নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি মুসলিম, আমার ধর্ম ইসলাম।

রূপক নাহিদ

রূপক নাহিদ › বিস্তারিত পোস্টঃ

শিক্ষা

১০ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৫০

পড়ুন, ভাল লাগবে:

লোকমান হাকিম তার জীবনের
প্রথম
দিকে কোন ব্যক্তির
অধীনে গোলামী করতেন
বলে বর্ণিত
আছে ৷ এক বর্ণনা মতে,হযরত লোকমান
হাকিমের মুনিব একবার
তাকে নির্দেশ
দিল যে, তুমি অমুক খেত চাষ
করে তাতে তিল রোপন কর।
নির্দেশমত
লোকমান হাকিম খেত চাষ
করে তাতে জও (এক ধরনের মরুফসল)
রোপন
করলেন।
.
কিছুদিন পর তার মুনিব ফসলের
তদারকি করতে জমিতে গেলেন
এবং আশ্চর্য হয়ে দেখলেন
তাতে জওয়ের
গাছ দেখলেন।
এটা দেখে তিনি রাগান্বিত
হয়ে হযরত
লোকমানকে ধমকের সুরে বললেন,'
কি ব্যাপার! তুমি জমিতে জও বপন
করেছ কেন?
তোমাকে তো আমি তিল বপন
করতে বলেছিলাম! তোমার এ
খামখেয়ালীর জন্য
তোমাকে অবশ্যই
শাস্তি ভোগ করতে হবে।
.
হযরত লোকমান জবাব দিলেন, জনাব!
আমি জানতাম যে জমিতে জও
লাগালে তাতে তিল ধরে ৷ তাই
আমি জও লাগিয়েছি ৷
তার কথা শুনে মুনিব হেসে বললেন,
তোমাকে আমি কিছুটা বুদ্ধিমান
মনে করেছিলাম। এখন
দেখছি তোমার
চেয়ে মূর্খ দ্বিতীয়টি নেই ৷ জও বপন
করলে তাতে জও গাছই হবে।
তাতে তিল গাছ কিভাবে হবে?
এইরুপ
আশা করা একেবারেই অবান্তর ও
বোকামীর লক্ষ্মন৷
তুমি কিভাবে এরুপ"
আশা কর??
.
হযরত লোকমান বললেন, জনাব!
আমি এইরুপ
আশা করার একটি প্রধান কারণ এই
যে,
আমি দেখছি "আপনি অনবরত পাপের
কাজ করছেন আর মনে মনে তার উত্তম
ফল
অর্থাৎ জান্নাতের আশা করছেন।
যদি আপনার জন্য ইহা অবান্তর ও
বোকামী না হয় তাহলে আমার জন্য
হবে কেন ? "
.
এই জবাব শুনে মুনিবটি চমকে উঠল
এবং তার মোহ কেটে গেল। তারপর
তিনি লোকমান হাকিমকে মুক্ত
করে দেন।
বস্তুত, লোকমান হাকিমের
উক্তটি আমাদের সবার জন্যই
প্রযোজ্য।
আল্লাহ যেন সবাইকে হেদায়ত দান
করেন .... (আমীন)

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১০ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১:১৯

শঙ্কর দেবনাথ বলেছেন: চমৎকার লেখা।

২| ১০ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:১৩

রূপক নাহিদ বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.