মন্তব্য ১৪ টি রেটিং +২/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০১ লা নভেম্বর, ২০২৩ সকাল ১১:৫৫

হাসান কালবৈশাখী বলেছেন:

বিএনপি এই সমাবেশ থেকে হরতাল ঘোষনা দিবে, হঠাৎ দেয়নি ..
এখন বোঝা যাচ্ছে বিএনপি হরতাল ঘোষনা আগেই নির্ধারিত করে রেখেছিল। নইলে পুলিশের সাথে ইটমারামারি টিয়ার গ্যাস সভার অনেক দূরে কাকরাইল মসজিদের কাছে। কিন্তু অনেক দূরে নাইটেঙ্গেল মোড়ে ফকরুল সভার মাঝখানে বক্তৃতা বন্ধ করে হুট করে হরতাল ঘোষনা কেন?

বিএনপি একটি ভাল অবস্থায় ছিল, কিন্তু গ্যাঞ্জাম করে হরতাল দিয়ে মারাত্মক ভুল করলো।
বিএনপি এত দিন গ্রেফতারের ভয় ছিল না, মোটামোটি ফ্রিলি চলা ফেরা মিটিং সবই নির্ভয়ে করতে পারতো। গত দশ বছরের ভেতর এবার এই বছরটাই বিএনপি সবচেয়ে সোচ্চার শক্ত অবস্থায় ছিল, কিন্তু পুলিশ হত্যায় সব ভেস্তে গেল।
এখন বিএনপি নেতারা এখন মিটিং করা কথা বলা তো দুরের কথা গ্রেফতার আতঙ্কে বাসায়ও নির্ভয়ে ঘুমাতে পারে না। আর পারবেও না।

০১ লা নভেম্বর, ২০২৩ দুপুর ১২:৪৬

রূপক বিধৌত সাধু বলেছেন: এসবের বাইরেও আন্তর্জাতিকভাবে কোনঠাসা হয়ে পড়বে।

২| ০১ লা নভেম্বর, ২০২৩ দুপুর ১২:৪৭

করুণাধারা বলেছেন: কবিতা ভালো হয়েছে রূপক বিধৌত সাধু।

তবে এটা দীর্ঘশ্বাসময় কবিতা! সত্যিই এই আগুন সন্ত্রাসে মরে শুধু খেটে খাওয়া মানুষ। অনেক শিশু এতিম হয়ে পথে নেমে আসে, কিন্তু সমাজের উপর তলার মানুষের কিছুই হয় না!! :(

০১ লা নভেম্বর, ২০২৩ দুপুর ১২:৫১

রূপক বিধৌত সাধু বলেছেন: মনে হয় এদেশে জন্মানো নিরীহদের জন্য অপরাধ। দু'পয়সা দাম নেই ওদের জীবনের।

৩| ০১ লা নভেম্বর, ২০২৩ দুপুর ১:১৭

ঢাবিয়ান বলেছেন: জনগনের জীবনের এক ফোটা মূল্য নাই এই দেশে

০১ লা নভেম্বর, ২০২৩ দুপুর ১:২১

রূপক বিধৌত সাধু বলেছেন: দেশটা কেবলই রাজনীতিবিদ আর আমলাদের!

৪| ০১ লা নভেম্বর, ২০২৩ দুপুর ১:৫৫

রাজীব নুর বলেছেন: কবিতা ভালো লাগে নি।

০১ লা নভেম্বর, ২০২৩ দুপুর ২:১১

রূপক বিধৌত সাধু বলেছেন: কেন?

৫| ০২ রা নভেম্বর, ২০২৩ সকাল ৯:২২

সৈয়দ মশিউর রহমান বলেছেন: কোন রাজনৈতিক দল বলছেনা পন্যের মূল্যবৃদ্ধির কথা। তাহলে এরা জনগনের সরকার বা দল হয় কি করে?

০২ রা নভেম্বর, ২০২৩ সকাল ৯:৪২

রূপক বিধৌত সাধু বলেছেন: নামমাত্র জনগণের দল। আদতে অতি স্বার্থপর। নিজেদের ধান্ধা নিয়ে ব্যস্ত।

৬| ০২ রা নভেম্বর, ২০২৩ দুপুর ১২:১৯

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আইন করে বন্ধ করা উচিৎ এসব। কেন নির্বাচন এলেই আগুন সন্ত্রাসে মরতে হবে এদেশের মানুষকে।

০২ রা নভেম্বর, ২০২৩ দুপুর ১২:৪০

রূপক বিধৌত সাধু বলেছেন: এক পক্ষ আরেকপক্ষের সাথে না পেরে নিরীহ মানুষকে ভোগাবে। এসব আগুন সন্ত্রাস বন্ধে কেউ উদ্যোগ নেবে না।

৭| ০৬ ই নভেম্বর, ২০২৩ রাত ১১:১১

খায়রুল আহসান বলেছেন: মিথ্যে চতুর্দিকে ছড়িয়ে পড়ে নির্লজ্জভাবে দম্ভোক্তি করে চলেছে। আর সত্য কোণঠাসা হয়ে আছে। তবে ইতিহাস স্বাক্ষ্য দেয়, দিনশেষে সত্যেরই জয় হয়। সাদ্দাম হোসেনের একটা মন্ত্রী ছিল। বাগদাদ নগরী যখন বোমার আঘাতে ছিন্নভিন্ন হচ্ছিল, তখনও সে উচ্চকণ্ঠে ইরাকী বাহিনীর শৌর্যবীর্যের জয়গাথা গেয়ে যাচ্ছিল। শেষ পরিণতি সবারই জানা।

০৮ ই নভেম্বর, ২০২৩ রাত ১২:২০

রূপক বিধৌত সাধু বলেছেন: দিন যত এগোচ্ছে পরিস্থিতি আরও অসহনীয় হয়ে উঠছে। এরমধ্যে আবার রাজনৈতিক দ্বন্দ্ব!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.